সুভাষ চৌধুরী
সুভাষ চৌধুরী (১১ জুলাই ১৯৩৩ — ৮ জুন, ২০১২) একজন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক, গবেষক ও সমালোচক।[১]
সুভাষ চৌধুরী | |
---|---|
জন্মনাম | সুভাষ চৌধুরী |
জন্ম | বোজুড়ি ব্রিটিশ ভারত বিহার,(বর্তমানে ঝাড়খণ্ড) | ১১ জুলাই ১৯৩৩
উদ্ভব | অবিভক্ত বাংলা |
মৃত্যু | ৮ জুন ২০১২ কলকাতা পশ্চিমবঙ্গ | (বয়স ৭৮)
ধরন | রবীন্দ্রসঙ্গীত |
পেশা | শিক্ষকতা ও গবেষণা |
কার্যকাল | ১৯৫৭ - ২০১২ |
জন্ম ও শিক্ষা জীবন
সম্পাদনাসুভাষ চৌধুরী ১৯৩৩ সালের ১১ জুলাই ভারতের বিহারের বোজুড়িতে (বর্তমানে ঝাড়খণ্ডে) জন্মগ্রহণ করেন। আদি নিবাস দক্ষিণ ২৪ পরগনা জেলার কলাগাছিয়া গ্রামে। পিতা নরেন্দ্রনাথ চৌধুরী। মাতা লীলাবতী দেবী। সুভাষ চৌধুরী সরিষা হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে বিশ্বভারতীর সঙ্গীতভবনে চলে যান। সেখানে গিয়ে গান শেখেন ইন্দিরা দেবী চৌধুরাণী, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ প্রমুখ বিশিষ্ট সংগীত শিল্পীর কাছে। এসরাজ বাজাতে শিখেছিলেন অশেষ মুখোপাধ্যায়ের কাছে।
কর্মজীবন
সম্পাদনাসংগীতভবনে সংগীতে ১৯৫৬ খ্রিস্টাব্দে স্নাতক হয়ে প্রথমে পুরুলিয়া ট্রেনিং কলেজে (১৯৫৭-৬১) ও পরে সরিষা রামকৃষ্ণ মিশনের উচ্চ বিদ্যালয়ে (১৯৬১-৬৫) রবীন্দ্র সংগীতের শিক্ষকরূপে কাজ করেন। ১৯৫৬ সালে সুবীরেন্দ্রনাথ ঠাকুর এবং পূর্ণিমা ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা সুপূর্ণা ঠাকুরকে বিবাহ করেন। ট্রেনার হিসাবে কাজ করেছেন অনেক শিল্পীর সাথে যাঁদের মধ্যে অন্যতম ছিলেন কিশোর কুমার মুরলীবালকৃষ্ণ প্রমুখ। ১৯৬৫ সালে যোগ দেন বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের স্বরলিপি দপ্তরে। আর এই সময়েই প্রতিষ্ঠা করেন ইন্দিরা সংগীত শিক্ষায়তন। সেখানে তাঁর শিক্ষকতায় তৈরী হয়েছেন বহু বিশিষ্ট শিল্পী। সংগীত শিক্ষক ও পরিচালক হিসাবে যুক্ত ছিলেন বেশ কয়েকটি সংস্থার সঙ্গেও। বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের হয়ে স্বরবিতানের জন্য ছিলেন দায়িত্বপ্রাপ্ত। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন গবেষণার কাজও করেছেন। সংগীত বিষয়ে সুভাষ চৌধুরীর কয়েকটি গ্রন্থ ও প্রকাশিত হয়েছে। ১৯৯৫ খ্রিস্টাব্দে অবসর গ্রহণের সময় তিনি ছিলেন স্বরলিপি-অধীক্ষক।[২] এছাড়াও তিনি রবীন্দ্র সঙ্গীত নিয়ে গবেষণা ও সমালোচনাও করেছেন। চর্চা করছেন রবীন্দ্রনাথের গান প্রকাশের ইতিহাস নিয়েও।[৩]
প্রকাশিত গ্রন্থসমূহ
সম্পাদনাউল্লেখযোগ্য গ্রন্থগুলি হল:
- রবীন্দ্রসংগীতায়ন ২ খণ্ড ( সুচিত্রা মিত্রের সঙ্গে) সংকলিত ও সংবলিত (১৯৮২)
- লিখন আমার
- মুক্তির গান
- ইন্দিরা দেবী, প্রমথ চৌধুরী পত্রাবলী (১৯৮৭)
- গীতবিতানের জগৎ (২০০৪)
- রবীন্দ্রনাথের গান ও অন্যান্য
মৃত্যু
সম্পাদনা২০১২ খ্রিস্টাব্দের ৮ ই জুন সুভাষ চৌধুরী ৭৯ বৎসর বয়সে কলকাতার এক নার্সিংহোমে প্রয়াত হন। [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৪৫৬,৪৫৭ আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ সুভাষ চৌধুরী (২০১৯)। গীতবিতানের জগত। প্যাপিরাস কলকাতা ভারত। আইএসবিএন 8181175087X।
- ↑ ক খ "রবীন্দ্রসঙ্গীত শিক্ষক সুভাষ চৌধুরী প্রয়াত"। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৯।