নেওটিয়া বিশ্ববিদ্যালয়
নেওটিয়া বিশ্ববিদ্যালয় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরিষায় (কলকাতার উপকণ্ঠে) অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[২] ২০১৫ সালে নেওটিয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০১৪ বলে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটি একটি বহুমুখী অননুমোদনশীল বিশ্ববিদ্যালয়। এখানে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, বিজ্ঞান, মানবীয় বিদ্যা, আইন ও ম্যানেজমেন্ট পড়ানো হয়।[৩]
চিত্র:The Neotia University Logo.png | |
নীতিবাক্য | ज्ञानम् आत्म प्रदीपाय (ISO) |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০১৫ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | |
বাজেট | ₹ ১৮.২৪১ কোটি (ইউএস$ ২.২৩ মিলিয়ন) (FY2021–22 est.)[১] |
আচার্য | হর্ষবর্ধন নেওটিয়া |
উপাচার্য | বিশ্বজিৎ ঘোষ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৭১ (২০২৩)[১] |
শিক্ষার্থী | ২,৮৪৭ (২০২৩)[১] |
স্নাতক | ২,৭১১ (২০২২)[১] |
স্নাতকোত্তর | ১০৪ (২০২৩)[১] |
৩২ (২০২৩)[১] | |
অবস্থান | , , ২২°১৫′৩৯″ উত্তর ৮৮°১১′৪৪″ পূর্ব / ২২.২৬০৭৯৭৩° উত্তর ৮৮.১৯৫৬৮২° পূর্ব |
শিক্ষাঙ্গন | গ্রামীণ ৬০ একর (২৪ হেক্টর) |
ওয়েবসাইট | www |