বিষয়বস্তুতে চলুন

আলাপ:বাংলাদেশ ছাত্রলীগ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: বাংলাদেশ ছাত্রলীগ মিজান কর্তৃক ২৬ দিন আগে "অনুরোধ" অনুচ্ছেদে

নতুন নিবন্ধ তৈরি করা প্রসংগে

[সম্পাদনা]

"বাংলাদেশ ছাত্রলীগ" সম্পর্কিত কি আর কোনো নিবন্ধ আছে বা অন্যকোনো শিরোনামে? --Ashiq Shawon (আলাপ) ১০:৩২, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৭ জুন ২০১৭

[সম্পাদনা]

লোগো বদলাতে হবে। কারন বাংলাদেশ ছাত্রলীগ কালো রঙের লোগো ব্যবহার করে

রাতুল সাকলাইন (আলাপ) ১৭:০২, ৭ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কোন তথ্যসূত্র আছে কি? কালো রংযের লোগো সংক্রান্ত তথ্যটি কোথায় পেলেন? - Ashiq Shawon (আলাপ) ০৮:৩০, ৮ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
 করা হয়নি আফতাব (আলাপ) ০০:৪২, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তাদের ওয়েবসাইটে লগো কিন্তু কালো রং-এর। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৩, ৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক সংশোধন প্রসঙ্গে

[সম্পাদনা]

@NahidSultan: নাহিদ ভাই, বাংলাদেশ ছাত্রলীগ নিবন্ধের তথ্যছকে দেওয়া প্রেসিডেন্ট ও সচিব এর পরিবর্তে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক লেখার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপশিক্ষা বিষয়ক সম্পাদকের পরিচয়ে user:নাহিদ উকিল জুয়েল নামক ব্যবহারকারী আমার আলাপ পাতায় বার্তা দিয়েছেন এবং তিনি উক্ত নিবন্ধে তাদের লোগো লাল রঙের পরিবর্তে কালো রঙের লোগো যোগ করার অনুরোধ করেছেন। যদিও আমিও কালো রঙের লোগোটি যোগ করে দিয়েছি। তথ্যছক সংশোধনের বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানালাম, ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১৫:৫৩, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

করেছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১১, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: ধন্যবাদ সংশোধন করে দেওয়ার জন্য, ভাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপশিক্ষা বিষয়ক সম্পাদক user:নাহিদ উকিল জুয়েল লাল রঙের লোগোটি পরিবর্তন করে বর্তমানে সংযুক্ত কালো রঙের লোগোটি যোগ করতে বলেছেন এবং আমি তা করে দিয়েছি। কিন্তু উনি আলাপ পাতায় আমাকে বলতেছেন যে, ওটা নাকি তেমন উচ্চ রেজ্যুলিউশন ও সাইজ ঠিক নাই সেজন্য আমাকে মেসেঞ্জারে অরিজিনাল লোগোটি পাঠাতে চাইছেন। এই ধরনের লোগো কি উইকিপিডিয়াতে এড করা উচিত হবে একটু বলবেন?রিয়াজ (আলাপ) ১৭:২৩, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তিনি আমাকে মেইল করেছিলেন। তাকে এসভিজি সংস্করণ মেইলে পাঠাতে বলেছি। পাঠালে ওটা দেওয়া যাবে অসুবিধা নাই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৯, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: হুম, আমি ওনাকে আপনার সাথে যোগাযোগ করতে বলেছিলাম। ওটা বর্তমানে কালো যেই লোগোটা আপলোড করেছি সেটার নতুন সংস্করণ হিসেবে বাংলা ও ইংরেজি উইকিপিডিয়াতে আপলোড করে দিয়েন। ধন্যবাদ।রিয়াজ (আলাপ) ১৭:৫৮, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ

[সম্পাদনা]

বাংলাদেশ ছাত্রলীগের আছে অনেক গৌরব গাঁথা। সেই তথ্য গুলোও দেওয়া হোক।

 করা হয়নি। অনুগ্রহ করে তথ্যসূত্র প্রদান করুন।
TANBIRUZZAMAN (💬) ০৯:৫৭, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি ভুল তথ্য কেন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ মিজান (আলাপ) ২০:৩৬, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ

[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: কার্যক্রম অনুচ্ছেদটার কোনো প্রয়োজন আছে? -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৬:১৪, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্রসহ আছে। আমি সমস্যা দেখি না। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৯, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মূল নিবন্ধ কেন করা হয়??

