২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব

২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হচ্ছে।[]

আফ্রিকা অঞ্চলের বাছাই প্রক্রিয়ার প্রথম অংশে দুটি উপআঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।[] প্রতিটি বাছাইপর্বের সেরা দুই দল আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়।[] উপআঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টদ্বয় ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[][] ২০২৩ সালে নামিবিয়ায় আঞ্চলিক ফাইনাল অনুষ্ঠিত হবে।[][] আঞ্চলিক ফাইনালের সেরা দুই দল ২০২৪ সালের মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।[][]

বাছাইপর্ব এ থেকে আঞ্চলিক ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে কেনিয়ারুয়ান্ডা[১০] বাছাইপর্ব বি থেকে তানজানিয়ানাইজেরিয়া আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়।[১১]

দলসমূহ

সম্পাদনা
বাছাইপর্ব এ বাছাইপর্ব বি আঞ্চলিক ফাইনালে সরাসরি উত্তীর্ণ

বাছাইপর্ব এ

সম্পাদনা
২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব এ
তারিখ১৭ নভেম্বর ২০২২ – ২৫ নভেম্বর ২০২২
তত্ত্বাবধায়কআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক  রুয়ান্ডা
বিজয়ী  কেনিয়া
রানার-আপ  রুয়ান্ডা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২৮
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়  সামি সোহেল
সর্বাধিক রান সংগ্রহকারী  সামি সোহেল (২৪১)
সর্বাধিক উইকেটধারী  ধ্রুব মাইসুরিয়া (১৪)

দলীয় সদস্য

সম্পাদনা
  কেনিয়া[১২]   বতসোয়ানা[১৩]   মালাউই[১৪]   মালি[১৫]   রুয়ান্ডা[১৬]   লেসোথো[১৭]   সেন্ট হেলেনা[১৮]   সেশেল[]
  • মোয়াজ্জম বেগ (অধি.)
  • আফতাব লিমদাওয়ালা
  • কেলভিন থুচিলা
  • গিফ্ট কানসোনখো
  • গেরশোম ন্তাম্বালিকা
  • চিসোমো চেতে (উই.)
  • ডনেক্স কানসোনখো
  • ড্যানিয়েল জাকিয়েল
  • ফিলিপ জুজে
  • বেস্টন মাসাউকো
  • ব্লেসিংস পোন্দানি
  • মাইক চাওম্বা
  • লিংসন নাইট
  • সামি সোহেল
  • শেক আমালা কেইতা (অধি.)
  • লামিসা সানোগো (সহ-অধি.)
  • জাকারিয়া মাকাজি (উই.)
  • তেওদোর মোদি মাকালু
  • দাউদা ত্রাওরে (উই.)
  • মুস্তফা দিয়াকিতে
  • মোহাম্মদ কুলিবালি
  • মোহাম্মদু তাইফুর দিয়াবি
  • মোহাম্মদু দিয়াওয়ারা
  • মোহাম্মদু মালে
  • মোহাম্মদু সিদিবে
  • লাসিনা বের্ত
  • সানজে কামাতে
  • সেকু গুতুবু দিয়াবি
  • ক্লিন্টন রুবাগুমিয়া (অধি.)
  • অস্কার মানিশিমোয়ে (উই.)
  • ইনিয়াস ন্তিরেংগানিয়া
  • ইভান মিতালি
  • উইলসন নিয়িতাংগা
  • এমানুয়েল সেবারেমে
  • এরিক কুবুইমানা
  • এরিক দুসিংগিজিমানা
  • এরিক নিয়োমুগাবো
  • ওর্চিদে তুয়িসেংগে
  • কেভিন ইরাকোজে
  • জ্যাপি বিমেন্‌য়িমানা
  • দিদিয়ের ন্দিকুবুইমানা (উই.)
  • মার্টিন আকাইয়েজু
  • চাচোলে ত্লালি (অধি.) (উই.)
  • আয়াজ আশরাফ আলি (উই.)
  • আরবাজ খান
  • ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ
  • ওমর হোসেন
  • ওয়াসিম ইয়াকুব
  • জয়ন্ত বিজয়কুমার
  • ৎস্‌'এপিসো ডেভিড
  • থামায়ে গ্ল্যাডউইন (উই.)
  • মাৎসাউ মোলাই জোসেফ
  • মোহাম্মদ মাজ খান
  • ম্পিতি গ্যাব্রিয়েল
  • লেওএলা মোহলেকি ইলিয়াস
  • সামির আব্দুল সাইদ
  • স্কট ক্রাউই (অধি.)
  • অ্যান্ড্রু ইয়োন
  • অ্যালেক্স ল্যাংহ্যাম
  • এইডেন লিও
  • ক্লিফ রিচার্ডস (উই.)
  • গ্যারেথ জনসন
  • জর্ডি হেনরি
  • জেমি এলিক
  • ডেন লিও
  • ড্যাক্স রিচার্ডস (উই.)
  • ব্যারি স্ট্রাউড
  • ব্রেট আইজ্যাক
  • ব্র্যান্ডেন লিও
  • রিস ফ্রান্সিস
  • কৃষ্ণস্বামী নাইডু (অধি.)
  • রাশেন দে সিলভা (সহ-অধি.)
  • অভিজিৎ পেড়নেকর (উই.)
  • তিবংক রাজাপক্ষ
  • দেসো কালভিন
  • ধর্মেন্দ্রন শণমুখম
  • বদোদরিয়া মুকেশ
  • মাজহারুল ইসলাম
  • রাজমোহন শণমুখসুন্দরম (উই.)
  • রুকমল সমরতুঙ্গ
  • শিবকুমার উদয়ন
  • সোহেল রকেট
  • স্টিফেন মধুশঙ্কা
  • হিরানি হরজি

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  কেনিয়া ১২ ৫.৬৯৯
  রুয়ান্ডা (H) ১১ ২.৪৬৬
  মালাউই ১০ ২.০২৬
  বতসোয়ানা ১.১৬৭
  সেন্ট হেলেনা −০.৯৭৬
  লেসোথো −৩.৪৯৭
  সেশেল −১.৬৩৯
  মালি −৪.৯৫৪
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ

১৭ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১০৬ (২০ ওভার)
  রুয়ান্ডা
১০৮/৫ (১৭.২ ওভার)
থারিন্দু পেরেরা ২৮ (২৭)
মার্টিন আকাইয়েজু ৪/১৬ (৪ ওভার)
এরিক দুসিংগিজিমানা ৩৩ (৩২)
ধ্রুব মাইসুরিয়া ২/৭ (৪ ওভার)
রুয়ান্ডা ৫ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ব্র্যাড হোয়াইট (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্টিন আকাইয়েজু (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৭ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
লেসোথো  
১৩৮/৬ (২০ ওভার)
  মালি
১০৭ (১৭.৫ ওভার)
ম্পিতি গ্যাব্রিয়েল ৪৫* (৩৭)
তেওদোর মোদি মাকালু ২/১৩ (৩ ওভার)
শেক আমালা কেইতা ৩৫ (২৮)
ওয়াসিম ইয়াকুব ২/৭ (৩ ওভার)
লেসোথো ৩১ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্পিতি গ্যাব্রিয়েল (লেসোথো)
  • মালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তেওদোর মোদি মাকালু, দাউদা ত্রাওরে, মুস্তফা দিয়াকিতে, মোহাম্মদ কুলিবালি, মোহাম্মদু তাইফুর দিয়াবি, মোহাম্মদু দিয়াওয়ারা, মোহাম্মদু সিদিবে, লামিসা সানোগো, শেক আমালা কেইতা, সানজে কামাতে, সেকু গুতুবু দিয়াবি (মালি), আরবাজ খান, ওয়াসিম ইয়াকুব ও ম্পিতি গ্যাব্রিয়েল (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
কেনিয়া  
৪৮/০ (৪ ওভার)
ফলাফল হয়নি
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
  • সেন্ট হেলেনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • তানজিল শেখ, পুষ্কর শর্মা (কেনিয়া), অ্যান্ড্রু ইয়োন, অ্যালেক্স ল্যাংহ্যাম, এইডেন লিও, ক্লিফ রিচার্ডস, গ্যারেথ জনসন, জর্ডি হেনরি, জেমি এলিক, ব্যারি স্ট্রাউড, ব্রেট আইজ্যাক, রিস ফ্রান্সিস ও স্কট ক্রাউই (সেন্ট হেলেনা)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
বতসোয়ানা  
১১৫/২ (১৫ ওভার)
কারাবো মোৎলানকা ৩৯ (৩২)
কৃষ্ণস্বামী নাইডু ১/১৬ (৩ ওভার)
ফলাফল হয়নি
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
  • সেশেল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • কাতলো পিত (বতসোয়ানা), তিবংক রাজাপক্ষ, ধর্মেন্দ্রন শণমুখম, রাশেন দে সিলভা ও রুকমল সমরতুঙ্গ (সেশেল)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা  
১৩০/৮ (২০ ওভার)
  সেন্ট হেলেনা
৭৬/৮ (২০ ওভার)
এরিক দুসিংগিজিমানা ৫২ (৪৩)
অ্যান্ড্রু ইয়োন ৪/৩০ (৪ ওভার)
এইডেন লিও ২৪ (৩৩)
এমানুয়েল সেবারেমে ৩/১৫ (৪ ওভার)
রুয়ান্ডা ৫৪ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এমানুয়েল সেবারেমে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
লেসোথো  
৯১ (১২.৪ ওভার)
  বতসোয়ানা
৯৭/০ (৭.৫ ওভার)
ম্পিতি গ্যাব্রিয়েল ২৩ (১৪)
ধ্রুব মাইসুরিয়া ৫/৩০ (৩.৪ ওভার)
বতসোয়ানা ১০ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ব্র্যাড হোয়াইট (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ধ্রুব মাইসুরিয়া (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বোয়েমো ক্‌গোসিয়েমাং (বতসোয়ানা) ও জয়ন্ত বিজয়কুমার (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
কেনিয়া  
২০৯/৬ (২০ ওভার)
  মালাউই
১১/০ (৩.১ ওভার)
কলিনস ওবুইয়া ৪৪ (১৬)
সামি সোহেল ২/২০ (৪ ওভার)
ডনেক্স কানসোনখো ৭* (১৩)
ফলাফল হয়নি
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বেস্টন মাসাউকো (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
সেশেল  
১৬২/৩ (২০ ওভার)
  মালি
১৪/২ (৪.১ ওভার)
তিবংক রাজাপক্ষ ৪৯ (৪৯)
মোহাম্মদু দিয়াওয়ারা ২/৪০ (৪ ওভার)
মোহাম্মদু তাইফুর দিয়াবি ৯ (১৬)
কৃষ্ণস্বামী নাইডু ১/০ (০.১ ওভার)
ফলাফল হয়নি
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা)
  • মালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • মোহাম্মদু মালে ও লাসিনা বের্ত (মালি)-এর টি২০আই অভিষেক হয়।

২০ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১৪৩/৮ (২০ ওভার)
  মালাউই
১৪৪/৬ (১৯.৫ ওভার)
কারাবো মোৎলানকা ৪৮ (৪১)
ড্যানিয়েল জাকিয়েল ২/২৪ (৪ ওভার)
সামি সোহেল ৮৪* (৫৫)
ম্মোলোকি মোওকেৎসি ৩/১৬ (৪ ওভার)
মালাউই ৪ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি সোহেল (মালাউই)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মালি  
৩০ (১০.৪ ওভার)
  কেনিয়া
৩৪/০ (২.৩ ওভার)
তেওদোর মোদি মাকালু ১২ (২০)
পিটার লাংগাত ৬/১৭ (৪ ওভার)
কেনিয়া ১০ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পিটার লাংগাত (কেনিয়া)
  • মালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পিটার লাংগাত (কেনিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২০ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা  
৮৭/৯ (২০ ওভার)
  কেনিয়া
৯০/১ (১০.৪ ওভার)
উইলসন নিয়িতাংগা ১৭ (২৬)
শেম ন্‌গোচে ৩/১৬ (৪ ওভার)
ঋষভ প্যাটেল ৪৫ (৩২)
এমানুয়েল সেবারেমে ১/৭ (২ ওভার)
কেনিয়া ৯ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও ব্র্যাড হোয়াইট (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেম ন্‌গোচে (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
সেশেল  
১৫২/৫ (২০ ওভার)
  লেসোথো
১৫৩/৩ (১৮.২ ওভার)
মাজহারুল ইসলাম ৪৬ (৩৭)
ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ ৩/৩২ (৪ ওভার)
মোহাম্মদ মাজ খান ৬৮* (৩৫)
সোহেল রকেট ২/২৩ (৪ ওভার)
লেসোথো ৭ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ মাজ খান (লেসোথো)
  • সেশেল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মালাউই  
১৬৫/৪ (২০ ওভার)
  মালি
৯১/৯ (২০ ওভার)
গিফ্ট কানসোনখো ৫২ (৫৯)
মোহাম্মদু তাইফুর দিয়াবি ২/১৯ (৩ ওভার)
সেকু গুতুবু দিয়াবি ৪১* (২৯)
মোয়াজ্জম বেগ ৩/১৪ (৪ ওভার)
মালাউই ৭৪ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: গিফ্ট কানসোনখো (মালাউই)
  • মালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাকারিয়া মাকাজি (মালি)-এর টি২০আই অভিষেক হয়।

২১ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া  
২৩৭/৫ (২০ ওভার)
  লেসোথো
৭০ (১৫.২ ওভার)
নেলসন ওধিয়াম্বো ৬৭ (২৯)
মাৎসাউ মোলাই জোসেফ ২/৪৩ (৪ ওভার)
ওয়াসিম ইয়াকুব ২৭ (৩০)
শেম ন্‌গোচে ৩/১৬ (৩ ওভার)
কেনিয়া ১৬৭ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ঋষভ প্যাটেল (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা  
১৫৯ (২০ ওভার)
  মালাউই
৯৭/৮ (১৬.৫ ওভার)
উইলসন নিয়িতাংগা ৪৬ (৩২)
আফতাব লিমদাওয়ালা ২/২৬ (৪ ওভার)
মোয়াজ্জম বেগ ৩২ (২৪)
ক্লিন্টন রুবাগুমিয়া ২/১১ (৩ ওভার)
রুয়ান্ডা ৪১ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: রকি দ্‌'মেলো (কেনিয়া) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইলসন নিয়িতাংগা (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২১ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
সেন্ট হেলেনা  
১২৫/৬ (২০ ওভার)
  সেশেল
১২৩ (১৯.৫ ওভার)
স্কট ক্রাউই ২৮ (২৯)
রুকমল সমরতুঙ্গ ২/১৮ (৪ ওভার)
স্টিফেন মধুশঙ্কা ৫০* (৪৭)
স্কট ক্রাউই ৩/২১ (৩.৫ ওভার)
সেন্ট হেলেনা ২ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্কট ক্রাউই (সেন্ট হেলেনা)
  • সেশেল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ড্যাক্স রিচার্ডস (সেন্ট হেলেনা)-এর টি২০আই অভিষেক হয়।

২২ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মালি  
৩৭ (১১ ওভার)
  বতসোয়ানা
৩৮/৫ (৫.২ ওভার)
মোহাম্মদু তাইফুর দিয়াবি ১১ (১০)
ধ্রুব মাইসুরিয়া ৩/১০ (৩ ওভার)
থারিন্দু পেরেরা ১১* (৮)
তেওদোর মোদি মাকালু ৩/১৯ (২.২ ওভার)
বতসোয়ানা ৫ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ধ্রুব মাইসুরিয়া (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
  • রড ম্বাইওয়া (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।

২২ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
লেসোথো  
১২৬/৬ (১৫ ওভার)
  সেন্ট হেলেনা
৮১ (১৩.৩ ওভার)
অ্যান্ড্রু ইয়োন ৫৮ (৩৬)
ওয়াসিম ইয়াকুব ২/২০ (৩ ওভার)
ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ ২/২০ (৩ ওভার)
ওয়াসিম ইয়াকুব ৩১ (৩৬)
অ্যান্ড্রু ইয়োন ৫/১০ (৩ ওভার)
সেন্ট হেলেনা ৪৫ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যান্ড্রু ইয়োন (সেন্ট হেলেনা)
  • লেসোথো টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
  • অ্যান্ড্রু ইয়োন প্রথম সেন্ট হেলেনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

২২ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
সেশেল  
৪২/১ (৫ ওভার)
মাজহারুল ইসলাম ২২* (১৮)
সামি সোহেল ১/৫ (১ ওভার)
ফলাফল হয়নি
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া) ও ব্র্যাড হোয়াইট (দক্ষিণ আফ্রিকা)
  • মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • অভিজিৎ পেড়নেকর (সেশেল)-এর টি২০আই অভিষেক হয়।

২২ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ফলাফল হয়নি
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • মালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৪ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সেন্ট হেলেনা  
৩৭/৬ (৫ ওভার)
  মালাউই
৩৯/০ (৩.৪ ওভার)
জর্ডি হেনরি ১৭ (১০)
সামি সোহেল ৩/১৮ (২ ওভার)
সামি সোহেল ২৩* (১৫)
মালাউই ১০ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ব্র্যাড হোয়াইট (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি সোহেল (মালাউই)
  • মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৫ ওভারে খেলা হয়।

