সিয়েরা লিওনের জেলা
(সিয়েরা লিওনের জেলাসমূহ থেকে পুনর্নির্দেশিত)
সিয়েরা লিওনের প্রদেশগুলি মোট ১৪টি জেলায় বিভক্ত। পশ্চিমাঞ্চল নামক অঞ্চলটি দুটি জেলায় বিভাজিত। দেশের রাজধানী ফ্রিটাউন, পশ্চিমাঞ্চলীয় শহুরে জেলাতে অবস্থিত।
তালিকা
সম্পাদনাজেলা | প্রদেশ | রাজধানী | আয়তন (কিমি২)[১] |
জনসংখ্যা (২০০৪ আদমশুমারি) |
---|---|---|---|---|
কাইলাহুন | পূর্ব | কাইলাহুন | ৩,৮৫৯ | ৩৫৮,১৯০ |
কেনেমা | পূর্ব | কেনেমা | ৬,০৫৩ | ৪৯৭,৯৪৮ |
কোনো | পূর্ব | সেফাদু | ৫,৬৪১ | ৩৩৫,৪০১ |
বোম্বালি | উত্তরীয় | মাকেনি | ৭,৪৯৫ | ৪০৮,৩৯০ |
কামবিয়া | উত্তরীয় | কামবিয়া | ৩,১০৪ | ২৭০,৪৬২ |
কোইনাদুগু | উত্তরীয় | কাবালা | ১২,১২১ | ২৬৫,৭৫৮ |
পোর্ট লোকো | উত্তরীয় | পোর্ট লোকো | ৫,৭১৯ | ৪৫৩,৭৪৬ |
টোংকোলিলি | উত্তরীয় | মাংবুরাকা | ৭,০০৩ | ৩৪৭,১৯৭ |
বো | দক্ষিণ প্রদেশ | বো | ৫,২১৯ | ৪৬৩,৬৬৮ |
বনথ | দক্ষিণ প্রদেশ | বনথ | ৩ ৪৬৮ | ১৩৯,৬৮৭ |
ময়াম্বা | দক্ষিণ প্রদেশ | ময়াম্বা | ৬,৯০২ | ২৬০,৯১০ |
পুজেহুন | দক্ষিণ প্রদেশ | পুজেহুন | ৪,১০৫ | ২২৮,৩৯২ |
পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ | পশ্চিমাঞ্চল | ওয়াটারলু | ৫৪৪ | ১৭৪,২৪৯ |
পশ্চিমাঞ্চলীয় শহুরে | পশ্চিমাঞ্চল | ফ্রিটাউন | ১৩ | ৭৭২,৮৭৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sierra Leone at GeoHive"। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।