[সম্পাদনা]

@Md.Farhan Mahmud: সমস্ত তথ্য যদি সংযুক্ত নিবন্ধেই দেওয়া থাকে তাহলে মূল নিবন্ধ করার কি কোনো প্রয়োজন আছে? আমি উল্লেখ করেই দিয়েছিলাম সমস্ত তথ্য মূল নিবন্ধে আছে, তাই সংযুক্ত নিবন্ধে সারাংশ দিয়ে এডিট করে দিয়েছিলাম। কিন্তু মোটেও কিন্তু সমস্ত তথ্য মুছে ফেলিনি। Robi -1999 (আলাপ) ০৯:২৫, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৮ জুলাই ২০২৪

[সম্পাদনা]

- ! সময়কাল !! সভাপতি !! সাধারণ সম্পাদক !টীকা 103.171.251.3 (আলাপ) ০২:৩৫, ১৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ফাঁকা অনুরোধ। বোরহান (আলাপ) ০৫:০৯, ১৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২৩ অক্টোবর ২০২৪

[সম্পাদনা]
103.167.208.219 (আলাপ) ১৭:০২, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ফাঁকা অনুরোধ। Ahmed Reza Khan (আলাপ) ১৭:৩৫, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২৩ অক্টোবর ২০২৪

[সম্পাদনা]
Anwar717026 (আলাপ) ২২:৪৫, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ফাঁকা অনুরোধ। মেহেদী আবেদীন ২২:৪৬, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২৪ অক্টোবর ২০২৪

[সম্পাদনা]

বাংলাদেশ ছাত্রলীগ এই দেশের শান্তির জন্য কাজ করে। কোন সন্ত্রাসী সংগঠন নয়। please recheck this 2404:1C40:5B:23D1:1:0:C024:4CD5 (আলাপ) ০৭:০৬, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

 করা হয়নি। অনুগ্রহ করে তথ্যসূত্র প্রদান করুন। –TANBIRUZZAMAN (💬) ০৯:৫৬, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২৪ অক্টোবর ২০২৪

[সম্পাদনা]
37.40.225.62 (আলাপ) ০৮:১৭, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ফাঁকা অনুরোধ। বোরহান (আলাপ) ০৮:১৯, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সামঞ্জস্যপূর্ণ সম্পাদনার অনুরোধ

[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধের সাথে সামঞ্জস্য রাখা উচিত বলে মনে করি। কারণ উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। উইকিপিডিয়া ইংরেজি যেহেতু নিরপেক্ষ থেকেছে সেহেতু আমি মনে করি বাংলা উইকিপিডিয়ারও উচিত নিরপেক্ষ থাকা। তাই বিশ্বকোষীয় নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে নিবন্ধটি পক্ষপাতহীন সম্পাদনার অনুরোধ করছি। রিফাত (আলাপ) ১০:৫৬, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Md. Rayan Alam Rifat নিরপেক্ষতা বজায় আগে থেকেই রাখা হয়েছে। বিগত সরকারের সময় নিবন্ধটি যেমন ছিল, এখনও তেমন আছে। সম্প্রতি কেবল দলটির নিষিদ্ধ হবার তথ্য যুক্ত করা হয়েছে। ~ নাহিয়ান আলাপ ১১:২৯, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Md. Rayan Alam Rifat, ইংরেজি ও বাংলা উইকির দুইটি আলাদা বিশ্বকোষ। আমাদের ইংরেজি উইকি অনুকরণ করতে এমন কোনও কথা নেই। হ্যাঁ, আমাদের অবশ্যই নিরপেক্ষভাবে লিখতে হবে। আপনি যদি মনে করেন কোনও বাক্য নিরপেক্ষভাবে লিখিত হয়নি তবে এখানে তা উত্থাপন করতে পারেন ও কীভাবে লিখা উচিত তারও পরামর্শ দিতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১১:৩০, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি ৫:৩০)
@Md. Rayan Alam Rifat ইংরেজি উইকিতে বাংলার মত বিস্তৃত তথ্য নেই। তাই এই নিবন্ধের বেলায় বাংলা থেকেই ইংরেজিতে তথ্য নেওয়া উচিত।
আর বাংলা ও ইংরেজিতে দুইটাতেই মোটামুটি নিরেপক্ষভাবে লেখা হয়েছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১২:৫৯, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, DeloarAkram, এবং N~Closed: নিবন্ধটিতে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। যেমন, প্রথম বাক্যে -

