হাদিস গ্রন্থের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

নিচে হাদিস গ্রন্থ সমূহের একটা তালিকা প্রদান করা হলো।যেই গ্রন্থগুলোতে মুহাম্মাদ(সা.)-এর হাদিসসমূহ(বাণী,আমল এবং মৌন স্বীকৃতি) লিপিবদ্ধ আছে। যা মুহাদ্দিসদের(রহ.) অক্লান্ত পরিশ্রমে যুগযুগ ধরে মুসলিম উম্মাহর নয়নের মণি হিসেবে স্বীকৃত।

বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, কাজ অথবা তাঁর সমর্থনকে হাদিস বলে। যেহেতু নবীর কর্মগুলোকে হাদিস বলে এই জন্য এই ছবিতে পদর্শিত ছবিতে হাদিসের পাশাপাশি নববী শব্দটি উল্লেখ করা হয়েছে।

সুন্নি সংগ্রহ

সম্পাদনা
  1. সহিহ বুখারি
  2. সহিহ মুসলিম
  3. সুনানে আবু দাউদ
  4. সুনান আত-তিরমিযি
  5. সুনানে নাসাই
  6. সুনানে ইবনে মাজাহ
  • কুতুব আস-সিত্তাহ ব্যতীত
    • অন্যান্য প্রাথমিক / প্রধান সংগ্রহ (প্রাথমিক হাদিসের বইগুলি সেই বইগুলি যা লেখক বা তাদের ছাত্ররা নিজে সংগ্রহ করেছেন এবং লিখেছেন)।
  1. মুয়াত্তা ইমাম মালিক
  2. সুনান আদ-দারিমী
  3. মুসনাদে আহমাদ
  4. সহীহ ইবনে খুজাইমাহ
  5. সহীহ ইবনে হিব্বান
  6. আল-মুস্তাদরাক আলা আল-সহীহাইন (তালখিস আল-মুস্তাদরাক)
  7. মুজামুল কবির
  8. মুজামুল আওসাত
  9. মুজামুস সাগির
  10. মুসনাদ আত-তায়ালিসি
  11. মুসনাদ আবি আওয়ানা
  12. মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
  13. আবদুল আল রাজ্জাকের মুসান্নাফ
  14. আল-আদাবুল মুফরাদ
  15. সুনানুল কুবরা লিল-বায়হাকি( আল-সুনান আল-কবির )
  16. শুয়াবুল ইমান
  17. শামাইল মুহাম্মাদিয়া (শামাইল তিরমিযী)
  18. মুসান্নাফ ইবনে জুরায়জ
  19. সুনান আল-কুবরা লিল নাসা'ই
  20. সহিফাহ হাম্মাম ইবনে মুনাব্বিহ
  21. তাহজিবুল আসার
  22. কিতাব-উল- আতাহার
  23. মুসনাদে আবু হানিফা
  24. মুসনাদ আল-শাফিয়ী
  25. মুসনাদুস সিরাজ
  26. মুসনাদ আল-ফিরদাউস
  27. মুসনাদ আবু ইয়া'লা
  28. সুনান সাঈদ ইবনে মানসুর
  29. আমির আল মোমেনিনের খাসাইস
  30. সুনান দার আল-কুতনি
  31. মুসনাদ হুমাইদি
  32. মুসনাদ ইসহাক ইবনে রাহওয়াইহ
  33. মুসনাদ আল বাজ্জার
  34. তহাবী শরীফ
  35. খাসায়েসুল কুবরা
  36. আল মাওজুআতুল কুবরা
  • হাদিসের মাধ্যমিক বইগুলি (মাধ্যমিক হাদিসের বইগুলি হ'ল বইগুলি যা প্রাথমিক হাদিসের বইগুলি থেকে নির্বাচিত, সংকলন এবং সংগ্রহ করা হয়েছে এবং এটি মূল সংগ্রহ নয়)। )
  1. মিশকাত আল-মাসাবিহ
  2. মাসবিহ আল-সুন্নাহ
  3. রিয়াযুস সালিহিন
  4. বুলুগ আল-মারাম
  5. মাজমাউজ জাওয়াইদ
  6. কানজুল উম্মাল
  7. যুজাজাত আল-মাসাবীহ
  8. জামেউল আহাদিস — ইমাম আহমাদ রিদ্বা খান
  9. আত-তারগীব ওয়াত-তারাহীব
  10. আল জামে'ঊর রদ্বভী
  11. জামে ' মুক্বিল ইবনে হাদী আল-ওয়াদি'র সহীহ
  12. সহীহ ইবনে খুজায়মা — আবূ বাকার মুহাম্মাদ ইবনে ইসহাক্ব ইবনে খুজায়মা
  13. মুসান্নাফ ইবনু আবী শাইবাহ
  14. বুলুগ আল মারামইবনে হাজার আসক্বালানী
  15. মিশকাত আল-মাসাবিহ — আল-বাগাভী
  16. সুনানে দ্বারাকুতনী
  17. আস সুনানুল কুবরা লিল বাইহাকি — ইমাম বায়হাকি
  18. আস সারিমুর রব্বানী
  19. আস সুনানুল কুবরা লিল নাসাঈ
  20. মুস্তাদরাক লিল হাকিম — হাকিম নিশাপুরী
  21. মুসনাদ আবু দাউদ তায়ালিসী
  22. মুসনাদ আল ফারুক লিল ইবন কাসির
  23. আল কিরাআতু খালফাল ইমাম -ইমাম বুখারী
  24. খালকু আফআলিল ইবাদ লিল বুখারী
  25. মারিফাতুস সুনান আল আসার লিল বাইহাকী
  26. আস সুনানুস সাগীর লিল বাইহাকী
  27. আল মাদখাল লিল বাইহাকী
  28. আল কিরাআত খালফাল ইমাম লিল বাইহাকী
  29. মুয়াত্তা মুহাম্মদ
  30. আল-মাওদ'আত আল-কুব্রী
  31. জামে ' মুক্বিল ইবনে হাদী আল-ওয়াদি'র সহীহ

