পবিত্র সরকার
ড.পবিত্র সরকার (জন্ম: ২৮ মার্চ, ১৯৩৭) একজন ভারতীয় বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক, নাট্যসমালোচক, শিক্ষাবিদ ও গবেষক। বিভিন্ন বিষয়ে মননশীল প্রবন্ধ রচনার খ্যাতিমান ব্যক্তিত্ব। [১] শিশুসাহিত্যিক, রবীন্দ্র সংগীত শিল্পী ও নাট্যব্যক্তিত্ব হিসাবেও সুপরিচিত তিনি গদ্য রচনার জন্য ২০০০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত বিদ্যাসাগর পুরস্কার, জাতীয় সংহতির জন্য ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন লাভ করেন। এছাড়াও ২০১৯ খ্রিস্টাব্দে জাপানের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান "দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ" শিরোপায় সম্মানিত হন। [২]
পবিত্র সরকার | |
---|---|
জন্ম | ধামরাই ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ) | ২৮ মার্চ ১৯৩৭
পেশা | ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
ধরন | ভাষাতত্ত্ব, সাহিত্য ও শিক্ষা |
বিষয় | ভাষা |
দাম্পত্যসঙ্গী | মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় |
সন্তান | বসুধীতি সরকার (কন্যা) বসুধারা সরকার (কন্যা) |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাঅধ্যপক ড. পবিত্র সরকারের জন্ম ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৮ মার্চ ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের তৎকালীন ঢাকা জেলার সাভারের ধামরাই নিকট বলিহারপুর গ্রামে এক মাহিষ্য পরিবারে। [৩] স্বাধীনতা লাভ ও দেশভাগের পর ১৯৪৭ খ্রিস্টাব্দে ছিন্নমূল হয়ে কলকাতায় আসেন। উচ্চ শিক্ষা কলকাতা শহরেই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ও সেরা শিক্ষার্থী ছিলেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সর্বোচ্চ স্থান অর্জন করেন। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কিছুদিন তিনি কলকাতার বঙ্গবাসী কলেজে শিক্ষকতা করেন। পরে ১৯৬৩ খ্রিস্টাব্দ হতে ১৯৬৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে অধ্যাপনা করেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ভাষাবিজ্ঞানের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শেষের দুবছর ১৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
কর্মজীবন
সম্পাদনাদেশে ফিরে পুনরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। পদোন্নতির পর তিনি ১৯৯০ খ্রিস্টাব্দ হতে টানা সাত বৎসর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন। পরবর্তীতে তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন তথা পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের সহ-সভাপতি হন। ২০০৩ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন। অধ্যাপক সরকার বাংলা ও ইংরেজিতে শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি দেশের বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন। [৪] তার রচিত সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-
- প্রবন্ধ সংকলন-
- ভাষা নিয়ে ভাবছেন তো (২০০২) সংবাদ, কলকাতা
- লোকভাষা লোকসংস্কৃতি (২০০৪) চিরায়ত, কলকাতা
- বাংলা ব্যাকরণ প্রসঙ্গ (২০০৬), দে"জ পাবলিশার্স, কলকাতা
- গদ্যরীতি পদ্যরীতি (২০০৬) সাহিত্যলোক
- নাট্যমঞ্চ নাট্যরূপ (২০০৮), দে"জ পাবলিশার্স কলকাতা
- নাটকের সন্ধানে (২০০৮), প্রতিভাস কলকাতা
- শিক্ষা ও চেতনা (২০০৯) প্রগতিশীল প্রকাশক কলকাতা
- ভাষা দেশ কাল মিত্র ও ঘোষ কলকাতা
- ভাষাপ্রেম ভাষাবিরোধ দে"জ পাবলিশার্স কলকাতা
- ভাষামনন:বাংলা মনীষা পুনশ্চ
- হীরের আংটি আজকাল পাবলিশার্স
- কথাসূত্র মিত্র ও ঘোষ কলকাতা
- প্রকরণ তথা মনোগ্রাফ-
- লোকসংস্কংতির নন্দন তত্ত্ব (১৯৯৬) পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি
- বাংলা লেখার সহজ পথ (২০০১) সৃষ্টি
- বাংলা বলো দে"জ পাবলিশার্স কলকাতা
- বাংলা বানান সংস্কার:সমস্যা ও সম্ভাবনা দে"জ পাবলিশার্স কলকাতা
- ধর্ম, কুসংস্কার,শিক্ষা ন্যাশনাল বুক এজেন্সি
- শিক্ষায় সাম্প্রদায়িক আক্রমণ ন্যাশনাল বুক এজেন্সি
- ছন্দতত্ত্ব ছন্দরূপচিরায়ত কলকাতা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃষ্ঠা ১২৩। আইএসবিএন 978-81-7955-007-9।
- ↑ "পবিত্র সরকারকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান জাপানের"। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "পবিত্র সরকার"। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "From the desk of the President-About Dr Pabitra Sarkar"। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-৩১।