ছাপরা
ছাপরা (ইংরেজি: Chapra) ভারতের বিহার রাজ্যের সরন জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
ছাপরা छपरा | |
---|---|
City | |
বিহারের অবস্থান, ভারত | |
স্থানাঙ্ক: ২৫°৪৭′০৫″ উত্তর ৮৪°৪৩′৩৯″ পূর্ব / ২৫.৭৮৪৮° উত্তর ৮৪.৭২৭৪° পূর্ব | |
দেশ | India |
রাজ্য | বিহার |
জেলা | সরন |
উচ্চতা | ৩৬ মিটার (১১৮ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• City | ২,০১,৫৯৭ |
• পৌর এলাকা | ২,১২,৯৫৫ |
ভাষা | |
• সরকারী | ভোজপুরি, হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি ৫:৩০) |
পিন | ৮৪১৩০১ |
টেলিফোন কোড | ০৬১৫২ |
লোকসভা নির্বাচকমণ্ডলী | সরন |
বিধান সভা নির্বাচকমণ্ডলী | ছাপরা |
ওয়েবসাইট | saran |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাশহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫°৫৩′ উত্তর ৮৭°০৮′ পূর্ব / ২৫.৮৮° উত্তর ৮৭.১৩° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৬ মিটার (১১৮ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ছাপরা শহরের জনসংখ্যা হল ১৭৮,৮৩৫ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।
এখানে সাক্ষরতার হার ৬১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭২% এবং নারীদের মধ্যে এই হার ৪৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ছাপরা এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১৫% হল ৬ বছর বা তার কম বয়সী।
উৎপাদন
সম্পাদনাসপ্তদশ শতকে সারা বাঙলায় অনেক সোরার কারখানা ছিলো এবং ইংরেজ ডাচ ও পর্তুগিজদের একাধিক সোরার কারখানা ছিলো এই ছাপরা জেলায়।[৩]