হাদীসের ব্যাখ্যা

সম্পাদনা
  1. আশ'ইয়াতুল লুম'আত শরহে মিশকাত — শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি
  2. শরহুত ত্বী'বি আলা মিশকাতুল মাসাবিহ — আল্লামা ইমাম ত্বী'বি
  3. মাযাহিরে হক্ব — শায়খ আবদুল কাদের দেহলভি
  4. শরহে মিশকাত — শায়খুল ইসলাম ইমাম ইবনু হাজার মক্কি হায়তামি
  5. ইকমালুল মু'আল্লিম শরহে সহিহ মুসলিম — ইমাম কাযি আইয়্যায
  6. মাসাবিহুস সুন্নাহ — আল-বাগাভী
  7. আরফুশ শাযি আলা জামেউত তিরমিজি — আনোয়ার শাহ কাশ্মিরি
  8. শরহুস সহিহ মুসলিম — গোলাম রাসুল সাঈদি
  9. শরহে সহিহ বুখারী — গোলাম রাসুল সাঈদি
  10. আয-যাহরুর রুবা আলা শরহে মুজতাবা — ইমাম জালালউদ্দিন সুয়ুতি
  11. উমদাতুল ক্বারি আলা সহিহিল বুখারি — ইমাম বদরুদ্দিন আইনি
  12. শরহে সুনানু আবি দাউদ — ইমা বদরুদ্দীন আইনি
  13. আত-তায়সীর বি শরহে জামেউস সগির — ইমাম মানাভি
  14. ফয়যুল ক্বদীর শরহে জামেউস সগির — ইমাম মানাভী

শিয়া সংগ্রহ

সম্পাদনা
নাম সংগ্রাহক হাদিস সংখ্যা
কিতাব আল-কাফী [] মুহম্মদ ইবনে ইয়াকুব আল-কুলায়নী ১৬,১৯৯
মান লা ইয়াহদুরুহু আল-ফকীহ শেখ সদুক ৯,০৪৪
তহজীব আল-আহকাম শেখ তুসী ১৩,৫৯০
আল-ইস্তিবসার শেখ তুসী ৫,৫১১
  • অন্যান্য সংগ্রহ
    • প্রাথমিক হাদিস সংগ্রহ হল সেই গ্রন্থগুলি যা লেখক বা তাদের ছাত্ররা নিজেরাই সংগ্রহ ও সংকলন করেছেন এবং লিখেছেন:
  1. শরীফ আর-রাজী কর্তৃক সংকলিত নাহজুল বালাগা
  2. আস-সহীফা আস-সজ্জাদিয়া, আলী ইবনে হোসেন জয়নুল আবিদীন রচিত
  3. আস-সহীফাত আর-রিদা, আলী আর-রিদা রচিত
  4. আর-রিসালাহ আজ-জাহাবিয়াহ, আলী আর-রিদা রচিত
  5. শরীফ আর-রাজী রচিত আল আমেমাহার খাসাইস
  6. শেখ সদুক রচিত ইউনু আখবার আর-রিদা
  7. সুলাইম ইবনে কায়স বই দ্বারা সুলাইম ইবনে কায়স
  8. দাইম-ইসলাম লিখেছেন আল- কাদি আল-নুমান
  9. আবু মনসুর আহমদ তাবরিসি রচিত আল- ইহতিজাজ
  10. কামিল আল-জিয়রাত লিখেছেন ইবনুল কুনমি
  11. ইবনে হামজা তুসি রচিত আল সাকিব ফাই আল-মান âকিব
  12. শেখ আল-সাফার আল- কুনমি লিখেছেন বাসআর আল-দারাজাত
  • হাদীসের মাধ্যমিক বই (মাধ্যমিক হাদিসের বইগুলি সেই বইগুলি যা লেখক নিজে সংগ্রহ করেননি, সংকলন করেছেন এবং লিখেছেন না বরং সেগুলি ইতিমধ্যে বিদ্যমান হাদীস গ্রন্থসমূহ বা প্রাথমিক হাদিসের বই থেকে বাছাই করা হয়েছে)
  1. আল-ওয়াফি লিখেছেন মোহসেন ফয়েজ কাশানী
  2. ওয়অশি আল-শিয়া দ্বারা শায়খ আল-হুর আল-আমিলী
  3. আল্লামা মাজলেসি লিখেছেন বিহার আল আনোয়ার
  4. আল্লামা মজলিসি রচিত হক উল ইয়াকিন
  5. আল্লামা মজলিসি রচিত আয়না আল-হায়াত
  6. মির্জা হুসেন নূরী তাবারসি রচিত মুস্তাদরাক আল-ওয়াসিল

ইবাদি সংগ্রহ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি