বাংলাদেশের সুফিদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(বাংলাদেশের সূফীদের তালিকা থেকে পুনর্নির্দেশিত)
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ৬ জুন ২০২৪ তারিখে পরীক্ষিত হয়েছিল।

বাংলাদেশ অসংখ্য অলি আউলিয়া, সুফির আগমন ঘটেছে তাদের মাঝে অন্যতম হচ্ছেন :

দেওবন্দি ধারার সুফি

সম্পাদনা

শাহজালাল ও তার সফরসঙ্গীগণ

সম্পাদনা
  1. শাহজালাল ইয়ামেনি, সিলেট;

ইসলাম প্রচারকগণ অন্যান্য প্রধান সূফীগণ

সম্পাদনা
  1. খান জাহান আলী[] - খুলনা;
  2. শাহ কারামত আলী জৌনপুরী - রংপুর;
  3. শাহ আলী -মিরপুর, ঢাকা;
  4. মখদুম শাহদৌলা - শাহজাদপুর, সিরাজগঞ্জ;
  5. শাহ শামসুদ্দিন - শাহজাদপুর, সিরাজগঞ্জ;
  6. খাজা ইউনুস আলী এনায়েতপুরী - এনায়েতপুর, সিরাজগঞ্জ

অন্যান্য সুফিগণ

সম্পাদনা
  1. সৈয়দ আহমদ উল্লাহ - মাইজভান্ডার, চট্টগ্রাম;
  2. হাফিজ আহমদ জৌনপুরী[] - চকবাজার, ঢাকা;
  3. সৈয়দ মুহাম্মদ আজিজুল হক - হাটহাজারী, চট্টগ্রাম;
  4. আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী - সিলেট;[]
  5. সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী - মাইজভান্ডার, চট্টগ্রাম;
  6. শাহ সাহেব [] - চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম;
  7. শিতালং শাহ- সিলেট;
  8. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী - কুমিল্লা;

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মাওলানা শাহ্ সুফি জমির উদ্দিন নানুপুরী (রহ) | ধর্ম চিন্তা"ittefaq। ২০২০-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৬ 
  2. খান, মাওলানা দৌলত আলী। "এক দুনিয়া বিমুখ আধ্যাত্মিক রাহবার"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২১ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "ওলিয়ে কামেল হযরত মাওলানা হারুন বাবুনগরী রহ."DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৩ 
  4. রহমান, ওলিউর (২০১৯-০৯-২৬)। "পটিয়ার মুফতি আযীযুল হক রহ: ইলম ও আধ্যাত্মিকতার উজ্জ্বল নক্ষত্র"ইসলাম টাইমস (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৬ 
  5. খান জাহান, মুয়ায্‌যম হুসায়ন খান; বাংলাপিডিয়া। প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০১৫। পরিদর্শনের তারিখ: ৬ জুন ২০১৭।
  6. "জৌনপুরী, হাফিজ আহমদ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  7. আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (র)-এর রচনায় ইসলামী ভাবধারা ও সমাজ-সংস্কার শীর্ষক পিএইচডি অভিসন্দর্ভ, গবেষক : মোঃ নজরুল ইসলাম, আল-কুরআন এ- ইসলামিক স্টাডি বিভাগ, থিওলজি এ- ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ, ২০১০-২০১১ পৃ:৮২-৮৩।
  8. "চুনতি ইউনিয়নের প্রখ্যাত ব্যাক্তিদের সংক্ষিপ্ত তালিকা - চুনতি ইউনিয়ন - চুনতি ইউনিয়ন"chunatiup.chittagong.gov.bd। ৩০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১