সিয়েরা লিওনের ভাষা

সিয়েরা লিওন একটি বহুভাষিক দেশ। ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা এবং ক্রিও বহুল ব্যবহৃত ভাষা।[][] এখানে বাংলা ভাষা ও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত।এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত। এদের মধ্যে মেন্দে ভাষা ও তেমনে ভাষা উল্লেখযোগ্য।[] প্রায় ১০% লোক ইংরেজি ভাষাভিত্তিক একটি ক্রেওল ভাষা ক্রিও-তে কথা বলেন। সিয়েরা লিওনের ৯৫% মানুষ ক্রিও ভাষা বুঝতে পারে।[] মেন্দা ভাষা দক্ষিণাঞ্চলে, তেমনে ভাষা মধাঞ্চলে এবং ক্রিও ভাষা প্রায় সর্বত্র সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাংকা হিসেবে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. SIERRA LEONE (পিডিএফ)। The World Factbook। অক্টোবর ২০২১। পৃষ্ঠা 1। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২ 
  2. Project, Joshua। "Krio, Creole in Sierra Leone"joshuaproject.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা