আম্বালা ক্যান্টনমেন্ট
আম্বালা ক্যান্টনমেন্ট अम्बाला छावनी | |
---|---|
শহর | |
হরিয়ানা, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩০°২১′৪৩″ উত্তর ৭৬°৫০′৫৩″ পূর্ব / ৩০.৩৬১৯১৫° উত্তর ৭৬.৮৪৮০৭৭৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | হরিয়ানা |
জেলা | আম্বালা |
জনসংখ্যা (২০১১[১]) | |
• মোট | ৫৫,৩৭০ |
ভাষা | |
• অফিসিয়াল | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি ৫:৩০) |
আম্বালা ক্যান্টনমেন্ট (ইংরেজি: Ambala Cantt.) ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা জেলার একটি সেনানিবাস শহর।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে আম্বালা ক্যান্টনমেন্ট শহরের জনসংখ্যা হল ৫৫,৩৭০ জন।[২] এর মধ্যে পুরুষ ৬০.০০৭% এবং নারী ৩৯.৯৩%।
এখানে সাক্ষরতার হার ৯১.২৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৫.০৭% এবং নারীদের মধ্যে এই হার ৮৫.৩২%। হরিয়ানা রাজ্যের সাক্ষরতার হার ৭৫.৫৫%, তার চাইতে আম্বালা ক্যান্টনমেন্ট এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১.৪১% হল ৬ বছর বা তার কম বয়সী।
পরিবহণ
[সম্পাদনা]রেল
[সম্পাদনা]আম্বালা ক্যান্টনমেন্ট জংশন উত্তর ভারতের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশন। চারমুখী এই স্টেশন এর পশ্চিমাংশের একটি লাইন উত্তরে কালকা স্টেশন পর্যন্ত ও অপর লাইনটি লুধিয়ানা স্টেশন পর্যন্ত গিয়েছে। পূর্বাংশের একটি লাইন পূর্বে সাহারানপুর ও অপর লাইনটি দক্ষিণে দিল্লি পর্যন্ত গিয়েছে।
আকাশপথে
[সম্পাদনা]চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর একমাত্র নিকটবর্তী এয়ারপোর্ট।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ [১]
- ↑ "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১৫।