২৪ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা  
১২২/৪ (১৩ ওভার)
  সেশেল
৪৭/৮ (১৩ ওভার)
এরিক দুসিংগিজিমানা ৬৬* (৪১)
কৃষ্ণস্বামী নাইডু ২/১৭ (২ ওভার)
স্টিফেন মধুশঙ্কা ১৫* (২২)
এমানুয়েল সেবারেমে ৩/১২ (৩ ওভার)
রুয়ান্ডা ৭৫ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এরিক দুসিংগিজিমানা (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।

২৪ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
বতসোয়ানা  
১১৬/৬ (২০ ওভার)
  কেনিয়া
১২২/২ (১১.৩ ওভার)
রেজিনাল্ড নেহোন্দে ৫৩ (৫৪)
পিটার লাংগাত ২/২২ (৩ ওভার)
কেনিয়া ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কলিনস ওবুইয়া (কেনিয়া)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
মালি  
৩০ (১২.৩ ওভার)
  রুয়ান্ডা
৩৪/০ (২.৩ ওভার)
মুস্তফা দিয়াকিতে ৮ (৮)
কেভিন ইরাকোজে ৩/৪ (৪ ওভার)
ওর্চিদে তুয়িসেংগে ১৮* (৯)
রুয়ান্ডা ১০ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেভিন ইরাকোজে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১৬৫/২ (২০ ওভার)
  সেন্ট হেলেনা
১০৫ (১৯.১ ওভার)
ভিনু বালাকৃষ্ণন ১০০ (৭০)
এইডেন লিও ১/২১ (৩ ওভার)
ব্রেট আইজ্যাক ৩৪ (৪৯)
ধ্রুব মাইসুরিয়া ৪/২৫ (৪ ওভার)
বতসোয়ানা ৬০ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভিনু বালাকৃষ্ণন (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভিনু বালাকৃষ্ণন প্রথম মোতসোয়ানা ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

২৫ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মালাউই  
১৮৫/২ (২০ ওভার)
  লেসোথো
৬৭ (১৬ ওভার)
সামি সোহেল ৯৪* (৬০)
থামায়ে গ্ল্যাডউইন ১/২৮ (৩ ওভার)
জয়ন্ত বিজয়কুমার ৩১ (৩৯)
ড্যানিয়েল জাকিয়েল ৫/১১ (৪ ওভার)
মালাউই ১১৮ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি সোহেল (মালাউই)
  • মালাউই টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ড্যানিয়েল জাকিয়েল (মালাউই) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২৫ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
সেশেল  
৯৪/৮ (২০ ওভার)
  কেনিয়া
৮২/৩ (১৩.৫ ওভার)
মাজহারুল ইসলাম ৫০ (৪৮)
পিটার লাংগাত ৩/১৪ (৪ ওভার)
পুষ্কর শর্মা ৩৩ (২৩)
স্টিফেন মধুশঙ্কা ৩/১৬ (৪ ওভার)
কেনিয়া ৭ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ব্র্যাড হোয়াইট (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পিটার লাংগাত (কেনিয়া)
  • সেশেল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কেনিয়ার লক্ষ্য ১৭ ওভারে ৮২ নির্ধারণ করা হয়।

২৫ নভেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা  
১৯২/৬ (২০ ওভার)
এরিক দুসিংগিজিমানা ৪৯ (৩৭)
ওয়াসিম ইয়াকুব ৩/৪০ (৩ ওভার)
ফলাফল হয়নি
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

বাছাইপর্ব বি

সম্পাদনা
২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব বি
তারিখ১ ডিসেম্বর ২০২২ – ৯ ডিসেম্বর ২০২২
তত্ত্বাবধায়কআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক  রুয়ান্ডা
বিজয়ী  তানজানিয়া
রানার-আপ  নাইজেরিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২৮
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়  জোসে বুলেলে
সর্বাধিক রান সংগ্রহকারী  স্যামসন আউইয়াহ (২২৭)
সর্বাধিক উইকেটধারী  ইয়ালিন্দে ন্‌কানিয়া (১৬)

