আদিত্য শীল
আদিত্য শীল | |
---|---|
জন্ম | দিল্লি, ভারত | ২২ মার্চ ১৯৮৮
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ২০০০–বর্তমান |
আদিত্য শীল (জন্ম: ২২ মার্চ, ১৯৮৮) হলেন একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।[১] এক ছোটিসি লাভ স্টোরি ছবিতে মণীষা কৈরালার বিপরীতে এক কিশোরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন আদিত্য শীল।[২] এরপর তিনি তুম বিন ২ ছবিতে শেখর মালহোত্রা, নমস্তে ইংল্যান্ড ছবিতে স্যাম, পুরানি জিনস ছবিতে স্যামুয়েল, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবিতে রান্ধওয়া এবং ফিৎরাত ছবিতে বীর শেরগিলের চরিত্রে অভিনয় করেন।
প্রথম জীবন
[সম্পাদনা]আদিত্য শীল একজন বাঙালি বাবা ও পাঞ্জাবি মায়ের সন্তান।[৩] আদিত্যের বাবা রবি শীল ছিলেন গাড়ওয়ালি চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা। কিন্তু আদিত্য পেশাদার ক্রিকেটার হতে ছিলেন। একবার জখম হওয়ার ফলে তাঁর সেই সম্ভাবনা নির্মূল হয়ে যায় এবং তিনি তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করেন।[৪]
আদিত্য একজন বিশ্ব টিকওয়ান্ডো চ্যাম্পিয়ন।[৫] তাঁর কর্মজীবনের সূত্রপাত ঘটেছিল একজন মডেল হিসেবে। সেই সময় অনেক বিজ্ঞাপনে তিনি অভিনয় করেন।
কর্মজীবন
[সম্পাদনা]এক ছোটিসি লাভ স্টোরি ছবিতে মণীষা কৈরালার বিপরীতে এক কিশোরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন আদিত্য শীল।[২] ২০০৬ সালে তিনি উই আর ফ্রেন্ডস ছবিতেও অভিনয় করেন। পুরানি জিনস ছবিতে তিনি স্যামুয়েল লরেন্সের চরিত্রে অভিনয় করেন। ২০১৬ সালে অনুভব সিনহার তুম বিন ২ ছবিতে নেহা শর্মার বিপরীতে শেখর চরিত্রে অভিনয় করেন আদিত্য।[৬]
২০১৯ সালে তিনি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবিতে মানব রান্ধাওয়া চরিত্রে অভিনয় করেন।[৭] এরপর অল্ট বালাজির ফিৎরাত-এ ক্রিস্টিল ডি’সুজার বিপরীতে বীর শেরগিল চরিত্রে অভিনয় করেন আদিত্য।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবির বর্ষপূর্তি উপলক্ষ্যে আদিত্য শীল স্মৃতিচারণা করে বলেন যে, তিনি ও টাইগার শ্রফ একটি দৃশ্যকে বাস্তবোচিত করে তোলার জন্য পরস্পরকে সত্যিই ঘুষি মেরেছিলেন।[৮] এরপর তিনি ইন্দু কি জওয়ানি ছবিতে অভিনয় করেন এবং ফিৎরাত ২ ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন।
ফিল্মোগ্রাফি
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | চরিত্র | তথ্যসূত্র | |
---|---|---|---|---|
২০০২ | এক ছোটিসি লাভ স্টোরি | আদিত্য | ||
২০০৬ | উই আর ফ্রেন্ডস | অমিত | ||
২০০৭ | সে সালাম ইন্ডিয়া | সিদ্ধার্থ | ||
২০১৪ | পুরানি জিনস | স্যামুয়েল লরেন্স | ||
২০১৬ | তুম বিন ২ | শেখর মালহোত্রা | ||
২০১৮ | নমস্তে ইংল্যান্ড | সমর সিং | ||
২০১৯ | স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ | মানব রান্ধাওয়া | ||
২০২০ | ইন্দু কি জওয়ানি | দেব শর্মা | [৯] |
ওয়েব
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | প্ল্যাটফর্ম |
---|---|---|---|
২০১৯ | ফিৎরাত | বীর শেরগিল | অল্ট বালাজি ও জি৫ |
দি ইনভিজিবল মাস্ক | ঘোষণা করা হবে | নেটফ্লিক্স |
মিউজিক ভিডিও
[সম্পাদনা]বছর | গান | বিপরীতে |
---|---|---|
২০১৯ | ড্যান্সিং ডল | আকাঙ্ক্ষা পুরী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Aditya Seal seals his return into films with 'Purani Jeans' - Times of India"।
- ↑ ক খ "Soul Stir: Aditya Seal on the moment that changed his life - Times of India"।
- ↑ "INTERVIEW: Aditya believes in the old school romance...", Cine Speak. Retrieved 20 April 2019.
- ↑ Rachana Dubey (29 January 2017), "Aditya Seal: I hoped to be a cricketer but an injury killed my dream", Times of India. Retrieved 20 April 2019.
- ↑ "Aditya Seal, a world Taekwondo champ"। ৩ এপ্রিল ২০১৪।
- ↑ "'Tum Bin 2' movie review: Offers nothing great apart from good music and sweet Aditya Seal"। ১৮ নভেম্বর ২০১৬।
- ↑ "Aditya Seal talks about his 'SOTY 2' co-stars Tiger Shroff, Tara Sutaria and Ananya Panday - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২০।
- ↑ "Photos of Aditya Seal, who gave Tiger Shroff a hard time in 'Student Of The Year 2'"।
- ↑ "Kiara Advani in Lucknow for Indoo Ki Jawani"। Mumbai Mirror।