সিন্ট মার্টেন ফুটবল অ্যাসোসিয়েশন
সিন্ট মার্টেন ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Sint Maarten Soccer Association; এছাড়াও সংক্ষেপে এসএমএসএ নামে পরিচিত) হচ্ছে সিন্ট মার্টেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৭ বছর পর ১৯৮৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সিন্ট মার্টেনের রাজধানী ফিলিপসবুর্গে অবস্থিত।
কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৮৬ |
সদর দপ্তর | ফিলিপসবুর্গ, সিন্ট মার্টেন |
ফিফা অধিভুক্তি | নেই |
কনকাকাফ অধিভুক্তি | ২১ এপ্রিল ২০০২[১] ২০১৩[২] | (সহযোগী সদস্য)
সভাপতি | সুদেশ সিং |
এই সংস্থাটি সিন্ট মার্টেনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সিন্ট মার্টেন জ্যেষ্ঠ লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সিন্ট মার্টেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সুদেশ সিং এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দাগমার দাল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "This Week in CONCACAF History: April 17-23"। CONCACAF.com (2011)। আগস্ট ৩০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ http://www.concacaf.com/concacaf
বহিঃসংযোগ
সম্পাদনা- কনকাকাফ-এ সিন্ট মার্টেন ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০২০ তারিখে (ইংরেজি)
টেমপ্লেট:সিন্ট মার্টেন-এ ফুটবল টেমপ্লেট:সিন্ট মার্টেন ফুটবল অ্যাসোসিয়েশন