২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব
২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হচ্ছে।[১]
আফ্রিকা অঞ্চলের বাছাই প্রক্রিয়ার প্রথম অংশে দুটি উপআঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।[২] প্রতিটি বাছাইপর্বের সেরা দুই দল আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়।[৩] উপআঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টদ্বয় ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[৪][৫] ২০২৩ সালে নামিবিয়ায় আঞ্চলিক ফাইনাল অনুষ্ঠিত হবে।[৬][৭] আঞ্চলিক ফাইনালের সেরা দুই দল ২০২৪ সালের মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।[৮][৯]
বাছাইপর্ব এ থেকে আঞ্চলিক ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে কেনিয়া ও রুয়ান্ডা।[১০] বাছাইপর্ব বি থেকে তানজানিয়া ও নাইজেরিয়া আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়।[১১]
দলসমূহ
সম্পাদনাবাছাইপর্ব এ | বাছাইপর্ব বি | আঞ্চলিক ফাইনালে সরাসরি উত্তীর্ণ |
---|---|---|
বাছাইপর্ব এ
সম্পাদনাতারিখ | ১৭ নভেম্বর ২০২২ – ২৫ নভেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | রুয়ান্ডা |
বিজয়ী | কেনিয়া |
রানার-আপ | রুয়ান্ডা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ২৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | সামি সোহেল |
সর্বাধিক রান সংগ্রহকারী | সামি সোহেল (২৪১) |
সর্বাধিক উইকেটধারী | ধ্রুব মাইসুরিয়া (১৪) |
দলীয় সদস্য
সম্পাদনাকেনিয়া[১২] | বতসোয়ানা[১৩] | মালাউই[১৪] | মালি[১৫] | রুয়ান্ডা[১৬] | লেসোথো[১৭] | সেন্ট হেলেনা[১৮] | সেশেল[২] |
---|---|---|---|---|---|---|---|
|
|
পয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | কেনিয়া | ৭ | ৫ | ০ | ০ | ২ | ১২ | ৫.৬৯৯ |
২ | রুয়ান্ডা (H) | ৭ | ৫ | ১ | ০ | ১ | ১১ | ২.৪৬৬ |
৩ | মালাউই | ৭ | ৪ | ১ | ০ | ২ | ১০ | ২.০২৬ |
৪ | বতসোয়ানা | ৭ | ৩ | ৩ | ০ | ১ | ৭ | ১.১৬৭ |
৫ | সেন্ট হেলেনা | ৭ | ২ | ৩ | ০ | ২ | ৬ | −০.৯৭৬ |
৬ | লেসোথো | ৭ | ২ | ৪ | ০ | ১ | ৫ | −৩.৪৯৭ |
৭ | সেশেল | ৭ | ০ | ৪ | ০ | ৩ | ৩ | −১.৬৩৯ |
৮ | মালি | ৭ | ০ | ৫ | ০ | ২ | ২ | −৪.৯৫৪ |
আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
থারিন্দু পেরেরা ২৮ (২৭)
মার্টিন আকাইয়েজু ৪/১৬ (৪ ওভার) |
এরিক দুসিংগিজিমানা ৩৩ (৩২)
ধ্রুব মাইসুরিয়া ২/৭ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ম্পিতি গ্যাব্রিয়েল ৪৫* (৩৭)
তেওদোর মোদি মাকালু ২/১৩ (৩ ওভার) |
শেক আমালা কেইতা ৩৫ (২৮)
ওয়াসিম ইয়াকুব ২/৭ (৩ ওভার) |
- মালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- তেওদোর মোদি মাকালু, দাউদা ত্রাওরে, মুস্তফা দিয়াকিতে, মোহাম্মদ কুলিবালি, মোহাম্মদু তাইফুর দিয়াবি, মোহাম্মদু দিয়াওয়ারা, মোহাম্মদু সিদিবে, লামিসা সানোগো, শেক আমালা কেইতা, সানজে কামাতে, সেকু গুতুবু দিয়াবি (মালি), আরবাজ খান, ওয়াসিম ইয়াকুব ও ম্পিতি গ্যাব্রিয়েল (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কলিনস ওবুইয়া ৩২* (১৩)
|
- সেন্ট হেলেনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- তানজিল শেখ, পুষ্কর শর্মা (কেনিয়া), অ্যান্ড্রু ইয়োন, অ্যালেক্স ল্যাংহ্যাম, এইডেন লিও, ক্লিফ রিচার্ডস, গ্যারেথ জনসন, জর্ডি হেনরি, জেমি এলিক, ব্যারি স্ট্রাউড, ব্রেট আইজ্যাক, রিস ফ্রান্সিস ও স্কট ক্রাউই (সেন্ট হেলেনা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কারাবো মোৎলানকা ৩৯ (৩২)
কৃষ্ণস্বামী নাইডু ১/১৬ (৩ ওভার) |
- সেশেল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- কাতলো পিত (বতসোয়ানা), তিবংক রাজাপক্ষ, ধর্মেন্দ্রন শণমুখম, রাশেন দে সিলভা ও রুকমল সমরতুঙ্গ (সেশেল)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
এরিক দুসিংগিজিমানা ৫২ (৪৩)
অ্যান্ড্রু ইয়োন ৪/৩০ (৪ ওভার) |
এইডেন লিও ২৪ (৩৩)
এমানুয়েল সেবারেমে ৩/১৫ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ম্পিতি গ্যাব্রিয়েল ২৩ (১৪)
ধ্রুব মাইসুরিয়া ৫/৩০ (৩.৪ ওভার) |
কারাবো মোৎলানকা ৫৪* (২৩)
|
- বতসোয়ানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বোয়েমো ক্গোসিয়েমাং (বতসোয়ানা) ও জয়ন্ত বিজয়কুমার (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কলিনস ওবুইয়া ৪৪ (১৬)
সামি সোহেল ২/২০ (৪ ওভার) |
ডনেক্স কানসোনখো ৭* (১৩)
|
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- বেস্টন মাসাউকো (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তিবংক রাজাপক্ষ ৪৯ (৪৯)
মোহাম্মদু দিয়াওয়ারা ২/৪০ (৪ ওভার) |
মোহাম্মদু তাইফুর দিয়াবি ৯ (১৬)
কৃষ্ণস্বামী নাইডু ১/০ (০.১ ওভার) |
- মালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- মোহাম্মদু মালে ও লাসিনা বের্ত (মালি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কারাবো মোৎলানকা ৪৮ (৪১)
ড্যানিয়েল জাকিয়েল ২/২৪ (৪ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
তেওদোর মোদি মাকালু ১২ (২০)
পিটার লাংগাত ৬/১৭ (৪ ওভার) |
কলিনস ওবুইয়া ১৮* (৬)
|
- মালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- পিটার লাংগাত (কেনিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
উইলসন নিয়িতাংগা ১৭ (২৬)
শেম ন্গোচে ৩/১৬ (৪ ওভার) |
ঋষভ প্যাটেল ৪৫ (৩২)
এমানুয়েল সেবারেমে ১/৭ (২ ওভার) |
- কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মাজহারুল ইসলাম ৪৬ (৩৭)
ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ ৩/৩২ (৪ ওভার) |
মোহাম্মদ মাজ খান ৬৮* (৩৫)
সোহেল রকেট ২/২৩ (৪ ওভার) |
- সেশেল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
গিফ্ট কানসোনখো ৫২ (৫৯)
মোহাম্মদু তাইফুর দিয়াবি ২/১৯ (৩ ওভার) |
সেকু গুতুবু দিয়াবি ৪১* (২৯)
মোয়াজ্জম বেগ ৩/১৪ (৪ ওভার) |
- মালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জাকারিয়া মাকাজি (মালি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
নেলসন ওধিয়াম্বো ৬৭ (২৯)
মাৎসাউ মোলাই জোসেফ ২/৪৩ (৪ ওভার) |
ওয়াসিম ইয়াকুব ২৭ (৩০)
শেম ন্গোচে ৩/১৬ (৩ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
উইলসন নিয়িতাংগা ৪৬ (৩২)
আফতাব লিমদাওয়ালা ২/২৬ (৪ ওভার) |
মোয়াজ্জম বেগ ৩২ (২৪)
ক্লিন্টন রুবাগুমিয়া ২/১১ (৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
স্কট ক্রাউই ২৮ (২৯)
রুকমল সমরতুঙ্গ ২/১৮ (৪ ওভার) |
স্টিফেন মধুশঙ্কা ৫০* (৪৭)
স্কট ক্রাউই ৩/২১ (৩.৫ ওভার) |
- সেশেল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ড্যাক্স রিচার্ডস (সেন্ট হেলেনা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
মোহাম্মদু তাইফুর দিয়াবি ১১ (১০)
ধ্রুব মাইসুরিয়া ৩/১০ (৩ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
- রড ম্বাইওয়া (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অ্যান্ড্রু ইয়োন ৫৮ (৩৬)
ওয়াসিম ইয়াকুব ২/২০ (৩ ওভার) ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ ২/২০ (৩ ওভার) |
ওয়াসিম ইয়াকুব ৩১ (৩৬)
অ্যান্ড্রু ইয়োন ৫/১০ (৩ ওভার) |
- লেসোথো টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
- অ্যান্ড্রু ইয়োন প্রথম সেন্ট হেলেনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
মাজহারুল ইসলাম ২২* (১৮)
সামি সোহেল ১/৫ (১ ওভার) |
- মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- অভিজিৎ পেড়নেকর (সেশেল)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
- মালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
ব
|
||
জর্ডি হেনরি ১৭ (১০)
সামি সোহেল ৩/১৮ (২ ওভার) |
সামি সোহেল ২৩* (১৫)
|
- মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৫ ওভারে খেলা হয়।
ব
|
||
এরিক দুসিংগিজিমানা ৬৬* (৪১)
কৃষ্ণস্বামী নাইডু ২/১৭ (২ ওভার) |
স্টিফেন মধুশঙ্কা ১৫* (২২)
এমানুয়েল সেবারেমে ৩/১২ (৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
ব
|
||
রেজিনাল্ড নেহোন্দে ৫৩ (৫৪)
পিটার লাংগাত ২/২২ (৩ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মুস্তফা দিয়াকিতে ৮ (৮)
কেভিন ইরাকোজে ৩/৪ (৪ ওভার) |
ওর্চিদে তুয়িসেংগে ১৮* (৯)
|
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ভিনু বালাকৃষ্ণন ১০০ (৭০)
এইডেন লিও ১/২১ (৩ ওভার) |
ব্রেট আইজ্যাক ৩৪ (৪৯)
ধ্রুব মাইসুরিয়া ৪/২৫ (৪ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ভিনু বালাকৃষ্ণন প্রথম মোতসোয়ানা ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
ব
|
||
সামি সোহেল ৯৪* (৬০)
থামায়ে গ্ল্যাডউইন ১/২৮ (৩ ওভার) |
জয়ন্ত বিজয়কুমার ৩১ (৩৯)
ড্যানিয়েল জাকিয়েল ৫/১১ (৪ ওভার) |
- মালাউই টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ড্যানিয়েল জাকিয়েল (মালাউই) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
মাজহারুল ইসলাম ৫০ (৪৮)
পিটার লাংগাত ৩/১৪ (৪ ওভার) |
পুষ্কর শর্মা ৩৩ (২৩)
স্টিফেন মধুশঙ্কা ৩/১৬ (৪ ওভার) |
- সেশেল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে কেনিয়ার লক্ষ্য ১৭ ওভারে ৮২ নির্ধারণ করা হয়।
ব
|
||
এরিক দুসিংগিজিমানা ৪৯ (৩৭)
ওয়াসিম ইয়াকুব ৩/৪০ (৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
বাছাইপর্ব বি
সম্পাদনাতারিখ | ১ ডিসেম্বর ২০২২ – ৯ ডিসেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | রুয়ান্ডা |
বিজয়ী | তানজানিয়া |
রানার-আপ | নাইজেরিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ২৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | জোসে বুলেলে |
সর্বাধিক রান সংগ্রহকারী | স্যামসন আউইয়াহ (২২৭) |
সর্বাধিক উইকেটধারী | ইয়ালিন্দে ন্কানিয়া (১৬) |
দলীয় সদস্য
সম্পাদনাএসোয়াতিনি[১৯] | ক্যামেরুন | গাম্বিয়া | ঘানা | তানজানিয়া[২০] | নাইজেরিয়া[২১] | মোজাম্বিক | সিয়েরা লিওন[২২] |
---|---|---|---|---|---|---|---|
|
পয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | তানজানিয়া | ৭ | ৬ | ০ | ০ | ১ | ১৩ | ৪.৮৯১ |
২ | নাইজেরিয়া | ৭ | ৬ | ০ | ০ | ১ | ১৩ | ৩.৭৩৯ |
৩ | মোজাম্বিক | ৭ | ৫ | ২ | ০ | ০ | ১০ | ০.৬৮৪ |
৪ | সিয়েরা লিওন | ৭ | ৪ | ৩ | ০ | ০ | ৮ | −০.০৩৯ |
৫ | ঘানা | ৬ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | ১.৪৪৬ |
৬ | এসোয়াতিনি | ৭ | ১ | ৫ | ০ | ১ | ৩ | −২.০৬৭ |
৭ | গাম্বিয়া | ৭ | ১ | ৬ | ০ | ০ | ২ | −৩.৮৬৫ |
৮ | ক্যামেরুন | ৭ | ০ | ৬ | ০ | ১ | ১ | −৩.৮৭২ |
আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
জর্জ ন্গেগবা ২৯ (২৭)
ইয়ালিন্দে ন্কানিয়া ৪/১ (১.৩ ওভার) |
অমল রাজীবন ২৬* (২২)
জর্জ সেসায় ১/৮ (২ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে তানজানিয়ার লক্ষ্য ১৫ ওভারে ৪৭ নির্ধারণ করা হয়।
- জর্জ ন্গেগবা, মোহাম্মদ শমসাদ খান ও রেমন্ড কোকের (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
- হরশিদ চৌহান প্রথম তানজানীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব
|
||
জেমস ভিফাহ ৬৩ (৫৫)
মেলুসি মাগাগুলা ২/২৯ (৩ ওভার) |
আদিল বাট ৫৩ (৩৪)
কোফি বাগাবেনা ১/১২ (২ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আদিল বাট, তরুণ সন্দীপ, দিনেশ পোলপিটিয়া ও পুমলানি সিবিয়া (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আখেরে ইসেসেলে, চিয়েমেলিয়ে উদেকোয়ে (নাইজেরিয়া), আরমান্দো শুভালে, কামাচি রাপোসো ও দারিও মাকোম (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ইসমাইলা তাম্বা ৪৩ (২৭)
দিনেশ পোলপিটিয়া ৩/১৫ (৩ ওভার) |
তরুণ সন্দীপ ৬২* (৫৩)
আনিরু কোন্তেহ্ ২/২৬ (৪ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ আলমগীর (এসোয়াতিনি), আনিরু কোন্তেহ্, আন্দ্রে জারজু, ইসমাইলা তাম্বা, উসমান বাহ, গ্যাব্রিয়েল রাইলি, পিটার ক্যাম্পবেল, ফ্র্যাংক ক্যাম্পবেল, মুসা জোবারতেহ্, মুস্তফা সুওয়ারেহ্, মোদু লামিন বোজাং ও মোহাম্মদ মাংগা (গাম্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অশমিত শ্রেষ্ঠ ২৭ (৩৪)
জর্জ ন্গেগবা ২/৯ (২ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইব্রাহিম কামারা (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রেক্সফোর্ড বাকুম ২৮ (২৭)
কামাচি রাপোসো ৩/১৫ (৪ ওভার) |
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৬৫ (৫২)
রেক্সফোর্ড বাকুম ৩/২৯ (৪ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ব্রুনো ন্সেকে তুবে ৪৯ (৩৩)
আলুসিন তুরে ২/২৪ (৪ ওভার) |
জন বাংগুরা ৩৪* (২৮)
আলান তুবে ৩/২০ (৪ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলুসিন তুরে (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
নাইম গুল ৬৩* (৪৯)
কামাচি রাপোসো ২/৩০ (৪ ওভার) |
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৬৭ (৪৬)
মেলুসি মাগাগুলা ১/৩৪ (৩ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
আলান তুবে ১৯ (১৯)
কামাচি রাপোসো ৩/১৯ (৪ ওভার) |
জোসে বুলেলে ৪০* (৩৭)
দিপিতা লোইক ১/১৫ (২ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- রজার আতাংগানা (ক্যামেরুন) ও লুইস মাভুমে (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অশমিত শ্রেষ্ঠ ৭৬ (৪৯)
মেলুসি মাগাগুলা ৩/৬২ (৪ ওভার) |
আদিল বাট ৫০ (৩৯)
রিদওয়ান আব্দুলকরিম ৩/৮ (৩ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ড্যানিয়েল আনেফি ৪৬ (২৬)
সঞ্জয়কুমার ঠাকুর ৩/১১ (৪ ওভার) |
ইভান ইসমাইল ৫৬ (২১)
রিচমন্ড বালেরি ৪/১২ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলেকজান্ডার ওসেই (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
আনিরু কোন্তেহ্ ৯ (২১)
রিদওয়ান আব্দুলকরিম ৩/৬ (২ ওভার) |
সোলায়মান রুনসেওয়ে ৩০* (২১)
আনিরু কোন্তেহ্ ১/৯ (১.১ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আবুবকর কুইয়াতেহ্ (গাম্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
জোয়াঁও হু ২৩* (১৬)
ইয়ালিন্দে ন্কানিয়া ২/২০ (৩ ওভার) |
কাসেম নাস্সোরো ২৬* (২৭)
লুরেনসো সিমাংগো ২/১১ (৩ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
ব
|
||
লানসানা লামিন ১৭* (৯)
হারিস রশিদ ১/১৩ (১ ওভার) |
আদিল বাট ২২ (৯)
মোহাম্মদ শমসাদ খান ২/৪ (১ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৫ ওভারে খেলা হয়।
ব
|
||
ব্রুনো ন্সেকে তুবে ২০ (২৮)
সিলভেস্টার ওকপে ৫/৯ (৪ ওভার) |
সোলায়মান রুনসেওয়ে ১৬* (১৭)
|
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- জশুয়া আসিয়া (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
- সিলভেস্টার ওকপে (নাইজেরিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
- সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- পল আয়োলোয়িনে (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অভীক পাটওয়া ৭৯ (৪৭)
মোহাম্মদ উমাইর কাসেম ৩/১৪ (৪ ওভার) |
তরুণ সন্দীপ ৩৩ (২৪)
অখিল অনিল ৩/১৭ (৪ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মোহাম্মদ মাংগা ৩১ (৪১)
জর্জ ন্গেগবা ৩/১৬ (৪ ওভার) |
লানসানা লামিন ৩৬* (২১)
মোদু লামিন বোজাং ১/২ (১ ওভার) |
- সিয়েরা সিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফালু থর্প (গাম্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ইসমাইলা তাম্বা ২২* (২৬)
ইয়ালিন্দে ন্কানিয়া ৩/৭ (৪ ওভার) |
ইভান ইসমাইল ৩৩* (১৫)
|
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- উসমান তুরে (গাম্বিয়া) ও জনসন নিয়াম্বো (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
স্যামসন আউইয়াহ ৯৬* (৬৯)
জুলিয়ঁ আবেগা ১/৩১ (৪ ওভার) |
ব্রুনো ন্সেকে তুবে ৩৮ (২৮)
কোফি বাগাবেনা ৪/১৯ (৪ ওভার) |
- ক্যামেরুন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ১০৭* (৫৪)
মোদু লামিন বোজাং ১/২৪ (৩ ওভার) |
ফ্র্যাংক ক্যাম্পবেল ১৮ (২৩)
রিচমন্ড বালেরি ৫/২৯ (৪ ওভার) |
- ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে গাম্বিয়ার লক্ষ্য ১৮ ওভারে ২০৮ নির্ধারণ করা হয়।
- ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে প্রথম ঘানাইয়ান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
- রিচমন্ড বালেরি (ঘানা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
তরুণ সন্দীপ ৩৪* (৩৪)
আলান তুবে ৪/১৩ (৩ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলোকস্বল্পতার কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১৩ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
সোলায়মান রুনসেওয়ে ৩৯ (৩৩)
অ্যালি কিমোতে ৪/২১ (৩.৪ ওভার) |
অমল রাজীবন ১০* (১১)
প্রসপার উসেনি ১/৩ (২ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
জোসে বুলেলে ৫০ (৫০)
ইসমাইলা তাম্বা ২/২০ (৩ ওভার) |
ফ্র্যাংক ক্যাম্পবেল ১২ (১৭)
জোয়াঁও হু ৩/২ (১ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে গাম্বিয়ার লক্ষ্য ১৬ ওভারে ১১১ নির্ধারণ করা হয়।
ব
|
||
জন বাংগুরা ৩২ (৫৯)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৩/১৯ (৩ ওভার) |
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৩২ (৩৬)
আবাস গ্ব্লা ১/১৬ (২.২ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মোহাম্মদ মাংগা ৫৯* (৫৭)
জুলিয়ঁ আবেগা ৪/১৮ (৪ ওভার) |
আব্দুল্লাইয়ে আমিনু ১৯ (৫)
আনিরু কোন্তেহ্ ৪/১০ (৪ ওভার) |
- গাম্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ইভান ইসমাইল ৭১ (৪০)
ব্রুনো ন্সেকে তুবে ২/৩৭ (৪ ওভার) |
রোলঁ আমাহ ২০ (১৬)
ইয়ালিন্দে ন্কানিয়া ৫/২ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইয়ালিন্দে ন্কানিয়া প্রথম তানজানীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
আঞ্চলিক ফাইনাল
সম্পাদনাতারিখ | ২০ নভেম্বর – ১ ডিসেম্বর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | নামিবিয়া |
বিজয়ী | নামিবিয়া |
রানার-আপ | উগান্ডা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৭ |
খেলার সংখ্যা | ২১ |
সর্বাধিক রান সংগ্রহকারী | সিকান্দার রাজা (২৭৩) |
সর্বাধিক উইকেটধারী | রিচার্ড নগারভা (১৩) |
পয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|
১ | নামিবিয়া | ৬ | ৬ | ০ | ০ | ১২ | ২.৬৫৮ | ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ |
২ | উগান্ডা | ৬ | ৫ | ১ | ০ | ১০ | ১.৩৩৪ | |
৩ | জিম্বাবুয়ে | ৬ | ৪ | ২ | ০ | ৮ | ২.৯২২ | |
৪ | কেনিয়া | ৬ | ৩ | ৩ | ০ | ৬ | −০.৯১১ | |
৫ | নাইজেরিয়া | ৬ | ১ | ৪ | ১ | ৩ | −১.০২৬ | |
৬ | তানজানিয়া | ৬ | ১ | ৫ | ০ | ২ | −১.৫০৭ | |
৭ | রুয়ান্ডা | ৬ | ০ | ৫ | ১ | ১ | −৪.৩০৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Qualification pathway for ICC Men's T20 World Cup 2024 announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২।
- ↑ ক খ "Rwanda Cricket to host 2024 ICC Men's T20 World Cup Qualifier (Africa sub-regionals)"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২।
- ↑ "Denmark, Italy one step from T20 World Cup 2024 as Europe qualification continues"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২।
- ↑ "Rwanda to host 2024 cricket World Cup Qualifiers"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২।
- ↑ "Cricket: U Rwanda rwakiriye Imikino y'ijonjora ry'Igikombe cy'Isi y'Ibihugu bigize Itsinda B"। দি আপডেট (কিনিয়ারুয়ান্ডা ভাষায়)। ১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "Kenya top at T20 Africa contest in Rwanda"। নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।
- ↑ "Africa Regional Final set for 2024 T20 World Cup Qualifying"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২।
- ↑ "Cricket: Obuya names squad ahead of T20 World Cup qualifiers"। কেনিয়া সম্প্রচার কর্পোরেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২।
- ↑ "On the road to USA and West Indies: T20 World Cup qualifiers commence in Africa"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২২।
- ↑ "Rwanda through to final stage of ICC World Cup Africa qualifier"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "Cricket: Tanzania, Nigeria through to World Cup Africa Qualifier"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "Obuya unhappy over lack of enough preps ahead of T20 World Cup qualifiers"। ক্যাপিটাল স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২।
- ↑ "𝐈𝐂𝐂 𝐌𝐄𝐍'𝐒 𝐓20 𝐖𝐎𝐑𝐋𝐃 𝐂𝐔𝐏 𝐒𝐔𝐁-𝐑𝐄𝐆𝐈𝐎𝐍𝐀𝐋 𝐀𝐅𝐑𝐈𝐂𝐀 𝐀 𝐐𝐔𝐀𝐋𝐈𝐅𝐈𝐄𝐑"। বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "MALAWI READY!"। ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "*La liste des joueurs*"। মালীয় ক্রিকেট ফেডারেশন (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "🚨🚨SQUAD ANNOUNCEMENT 🚨🚨"। রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "African regional qualifying for 2024 T20 World Cup gets underway in Rwanda"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২২।
- ↑ "Senior Squad selected for Regional Qualifiers"। সেন্ট হেলেনা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২।
- ↑ "ICC MEN'S T20 WORLD CUP SUB REGIONAL AFRICA B QUALIFIER"। এসোয়াতিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "2022 ICC MEN'S T20 WORLD CUP QUALIFIER"। তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "NCF announces final 14 man squad for the ICC sub regional tourney in Rwanda"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২।
- ↑ "Patriots of Sierra Leone Cricket Squad including (2) reserves for the ICC Men's T20 Cricket World Cup Africa Sub regional B qualifier slated for 1-10 December 2022 in Kigali Rwanda"। সিয়েরা লিওন ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Road to T20 World Cup 2024 goes through Scotland and PNG"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩।