বিষয়বস্তুতে চলুন

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২
খেলাক্রিকেট
প্রতিষ্ঠাকাল২০১৯
দলের সংখ্যা
পদোন্নতিসুপার লিগ
অবনমনচ্যালেঞ্জ লিগ
অফিসিয়াল ওয়েবসাইটicc-cricket.com

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ হচ্ছে একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা, যা একদিনের আন্তর্জাতিক নিয়মে অনুষ্ঠিত হবে এবং ২০১৯ সাল থেকে শুরু হওয়া তিন-লিগ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব পদ্ধতির দ্বিতীয় ধাপ। সাতটি দল অংশ গ্রহণ করে এবং এর মধ্যে কোন দল সরাসরি হয় আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব-এ অগ্রসর অথবা বাছাইপর্বের যোগ্যতা অর্জনের জন্য দ্বিতীয় সুযোগ হিসাবে প্লে-অফ প্রতিযোগিতায় অগ্রসর। বাছাইপর্বের দুটি দল পরবর্তী ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। লিগ ২ ও বাছাই যোগ্যতা অর্জনের প্লে-অফ হচ্ছে মূলত আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপআইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ এর পরিবর্তিত রূপ।[] প্রথম আসরটি ছিল ২০১৯-২২.[]

আসর বিজয়ী অবনমন পদোন্নতি
২০১৯-২৩  স্কটল্যান্ড  পাপুয়া নিউগিনি  কানাডা
২০২৩-২৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  2. "ICC launches the road to India 2023"International Cricket Council। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]