জাদুকর
জাদুকর(ইংরেজি :Magician)বলতে সাধারণত সেই ব্যক্তিকে বোঝানো হয় যিনি নানা ধরনের জাদুর খেলা দেখান। এটা অনেকে পেশা হিসেবেও গ্রহণ করে। জাদুকররা সাধারণত মানুষের চোখকে ধোকা দিয়ে এসব জাদু দেখায়।
তবে কালো জাদু (ইংরেজি:Black Magic/Black Art) নামে জাদুর আরেকটি ভাগ আছে। যারা কালো জাদু করে তারা এসব জাদু মানুষকে ধোকা দেওয়ার জন্য করে না। ইসলামি শরীয়তের পরিভাষায় কালো জাদু প্রত্যেক এমন নির্ধারিত বিষয়কে বলা হয় যার কারণ গোপন রাখা হয় এবং এর বাস্তবতার বিপরীত কিছু প্রদর্শন করা হয়। আর তা ধোকা ও মিথ্যার আশ্রয়ভুক্ত। [১] ইবনে কুদামা বলেনঃ যাদু হল এক গিরা-বন্ধন, মন্ত্র ও এমন কথা যা যাদুকর পড়ে অথবা লিখে অথবা এমন কোন কাজ করে যার মাধ্যমে যাদুকৃত ব্যক্তির শরীর, মন ও মস্তিষ্কের উপর পরোক্ষভাবে প্রভাব ফেলে। আর তার বাস্তবক্রিয়া রয়েছে। সুতরাং এর দ্বারা মানুষকে হত্যা করা হয়, অসুস্থ করা হয়, স্বামী-স্ত্রীর সহবাসে বাধা সৃষ্টি করা হয় এবং উভয়ের বিচ্ছেদ ঘটানো হয় এবং পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি বা পরস্পরের মধ্যে প্রেম লাগিয়ে দেয়া হয়। [২] [৩] অতএব যাদুর প্রকৃতি হলো
শয়তান ও যাদুকরের মাঝে এমন এক চুক্তি হয় যে, যাদুকর কতিপয় হারাম বা শিরকী কর্মে লিপ্ত হবে বিনিময়ে শয়তান তাকে সহযোগিতা করবে ও তার অনুসরণ করবে। [৪]
- ↑ "শরীয়তের পরিভাষায় যাদুর সংজ্ঞাঃ | যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি"। www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৯।
- ↑ আল-মুগনীঃ ১০/১০৪
- ↑ "শরীয়তের পরিভাষায় যাদুর সংজ্ঞাঃ | যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি"। www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৯।
- ↑ "অতএব যাদুর প্রকৃতি হলো | যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি"। www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৯।