বাংলাদেশ ছাত্রলীগ হলো বাংলাদেশের একটি নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন।[]

লিখা হয়েছে। যেখানে সন্ত্রাসী শব্দটি ব্যবহার যথোচিত নয়। কেননা যেই (প্রথম আলোর) তথ্যসূত্র দেওয়া হয়েছে সেখানে 'ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন' এমন সরাসরি কোন বাক্য উল্লেখ নেই। তাছাড়াও বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জারিকৃত প্রজ্ঞাপনেও সরাসরি কোথাও 'ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন' লিখা নেই। অর্থাৎ কোথাও 'সন্ত্রাসী' নামে সংজ্ঞায়িত করা হয়নি। তবে, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের কথা উল্লেখ রয়েছে। আমি মনে করি সন্ত্রাসী সংগঠন ও সন্ত্রাসী কর্মকান্ড দুটি ভিন্ন জিনিস। তাই প্রথম বাক্য থেকে 'সন্ত্রাসী' শব্দটি বাদ দেওয়ার জোড়ালো অনুরোধ করছি। অন্যথায় সম্পাদনাটি মৌলিক গবেষণার অন্তর্ভুক্ত হবে বলে আমি মনে করি।103.129.212.125 (আলাপ) ২০:৩৯, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
“সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯” এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সংগঠন (বা, ভ্রাতৃপ্রতিম সংগঠন) "বাংলাদেশ ছাত্রলীগ”-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ হয়েছে, তাই দলটিকে সন্ত্রাসী সংগঠন বলায় কোনো অনিরপেক্ষতার প্রকাশ ঘটেনি। ~ নাহিয়ান আলাপ ২১:০৪, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
অনুচ্ছেদটিকে পুনর্লিখন দরকার। যা ইংরেজি উইকিপিডিয়ায় চোখ রাখলেই বুঝা যায় যে তাঁরা কেমন নিরপেক্ষতা বজায় রাখেন। কে নিষিদ্ধ করেছে সেটাও সাথে লিখা দরকার। অনুচ্ছেদটিকে যেভাবে লিখা হয়েছে তাতে কিছুটা অনিরপেক্ষতা বজায় থাকে বলে আমার মনে। বরং অনুচ্ছেদটিকে এইভাবে লিখা যেতে পারে।

বাংলাদেশ ছাত্রলীগ হলো এটি বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন।[] পূর্বে এটি "পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ" ও "পূর্ব পাকিস্তান ছাত্রলীগ" নামে পরিচিত ছিল, দলটিকে সাধারণত ছাত্রলীগ নামে ডাকা হয়।[] ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শেখ মুজিবুর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।[] বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগঠনটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।[]

আমি মনে করি বরং অনুচ্ছেদটিকে এইভাবে পুনর্লিখন করলে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় ও বিশ্বকোষীয় ধাঁচ অবলম্বিত হয়। 103.129.212.125 (আলাপ) ২২:৩৪, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি যেভাবে লেখার জন্য প্রস্তাব করেছেন সে অংশের শেষ বাক্য আরেকটু সংশোধনের দরকার। যেমন,

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৩ সালের ২৩ অক্টোবর সংগঠনটিকে নিষিদ্ধ করে।

রিফাত (আলাপ) ১১:০৫, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি সূচনাকে এইরূপ দিয়েছি:

বাংলাদেশ ছাত্রলীগ (সংক্ষেপে ছাত্রলীগ) হলো বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যেটিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২৩ অক্টোবর নিষিদ্ধ করে।

অথবা এইরূপেও দেওয়া যায়:

বাংলাদেশ ছাত্রলীগ (সংক্ষেপে ছাত্রলীগ) হলো বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যেটিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাসবাদে জড়িত থাকার কারণে নিষিদ্ধ করে।

আশা করি এতে নিরপেক্ষতা বজায় থাকল ও নিষিদ্ধের ব্যাপারটিও উল্লেখ থাকল। আফতাবুজ্জামান (আলাপ) ০১:১৬, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন জানাচ্ছি। বিশ্বকোষে সাংঘর্ষিক বিষয়বস্তুগুলোকে খুব সতর্কতা ও উইকিপিডিয়া:নিরপেক্ষতা এর নীতি অনুসরণ করে সম্পাদনা করা উচিত। ImranAvenger (আলাপ) ০১:২৫, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
শেষের অনুচ্ছেদের প্রতি  সমর্থনমেহেদী আবেদীন ০১:৪৩, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি মনে করি এখানে "অন্তর্বর্তীকালীন সরকার" কথাটা উল্লেখ করা নিষ্প্রয়োজনীয়।
আমার মতে সূচনা এভাবে হতে পারে:-

বাংলাদেশ ছাত্রলীগ হলো বাংলাদেশ সরকার কর্তৃক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন।

কিংবা,

বাংলাদেশ ছাত্রলীগ হলো আওয়ামীলীগের একটি অঙ্গ/ভ্রাতৃপ্রতিম সংগঠন যা বাংলাদেশ সরকার কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধঘোষিত

(نقاش) عبد الله ০১:৫০, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ভাই আমার কাছে আপনার উভয় বাক্য পূর্ণ নিরপেক্ষ লাগছে না। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৮, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ছাত্রলীগ বাংলাদেশ সরকার কর্তৃক একই সাথে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ নয় কি? (نقاش) عبد الله ০২:০২, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
১। অন্তর্বর্তীকালীন সরকার লিখা দূষণীয় দেখছিনা। এটি লিখার মাধ্যমে বরং নির্দিষ্টতা প্রকাশ পায়।
২। আপনার সূচনাগুলোকে মৌলিক গবেষণার অন্তর্ভুক্ত মনে করি। কারণ সংগঠনটিকে প্রজ্ঞাপনের কোথাও সন্ত্রাসী সংগঠন হিসাবে উল্লেখ করা হয়নি। এমনকি প্রায় সবগুলো গণমাধ্যমে 'ছাত্রলীগ নিষিদ্ধ' নামে শিরোনাম করা হয়। সন্ত্রাসী কার্যের জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সেই হিসাবে জনাব আফতাবুজ্জামান এঁর লিখা সূচনাদ্বয় সবচেয়ে যথোপযুক্ত মনে করি।
৩। উইকিপিডিয়ায় উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মেনে সম্পাদনা করা একদম জরুরী। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নীতিমালানুযায়ী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিষয়ের প্রতি কোনো সহমর্মিতা যেমন দেখায় না, তেমনি কোনো উৎসাহও প্রদর্শন করে না। আবার এটি কোনো দর্শনকে শক্তি যোগায় না বা বিপক্ষেও যায় না। কিন্তু এটি দর্শনের কোনো "ঘাটতি" প্রদর্শন করবে না, বরং এটি হবে একটি সুনির্দিষ্ট, "নিরপেক্ষভাবে সম্পাদিত", ও নির্ভরযোগ্য উৎসভিত্তিক লেখা; কোনো দর্শনকে বর্জন করা এর উদ্দেশ্য নয়। এখানে জনাব আফতাবুজ্জামান এঁর লিখাতে কোনো দর্শনকে শক্তি যোগায় না বা বিপক্ষেও যায় না আবার দর্শনের কোনো "ঘাটতিও" দেখিনা। ImranAvenger (আলাপ) ০৬:১২, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
নিষিদ্ধ ছাত্র সংগঠনকে ‘নিষিদ্ধ’ বলায় কেনো অনিরপেক্ষতা প্রকাশ পাবে তা বুঝতে পারছিনা। জঙ্গি সংগঠনকে যেভাবে বলা হয় ‘অমুক একটি জঙ্গি সংগঠন’, সেভাবে এই নিবন্ধেও উল্লেখ করা আবশ্যক দলটি নিষিদ্ধ কি’না। দলের অনুসারীদের মতামতের উপর ভিত্তি করে নিরপেক্ষতা বজায় রাখা হলো কি’বা না, এটি চিন্তা করা ঠিক হবেনা। দেশের চলমান আইনবলে রাষ্ট্রপতি নিষিদ্ধ ঘোষণা করেছেন, কোনো ব্যক্তি সংগঠন এটি করেনি। ~ নাহিয়ান আলাপ ০২:৫০, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
এছাড়াও, ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করলে প্রথম কিছু লাইনই দেখতে পারে উইকিপিডিয়া থেকে, সম্পূর্ণ অনুচ্ছেদ দেখতে পারেনা। তাই, অনুচ্ছেদের শেষে ‘নিষিদ্ধ’ লেখা আছে, তাই প্রথম লাইনে শব্দটি ব্যবহার করা যাবেনা এটি একটু দূর্বল যুক্তি, এবং ইন্টারনেট ব্যবহারকারীদের থেকে তথ্য লুকানোর সামিল। গুগলের সঙ্গে উইকিপিডিয়ার কোনো সম্পর্ক না থাকলেও, নিষিদ্ধ শব্দটি প্রথম লাইনে ব্যবহারের অনুপযুক্ত নয়। সন্ত্রাসী শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেটি নিয়ে আমার কোনো মতবিরোধ নেই। ~ নাহিয়ান আলাপ ০৩:০৫, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া কোনো প্রচারযন্ত্র নয় যে ইন্টারনেট অনুসন্ধানে 'নিষিদ্ধ' শব্দটি দেখাতেই হবে অথবা লুকাতে হবে। উইকিপিডিয়া:নিরপেক্ষতার নীতি অনুসারে সাংঘর্ষিক বিষয়বস্তুসমূহ উইকিপিডিয়ার নিজস্ব কণ্ঠে লিখা উচিত নয়। উদাহরণস্বরূপ, একটি নিবন্ধে বলা উচিত নয় যে "গণহত্যা একটি মন্দ কাজ", তবে এটি বলা যেতে পারে যে "জন এক্স দ্বারা গণহত্যাকে মানব মন্দের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে।" সংগঠনটি 'নিষিদ্ধ' কি 'নিষিদ্ধ' না সেই সিদ্ধান্ত উইকিসম্পাদকেরা নিতে পারেন না, যেহেতু উইকিপিডিয়া মৌলিক চিন্তার প্রকাশস্থল নয়। নিবন্ধের ভূমিকায় জনাব আফতাবুজ্জামানের লিখার মতো যেমন,

বাংলাদেশ ছাত্রলীগ (সংক্ষেপে ছাত্রলীগ) হলো বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যেটিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২৩ অক্টোবর নিষিদ্ধ করে।

