সিয়েরা লিওনের ভাষা
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০২১) |
সিয়েরা লিওন একটি বহুভাষিক দেশ। ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা এবং ক্রিও বহুল ব্যবহৃত ভাষা।[১][২] এখানে বাংলা ভাষা ও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত।এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত। এদের মধ্যে মেন্দে ভাষা ও তেমনে ভাষা উল্লেখযোগ্য।[১] প্রায় ১০% লোক ইংরেজি ভাষাভিত্তিক একটি ক্রেওল ভাষা ক্রিও-তে কথা বলেন। সিয়েরা লিওনের ৯৫% মানুষ ক্রিও ভাষা বুঝতে পারে।[১] মেন্দা ভাষা দক্ষিণাঞ্চলে, তেমনে ভাষা মধাঞ্চলে এবং ক্রিও ভাষা প্রায় সর্বত্র সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাংকা হিসেবে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ SIERRA LEONE (পিডিএফ)। The World Factbook। অক্টোবর ২০২১। পৃষ্ঠা 1। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।
- ↑ Project, Joshua। "Krio, Creole in Sierra Leone"। joshuaproject.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫।