বিষয়বস্তুতে চলুন

অতুল বরদলৈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অতুল বরদলৈ
জন্ম১৯৩৮
মৃত্যু১০ আগস্ট, ২০১০
জাতীয়তাভারত ভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক

অতুল বরদলৈ (অসমীয়া: অতুল বরদলৈ; ইংরেজি: Atul Bordoloi) অসমের একজন প্রসিদ্ধ চলচ্চিত্র পরিচালক ছিলেন। ১৯৭০ সনে মুক্তিপ্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র অপরাজেয়-এর মাধ্যমে তিনি প্রথম চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।তিনি সর্বমোট ৮টি অসমীয়া চলচ্চিত্র পরিচালনা করেছেন। দূরদর্শনে ধারাবাহিক নাটক ও তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। তার পরিচালনায় মুক্তিপ্রাপ্ত কল্লোল নামক চলচ্চিত্র আঞ্চলিক শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[]। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি নতুন অসমীয়া নামক একটি দৈনিক অসমীয়া খবরের কাগজের সহ-সম্পাদকের দ্বায়িত্ব বহন করেন।[]

পরিচালিত চলচ্চিত্র

[সম্পাদনা]

অতুল বরদলৈ কর্তৃক পরিচালিত অসমীয়া চলচ্চিত্রের নাম[]

ছবির নাম সাল
অপরাজেয় ১৯৭০
বনরীয়া ফুল ১৯৭৩
অনুতাপ ১৯৭৩
কল্লোল (চলচ্চিত্র) ১৯৭৮
মেঘ ১৯৭৯
গ্রহণ ১৯৯০
ডাঅর ১৯৯০
চিঞর ১৯৯১
দৃষ্টি ১৯৯৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Film Directors"। enajori.com। ২০১৩-০১-২২। ২০১৫-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০ 
  2. "Noted film director Atul Bordoloi passes away"। আগস্ট ১১, ২০১০। এপ্রিল ২১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০১৩