বাক্যকে যথোপযুক্ত হিসাবে নেওয়া যেতে পারে। কারণ, এতে উইকিপিডিয়া:নিরপেক্ষতার নীতি সম্পূর্ণ বজায় থাকে। এবং এখানে কোনো তথ্য লুকানোও হচ্ছেনা। প্রথম বাক্যেই 'নিষিদ্ধ' শব্দটি লিখতেই হবে এমন কোনো কথা নেই, কারণ উইকিপিডিয়া কোনো প্রচারযন্ত্র নয়। কোনো নিবন্ধের সূচনা সেই নিবন্ধের নামানুসারেই শুরু করা উচিত। যেমন, গাঁজা নিবন্ধের সূচনাটি হলো গাঁজা (/ˈkænəbɪs/, ইংরেজি: Cannabis) মূলত সপুষ্পক উদ্ভিদের গণ, যেখানে সাতিভা গাঁজা, ইন্ডিকা গাঁজা এবং রুডের্লাইস গাঁজা, এই তিনটি ভিন্ন প্রজাতি অন্তর্ভুক্ত রয়েছে। এখন গাঁজার ক্ষতিকর দিক রয়েছে বলে এর সূচনাটি গাঁজা মূলত মানব ফুসফুস ক্ষতিকারক সপুষ্পক উদ্ভিদের গণ... এমন হওয়া উচিত নয়। এছাড়াও যেমনটি আমরা আল কায়েদা নিবন্ধে দেখতে পাই। ImranAvenger (আলাপ) ০৪:০৯, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ImranAvenger আফতাব ভাইয়ের লেখা অনুসরণ করে ভূমিকার প্রথম অনুচ্ছেদের শেষ লাইনটিকে কেটে প্রথম লাইনে যুক্ত করা হলো, আশা করি এরপর আপনার মতভেদ থাকবেনা। ~ নাহিয়ান আলাপ ০৪:৪১, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@N~Closed, আমি মনে করি আমাদের উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা মেনে উইকিচর্চা করা উচিত। নিবন্ধের সূচনাংশ সংক্ষিপ্ত হওয়া উচিত। এছাড়াও নিবন্ধের সূচনাবাক্যের গঠন সম্ভব হলে দীর্ঘ বাক্যের পরিবর্তে সহজবোধ্য ও ছোট বাক্য ব্যবহার করা উচিত। যেটি আগের সংস্করণে ছিলো। এছাড়াও ইংরেজি উইকিপিডিয়াও আমরা এই বিষয়ের প্রতিফলন দেখতে পাই। যদিও জনাব আফতাবুজ্জামান ইংরেজি উইকিপিডিয়ার অনুকরণের সংশ্লিষ্টতা খুঁজতে না করেন। তারপরেও আমি বলবো ইংরেজি উইকিপিডিয়ায় নীতিমালার সর্বোচ্চ প্রয়োগ ঘটে। যেটা আমি বাংলা উইকিপিডিয়ার এই নিবন্ধের ক্ষেত্রে দেখতে পাইনা। আর আপনি বললেন যে আমার মতভেদ থাকবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো সাধারণত আমার মতভেদের কারণে উইকিপিডিয়ায় কিছু প্রকাশ কিংবা মুছা থেকে বাধাপ্রাপ্ত হবে সেটা আমি বিশ্বাস করিনা, বরং উইকিপিডিয়ার নীতিমালা যদি আমার মতের মধ্যে প্রতিফলিত হয় সেক্ষেত্রে সেই মতকে গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ImranAvenger (আলাপ) ০৫:২৬, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ImranAvenger সূচনাংশ নিয়ে আমাদের কথা হয়েছে, আপাতত কোনো পরিবর্তন করা হবেনা বা সংক্ষিপ্ত করা হবেনা। ~ নাহিয়ান আলাপ ০৫:৩০, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@N~Closed, কার সাথে কথা হয়েছে এবং কীভাবে কথা হয়েছে তা দয়া করে জানাবেন কী? সম্ভব হলে এখানে লিংক দিতে পারেন। ধন্যবাদ। ImranAvenger (আলাপ) ০৫:৪০, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ImranAvenger ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে কথা হয়েছে। এখানে লিংক দেওয়া সম্ভবপর নয়। আর এই নিবন্ধ যেহেতু ঠিক করা হয়েছে, আপনি এখন অন্যান্য নিবন্ধেও আবদান রাখতে পারেন। ~ নাহিয়ান আলাপ ০৫:৪২, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@N~Closed, মেসেঞ্জার গ্রুপের কথা এখানে বলবেন না। এগুলো প্রাইভেসি নীতিমালা বিরোধী। আর মেসেঞ্জার গ্রুপ কোন রেফারেন্স নয়। এখানে আলোচনা করে সিদ্ধান্ত নিন।
আমার মনে হয়, এখন যেভাবে আছে সেটিকে রাখা যায়। কারণ নিষিদ্ধ ঘোষণার ব্যপারটা প্রথম অথবা দ্বিতীয় বাক্যে থাকা উচিত। সেই হিসাবে এটিকে রেখে দেওয়ার পক্ষে মতামত দিবো। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:৫২, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আচ্ছা। ~ নাহিয়ান আলাপ ০৫:৫৩, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র

