২৮ জুলাই
তারিখ
(জুলাই ২৮ থেকে পুনর্নির্দেশিত)
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০২৪ |
২৮ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৯তম (অধিবর্ষে ২১০তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।
- ১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
- ১৯৫০ - তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।
- ১৯৬৩ - জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হলেন।
- ১৯৬৭ -পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।
- ১৯৭৪ - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
- ১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।
- ১৯৮৮ - চীনে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।
জন্ম
সম্পাদনা- ১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ চিকিৎসাবিদ ও রসায়নবিদ। (মৃ. ১৭০৩)
- ১৮০৪ - লুডউইগ ফয়েরবাক, জার্মানীর একজন বস্তুবাদী দার্শনিক। (মৃ. ১৮৭২)
- ১৯০১ - কমরেড মনি সিং।
- ১৯০৪ - নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভ।
- ১৯১২ -কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার।(মৃ.২০/০৭/১৯৭৪)
- ১৯৩০ - ফিরোজা বেগম, বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী। (মৃ.০৯/০৯/২০১৪)
- ১৯৫৪ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি। (মৃ. ২০১৩)
- ১৯৮১ - মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।
- ১৯৮৭ - পেদ্রো রোদ্রিগেজ, স্পেনীয় ফুটবলার।
- ১৯৯৩ - হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
মৃত্যু
সম্পাদনা- ১৭৫০ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার। (জ. ১৬৮৫)
- ১৯৩৪ - মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা। (জ. ১৮৬৮)
- ১৯৬৮ - অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ। (জ. ১৮৭৯)
- ১৯৭২ - চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী। (জ.১৫/০৫/১৯১৫)
- ১৯৮০ - মোহাম্মদ রেজা শাহ পাহলভি।
- ১৯৯২ - ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান।
- ২০০১ - আহমদ ছফা, বাংলাদেশী লেখক, কবি ও সমালোচক। (জ. ১৯৪৩)
- ২০০৪ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী। (জ. ১৯১৬)
- ২০১০ - শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার।(জ.০৩/১২/১৯২২)
- ২০১৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। (জ.১৪/০১/১৯২৬)
- ২০১৭- ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমদ।
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |