অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব
অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব (ইংরেজি: Aston Villa F.C.; সাধারণত অ্যাস্টন ভিলা এফসি এবং সংক্ষেপে অ্যাস্টন ভিলা নামে পরিচিত) হচ্ছে অ্যাস্টন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৭৪ সালের ২১শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ৪২,৭৪৯ ধারণক্ষমতাবিশিষ্ট ভিলা পার্কে দ্য লায়ন্স নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[৪] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্পেনীয় সাবেক ফুটবল খেলোয়াড় উনাই এমেরি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন নাসেফ সাউইরিস।[৫] বর্তমানে স্কটল্যান্ডীয় মধ্যমাঠের খেলোয়াড় জন ম্যাকগিন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৬][৭]
পূর্ণ নাম | অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | ভিলান্স, দ্য ভিলা, দ্য লায়ন্স, দ্য ক্লারেট অ্যান্ড ব্লু আর্মি | |||
সংক্ষিপ্ত নাম | ভিলা, এভিএফসি | |||
প্রতিষ্ঠিত | ২১ নভেম্বর ১৮৭৪[১] | |||
মাঠ | ভিলা পার্ক | |||
ধারণক্ষমতা | ৪২,৬৫২[২] | |||
মালিক | নাসেফ সাউইরিস ওয়েস ইডেন্স | |||
সভাপতি | নাসেফ সাউইরিস[৩] | |||
ম্যানেজার | উনাই এমেরি | |||
লিগ | প্রিমিয়ার লিগ | |||
২০২২–২৩ | ৭ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, অ্যাস্টন ভিলা এপর্যন্ত ২৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি প্রিমিয়ার লিগ, ২টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ৭টি এফএ কাপ এবং ৫টি ইএফএল কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ১টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aston Villa Football Club information"। BBC Sport। ১ জানুয়ারি ২০১০। ২২ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০০৭।
- ↑ "EFL Official Website - Aston Villa"। EFL। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
- ↑ "Aston Villa: Wes Edens & Nassef Sawiris to make 'significant investment' in club"। BBC Sport। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
- ↑ "Aston Villa - Stadium - Villa Park"। www.transfermarkt.com।
- ↑ "Aston Villa - Club profile"। www.transfermarkt.com।
- ↑ Club, Aston Villa Football। "Mens"। Aston Villa Football Club।
- ↑ "Aston Villa - Squad 2023/2024"। worldfootball.net। ২৩ আগস্ট ২০২৩।