বিষয়বস্তুতে চলুন

আন্তঃকণ্ঠাস্থি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তঃকন্ঠাস্থি
মুরগির দেহে ফারকুলার আকার ইংরেজি Y অক্ষরের মতো, আর Y-এর মাঝের দন্ডটা হল আন্তঃকন্ঠাস্থি।

আন্তঃকন্ঠাস্থি হল অধিকাংশ চতুষ্পদ প্রাণীর দু'টি কন্ঠাস্থির মাঝে অবস্থিত একটি হাড়। থেরিয়ান স্তন্যপায়ীরা (মারসুপিয়ালপ্ল্যাসেন্টাল) হল একমাত্র চতুষ্পদ যাদের কখনও আন্তঃকন্ঠাস্থি থাকে না, যদিও অন্যান্য প্রকার চতুষ্পদদেরও কোনো কোনো প্রজাতিতে এটি অনুপস্থিত[]। অন্যদিকে মনোট্রিম বা হংসচঞ্চুরা স্তন্যপায়ীদের শাখা হলেও এদের আন্তঃকন্ঠাস্থি উপস্থিত। পাখিদের দেহে এই হাড়টি কন্ঠাস্থিদ্বয়ের সাথে যুক্ত হয়ে ফারকুলা নামক একক হাড় গঠন করে। মুরগির দেহে ফারকুলার আকার ইংরেজি Y অক্ষরের মতো, আর Y-এর মাঝের দন্ডটা হল আন্তঃকন্ঠাস্থি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Appendicular Skeleton"। ১২ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