স্বাগতম

সম্পাদনা

প্রিয় Uchchwhash, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --Ragib 07:00, ১৬ এপ্রিল ২০০৬ (UTC)

প্রথমে আপনার এক্সপি সেটিং ঠিক করুন। না হলে সব কাজই কিন্তু থেমে থাকবে। আপনি তো লিখতে ঠিকই পেরেছেন। যা হোক, এখানে এখন সর্বমোট ২৮৭ জন রেজিস্টার্ড ব্যবহারকারী আছেন। অনেক প্রবন্ধেই বাম দিকে নীচের কোনায় অন্য ভাষার উইকিপিডিয়ার একই বিষয়ের প্রবন্ধের লিঙ্ক দেয়া আছে। পদার্থবিদ্যার নিবন্ধ যা আছে, পরিবর্ধন করুন, আর নতুন নিবন্ধ শুরু করুন। সম্পাদনার সহজ টিউটোরিয়াল আমি একটা লিখেছি, আমার ওয়েবসাইটে আছে । তা ছাড়া উইকিপিডিয়ার প্রধান পাতাতেও বেশ কিছু সহায়িকা রাখা আছে। ধন্যবাদ। --Ragib 07:27, ১৬ এপ্রিল ২০০৬ (UTC)

অধিবাস্তব প্রশ্ন...

সম্পাদনা

সব অধিবাস্তব সংখ্যাকে হ্যাকেনবাশ অবস্থানের সাহায্যে দেখান যায় কিনা এই ব্যাপারটিতে নিশ্চিত নই। আপনার কাছে অনুরোধ রাখছি এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য। যে উৎস থেকে লেখাটি সংগৃহিত হয়েছে সেখানে বলা ছিল অধিকাংশকে প্রকাশ করা যায়। যদি সবগুলি হ্যাকেনবাশ অবস্থানের সাহায্যে দেখান না যায় তাহলে অধিকাংশ শব্দটি পুনরায় সংযোগ করারও অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে--Tanvir ০২:০৯, ৮ আগস্ট ২০০৬ (UTC)

চিনতে পেরেছি

সম্পাদনা

তোকে প্রথমেই খেয়াল করেছিলেম। কিন্তু তুই অনিয়মিত বিধায় কোন বার্তা দেইনি। তুই এখানে আছিস এটা উইকি এর জন্য অনেক বড় ব্যাপার। অনেক কিছুই দিতে পারবি উইকি কে। আমি একটু কম কম আছি ইদানিং। কারণ,সামনে পরীক্ষা। ধন্যবাদ। --Hasan.zamil ১৫:৩০, ৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

আপনার মন্তব্য পড়েছি। উত্তর দেব কিছু সময় পরে। নজর রাখুন।--অর্ণব (আলাপ | অবদান) ২১:৪০, ১৭ অক্টোবর ২০০৬ (UTC)

সালফারঃ পরোয়া নেই, চালিয়ে যাও

সম্পাদনা

কোনো সঙ্কচের কারণ নেই আমরা সবাই ভুল করি, করলে কেউ না কেউ সাধারণতঃ ঠিক করে দেয়। কিন্তু তার জন্যে বসে থাকার দরকার নেই। যা ভালো লাগে লিখতে থাক। ভুল দেখতে পেলে আমরা ঠিক করে দেব।

উইকিপ্রকল্প গণিত

সম্পাদনা

উইকিপিডিয়া:উইকিপ্রকল্প গণিত দেখুন। আরও যারা interested হতে পারে, তাদের আমন্ত্রণ জানান। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:৪৬, ২৬ অক্টোবর ২০০৬ (UTC)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

সুপ্রিয় Uchchwhash,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় Uchchwhash,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন