জাগৃতি
সত্যেন বসু পরিচালিত ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র।
জাগৃতি হল সত্যেন বসু পরিচালিত ১৯৫৪ সালের ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। এটি বসুরই নির্মিত ১৯৪৯ সালের বাংলা চলচ্চিত্র পরিবর্তন-এর উপর ভিত্তি করে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজকুমার গুপ্ত, অভি ভট্টাচার্য ও রতন কুমার। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার - মেধার সনদ অর্জন করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। এটি সেই বছরের ষষ্ঠ শীর্ষ আয়কারী চলচ্চিত্র।
জাগৃতি | |
---|---|
পরিচালক | সত্যেন বসু |
প্রযোজক | শশধর মুখার্জি |
রচয়িতা | মনোরঞ্জন ঘোষ পণ্ডিত উর্মিল |
চিত্রনাট্যকার | সত্যেন বসু |
কাহিনিকার | মনোরঞ্জন ঘোষ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | এন. ভি. শ্রীনিবাস |
সম্পাদক | ডি. ভি. পাই |
প্রযোজনা কোম্পানি | ফিল্মিস্তান লিমিটেড |
পরিবেশক | ফিল্মিস্তান লিমিটেড |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
চলচ্চিত্রটি ২০১৬ সালের ১৪ই আগস্ট ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ভারতীয় চলচ্চিত্র উৎসব অধিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্দ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস চলচ্চিত্র উৎসবে ফিরে দেখা বিভাগে প্রদর্শিত হয়।[১]
কুশীলব
সম্পাদনা- রাজকুমার গুপ্ত - অজয়
- অভি ভট্টাচার্য - শেখর
- রতন কুমার - শক্তি
- প্রণতি ঘোষ
- বিপিন গুপ্ত
- মুমতাজ বেগম
- চন্দন কুমার
- দিলীপ
- রাজা
- মোহন
- ঘনশ্যাম
- নবনীত
- গিরীশ
- পদ্মকর
- নন্দা
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার[২] | শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - মেধার সনদ | জাগৃতি | বিজয়ী |
৩য় ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | জাগৃতি | বিজয়ী |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | অভি ভট্টাচার্য |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "70th Independance Day" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২০।
- ↑ "2nd National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৭ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জাগৃতি (ইংরেজি)