৪ ফেব্রুয়ারি
তারিখ
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৩০ (অধিবর্ষে ৩৩১) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ৬৩৪ - দাসিনের যুদ্ধ: মুসলিমরা গাজার নিকটে বাইজেন্টাইনদের পরাজিত করে।
- ১৬২৮ - সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
- ১৭৮৩ - ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।
- ১৭৮৩ - যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।
- ১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৭৯২ - যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।
- ১৭৯৪ - ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে। ১৮০২ সালে ফরাসি ওয়েস্ট ইন্ডিজে তা পুনরায় চালু হয়।
- ১৭৯৭ - ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
- ১৮০১ - জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
- ১৮৯৯ - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।
- ১৯০৪ - রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।
- ১৯১৫ - জার্মানির বিরুদ্ধে ব্রিটেনে নৌ অবরোধ ঘোষণা করে।
- ১৯১৬ - তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন।
- ১৯২২ - বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার "স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস"-এর দ্বারোদ্ঘাটন করেন।
- ১৯৪৫ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন।
- ১৯৪৮ - সিংহল (পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয়) স্বাধীন হয়।
- ১৯৪৯ - নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
- ১৯৫২ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
- ১৯৬৯ - ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হন।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।
- ১৯৭২ - বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
- ১৯৭৫ - যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।
- ১৯৯৫ - গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।
- ১৯৯৭ - ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত হয়।
- ১৯৯৮ - আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।
- ২০০৪ - সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।
জন্ম
সম্পাদনা- ৬২৭ - উম্মে কুলসুম বিনতে আলী।
- ১৯৩৮ - কত্থক ঘরানার ভারতীয় নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ নামে সুপরিচিত ব্রিজমোহন মিশ্র। (মৃ.২০২২)
- ১৮৭১ - ফ্রেডরিক এবের্ট, জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ, জার্মানির প্রথম রাষ্ট্রপতি। (মৃত্যু. ১৯২৫)
- ১৮৯১ - এম. এ. আয়েঙ্গার, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, লোকসভার ২য় স্পিকার। (মৃত্যু. ১৯৭৮)
- ১৯০২ - চার্লস লিন্ডবার্গ, আমেরিকান পাইলট ও অভিযাত্রী। (মৃত্যু. ১৯৭৪)
- ১৯১৭ - ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
- ১৯১৮ - বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়।(মৃ.০৬/১১/১৯৭০)
- ১৯২১ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯২২ - ভারতীয় কণ্ঠশিল্পী ভারত-রত্ন পণ্ডিত ভীমসেন জোশী।(মৃ.২৪/০১/২০১১)
- ১৯২৫ - জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।( মৃ.২০১৩)
- ১৯৩৬ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।
- ১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক ব্রায়ান ডেভিড জোসেফসন।
- ১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার গাও শিংশিয়ান।
- ১৯৪৩ - কেন থম্পসন, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও প্রোগ্রামার, বি প্রোগ্রামিং ভাষার সহ-স্থপতি।
- ১৯৪৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক রিচার্ড রয়েস শ্রক।
- ১৯৭৪ - ঊর্মিলা মাতন্ডকর, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৭৭ - মেক্সিকান অভিনেত্রী ও গায়ক ইরান কাস্টিলো।
- ১৯৮২ - ইংরেজ ফুটবল খেলোয়াড় রিচার্ড লোগান।
- ১৯৮৬ - মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যু
সম্পাদনা- ২১১ - সেপ্টিমিয়াস সেভেরাস, রোমান সম্রাট। (জন্ম. ১৪৫)
- ৭০৮ - পোপ সিসিন্নিয়াস। (জন্ম. ৬৫০)
- ১৮৭১ - ইমাম শামিল (জন্ম.১৭৯৭) ককেশাস প্রতিরোধ আন্দোলনের মহান নেতা।
- ১৯১২ - মনোমোহন বসু, বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক।(জ.১৭/০৭/১৮৩১)
- ১৯২৮ - নোবেল বিজয়ী ওলন্দাজ পদার্থবিজ্ঞানী হেন্ড্রিক আন্টোন লোরেন্ৎস।
- ১৯৩৯ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
- ১৯৪১ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক ও অধ্যাপক অঁরি-লুই বর্গসাঁ।
- ১৯৬০ - নোবেল পুরস্কার বিজয়ী আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক, লেখক ও নাট্যকার আলবেয়ার কামু।
- ১৯৬১ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ ও অধ্যাপক এরভিন শ্রোডিঙার।
- ১৯৭৪ - সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থবিজ্ঞানী।(জ.০১/০১/১৮৯৪)
- ১৯৭৪ - বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অনাদিকুমার ঘোষদস্তিদার।(জ.১৯০৩)
- ১৯৮৩ - ক্যারেন কার্পেন্টার, আমেরিকান গায়ক ও ড্রামার। (জন্ম. ১৯৫০)
- ১৯৯০ - মৈত্রেয়ী দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক।(জ.১৯১৪)
- ১৯৯৩ - একজন বাঙালি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ সানাউল হক।
- ১৯৯৭ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক।
- ১৯৯৮ - রবি ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।(জ.২৪/১১/১৯৩১)
- ২০০০ - কার্ল আলবার্ট, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৫৪তম স্পিকার। (জন্ম. ১৯০৮)
- ২০০১ - প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার পঙ্কজ রায়।(জ.৩১/০৫/১৯২৮)
- ২০০৮ - স্টিফেন মেলের, পোলিশ রাজনীতিবিদ, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী (জন্ম. ১৯৪২)
- ২০০৯ - অস্ট্রিয়ান কবি, নাট্যকার ও লেখক গেরট জনকে।
- ২০১২ - ইংরেজ অভিনেতা হ্যারি ফওলের।
- ২০১৩ - আমেরিকান অভিনেতা টনি লিপ।
- ২০২৩ - বাণী জয়রাম, প্রখ্যাত ভারতীয় গায়িকা। (জ.১৯৪৫)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |