বিষয়বস্তুতে চলুন

অলিম্পিকে পূর্ব জার্মানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিম্পিক গেমসে পূর্ব জার্মানি

পূর্ব জার্মানির জাতীয় পতাকা
আইওসি কোড  GDR
এনওসি পূর্ব জার্মানির জাতীয় অলিম্পিক কমিটি
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 জার্মানি (১৮৯৬–১৯৩৬, ১৯৯২–)
 জার্মানির সমন্বিত দল (১৯৫৬–১৯৬৪)

পূর্ব জার্মানি বা জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র জার্মান বিভাজনের পর ১৯৫১ সালের ২২ এপ্রিল আলাদা জাতীয় অলিম্পিক কমিটি গঠন করে। এবং ১৯৬৮ সাল থেকে ১৯৯০ সালে জার্মান পুনএকত্রীকরনের পূর্ব পর্যন্ত সকল শীতকালীন ও ১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাদে সকল অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। ১৯৮৪ লস এঞ্জেলেস গেমসে জার্মানি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বয়কট করেছে।

পূর্ব জার্মানির ক্রীড়াবিদগন ৫টি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ৪০৯টি পদক এবং ৬টি শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১১০টি পদক জিতেছে।

পদক তালিকা 

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ 

[সম্পাদনা]