Remianzz
মিজান | |
---|---|
জন্ম | মিজানুর রহমান সোহাগ ৭ ডিসেম্বর ১৯৯৫ |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত। |
এই ব্যবহারকারী একজন বাংলাদেশী। |
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন। |
মিজানুর রহমান সোহাগ।
আমার স্বীকৃত নাম মিজানুর রহমান সোহাগ হলেও আমাকে সবাই মিজান বলে ডাকে। মিজান নামের বানান হচ্ছে Mizan।
১৯৯৫ সালের ডিসেম্বর মাসের ০৭ তারিখে আমার জন্ম। সেই হিসেবে আমি ধনু রাশির জাতক।
সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমি থেকে ২০১০ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি. পাশ করেছি। এরপর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ২০১২ সালে একই বিভাগে এইচ.এস.সি. পাশ করি।
২০১৩-২০১৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ভর্তি হই আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগে। পড়াশুনার পাশাপাশি মুক্ত নেটওয়ার্কিং এ আগ্রহ রয়েছে আমার যদিও আমার অবদান এ ক্ষেত্রে খুবই নগন্য।
আমাকে [email protected] তে মেইল করতে পারেন।
ফেইসবুক: facebook.com/remianzz
টুইটার: twitter.com/remianzz
স্কাইপ: remianzz
আমি মিজানুর রহমান সোহাগ(Mizanur Rahman Sohag)আমার ডাকনাম মিজান(mizan) ; বাংলা উইকিপিডিয়ার একজন উইকিপিডিয়ান। জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে বিশেষ করে আর্ন্তজাতিক সম্পর্ক, দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, বিখ্যাত ব্যক্তির তথ্য বাংলা ভাষায় বাংলা ভাষাভাষীদের সকলের কাছে পৌঁছে দেবার এই চেষ্টায় নিজেকে সম্পৃক্ত করার লক্ষে মাঝেমাঝে কাজ করার চেষ্টা করছি। বাংলা উইকির মানোন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার প্রয়াস রয়েছে।
এই ব্যবহারকারী একজন উইকিপিডিয়ান। |
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন। |
ঢাবি | এই ব্যবহারকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। |
এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন। |
এই ব্যবহারকারী উইকিপিডিয়া এশীয় মাসে অবদান রেখেছেন। |