দলীয় সদস্য

সম্পাদনা
  এসোয়াতিনি[১৯]   ক্যামেরুন   গাম্বিয়া   ঘানা   তানজানিয়া[২০]   নাইজেরিয়া[২১]   মোজাম্বিক   সিয়েরা লিওন[২২]
  • মেলুসি মাগাগুলা (অধি.)
  • তরুণ সন্দীপ (সহ-অধি.) (উই.)
  • আদিল বাট
  • এরিক পিরি
  • ওয়ান্দিলে দ্লামিনি
  • ক্রিস্টিয়ান ফোর্বস
  • দিনেশ পোলপিটিয়া
  • নাইম গুল (উই.)
  • পুমলানি সিবিয়া (উই.)
  • মানকোবা জেলে
  • মোহাম্মদ আলমগীর
  • মোহাম্মদ উমাইর কাসেম
  • লোয়িসো দ্লামিনি
  • হারিস রশিদ
  • জুলিয়ঁ আবেগা (অধি.)
  • অ্যালেক্সিস বাল্লা
  • আপোলিনের মেনগুমু
  • আব্দুল্লাইয়ে আমিনু (উই.)
  • আলান তুবে (উই.)
  • ইদ্রিস চাকু
  • কুলভূষণ যাদব
  • চার্লস ওন্দোয়া (উই.)
  • দিপিতা লোইক
  • নার্সিস ন্দুতেং
  • প্রোতে আবান্দা
  • ফোস্তাঁ ম্পেনিয়া
  • ব্রুনো ন্সেকে তুবে
  • রজার আতাংগানা
  • রোলঁ আমাহ
  • পিটার ক্যাম্পবেল (অধি.) (উই.)
  • আনিরু কোন্তেহ্‌
  • আন্দ্রে জারজু
  • আবুবকর কুইয়াতেহ্
  • ইসমাইলা তাম্বা
  • উসমান তুরে
  • উসমান বাহ (উই.)
  • গ্যাব্রিয়েল রাইলি
  • ফালু থর্প
  • ফ্র্যাংক ক্যাম্পবেল
  • মুসা জোবারতেহ্‌
  • মুস্তফা সুওয়ারেহ্‌
  • মোদু লামিন বোজাং
  • মোহাম্মদ মাংগা
  • অভীক পাটওয়া (অধি.)
  • অখিল অনিল
  • অমল রাজীবন (উই.)
  • অ্যালি কিমোতে
  • ইভান ইসমাইল
  • ইয়ালিন্দে ন্‌কানিয়া
  • কাসেম নাস্‌সোরো
  • জনসন নিয়াম্বো
  • জিতিন সিং
  • মোহাম্মদ ইউনুস ইসা
  • মোহাম্মদ ওমরি কিতুন্দা (উই.)
  • সঞ্জয়কুমার ঠাকুর
  • সালুম জুম্বে
  • হরশিদ চৌহান
  • সিলভেস্টার ওকপে (অধি.)
  • অশমিত শ্রেষ্ঠ (উই.)
  • আইজ্যাক ওকপে
  • আখেরে ইসেসেলে
  • আদেমোলা ওনিকোয়ি (উই.)
  • ওলুওয়াসেসান আদেদেজি
  • চিমেজিয়ে ওন্‌উজুলিকে
  • চিয়েমেলিয়ে উদেকোয়ে
  • জশুয়া আসিয়া
  • পিটার আহো
  • প্রসপার উসেনি
  • মোহাম্মদ তাইও
  • রিদওয়ান আব্দুলকরিম
  • সোলায়মান রুনসেওয়ে (উই.)
  • ফিলিপে কোসসা (অধি.)
  • আগোস্তিনিও নাভিশা
  • আরমান্দো শুভালে
  • কামাচি রাপোসো
  • গোমিস গোমিস (উই.)
  • জেফানিয়াস মাৎসিনিয়ে
  • জোয়াঁও হু
  • জোসে বুলেলে
  • জোসে মেলিতা জোয়াঁও
  • দারিও মাকোম
  • ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা
  • ফ্রেদেরিকো কারাভা
  • মনসুর আলজি
  • লাস্ত এমিলিও (উই.)
  • লুইস মাভুমে
  • লুরেনসো সালোমোনে
  • লুরেনসো সিমাংগো
  • জর্জ ন্‌গেগবা (অধি.)
  • আবাস গ্‌ব্লা
  • আলুসিন তুরে (উই.)
  • ইব্রাহিম কামারা
  • ইয়েগবেহ জাল্লোহ (উই.)
  • এডমন্ড আর্নেস্ট
  • চেরনোহ বাহ
  • জন বাংগুরা (উই.)
  • জর্জ সেসায়
  • মিনিরু ক্‌পাকা
  • মোহাম্মদ জাহিদ খান
  • মোহাম্মদ শমসাদ খান
  • রেমন্ড কোকের (উই.)
  • লানসানা লামিন
  • স্যামুয়েল কোন্তেহ্‌

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  তানজানিয়া ১৩ ৪.৮৯১
  নাইজেরিয়া ১৩ ৩.৭৩৯
  মোজাম্বিক ১০ ০.৬৮৪
  সিয়েরা লিওন −০.০৩৯
  ঘানা ১.৪৪৬
  এসোয়াতিনি −২.০৬৭
  গাম্বিয়া −৩.৮৬৫
  ক্যামেরুন −৩.৮৭২

  আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ

১ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিয়েরা লিওন  
৫৭ (১১.৩ ওভার)
  তানজানিয়া
৪৭/১ (৭.৩ ওভার)
জর্জ ন্‌গেগবা ২৯ (২৭)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ৪/১ (১.৩ ওভার)
অমল রাজীবন ২৬* (২২)
জর্জ সেসায় ১/৮ (২ ওভার)
তানজানিয়া ৯ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: হরশিদ চৌহান (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে তানজানিয়ার লক্ষ্য ১৫ ওভারে ৪৭ নির্ধারণ করা হয়।
  • জর্জ ন্‌গেগবা, মোহাম্মদ শমসাদ খান ও রেমন্ড কোকের (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
  • হরশিদ চৌহান প্রথম তানজানীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

১ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ঘানা  
১৭৬/৫ (২০ ওভার)
  এসোয়াতিনি
১৫১/৫ (২০ ওভার)
জেমস ভিফাহ ৬৩ (৫৫)
মেলুসি মাগাগুলা ২/২৯ (৩ ওভার)
আদিল বাট ৫৩ (৩৪)
কোফি বাগাবেনা ১/১২ (২ ওভার)
ঘানা ২৫ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও স্টিফেন হ্যারিস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেমস ভিফাহ (ঘানা)
  • এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিল বাট, তরুণ সন্দীপ, দিনেশ পোলপিটিয়া ও পুমলানি সিবিয়া (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।

১ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
মোজাম্বিক  
৮৬/৮ (২০ ওভার)
  নাইজেরিয়া
৮৭/২ (১৩.৫ ওভার)
ফ্রেদেরিকো কারাভা ৩৪* (৩৬)
পিটার আহো ২/১০ (৪ ওভার)
আদেমোলা ওনিকোয়ি ৩৮* (৪৭)
কামাচি রাপোসো ১/৩ (০.৫ ওভার)
নাইজেরিয়া ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আদেমোলা ওনিকোয়ি (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আখেরে ইসেসেলে, চিয়েমেলিয়ে উদেকোয়ে (নাইজেরিয়া), আরমান্দো শুভালে, কামাচি রাপোসো ও দারিও মাকোম (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।

১ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
গাম্বিয়া  
১২২ (২০ ওভার)
  এসোয়াতিনি
১২৩/৫ (১৭.২ ওভার)
ইসমাইলা তাম্বা ৪৩ (২৭)
দিনেশ পোলপিটিয়া ৩/১৫ (৩ ওভার)
তরুণ সন্দীপ ৬২* (৫৩)
আনিরু কোন্তেহ্‌ ২/২৬ (৪ ওভার)
এসোয়াতিনি ৫ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: গাসানা ক্রিশ্চিয়ান (রুয়ান্ডা) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরুণ সন্দীপ (এসোয়াতিনি)
  • এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ আলমগীর (এসোয়াতিনি), আনিরু কোন্তেহ্‌, আন্দ্রে জারজু, ইসমাইলা তাম্বা, উসমান বাহ, গ্যাব্রিয়েল রাইলি, পিটার ক্যাম্পবেল, ফ্র্যাংক ক্যাম্পবেল, মুসা জোবারতেহ্‌, মুস্তফা সুওয়ারেহ্‌, মোদু লামিন বোজাং ও মোহাম্মদ মাংগা (গাম্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিয়েরা লিওন  
৬২ (১৯.১ ওভার)
  নাইজেরিয়া
৬৩/৪ (১২.৩ ওভার)
লানসানা লামিন ৩৪* (৫১)
পিটার আহো ৩/১৮ (৪ ওভার)
অশমিত শ্রেষ্ঠ ২৭ (৩৪)
জর্জ ন্‌গেগবা ২/৯ (২ ওভার)
নাইজেরিয়া ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পিটার আহো (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইব্রাহিম কামারা (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।

২ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ঘানা  
১১১ (১৮.২ ওভার)
  মোজাম্বিক
১১৫/৩ (১৯ ওভার)
রেক্সফোর্ড বাকুম ২৮ (২৭)
কামাচি রাপোসো ৩/১৫ (৪ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৬৫ (৫২)
রেক্সফোর্ড বাকুম ৩/২৯ (৪ ওভার)
মোজাম্বিক ৭ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা (মোজাম্বিক)
  • মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ক্যামেরুন  
১৪৬/৮ (২০ ওভার)
  সিয়েরা লিওন
১৫০/৯ (১৯.২ ওভার)
ব্রুনো ন্সেকে তুবে ৪৯ (৩৩)
আলুসিন তুরে ২/২৪ (৪ ওভার)
জন বাংগুরা ৩৪* (২৮)
আলান তুবে ৩/২০ (৪ ওভার)
সিয়েরা লিওন ১ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাসানা ক্রিশ্চিয়ান (রুয়ান্ডা) ও স্টিফেন হ্যারিস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলুসিন তুরে (সিয়েরা লিওন)
  • সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলুসিন তুরে (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।

২ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
এসোয়াতিনি  
১৫০/৫ (২০ ওভার)
  মোজাম্বিক
১৫১/১ (১৭.৩ ওভার)
নাইম গুল ৬৩* (৪৯)
কামাচি রাপোসো ২/৩০ (৪ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৬৭ (৪৬)
মেলুসি মাগাগুলা ১/৩৪ (৩ ওভার)
মোজাম্বিক ৯ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা (মোজাম্বিক)
  • মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ক্যামেরুন  
৯৫ (১৬.৫ ওভার)
  মোজাম্বিক
৯৮/১ (১১ ওভার)
আলান তুবে ১৯ (১৯)
কামাচি রাপোসো ৩/১৯ (৪ ওভার)
জোসে বুলেলে ৪০* (৩৭)
দিপিতা লোইক ১/১৫ (২ ওভার)
মোজাম্বিক ৯ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও গাসানা ক্রিশ্চিয়ান (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জোসে বুলেলে (মোজাম্বিক)
  • মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রজার আতাংগানা (ক্যামেরুন) ও লুইস মাভুমে (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।

৪ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নাইজেরিয়া  
২২১/৭ (২০ ওভার)
  এসোয়াতিনি
১০৩/৯ (২০ ওভার)
অশমিত শ্রেষ্ঠ ৭৬ (৪৯)
মেলুসি মাগাগুলা ৩/৬২ (৪ ওভার)
আদিল বাট ৫০ (৩৯)
রিদওয়ান আব্দুলকরিম ৩/৮ (৩ ওভার)
নাইজেরিয়া ১১৮ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অশমিত শ্রেষ্ঠ (নাইজেরিয়া)
  • এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ঘানা  
১২১/৭ (২০ ওভার)
  তানজানিয়া
১২২/৬ (১৪.৩ ওভার)
ড্যানিয়েল আনেফি ৪৬ (২৬)
সঞ্জয়কুমার ঠাকুর ৩/১১ (৪ ওভার)
ইভান ইসমাইল ৫৬ (২১)
রিচমন্ড বালেরি ৪/১২ (৪ ওভার)
তানজানিয়া ৪ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: স্টিফেন হ্যারিস (দক্ষিণ আফ্রিকা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইভান ইসমাইল (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলেকজান্ডার ওসেই (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।

৪ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
গাম্বিয়া  
৪২ (১৪.৫ ওভার)
  নাইজেরিয়া
৪৩/১ (৫.১ ওভার)
আনিরু কোন্তেহ্‌ ৯ (২১)
রিদওয়ান আব্দুলকরিম ৩/৬ (২ ওভার)
সোলায়মান রুনসেওয়ে ৩০* (২১)
আনিরু কোন্তেহ্‌ ১/৯ (১.১ ওভার)
নাইজেরিয়া ৯ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোলায়মান রুনসেওয়ে (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবুবকর কুইয়াতেহ্ (গাম্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৫ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মোজাম্বিক  
৮১/৩ (১৩ ওভার)
  তানজানিয়া
৮২/৪ (১১.৩ ওভার)
জোয়াঁও হু ২৩* (১৬)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ২/২০ (৩ ওভার)
কাসেম নাস্‌সোরো ২৬* (২৭)
লুরেনসো সিমাংগো ২/১১ (৩ ওভার)
তানজানিয়া ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: রকি দ্‌'মেলো (কেনিয়া) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাসেম নাস্‌সোরো (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।

৫ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিয়েরা লিওন  
৫২/৪ (৫ ওভার)
  এসোয়াতিনি
৪৮/৪ (৫ ওভার)
লানসানা লামিন ১৭* (৯)
হারিস রশিদ ১/১৩ (১ ওভার)
আদিল বাট ২২ (৯)
মোহাম্মদ শমসাদ খান ২/৪ (১ ওভার)
সিয়েরা লিওন ৪ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লানসানা লামিন (সিয়েরা লিওন)
  • এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৫ ওভারে খেলা হয়।

৫ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ক্যামেরুন  
৭২ (১৯.৫ ওভার)
  নাইজেরিয়া
৩১/০ (৫ ওভার)
ব্রুনো ন্সেকে তুবে ২০ (২৮)
সিলভেস্টার ওকপে ৫/৯ (৪ ওভার)
সোলায়মান রুনসেওয়ে ১৬* (১৭)
নাইজেরিয়া ১৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাসানা ক্রিশ্চিয়ান (রুয়ান্ডা) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিলভেস্টার ওকপে (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • জশুয়া আসিয়া (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • সিলভেস্টার ওকপে (নাইজেরিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৫ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ঘানা  
১৩৫/৭ (২০ ওভার)
  সিয়েরা লিওন
৬১/১ (৭.২ ওভার)
জেমস ভিফাহ ৬৩* (৫৩)
আবাস গ্‌ব্লা ৪/৯ (২ ওভার)
আলুসিন তুরে ২৬* (১৮)
কোফি বাগাবেনা ১/১০ (২ ওভার)
সিয়েরা লিওন ১৮ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আবাস গ্‌ব্লা (সিয়েরা লিওন)
  • সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • পল আয়োলোয়িনে (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।

৬ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া  
১৮৬/৮ (২০ ওভার)
  এসোয়াতিনি
১২০/৮ (২০ ওভার)
অভীক পাটওয়া ৭৯ (৪৭)
মোহাম্মদ উমাইর কাসেম ৩/১৪ (৪ ওভার)
তরুণ সন্দীপ ৩৩ (২৪)
অখিল অনিল ৩/১৭ (৪ ওভার)
তানজানিয়া ৮৬ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: সাইমন কিন্তু (উগান্ডা) ও স্টিফেন হ্যারিস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অভীক পাটওয়া (তানজানিয়া)
  • এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
গাম্বিয়া  
৮১/৯ (২০ ওভার)
  সিয়েরা লিওন
৮৪/২ (১০ ওভার)
মোহাম্মদ মাংগা ৩১ (৪১)
জর্জ ন্‌গেগবা ৩/১৬ (৪ ওভার)
লানসানা লামিন ৩৬* (২১)
মোদু লামিন বোজাং ১/২ (১ ওভার)
সিয়েরা লিওন ৮ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জ ন্‌গেগবা (সিয়েরা লিওন)
  • সিয়েরা সিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফালু থর্প (গাম্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৬ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
গাম্বিয়া  
৫৯ (১৭.২ ওভার)
  তানজানিয়া
৬১/০ (৪.৪ ওভার)
ইসমাইলা তাম্বা ২২* (২৬)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ৩/৭ (৪ ওভার)
ইভান ইসমাইল ৩৩* (১৫)
তানজানিয়া ১০ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ালিন্দে ন্‌কানিয়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উসমান তুরে (গাম্বিয়া) ও জনসন নিয়াম্বো (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৬ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ঘানা  
১৮৩/৩ (২০ ওভার)
  ক্যামেরুন
৭৬ (১৩.২ ওভার)
স্যামসন আউইয়াহ ৯৬* (৬৯)
জুলিয়ঁ আবেগা ১/৩১ (৪ ওভার)
ব্রুনো ন্সেকে তুবে ৩৮ (২৮)
কোফি বাগাবেনা ৪/১৯ (৪ ওভার)
ঘানা ১০৭ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: গাসানা ক্রিশ্চিয়ান (রুয়ান্ডা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্যামসন আউইয়াহ (ঘানা)
  • ক্যামেরুন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ঘানা  
২১৫/৩ (২০ ওভার)
  গাম্বিয়া
৬৯ (১৪.১ ওভার)
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ১০৭* (৫৪)
মোদু লামিন বোজাং ১/২৪ (৩ ওভার)
ফ্র্যাংক ক্যাম্পবেল ১৮ (২৩)
রিচমন্ড বালেরি ৫/২৯ (৪ ওভার)
ঘানা ১৩৮ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে (ঘানা)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে গাম্বিয়ার লক্ষ্য ১৮ ওভারে ২০৮ নির্ধারণ করা হয়।
  • ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে প্রথম ঘানাইয়ান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
  • রিচমন্ড বালেরি (ঘানা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৮ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
এসোয়াতিনি  
১১২/৬ (১৩ ওভার)
তরুণ সন্দীপ ৩৪* (৩৪)
আলান তুবে ৪/১৩ (৩ ওভার)
ফলাফল হয়নি
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: গাসানা ক্রিশ্চিয়ান (রুয়ান্ডা) ও স্টিফেন হ্যারিস (দক্ষিণ আফ্রিকা)
  • এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলোকস্বল্পতার কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১৩ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৮ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
নাইজেরিয়া  
১০১ (১৯.৪ ওভার)
  তানজানিয়া
১৯/৩ (৪.৩ ওভার)
সোলায়মান রুনসেওয়ে ৩৯ (৩৩)
অ্যালি কিমোতে ৪/২১ (৩.৪ ওভার)
অমল রাজীবন ১০* (১১)
প্রসপার উসেনি ১/৩ (২ ওভার)
ফলাফল হয়নি
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৮ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
মোজাম্বিক  
১২৭/৫ (২০ ওভার)
  গাম্বিয়া
৭০ (১১ ওভার)
জোসে বুলেলে ৫০ (৫০)
ইসমাইলা তাম্বা ২/২০ (৩ ওভার)
ফ্র্যাংক ক্যাম্পবেল ১২ (১৭)
জোয়াঁও হু ৩/২ (১ ওভার)
মোজাম্বিক ৪০ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: রকি দ্‌'মেলো (কেনিয়া) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জোসে বুলেলে (মোজাম্বিক)
  • মোজাম্বিক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে গাম্বিয়ার লক্ষ্য ১৬ ওভারে ১১১ নির্ধারণ করা হয়।

৯ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিয়েরা লিওন  
১১৬/৯ (২০ ওভার)
  মোজাম্বিক
১১৭/৫ (১৯.২ ওভার)
জন বাংগুরা ৩২ (৫৯)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৩/১৯ (৩ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৩২ (৩৬)
আবাস গ্‌ব্লা ১/১৬ (২.২ ওভার)
মোজাম্বিক ৫ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাসানা ক্রিশ্চিয়ান (রুয়ান্ডা) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা (মোজাম্বিক)
  • মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
গাম্বিয়া  
১১৫/৮ (২০ ওভার)
  ক্যামেরুন
১০৪ (১৭.৫ ওভার)
মোহাম্মদ মাংগা ৫৯* (৫৭)
জুলিয়ঁ আবেগা ৪/১৮ (৪ ওভার)
আব্দুল্লাইয়ে আমিনু ১৯ (৫)
আনিরু কোন্তেহ্‌ ৪/১০ (৪ ওভার)
গাম্বিয়া ১১ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: সাইমন কিন্তু (উগান্ডা) ও স্টিফেন হ্যারিস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ মাংগা (গাম্বিয়া)
  • গাম্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ঘানা  
১২৭/৭ (২০ ওভার)
  নাইজেরিয়া
১৩১/৪ (১৬.৪ ওভার)
অশমিত শ্রেষ্ঠ ৪৭* (৪৪)
ড্যানিয়েল আনেফি ১/১৬ (২ ওভার)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ ডিসেম্বর ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া  
২১৮/৬ (২০ ওভার)
  ক্যামেরুন
৩৪ (১২.৩ ওভার)
ইভান ইসমাইল ৭১ (৪০)
ব্রুনো ন্সেকে তুবে ২/৩৭ (৪ ওভার)
রোলঁ আমাহ ২০ (১৬)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ৫/২ (৪ ওভার)
তানজানিয়া ১৮৪ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ালিন্দে ন্‌কানিয়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়ালিন্দে ন্‌কানিয়া প্রথম তানজানীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

আঞ্চলিক ফাইনাল

সম্পাদনা
২০২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব আঞ্চলিক ফাইনাল
তারিখ২০ নভেম্বর – ১ ডিসেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক  নামিবিয়া
বিজয়ী  নামিবিয়া
রানার-আপ  উগান্ডা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২১
সর্বাধিক রান সংগ্রহকারী  সিকান্দার রাজা (২৭৩)
সর্বাধিক উইকেটধারী  রিচার্ড নগারভা (১৩)

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
  নামিবিয়া ১২ ২.৬৫৮ ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
  উগান্ডা ১০ ১.৩৩৪
  জিম্বাবুয়ে ২.৯২২
  কেনিয়া −০.৯১১
  নাইজেরিয়া −১.০২৬
  তানজানিয়া −১.৫০৭
  রুয়ান্ডা −৪.৩০৩
উৎস: ইএসপিএনক্রিকইনফো[২৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Qualification pathway for ICC Men's T20 World Cup 2024 announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 
  2. "Rwanda Cricket to host 2024 ICC Men's T20 World Cup Qualifier (Africa sub-regionals)"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  3. "Denmark, Italy one step from T20 World Cup 2024 as Europe qualification continues"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২ 
  4. "Rwanda to host 2024 cricket World Cup Qualifiers"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  5. "Cricket: U Rwanda rwakiriye Imikino y'ijonjora ry'Igikombe cy'Isi y'Ibihugu bigize Itsinda B"দি আপডেট (কিনিয়ারুয়ান্ডা ভাষায়)। ১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২ 
  6. "Kenya top at T20 Africa contest in Rwanda"নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২ 
  7. "Africa Regional Final set for 2024 T20 World Cup Qualifying"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  8. "Cricket: Obuya names squad ahead of T20 World Cup qualifiers"কেনিয়া সম্প্রচার কর্পোরেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২ 
  9. "On the road to USA and West Indies: T20 World Cup qualifiers commence in Africa"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২২ 
  10. "Rwanda through to final stage of ICC World Cup Africa qualifier"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২ 
  11. "Cricket: Tanzania, Nigeria through to World Cup Africa Qualifier"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  12. "Obuya unhappy over lack of enough preps ahead of T20 World Cup qualifiers"ক্যাপিটাল স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২ 
  13. "𝐈𝐂𝐂 𝐌𝐄𝐍'𝐒 𝐓20 𝐖𝐎𝐑𝐋𝐃 𝐂𝐔𝐏 𝐒𝐔𝐁-𝐑𝐄𝐆𝐈𝐎𝐍𝐀𝐋 𝐀𝐅𝐑𝐈𝐂𝐀 𝐀 𝐐𝐔𝐀𝐋𝐈𝐅𝐈𝐄𝐑"বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  14. "MALAWI READY!"ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  15. "*La liste des joueurs*"মালীয় ক্রিকেট ফেডারেশন (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  16. "🚨🚨SQUAD ANNOUNCEMENT 🚨🚨"রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  17. "African regional qualifying for 2024 T20 World Cup gets underway in Rwanda"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২২ 
  18. "Senior Squad selected for Regional Qualifiers"সেন্ট হেলেনা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ 
  19. "ICC MEN'S T20 WORLD CUP SUB REGIONAL AFRICA B QUALIFIER"এসোয়াতিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  20. "2022 ICC MEN'S T20 WORLD CUP QUALIFIER"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  21. "NCF announces final 14 man squad for the ICC sub regional tourney in Rwanda"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২ 
  22. "Patriots of Sierra Leone Cricket Squad including (2) reserves for the ICC Men's T20 Cricket World Cup Africa Sub regional B qualifier slated for 1-10 December 2022 in Kigali Rwanda"সিয়েরা লিওন ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  23. "Road to T20 World Cup 2024 goes through Scotland and PNG"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা