আটোয়ারী থানা
আটোয়ারী | |
---|---|
থানা | |
আটোয়ারী থানা | |
বাংলাদেশে আটোয়ারী থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°১৩′৫৪″ উত্তর ৮৮°২৪′৩৫″ পূর্ব / ২৬.২৩১৫৯৮° উত্তর ৮৮.৪০৯৬৪৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | আটোয়ারী উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯০৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
পোস্ট কোড | ৫০৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আটোয়ারী থানা বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত আটোয়ারী উপজেলার একটি থানা।
পটভূমি
[সম্পাদনা]এক সময় আটোয়ারী উপজেলা দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত ছিল। বর্তমান পঞ্চগড় হতে গোয়ালপাড়া হয়ে সোজা পশ্চিমে ভারত সীমান্তে নাগর নদী পর্যন্ত একটি রাস্তা গেছে। এক সময় এ রাস্তাটির নাম রাজার সড়ক হিসেবে পরিচিত ছিল। বর্তমান আটোয়ারী থানার উত্তর-পশ্চিমাঞ্চল ধামোর, তোড়িয়া ও মির্জাপুর এর ব্যবসায়ীগণ রাজার সড়ক হয়ে দাসপাড়া হাট ও ইসলামপুরে ব্যবসা-বাণিজ্য করত। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে রাজার সড়কের উভয়পাশে ফতেহপুর ও গিরাগাঁও এর পশ্চিমাঞ্চল নাগর নদী পর্যন্ত বন-জঙ্গলে আচ্ছাদিত রাজার সড়কে ব্যবসায়ী ও সাধারণ লোকেরা চোর-ডাকাতের দ্বারা প্রায়শ আক্রান্ত হতে থাকে এবং কয়েকটি ডাকাত দল বনাঞ্চলে স্থায়ীভাবে আস্তানা গড়ে তোলে। ব্রিটিশ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে এ অবস্থার কথা আনা হলে দিনাজপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট নাগর নদীর তীরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৯০৩ সালে এ পুলিশ ফাঁড়িটি ফতেহপুর গ্রামে স্থাপিত হয়। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার এ পুলিশ ফাঁড়িটিকে আটোয়ারী থানা নামকরণ করে নাগর নদীর তীরে আটোয়ারী নামক স্থানে স্থাপন করে। আটোয়ারী থানাটি থানা এলাকার একেবারে উত্তর-পশ্চিম কোণে অবস্থিত হওয়ায় থানা অন্য এলাকাগুলি যেমন-বলরামপুর, রাধানগরের দূরত্ব অনেক বেশী হয়। ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় দারুন অসুবিধা দেখা দেয়। এ সমস্যার প্রেক্ষিত ১৯৩৯ সালে ব্রিটিশ সরকার আটোয়ারী থানাকে স্থানান্তরিত করে সমগ্র থানার মাঝামাঝি এলাকায় অবস্থিত রাধানগর ইউনিয়নে স্থানান্তর করে। পরবর্তীতে আটোয়ারী থানাকে বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ার সাথে যুক্ত করে পঞ্চগড় মহকুমা গঠিত হয় ১৯৮০ খ্রিস্টাব্দের ১ জানুয়ারী।[১]
প্রশাসনিক এলাকাসমূহ
[সম্পাদনা]আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আটোয়ারী থানার অধীন।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আটোয়ারী উপজেলা - পটভূমি"। atwari.panchagarh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ "আটোয়ারী উপজেলা - ইউনিয়নসমূহ"। atwari.panchagarh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।