রাফায়েল আলকান্তারা দো নাসিমেন্তো

রাফায়েল আলকান্তারা দো নাসিমেন্তো (জন্মঃ১২ মার্চ ১৯৯৩) যিনি রাফিনিয়া নামে পরিচিত, একজন পেশাদার ফুটবলার যিনি স্পেনের লা লিগার দল বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দল এর হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন।

রাফিনিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রাফায়েল আলকান্তারা দো নাসিমেন্তো
জন্ম (1993-03-12) ১২ মার্চ ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান সাও পাওলো, ব্রাজিল
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ১২
যুব পর্যায়
২০০৬–২০১১ বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৩ বার্সেলোনা বি ৮৪ (২০)
২০১১– বার্সেলোনা ৪৮ (৮)
২০১৩–২০১৪সেলতা ভিগো (ধারে) ৩২ (৪)
২০১৮ইন্তারনাজিওনালে (ধারে) ১৭ (২)
জাতীয় দল
২০০৯ স্পেন অনূর্ধ্ব-১৬ (০)
২০০৯–২০১০ স্পেন অনূর্ধ্ব-১৭ (২)
২০১০ স্পেন অনূর্ধ্ব-১৯ (১)
২০১৩ ব্রাজিল অনূর্ধ্ব-২০ (০)
২০১৪–২০১৬ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ (০)
২০১৫– ব্রাজিল (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ অগাস্ট ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

২০০৬ সালে ১৩ বছর বয়সে রাফিনিয়া বার্সেলোনার যুব প্রশিক্ষণ কেন্দ্র লা মাসিয়ায় যোগ দেন। ২০১১ সালে তিনি বার্সেলোনা বি দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ০৯ নভেম্বর ২০১১ তার বার্সেলোনা দলে অভিষেক হয়। ২০১৩-১৪ মৌসুম তিনি সেল্টা ভিগোতে ধারে কাটান। ২০১৪ সালে তাকে বার্সেলোনা মূল দলে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৮ সালের জানুয়ারিতে বার্সেলোনা তাকে জুন ২০১৮ পর্যন্ত ধারে খেলতে ইতালির ক্লাব ইন্তারনাজিওনালেতে পাঠায়।

খেলোয়াড়ি জীবনের প্রথম দিকে তিনি স্পেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন। পরবর্তীতে তিনি দল পরিবর্তন করেন ও ২০১৩ সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেন। তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন। ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর কোস্টা রিকার বিপক্ষে তার ব্রাজিল জাতীয় দল এ অভিষেক হয়।

রাফিনিয়ার বড় ভাই থিয়াগো আলকান্তারা বর্তমানে স্পেন জাতীয় দলবায়ার্ন মিউনিখ এর হয়ে খেলছেন।

পরিসংখ্যান

সম্পাদনা
২০ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লীগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
বার্সেলোনা বি ২০১০-১১
২০১১-১২ ৩৯ ৩৯
২০১২-১৩ ৩৬ ১১ ৩৬ ১১
মোট ৮৪ ২০ ৮৪ ২০
বার্সেলোনা ২০১১-১২
২০১২-১৩
২০১৪-১৫ ২৪ ৩৬
২০১৫-১৬ ১১
২০১৬-১৭ ১৮ ২৮
২০১৭-১৮
মোট ৪৮ ১৩ ১৬ ৭৯ ১১
সেলতা ভিগো(ধারে) ২০১৩-১৪ ৩২ ৩৩
ইন্তারনাজিওনালে (ধারে) ২০১৭-১৮ ১৭ ১৭
সর্বমোট ১৮১ ৩৪ ১৪ ১৬ ২১৩ ৩৭

আন্তর্জাতিক

সম্পাদনা
৮ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দল সাল উপস্থিতি গোল
ব্রাজিল ২০১৫
মোট
বার্সেলোনা

আন্তর্জাতিক

সম্পাদনা

ব্যক্তিগত

সম্পাদনা
  • লা লিগা ব্রেকথ্রু খেলোয়াড়: ২০১৩–১৪

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা