বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক ধান্য গবেষণা কেন্দ্র
সংক্ষেপেইরি
নীতিবাক্য"একটি ভাল পৃথিবীর জন্য ধান্য বিজ্ঞান"
গঠিত১৯৬০
ধরনঅলাভজনক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ কেন্দ্র
উদ্দেশ্যগবেষণা
সদরদপ্তরলস বানোস, লাগুনা
অবস্থান
যে অঞ্চলে কাজ করে
বিশ্বজনীন
পরিচালক
ডাঃ রবার্ট এস. জিগলার
প্রধান অঙ্গ
অছিপর্ষৎ
প্রধান প্রতিষ্ঠান
আন্তর্জাতিক কৃষিবিষয়ক গবেষণা পরামর্শমূলক দল
ওয়েবসাইটwww.irri.org
আইআরআরআই সদর দপ্তরের প্রবেশপথ

আন্তর্জাতিক ধান্য গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। ধানের জাত উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধানের জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। যার সতেরটি দেশে অফিস রয়েছে।[][]

কার্যক্রম

[সম্পাদনা]

অন্যতম খাদ্যশস্য ধান এর উৎপাদন বৃদ্ধি, আবহাওয়া উপযোগী জাত তৈরি, অধিক ফলনশীলতা, বৈরী আবহাওয়ায় টিকে থাকার সক্ষমতা ইত্যাদি গবেষণায় নিয়োজিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]