শাখা প্রশাখা (১৯৯০-এর চলচ্চিত্র)

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র
(শাখা প্রশাখা থেকে পুনর্নির্দেশিত)

শাখা প্রশাখা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ১৯৯০ সালে এটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে সত্যজিৎ রায় সমাজে দুর্নীতির সর্বগ্রাসী রূপ তুলে ধরেছেন।

শাখা প্রশাখা
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকসত্যজিৎ রায় প্রোডাকশনস, গেরার্দ দেপারদিউ (ডি ডি প্রোডাকশনস), ড্যানিয়েল টোস্ক্যান ডু প্লানটিয়ার (ইরাটো ফিল্মস) এবং সোপ্রোফিল্মস
রচয়িতাসত্যজিৎ রায়
শ্রেষ্ঠাংশেঅজিত বন্দোপ্যাধায়
হারাধন বন্দ্যোপাধ্যায়
দীপঙ্কর দে
সৌমিত্র চট্টোপাধ্যায়
রঞ্জিত মল্লিক
লিলি চক্রবর্তী
মমতা শঙ্কর
সুরকারসত্যজিৎ রায়, বাখ, বিথোভেন
চিত্রগ্রাহকবরুন রাহা
সম্পাদকদুলাল দত্ত
মুক্তি১২ জুন, ১৯৯২
স্থিতিকাল১৩০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

ছবিটিতে আনন্দ মজুমদার চরিত্রে অজিত বন্দ্যোপাধ্যায়, চার পুত্র প্রবোধ, প্রশান্ত, প্রবীর ও প্রতাপ চরিত্রে যথাক্রমে হারাধন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে ও রঞ্জিত মল্লিক অভিনয় করেন। প্রবোধের স্ত্রী উমা চরিত্রে লিলি চক্রবর্তী এবং প্রতাপের স্ত্রী তপতী চরিত্রে মমতা শঙ্কর অভিনয় করেন।

তথ্যসূত্র

সম্পাদনা