পোমরা ইউনিয়ন
পোমরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পোমরা | |
---|---|
ইউনিয়ন | |
৬নং পোমরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পোমরা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯২°১′৭″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯২.০১৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাঙ্গুনিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জহির আহমদ চৌধুরী |
আয়তন | |
• মোট | ২১.৪৮ বর্গকিমি (৮.২৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩২,০৪৫ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৮.২৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
পোস্ট কোড | ৪৩৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাপোমরা ইউনিয়নের আয়তন ৫৩০৭ একর (২১.৪৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পোমরা ইউনিয়নের লোকসংখ্যা ৩২,০৪৫ জন। এর মধ্যে পুরুষ ১৬,৪২২ জন এবং মহিলা ১৫,৬২৩ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাঙ্গুনিয়া উপজেলার পশ্চিমাংশে পোমরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে পারুয়া ইউনিয়ন, রাঙ্গুনিয়া পৌরসভা, দক্ষিণে বেতাগী ইউনিয়ন, পশ্চিমে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন ও কদলপুর ইউনিয়ন এবং উত্তরে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপোমরা ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি সরসিং, পোমরা ও জঙ্গল পোমরা এ ৩টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | হাজী পাড়া, শাল পাড়া, সওদাগর পাড়া, সিকদার পাড়া, দাশ পাড়া, নুচ্ছার পাড়া |
২নং ওয়ার্ড | ছাইনী পাড়া, মহতী পাড়া, বুলবুলি পাড়া, বেপারী পাড়া,পোমরা ইসলামপুর |
৩নং ওয়ার্ড | হিলাগাজী পাড়া, হাজারীখীল, মাইজ পাড়া, মল্লিকার পাড়া, কর্মকার পাড়া |
৪নং ওয়ার্ড | রোশাই পাড়া, আছুয়া পাড়া, মধুরাম পাড়া, সিরাজী পাড়া |
৫নং ওয়ার্ড | নবাবী পাড়া, খতিব পাড়া, জঙ্গল পোমরা, মহল্লার পাড়া,গোমাস্তার পাড়া,সবুজ গ্রাম,শিকদার পাড়া |
৬নং ওয়ার্ড | সাপলেজা পাড়া, ভোলার বাপের বাড়ী, তিতাগাজী পাড়া, বড়ুয়া পাড়া, তালুকদার পাড়া, শান্তির হাট |
৭নং ওয়ার্ড | কাজী পাড়া, মোতোয়াল্লী পাড়া, লস্কর পাড়া, অলিয়ার পাড়া, দক্ষিণ পোমরা |
৮নং ওয়ার্ড | মহত্তরখীল, মাস্টার টিলা, লোহারপুল, গিরিস ফকির বাড়ী, দয়ার মার বাড়ী, আজিমনগর |
৯নং ওয়ার্ড | হাজী পাড়া, মাইজ পাড়া, উত্তর নোয়াগাঁও |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাপোমরা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৬.২৫%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
[৩]. রাংগুনিয়া শামসুল উলুম মছিহিয়া সুন্মিয়া মাদ্রাসা ( বেসরকারি প্রতিষ্ঠান)
- মাধ্যমিক বিদ্যালয়
- উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়
- পোমরা উচ্চ বিদ্যালয়
- পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়
- পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ছাইনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পোমরা বালিকা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোমরা এসআরএস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোমরা মাইজপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোমরা লতিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাচাশাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাপলেজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হিলাগাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- উত্তর পোমরা সানফ্লাওয়ার কেজি স্কুল
- পোমরা আইডিয়াল কেজি স্কুল
- পোমরা নতুন কুঁড়ি কেজি স্কুল।
- পোমরা বঙ্গবন্ধু মডেল কেজি স্কুল।
- বাচা বাবা (রহ.) কেজি স্কুল।
- বুলবুলি পাড়া নুরনাহার বেগম মডেল কেজি স্কুল।
- হাজীপাড়া মডেল কেজি স্কুল।
- সাউথ পোমরা মডেল কেজি স্কুল।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপোমরা ইউনিয়নের প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। এছাড়াও ইউনিয়নের অাভ্যন্তরীণ বিভিন্ন সড়কের প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ভাষা ও সংস্কৃতি
সম্পাদনাচট্টগ্রামের অন্যান্য অঞ্চলের মত এ ইউনিয়নের লোকেরাও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়াও এ ইউনিয়নের উত্তরাঞ্চলে কিছু উপজাতির বসবাস রয়েছে, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে।
খাল ও নদী
সম্পাদনাপোমরা ইউনিয়নের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়াও গোচরা খাল ও কাউখালী খাল বিদ্যমান।[৭]
হাট-বাজার
সম্পাদনাপোমরা ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল গোচরা বাজার, শান্তির হাট এবং পোমরা মালির হাট।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বাচা বাবার মাজার - কাপ্তাই সড়ক হয়ে গোচরা চৌমুহনী নেমে দক্ষিণ দিকে ১ কিলোমিটার গেলেই কর্ণফুলী নদীর পশ্চিম তীরে বাচা বাবার মাজার।[৯]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: জহির আহমদ চৌধুরী[১০]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | কায়কোবাদ চৌধুরী | |
০২ | হাজী বেলায়েত আলী চৌধুরী | |
০৩ | জহির আহমদ চৌধুরী | |
০৪ | কুতুব উদ্দীন চৌধুরী | |
০৫ | নাজিম উদ্দীন চৌধুরী | ২০০৩-২০১১ |
০৬ | ফজলুল কবির গিয়াসু | ২০১১-২০১৬ |
০৭ | কুতুব উদ্দীন চৌধুরী | ২০১৬-২০২২ |
০৮ | জহির আহমদ চৌধুরী | ২০২২-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "মাদ্রাসা - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=06[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd। ১৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "খাল ও নদী - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ Bhorerkagoj। "পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল"। www.bhorerkagoj.net।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"। pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।