অগয়া
অবয়ব
অগয়া | |
---|---|
গ্রাম | |
পশ্চিমবঙ্গের মানচিত্রে অগয়া গ্রামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১১′৪৯.২″ উত্তর ৮৭°০২′৩৮.৪″ পূর্ব / ২৩.১৯৭০০০° উত্তর ৮৭.০৪৪০০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বাঁকুড়া | বাঁকুড়া |
সরকার | |
• ধরন | পঞ্চায়েত ব্যবস্থা |
• শাসক | গ্রাম পঞ্চায়েত |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি ০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লিউবি |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি- |
অগয়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তঃপাতী একটি গ্রাম। এই গ্রামটি উক্ত জেলার সদর মহকুমার বাঁকুড়া ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই গ্রামের জনসংখ্যা ৯১২। এর মধ্যে ৪৬১ জন পুরুষ ও ৪৫১ জন মহিলা।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Primary census abstract data"। Census of India। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৪।