  1. "ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার"প্রথম আলো। ২৩ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ 
  2. "ছাত্রলীগ আ'লীগের অঙ্গসংগঠন নয়, ভ্রাতৃপ্রতীম"banglanews24.com। ২০১৪-০২-০৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৯ 
  3. সায়েদুল ইসলাম (৪ জানুয়ারি ২০২৩)। "ছাত্রলীগের ৭৫ বছর: ঐতিহ্যবাহী সংগঠন থেকে কীভাবে 'বিতর্কিত' হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্রলীগ?"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৪ 
  4. "বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস"। ২০২২-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৫ 
  5. "ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার"প্রথম আলো। ২৩ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ 

লাঠিয়াল বাহিনী

[সম্পাদনা]

তথ্য সূত্র ৯ এ কোথাও উল্লেখ করা হয়নি বাংলাদেশ আওয়ামীলীগ ছাত্রলীগকে "লাঠিয়াল" বাহিনী হিসেবে ব্যবহার করতে শুরু করে। এই সাক্ষাৎকার দিয়েছেন একজন বিএনপি নেতা। যিনি সাবেক ছাত্রলীগ নেতাও ছিলেন। তথাপি তিনি এ ধরনের কোন বক্তব্য পুরো সাক্ষাৎকারে কোথাও বলেন নি। তিনি বাংলাদেশের ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন এর ব্যাপারেই সাধারণভাবে এই কথাটি বলেছেন। উনার বক্তব্যটা ছিলো এরকম, "ছাত্র রাজনীতি নব্বইয়ের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। গণতান্ত্রিক বাংলাদেশে ছাত্র সংগঠনে মূল দলের নিয়ন্ত্রণ বাড়তে থাকে এবং দলের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় চলে যায় তারা। ৯১-এ বিএনপি সরকার, ৯৬-এ আওয়ামী লীগ সরকার ছাত্রদের ব্যবহার করেছে দলীয় স্বার্থে; যার ধারাবাহিকতা চলছে।" এখানে শুধুমাত্র ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলা হয়নি।

তথ্যসূত্র ১০ একটি ছাত্রলীগ বিরোধী একটি রাজনৈতিক সংগঠন এর বিবৃতি। উইকিপিডিয়াকে রাজনৈতিক মত প্রচার এর মাধ্যম করে তোলা হলে এটি গ্রহণযোগ্যতা হারাবে। তাই "তবে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর, বিশেষত ১৯৯০-এর দশকের পর, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনটিকে তাদের অঘোষিত “লাঠিয়াল” বাহিনী হিসেবে ব্যবহার করতে শুরু করে।[৯][১০]" অংশটুকু বাদ দেয়ার অনুরোধ করছি।


তথ্যসূত্র ১১ এর কোথাও উল্লেখ নেই ছাত্রলীগের হামলায় ৩৩জন নিহত ১৫০০ গুরুতর আহত হয়েছিল। বরং ৩৩ এবং ১৫০০ সংখ্যা দুইটিই পুরো প্রতিবেদন এর কোথাও নেই। তথ্যসূত্র ১২, ১৩, ১৪ এর বেলায়ও একই কথা প্রযোজ্য। এসব প্রতিবেদনে উল্লেখিত ৩৩ ও ১৫০০ সংখ্যা দুইটিই নেই।

তাই "২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ছাত্রলীগের হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং ১,৫০০ জন গুরুতর আহত হয়েছিল।[১১] ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিলো ১২৯ জনে, শুধু ২০১৮ সালেই ৩১ জনের মৃত্যু হয়েছিল।[১২][১৩][১৪]" অংশটুকু বাদ দেয়ার প্রস্তাব করছি। এগুলো তথ্য নয়, রাজনৈতিক প্রোপাগান্ডা। — 2400:C600:3382:8A65:1:0:3317:D834 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@2400:C600:3382:8A65:1:0:3317:D834: আপনার উল্লেখিত উপর্যুক্ত তথ্যগুলোতে যথাযথ তথ্যসূত্র যুক্ত করা হয়েছে এবং জাতীয় দৈনিকের একটি পিডিএফ ফাইলও তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই উক্ত লাইনগুলো বাদ দেওয়া হলোনা। ~ নাহিয়ান আলাপ ০৬:০৬, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন