নিসাব (نصاب الزكوة)আরবি শব্দ। ইসলামী শরিয়তের পারিভাষায় যাকাতের নিসাব হলো যাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ।

যাকাতের নিসাবের পরিমাণ

সম্পাদনা

সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সমতুল্য সম্পদ অথবা এর সমতুল্য টাকা হলো যাকাতের নিসাবের পরিমাণ। রূপার নিসাবে (এক লক্ষ বিশ হাজার টাকা থাকলে) টাকার যাকাত দেওয়া হলো সুন্নাত এবং সোনার নিসাবে (দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকলে) টাকার যাকাত দেওয়া হলো ফরজ[]যাকাতের নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো মুসলিমের নিকট চাঁদের হিসাবে পূর্ণ এক হিজরী বছর অর্থাৎ ৩৫৪ দিন সময়কাল ধরে অতিক্রম করে পূর্ণ মালিকানাভূক্ত থাকলে ঐ মুসলিমের জন্য মোট যাকাতযোগ্য সম্পদের থেকে চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ অর্থাৎ আড়াই শতাংশ হারে যাকাতযোগ্য সম্পদের যাকাত দেওয়া ফরজ[]

ফসলের যাকাতের পরিমাণ

সম্পাদনা

ধান, গম, যব ইত্যাদি শস্য সেচ ছাড়া বৃষ্টির পানিতে উৎপন্ন হলে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের দশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে এবং সেচ ব্যবস্থায় প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের উৎপন্ন হলে বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা