ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (বিএইচইউ) বারাণসী

ভারতীয় সরকারি প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান

ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (বিএইচইউ) বারাণসী বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (বিএইচইউ) বারাণসী (আইআইটি বিএইচইউ) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে অবস্থিত একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বেনারস ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত, এটি ১৯৬৮ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেকনোলজিতে পরিণত হয়। এটি ২০১২ সালে ভারতীয় প্রযুক্তিক প্রতিষ্ঠান হিসাবে মনোনীত হয়েছিল।[][] আইআইটি (বিএইচইউ) বারাণসীতে ১৬ টি বিভাগ, ৩ টি আন্তঃ-শৃঙ্খলা বিদ্যালয় ও ১ টি মানববিদ্যাসামাজিক বিজ্ঞান বিভাগ রয়েছে। এটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনের ভিতরে অবস্থিত, তবে প্রতিষ্ঠানটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল নয়।

ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (বিএইচইউ) বারাণসী
ধরনসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯১৯; ১০৫ বছর আগে (1919)
মূল প্রতিষ্ঠান
ভারতীয় প্রযুক্তিক প্রতিষ্ঠান
পরিচালকপ্রমোদ কুমার জৈন[]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৫৩[]
শিক্ষার্থী৬,০৩০[]
স্নাতক৪,৩৪০[]
স্নাতকোত্তর৭২৩[]
৯৭১[]
অবস্থান, ,
ভারত

শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙ  কামান গোলাপী
  টোটেম মেরু
ওয়েবসাইটwww.iitbhu.ac.in
মানচিত্র

সংস্থা ও প্রশাসন

সম্পাদনা

বিভাগসমূহ

সম্পাদনা

আইআইটি (বিএইচইউ) বারাণসীতে ১১ টি প্রকৌশল বিভাগ, ৩ টি বিজ্ঞান বিভাগ, ৩ টি বিদ্যালয় ও ১ টি মানববিদ্যা বিভাগ রয়েছে।[]

প্রকৌশল বিভাগ বিদ্যালয় বিজ্ঞান বিভাগ মানববিদ্যা বিভাগ

কোর্সসমূহ এখানে প্রদান করা হয়:

  1. ইংরেজি
  2. ইতিহাস
  3. দর্শন
  4. ভাষাবিজ্ঞান
  5. সমাজবিজ্ঞান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Administration"। IIT-BHU। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৮ 
  2. "NIRF 2019" (পিডিএফ)। IIT (Banaras Hindu University) Varanasi। 
  3. Ministry of Law and Justice (Legislative Department) (২১ জুন ২০১২)। "IT-Amendment-Act-2012" (পিডিএফ)The Gazette of India। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ 
  4. "IIT-BHU's first alumni meet from December 30"The Times of India 
  5. "Departments and schools in IIT (BHU), Varanasi" 

বহিঃসংযোগ

সম্পাদনা