হামি

২০১৮-এর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র

হামি ২০১৮ সালের নন্দিতা রায়শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি প্রযোজনা করে উইন্ডোজ প্রোডাকশন। অরিন্দম চট্টোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় সঙ্গীত পরিচালনা করেছেন। সুপ্রিয় দত্ত চিত্রগ্রহণ ও মলয় লাহা সম্পাদনা করেছেন।[] এটি পরিবেশনা করেন ইরোস ইন্টারন্যাশনাল। এই চলচ্চিত্রটি বাচ্চাদের বিদ্যালয়ের বন্ধুত্বের গল্প বলে।[] ট্রেড ম্যাগাজিন অনুযায়ী, এটি ২০১৮ সালে বাংলা সিনেমায় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। বক্স অফিস সফলতার পর, ২০২২ সালের ডিসেম্বরে এর দ্বিতীয় কিস্তি হামি ২ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[]

হামি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকশিবপ্রসাদ মুখোপাধ্যায়
নন্দিতা রায়
প্রযোজকউইন্ডোজ প্রোডাকশন
রচয়িতানন্দিতা রায়
চিত্রনাট্যকারনন্দিতা রায়
কাহিনিকারনন্দিতা রায়
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
সুরকারঅনিন্দ চট্টোপাধ্যায়
অনিন্দ্য চট্টোপাধ্যায়
চিত্রগ্রাহকসুপ্রিয় দত্ত
সম্পাদকমলয় লাহা
প্রযোজনা
কোম্পানি
উইন্ডোজ প্রোডাকশন হাউস
পরিবেশকউইন্ডোজ প্রোডাকশন
ইরোস ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ১১ মে ২০১৮ (2018-05-11)
স্থিতিকাল১৩৩ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

রাজেশ নায়ার চলচ্চিত্রটির মালায়ালম স্বত্ব অধিগ্রহণ করেন, যিনি একই গল্পের উপর ভিত্তি করে সল্ট ম্যাঙ্গো ট্রি তৈরি করেছেন।

পটভূমি

সম্পাদনা

লাল্টু বিশ্বাস ( শিবপ্রসাদ মুখোপাধ্যায় ) এবং মিতালী বিশ্বাস ( গার্গী রায় চৌধুরী ) হলেন ভুতু (ব্রটো ব্যানার্জি) এর বাবা-মা। মিতালী একজন গৃহিনী এবং লাল্টু একজন ফার্নিচার শোরুমের মালিক। তাদের ছেলে, ভুতু, কলকাতার একটি শীর্ষ বিদ্যালয়ে পড়াশোনা করে, যেখানে সে তার সেরা বন্ধু চিনির (তিয়াশা পালের) সাথে দেখা করে। ভুতুর পটভূমির বিপরীতে, চিনি একটি অত্যন্ত বুদ্ধিজীবী এবং পরিশীলিত পরিবার থেকে এসেছেন যেখানে তার বাবা-মা, শ্রীঞ্জয় সেন ( সুজন মুখোপাধ্যায় ) এবং রিনা সেন ( চূর্ণী গাঙ্গুলী ), উভয়ই শিক্ষাবিদ। ভুতু সালমান খানের একজন ডাইহার্ড ফ্যানতার বাবার মতো, সালমান খানের চলচ্চিত্রের সমস্ত অশ্লীলতা জানতেন। তিনি স্কুলে স্ব-ঘোষিত 'ভাইজান' এবং তার অত্যাচারের কারণে সহপাঠী অজাতশোত্রুর সাথে ঝগড়া হয়। একদিন, খাঁটি বন্ধুত্বের জন্য, ভুতু চিনির গালে খোঁচা দেয়। চিনি তার ক্লাস টিচারকে এটা বলে শেষ করে। ঘটনার বিষয়ে চিনির ভুল ব্যাখ্যার কথা মাথায় রেখে, স্কুল কর্তৃপক্ষ চিনির বাবা-মা এবং ভুতুর বাবা-মাকে ডেকে পাঠায়, যা তাদের মধ্যে সংঘর্ষের দিকে নিয়ে যায় এবং একটি ঝগড়া-বিবাদে পরিণত হয়। সেন্স চিনিকে ভুতু থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়। তার মায়ের কাছ থেকে ভাল তিরস্কার পাওয়ার পর, ভুতু চিনির সাথে আর কথা না বলার সিদ্ধান্ত নেয় এবং স্কুলে তার পাশে বসা বন্ধ করে দেয়, যা চিনিকে কষ্ট দেয়। শীঘ্রই তাদের বিভাগগুলিও পরিবর্তন করা হয়। তবে টিভিতে কাউকে বিয়ে করতে দেখে, ভুতু তার গায়ে সিঁদুর লাগিয়ে চিনিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এদিকে, অজাতশোত্রু এই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এবং এটি ক্লাস টিচারকে জানায়, যিনি আবার অধ্যক্ষের সাথে এটি নিতে বাধ্য হন। অভিভাবকদের উভয় সেটকে আবার তলব করা হয়। বাবা-মায়েরা একে অপরের সাথে এবং স্কুলের সাথে ঝগড়া করলেও, তারা শেষ পর্যন্ত বুঝতে পারে ভুতু এবং চিনির বন্ধন কতটা নিষ্পাপ এবং খাঁটি। তারা প্রাপ্তবয়স্কদের দৃষ্টিকোণ থেকে শিশুদের বিচার করার তাদের ভুল বুঝতে পারে এবং একে অপরের সাথে মিলিত হয়।

অভিনয়ে

সম্পাদনা

ছবিটির সঙ্গীত পরিচালনা ও সুর করেছেন অনিন্দ্য চ্যাটার্জি । ভুতু ভাইজান, ভুতুর উপর ভিত্তি করে যে গানটি রাতারাতি সেনসেশন হয়ে উঠেছে, তা অরিন্দম চ্যাটার্জির দ্বারা সুর করা হয়েছে । সিনেমার বাকি সব গানই শিশুরা গেয়েছে, যা বাংলা সিনেমায় বিরল। শুধুমাত্র একটি প্রচারমূলক গান যা ছবিতে নেই বাবুল সুপ্রিয় গেয়েছেন । হামির প্রতিটি গান ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল এবং একটি বিশেষ অ্যালবামও প্রকাশিত হয়েছিল। হামির মিউজিকও বছরের সেরা মিউজিক অ্যাওয়ার্ড (২০১৮) অর্জন করেছে।

হামি
অরিন্দম চ্যাটার্জি দ্বারা সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তি পেয়েছে ২০১৮
নথিভুক্ত ২০১৮
ধারা ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
লেবেল ইরোস ইন্টারন্যাশনাল
প্রযোজক
  • উইন্ডোজ প্রোডাকশন হাউস
অরিন্দম চ্যাটার্জির ঘটনাক্রম
ঢাকা অ্যাটাক(২০১৭) হামি(২০১৮) ফিদা(২০১৮)
হামি থেকে একক
  1. "হামি টাইটেল ট্র্যাক" প্রকাশিত হয়েছে: 23 মার্চ 2018
  2. "ভুতু ভাইজান" মুক্তি পেয়েছে: 30 মার্চ 2018
  3. "খোলা টিফিন বক্স (দুঃখিত)" প্রকাশিত হয়েছে: 14 এপ্রিল 2018
  4. "টিফিন বক্স (শুভ)" প্রকাশিত হয়েছে: 24 এপ্রিল 2018
  5. "চাচাজি" মুক্তি পেয়েছে: 29 মে 2018

সমস্ত গানের কথা লিখেছেন অনিন্দ্য চ্যাটার্জি ।

না. শিরোনাম সঙ্গীত গায়ক দৈর্ঘ্য
১. "হামি টাইটেল ট্র্যাক" অনিন্দ্য চ্যাটার্জি বাবুল সুপ্রিয় , অনিন্দ্য চ্যাটার্জি ২:৩৬
২. "ভুতু ভাইজান" অরিন্দম চ্যাটার্জি শ্রেয়ান ভট্টাচার্য ৩:২৪
৩. "টিফিন বক্স (দুঃখিত)" অনিন্দ্য চ্যাটার্জি স্বমন্তক মুখোপাধ্যায়, অরুণা দাস ৪:৫২
৪. "টিফিন বক্স (শুভ)" অনিন্দ্য চ্যাটার্জি শ্রেয়ান ভট্টাচার্য, রণিতা ব্যানার্জী ২:৩৫
৫. "চাচাজী" অনিন্দ্য চ্যাটার্জি শ্রেয়ান ভট্টাচার্য, রণিতা ব্যানার্জী ৩:১৪
৬. "হামি (পুনরায়)" অনিন্দ্য চ্যাটার্জি বাবুল সুপ্রিয়, অনিন্দ্য চ্যাটার্জি
৭. "ভুতু ভাইজান (রিলোডেড)" অরিন্দম চ্যাটার্জি শ্রেয়ান ভট্টাচার্য

প্রচারণা

সম্পাদনা

২০১৮ সালের এপ্রিল মাসে চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পায়।[]

মুক্তি এবং স্ক্রীনিং

সম্পাদনা

হামি ২০১৮ সালের ১১ মে মুক্তি পায় এবং নন্দনে প্রিমিয়ার হয়েছিল । কলকাতার সাতটি প্রাইম থিয়েটার প্রত্যাখ্যান করার পর ছবিটি প্রথমে নাভিনা সিনেমা এবং আরও কয়েকটি হলে দেখানো হয়েছিল। চলচ্চিত্রটি টানা ৬০ দিন প্রেক্ষাগৃহে চলে।

পুরস্কার ও অর্জন

সম্পাদনা
  • WBFJA দ্বারা বছরের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র (২০১৮)
  • মির্চি বছরের সেরা সঙ্গীত পুরস্কার (২০১৮)
  • হইচই এর সর্বকালের সর্বাধিক দেখা চলচ্চিত্র[]
  • বছরের সেরা মিউজিক অ্যালবাম
  • বছরের সেরা মিউজিক কম্পোজার
  • সেরা গীতিকার- অনিন্দ্য চ্যাটার্জি
  • বছরের সেরা মহিলা কণ্ঠশিল্পী।- অরুণা দাস
  • সেরা শিশু অভিনেতা- ব্রতো ব্যানার্জী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "U certificate for Haami"The Times of India। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  2. "'Haami' title track promises to be a joyride"The Times of India। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  3. "শিবপ্রসাদ-নন্দিতার দ্বিতীয় 'হামি' জমল কি? এবার কোন বার্তা এল ছবির হাত ধরে?"Hindustantimes Bangla। ২০২২-১২-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  4. "U certificate for Haami"The Times of India। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  5. "Haami trailer is out and it sends out an important message - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  6. "hoichoi reveals their most streamed & popular Content & Stars of 2019"SVF Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২০। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা