অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (ভারত)
সংস্থার রূপরেখা | |
---|---|
যার এখতিয়ারভুক্ত | ভারত সরকার |
সদর দপ্তর | রাজীব গান্ধী ভবন, নতুন দিল্লি |
বার্ষিক বাজেট | ₹ ৩,১১৩.৫০ কোটি (ইউএস$ ৩৮০.৫৭ মিলিয়ন) (২০২৩–২৪ অনুমান)[১] |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | www |
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক[ক] হচ্ছে ভারতের অসামরিক বিমান পরিবহনের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য জাতীয় নীতি ও প্রকল্প উদ্ভাবনের জন্য দায়বদ্ধ মন্ত্রক। এটি দেশের অসামরিক বিমান পরিবহনের নিয়মিত বৃদ্ধি ও প্রসারের জন্য বিভিন্ন প্রকল্প উদ্ভাবন ও বাস্তবায়ন করে। এছাড়া এটি বিমানবন্দরের পরিকাঠামো, বিমান ট্র্যাফিক পরিষেবা এবং আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনের উপর নজরদারি রাখে।
গঠন
[সম্পাদনা]এই মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রতিমন্ত্রী ভি. কে. সিংহ। সচিব ভুমলুনমাং ভুয়ালনাম, একজন আইএএস আধিকারিক, এই মন্ত্রকের প্রধান। এছাড়া এই মন্ত্রকে একটি অতিরিক্ত সচিব, আর্থিক উপদেষ্টা, তিনজন যৌথ সচিব, ডিরেক্টর/উপসচিব/আর্থিক কন্ট্রোলার পদের সাতজন আধিকারিক এবং আন্ডারসেক্রেটারি পদের দশজন আধিকারিক বর্তমান। মন্ত্রকটির সদরদপ্তর জাতীয় রাজধানী নতুন দিল্লির সফদরজং বিমানবন্দরের রাজীব গান্ধী ভবনে অবস্থিত।[২]
মন্ত্রীর তালিকা
[সম্পাদনা]ক্রমিক সংখ্যা | চিত্র | নাম | মেয়াদ | প্রধানমন্ত্রী | রাজনৈতিক দল | |||
---|---|---|---|---|---|---|---|---|
১ | জন মাত্তাই | ১৫ আগস্ট ১৯৪৭ | ২২ সেপ্টেম্বর ১৯৪৮ | ১ বছর, ৩৮ দিন | জওহরলাল নেহেরু | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
২ | এন. গোপালস্বামী আয়নগর | ১৭ আগস্ট ১৯৪৮ | ১৩ মে ১৯৫২ | ৩ বছর, ২৭০ দিন | ||||
৩ | লাল বাহাদুর শাস্ত্রী | ১৩ মে ১৯৫২ | ৭ ডিসেম্বর ১৯৫৬ | ৪ বছর, ২০৮ দিন | ||||
৪ | হরি বিনায়ক পতসকর | ৭ ডিসেম্বর ১৯৫৬ | ১৬ এপ্রিল ১৯৫৭ | ১৩০ দিন | ||||
(৩) | লাল বাহাদুর শাস্ত্রী | ১৬ এপ্রিল ১৯৫৭ | ২৮ মার্চ ১৯৫৮ | ৩৪৬ দিন | ||||
5 | এস. কে. পাটিল | ২৯ মার্চ ১৯৫৮ | ২৪ আগস্ট ১৯৫৯ | ১ বছর, ১৪৮ দিন | ||||
৬ | পি. সুব্বারায়ন | ২ সেপ্টেম্বর ১৯৫৯ | ১০ এপ্রিল ১৯৬২ | ২ বছর, ২২০ দিন | ||||
৭ | জগজীবন রাম | ১০ এপ্রিল ১৯৬২ | ৩১ আগস্ট ১৯৬৩ | ১ বছর, ১৪৩ দিন | ||||
৮ | সত্য নারায়ণ সিনহা | ৯ জুন ১৯৬৪ | ১৩ জুন ১৯৬৪ | ৪ দিন | লাল বাহাদুর শাস্ত্রী | |||
৯ | নিত্যানন্দ কানুনগো (প্রতিমন্ত্রী হিসাবে) |
১৩ জুন ১৯৬৪ | ৩১ জুলাই ১৯৬৫ | ১ বছর, ৪৮ দিন | ||||
১০ | রাজ বাহাদুর | ৩১ জুলাই ১৯৬৫ | ২৪ জানুয়ারি ১৯৬৬ | ১৭৭ দিন | ||||
১১ | নীলম সঞ্জীব রেড্ডি | ২৪ জানুয়ারি ১৯৬৬ | ১৬ মার্চ ১৯৬৭ | ১ বছর, ৫১ দিন | ইন্দিরা গান্ধী | |||
১২ | করণ সিংহ | ১৬ মার্চ ১৯৬৭ | ৯ নভেম্বর ১৯৭৩ | ৬ বছর, ২৩৮ দিন | ||||
(10) | রাজ বাহাদুর | ৯ নভেম্বর ১৯৭৩ | ২২ ডিসেম্বর ১৯৭৬ | ৩ বছর, ৪৩ দিন | ||||
১৩ | কোঠা রঘুরামাজা | ২৩ ডিসেম্বর ১৯৭৬ | ২৪ মার্চ ১৯৭৭ | ৯১ দিন | ||||
১৪ | পুরুষোত্তম কৌশিক | ২৪ মার্চ ১৯৭৭ | ১৫ জুলাই ১৯৭৯ | ২ বছর, ১১৩ দিন | মোরারজি দেশাই | জনতা পার্টি | ||
১৫ | মোহাম্মদ শাফি কুরেশি | ৩০ জুলাই ১৯৭৯ | ১৪ জানুয়ারি ১৯৮০ | ১৬৮ দিন | চরণ সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস (ইউ) | ||
১৬ | জানকী বল্লভ পট্টনায়ক | ১৪ জানুয়ারি ১৯৮০ | ৭ জুন ১৯৮০ | ১৪৫ দিন | ইন্দিরা গান্ধী | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
17 | অনন্ত শর্মা | ১৯ অক্টোবর ১৯৮০ | ২ সেপ্টেম্বর ১৯৮২ | ১ বছর, ৩১৮ দিন | ||||
18 | ভাগবত ঝা আজাদ | ২ সেপ্টেম্বর ১৯৮২ | ১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ | ১৩৪ দিন | ||||
১৯ | খুরশেদ আলম খান | ১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ | ৩১ ডিসেম্বর ১৯৮৪ | ১ বছর, ৩৫২ দিন | ||||
২০ | জগদীশ টিটলার | ২২ অক্টোবর ১৯৮৬ | ১৪ ফেব্রুয়ারি ১৯৮৮ | ১ বছর, ১১৫ দিন | রাজীব গান্ধী | |||
২১ | মতিলাল বোরা | ১৪ ফেব্রুয়ারি ১৯৮৮[৩] | ২৫ জুন ১৯৮৮ | ১৩২ দিন | ||||
22 | শিবরাজ পাটিল | ২৫ জুন ১৯৮৮ | ২ ডিসেম্বর ১৯৮৯ | ১ বছর, ১৬০ দিন | ||||
২৩ | আরিফ মোহাম্মদ খান | ৬ ডিসেম্বর ১৯৮৯ | ১০ নভেম্বর ১৯৯০ | ৩৩৯ দিন | বিশ্বনাথ প্রতাপ সিংহ | জনতা দল | ||
২৪ | হরমোহন ধওয়ান | ২১ নভেম্বর ১৯৯০ | ২১ জুন ১৯৯১ | ২১২ দিন | চন্দ্র শেখর | সমাজবাদী জনতা পার্টি (রাষ্ট্রীয়) | ||
২৫ | মাধবরাও সিন্ধিয়া | ২১ জুন ১৯৯১ | ৯ জানুয়ারি ১৯৯৩ | ১ বছর, ২০২ দিন | পি. ভি. নরসিংহ রাও | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
26 | গুলাম নবি আজাদ | ৯ জানুয়ারি ১৯৯৩ | ১৬ কে ১৯৯৬ | ৩ বছর, ১২৮ দিন | ||||
২৭ | ভি. ধনঞ্জয় কুমার | ১৬ মে ১৯৯৬ | ১ জুন ১৯৯৬ | ১৬ দিন | অটলবিহারী বাজপেয়ী | ভারতীয় জনতা পার্টি | ||
২৮ | সি. এম. ইব্রাহিম | ১ জুন ১৯৯৬ | ১৯ মার্চ ১৯৯৮ | ১ বছর, ২৯১ দিন | এইচ. ডি. দেবে গৌড়া | জনতা দল | ||
ইন্দ্র কুমার গুজরাল | ||||||||
২৯ | অনন্ত কুমার | ১৯ মার্চ ১৯৯৮ | ১৩ অক্টোবর ১৯৯৯ | ১ বছর, ২০৮ দিন | অটলবিহারী বাজপেয়ী | ভারতীয় জনতা পার্টি | ||
৩০ | শরদ যাদব | ১৩ অক্টোবর ১৯৯৯ | ৩১ আগস্ট ২০০১ | ১ বছর, ৩২২ দিন | জনতা দল (সংযুক্ত) | |||
৩১ | সৈয়দ শাহনাওয়াজ হুসেন | ১ সেপ্টেম্বর ২০০১ | ২৩ মে ২০০৩ | ১ বছর, ২৬৪ দিন | ভারতীয় জনতা পার্টি | |||
32 | রাজীব প্রতাপ রুডি | ২৪ মে ২০০৩ | ২২ মে ২০০৪ | ৩৬৪ দিন | ||||
৩৩ | প্রফুল প্যাটেল | ২৩ মে ২০০৪ | ১৮ জানুয়ারি ২০১১ | ৬ বছর, ২৪০ দিন | মনমোহন সিংহ | জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | ||
৩৪ | বায়লার রবি | ১৯ জানুয়ারি ২০১১ | ১৮ ডিসেম্বর ২০১১ | ৩৩৩ দিন | ভারতীয় জাতীয় কংগ্রেস | |||
35 | অজিত সিং | ১৮ ডিসেম্বর ২০১১ | ২৬ মে ২০১৪ | ২ বছর, ১৫৯ দিন | রাষ্ট্রীয় লোক দল | |||
36 | অশোক গজপতি রাজু | ২৬ মে ২০১৪ | ৯ মার্চ ২০১৮ | ৩ বছর, ২৮৭ দিন | নরেন্দ্র মোদী | তেলুগু দেশম পার্টি | ||
৩৭ | সুরেশ প্রভু | ১০ মার্চ ২০১৮ | ৩০ মে ২০১৯ | ১ বছর, ৮১ দিন | ভারতীয় জনতা পার্টি | |||
৩৮ | হরদীপ সিং পুরী | ৩০ মে ২০১৯ | ৭ জুলাই ২০২১ | ২ বছর, ৩৮ দিন | ||||
৩৯ | জ্যোতিরাদিত্য সিন্ধিয়া | ৭ জুলাই ২০২১ | দায়িত্বপ্রাপ্ত | ৩ বছর, ১৩০ দিন |
প্রতিমন্ত্রীর তালিকা
[সম্পাদনা]প্রতিমন্ত্রী | রাজনৈতিক দল | মেয়াদ | প্রধানমন্ত্রী | |||
---|---|---|---|---|---|---|
অশোক গহলোত | ভারতীয় জাতীয় কংগ্রেস | ৩১ ডিসেম্বর ১৯৮৪ | ২৬ সেপ্টেম্বর ১৯৮৫ | ২৬৯ দিন | ইন্দিরা গান্ধী | |
কে. সি. বেণুগোপাল | ভারতীয় জাতীয় কংগ্রেস | ২৮ অক্টোবর ২০১২ | ২৬ মে ২০১৪ | ১ বছর, ২১০ দিন | মনমোহন সিংহ | |
জি. এম. সিদ্ধেশ্বর | ভারতীয় জনতা পার্টি | ২৬ মে ২০১৪ | ৯ নভেম্বর ২০১৪ | ১৬৭ দিন | নরেন্দ্র মোদী | |
মহেশ শর্মা | ৯ নভেম্বর ২০১৪ | ৫ জুলাই ২০১৬ | ১ বছর, ২৩৯ দিন | |||
জয়ন্ত সিনহা | ৫ জুলাই ২০১৬ | ৩০ মে ২০১৯ | ২ বছর, ৩২৯ দিন | |||
ভি. কে. সিংহ | ৭ জুলাই ২০২১ | দ্বায়িত্বপ্রাপ্ত | ৩ বছর, ১৩০ দিন |
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Budget data" (পিডিএফ)। www.indiabudget.gov.in। ২০১৯। ৪ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Archived copy"। ৩০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩। [অকার্যকর সংযোগ]
- ↑ "Vayudoot remains Harsh Vardhan's show"। India Today।