আরব টেলিভিশন নাটক
আরব টেলিভিশন নাটক বা আরব সোপ অপেরা ("مسلسل" বা মুসালসাল হিসেবেও পরিচিত, বহুবচন মুসালসালাত) হল গল্পনির্ভর-বিনোদনমূলক ধারাবাহিক নাটক।[১] শৈলীর দিক থেকে মুসালসালাত হল লাতিন আমেরিকান টেলিনোভেলার সমতুল্য।[১] এগুলো প্রায়শই ইসলামিক ব্যক্তিত্ববিশেষদের ঐতিহাসিক বিজয়গাথা বা মহাকাব্য অথবা শ্রেনী-সংঘাত ও চক্রান্ত-জড়িত প্রেমকাহিনী হয়ে থাকে।[১] মুসালসাল শব্দটির শাব্দিক অর্থ হল "শৃংখলাবদ্ধ, চলমান, শৃঙ্খলিত, অনবরত"।[২]
রমযান মাসের প্রতিদিন সন্ধ্যায় ইফতারের পর, আরব বিশ্বজুড়ে অধিকাংশ পরিবার টেলিভিশনে এসকল বিশেষ নাটক উপভোগ করে থাকে।[৩] আরব স্যাটেলাইট চ্যানেলগুলো রমযান মাসের প্রতিদিন রাতে রোজা-ভঙ্গের উদ্দেশ্যে একত্রিত হওয়া পরিবারগুলোর সদস্যদের টিভিসেটের সামনে আনতে অনুষ্ঠানগুলো সম্প্রচার করে থাকে।[৪] অধিকাংশ মুসালসালাতই কমবেশি ৩০ পর্বের গুচ্ছ আকারে হয়ে থাকে, অথবা রমজানের প্রতি রাতের জন্য এক পর্ব করে সম্প্রচারিত হয়ে থাকে।[৫] এই টেলিভিশন ধারাবাহিকগুলো বর্তমানে আরব-অঞ্চলের রমযান ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, ঠিক যেমন হাকাওয়াতি নামক আরবের গল্পকথকেরা অতীতে রমজানের রাতগুলোতে পুরোনো গল্প ও পৌরানিক উপকথাগুলো পুনরায় বর্ণনা করে রমজানের একটি অংশ হয়ে উঠেছিল।
মার্কেট রিসার্চ ফার্ম ইপসোস-এর বর্ননামতে, ২০১১ সালের রমজান মাসের প্রথম দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যজুড়ে ৩০% টেলিভিশন ব্যক্তিত্ব বিখ্যাত হয়ে ওঠে, কারণ তখন রাষ্ট্রীয় ও বেসরকারী টিভি চ্যানেলগুলোতে প্রায় ১০০টি আরব ধারাবাহিক নাটক সম্প্রচারিত হয়।[৬] আরবে টেলিভিশন-বাণিজ্যের বাজারে রমজানের গুরুত্বেের কারণে রমযান মৌসুমকে মাসব্যাপী সুপার বোল-এর সঙ্গে তুলনা করা হয়ে থাকে।[৬] এসময়, রাতের টেলিভিশন সম্প্রচার রেটিং উচু ও ভালো হয়ে থাকে, এবং রমযানের টেলিভিশনের পিক আওয়ারগুলোতে ৩০-সেকেন্ডের একটি বিজ্ঞাপন সাধারণ রেটের চেয়ে দ্বিগুণেরো অধিক হতে পারে।[৬] প্যান এরাব রিসার্চ সেন্টারের বর্ননামতে, ২০১২ সালের রমযানে টেলিভিশন বিজ্ঞাপনের ব্যায়ের পরিমাণ পূর্ব-অনূমিত ৪২০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যেখানে সম্পূর্ণ বছরের জন্য সকল আরব টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন আয় ধরা হয়েছিল প্রায় ১.৯৮ বিলিয়ন ডলার।[৭]
২০১২ সালে, ইউটিউব একটি নতুন অনলাইন চ্যানেলের ঘোষণা দেয়, যা নির্দিষ্টভাবে রমযানের অনুষ্ঠান প্রচারের জন্য নিবেদিত হবে।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Ideas & Trends: Ramadan Nights; Traditions Old (Fasting) and New (Soap Operas)"। New York Times। নভেম্বর ২৩, ২০০৩।
- ↑ Salamandra, Christa। A New Old Damascus: Authenticity And Distinction In Urban Syria। পৃষ্ঠা 169–170।
- ↑ "Ramadan soap opera boom for Egypt"। BBC News। ১৭ আগস্ট ২০১২।
- ↑ "Syrian Soap Opera Captivates Arab World"। Washington Post। অক্টোবর ১২, ২০০৭।
- ↑ "Syria's Subversive Soap Operas"। The Atlantic। জুলাই ২৯, ২০১১।
- ↑ ক খ গ "Ramadan TV: Your ultimate guide to the best of the month's television programmes"। Gulf News। জুলাই ১৭, ২০১২।
- ↑ "Ramadan shows give TV revenue a big boost"। The National। আগস্ট ৫, ২০১২।
- ↑ "YouTube Launches Ramadan TV"। Nuqudy। ২০১২-০৭-১৮। ২০১৮-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১১।