এসিএফ ফিওরেন্তিনা

(ACF Fiorentina থেকে পুনর্নির্দেশিত)

এসিএফ ফিওরেন্তিনা[][] (সাধারণত শুধুমাত্র ফিওরেন্তিনা নামে পরিচিত) হচ্ছে ফিওরেন্তিনা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এসিএফ ফিওরেন্তিনা তাদের সকল হোম ম্যাচ ফিওরেন্তিনার স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৩,১৪৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জুজেপ্পে ইয়াকিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রক্কো বি কোমিসসোআর্জেন্টিনীয় রক্ষণভাগের খেলোয়াড় জেরমান পেৎজেল্লা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ফিওরেন্তিনা
পূর্ণ নামএসিএফ ফিওরেন্তিনা এস.পি.এ.[][]
ডাকনামলা ভিওলা (এক বেগুনী)
ই ভিওলা (রক্তবর্ণ / বেগুনী)
ই গিগলিয়াতি (লিলিড)
প্রতিষ্ঠিত
  • ২৯ আগস্ট ১৯২৬; ৯৮ বছর আগে (29 August 1926)
    আসোচাজিওনে কালচো ফিওরেন্তিনা
  • ১ আগস্ট ২০০২; ২২ বছর আগে (1 August 2002)
    এসি ফিওরেন্তিনা এ ফ্লোরেন্তিনা ভিওলা
মাঠস্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চি
ধারণক্ষমতা৪৩,১৪৭[]
মালিকইতালি রক্কো বি কোমিসসো (৯৮%)
ইতালি ফিরেঞ্জে ভিওলা (২%)
সভাপতিইতালি রক্কো বি কোমিসসো
প্রধান কোচইতালি জুজেপ্পে ইয়াকিনি
লিগসেরিয়ে আ
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এসিএফ ফিওরেন্তিনা এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সেরিয়ে আ, ৩টি সেরিয়ে বি শিরোপা, ৬টি কোপ্পা ইতালিয়া এবং ১টি সুপারকোপ্পা ইতালিয়া শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত কেবলমাত্র ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা।

ঘরোয়া

সম্পাদনা

সেরিয়ে আ:

সেরিয়ে বি

কোপ্পা ইতালিয়া:

সুপারকোপ্পা ইতালিয়ানা:

আন্তর্জাতিক

সম্পাদনা

ইউরোপীয় কাপ / উয়েফা চ্যাম্পিয়ন লীগ:

উয়েফা কাপ:

উয়েফা কাপ উইনার্স কাপ:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Organigramma" (Italian ভাষায়)। ACF Fiorentina Fiorentina। ২৬ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০০৯ 
  2. "Fiorentina" (Italian ভাষায়)। Lega Calcio। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০০৯ 
  3. "ViolaChannel – Stadio Franchi" 

বহিঃসংযোগ

সম্পাদনা