মাত্তিয়া দে শিল্যিও
ইতালীয় ফুটবলার
মাত্যিয়া দি শিল্যিও (ইতালীয়: Mattia De Sciglio, ইতালীয় উচ্চারণ: [matˈtiːa de ˈʃʃiʎʎo]; জন্ম ২০ অক্টোবর ১৯৯২) একজন ইতালীয় ফুটবলার যিনি সিরি এ ক্লাব মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে খেলেন। তিনি মুলত একজন রক্ষণভাগের খেলোয়াড়।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মাত্যিয়া দি শিল্যিও | ||||||||||||||||
জন্ম | ২০ অক্টোবর ১৯৯২ | ||||||||||||||||
জন্ম স্থান | মিলান, ইতালি | ||||||||||||||||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||||||||||||||||
মাঠে অবস্থান | ফুল ব্যাক | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | মিলান | ||||||||||||||||
জার্সি নম্বর | ২ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০১-২০০২ | চিমিয়ানো | ||||||||||||||||
২০০২-২০১১ | মিলান | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১১– | মিলান | ৩৫ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১০-১১ | ইতালি অনূর্ধ্ব ১৯ জাতীয় ফুটবল দল | ৮ | (১) | ||||||||||||||
২০১১-১২ | ইতালি অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দল | ৫ | (০) | ||||||||||||||
২০১২ | ইতালি অনূর্ধ্ব ২১ জাতীয় ফুটবল দল | 5 | (০) | ||||||||||||||
2013– | ইতালি জাতীয় ফুটবল দল | ৮ | (0) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৭ জানুয়ারি ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩০ জুন ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক। |
ক্লাব ক্যারিয়ার
সম্পাদনাদশ বছর বয়সে আসেন মিলানের অ্যাকাডেমিতে । মিলানের মূল দলের হয়ে অভিষেক হয় ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ ম্যাচে, ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে । ২০১২ সালের ১০ এপ্রিল সিরি-আ অভিষেক হয় শিয়েভোর বিরুদ্ধে ম্যাচে ।
আন্তর্জাতিক ক্যারিয়ার
সম্পাদনাইতালি জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২১ মার্চ ২০১৩ ব্রাজিলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে।