গ্যাবন
গ্যাবন (ফরাসি: Gabon, /ɡəˈbɒn/; ফরাসি উচ্চারণ: [ɡabɔ̃]; ) সরকারি নাম গ্যাবনীয় প্রজাতন্ত্র (ফরাসি: République Gabonaise ) মধ্য আফ্রিকার পশ্চিমে অবস্থিত একটি রাষ্ট্র। এর উত্তর-পশ্চিমে বিষুবীয় গিনি, উত্তরে ক্যামেরুন, পূর্বে ও দক্ষিণে কঙ্গো প্রজাতন্ত্র ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। গ্যাবনের আয়তন ২৬৭,৬৬৭ বর্গকিমি। লিব্রভিল হল দেশের রাজধানী ও বৃহত্তম শহর। এটি ১৯৬০ সালের ১৭ আগস্ট ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে আজ পর্যন্ত মাত্র দুইজন স্বৈরশাসক দেশটি শাসন করেছেন।
গ্যাবোনীয় প্রজাতন্ত্র République gabonaise (ফরাসি) | |||||||
---|---|---|---|---|---|---|---|
নীতিবাক্য: "Union, Travail, Justice" (ফরাসি) "ইউনিয়ন, কর্ম, ন্যায়বিচার" | |||||||
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | লিব্রভিল ০°২৩′ উত্তর ৯°২৭′ পূর্ব / ০.৩৮৩° উত্তর ৯.৪৫০° পূর্ব | ||||||
সরকারি ভাষা | ফরাসি | ||||||
আঞ্চলিক ভাষাসমূহ | |||||||
নৃগোষ্ঠী | |||||||
ধর্ম (২০২০)[১] |
| ||||||
জাতীয়তাসূচক বিশেষণ |
| ||||||
সরকার | একক প্রধান-দলীয় রাষ্ট্রপতি প্রজাতন্ত্র | ||||||
আলী বঙ্গো অনডিম্বা | |||||||
রোজ ক্রিশ্চিয়ান রাপোন্ডা | |||||||
আইন-সভা | সংসদ | ||||||
• উচ্চকক্ষ | সিনেট | ||||||
জাতীয় পরিষদ | |||||||
ফ্রান্স থেকে স্বাধীনতা | |||||||
• প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত | ২ নভেম্বর ১৯৫৮ | ||||||
• মঞ্জুর | ১৬-১৭ আগস্ট ১৯৬০ | ||||||
আয়তন | |||||||
• মোট | ২,৬৭,৬৬৭ কিমি২ (১,০৩,৩৪৭ মা২) (৭৬তম) | ||||||
• পানি (%) | ৩.৭৬% | ||||||
জনসংখ্যা | |||||||
• ২০১৮ আনুমানিক | ২,১১৯,২৭৫ [২][৩] (১৪৬তম) | ||||||
• ঘনত্ব | ৭.৯/কিমি২ (২০.৫/বর্গমাইল) (২১৬তম) | ||||||
জিডিপি (পিপিপি) | ২০১৮ আনুমানিক | ||||||
• মোট | ৩৮,২৮০ বিলিয়ন মার্কিন ডলার[৪] | ||||||
• মাথাপিছু | ১৮,৬৪৭ মার্কিন ডলার[৪] | ||||||
জিডিপি (মনোনীত) | ২০১৮ আনুমানিক | ||||||
• মোট | ১৭.২১২ বিলিয়ন মার্কিন ডলার[৪] | ||||||
• মাথাপিছু | ৮,৩৮৪ মার্কিন ডলার[৪] | ||||||
জিনি (২০১৭) | ৩৮[৫] মাধ্যম | ||||||
মানব উন্নয়ন সূচক (২০১৯) | ০.৭০৩[৬] উচ্চ · ১১৯তম | ||||||
মুদ্রা | মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF) | ||||||
সময় অঞ্চল | ইউটিসি ০১:০০ (ডাব্লিউএটি) | ||||||
তারিখ বিন্যাস | dd/mm/yyyy | ||||||
গাড়ী চালনার দিক | ডানদিকে | ||||||
কলিং কোড | 241 | ||||||
ইন্টারনেট টিএলডি | .ga | ||||||
|
৯০- এর দশকের শুরুতে বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধান পাস করা হয়। দেশটির জনসংখ্যা খুবই কম (২০ লক্ষ)। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে এবং অনেক বিদেশী বিনিয়োগও ঘটেছে এবং এর ফলে গ্যাবন আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশগুলির একটি হয়েছে। এর মানব উন্নয়ন সূচক আফ্রিকার দেশগুলির মধ্যে শীর্ষে।
২০২৩ সালের ২৬ আগস্ট একটি বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট আলি বোঙ্গো ওন্দিম্বা তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার ঘোষণা দেয় দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা। এর ফলে ২৯ আগস্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এর কয়েকজন সামরিক কর্মকতা দেশের ক্ষমতা নিয়ন্ত্রণের ঘোষণা দেয়। তখন থেকে পুনরায় সামরিক শাসন জারি করা হয়।[৭]
ব্যুৎপত্তি
সম্পাদনাগ্যাবনের নামটি গ্যাবাও থেকে উদ্ভুত হয়েছে, পর্তুগিজ ভাষায় "ক্লোক", যা প্রায় লিব্রেভিলের কোমো নদীর মোহনার আকৃতি।
ইতিহাস
সম্পাদনাপ্রাক-ঔপনিবেশিক যুগ (প্রাক-১৮৮৫)
সম্পাদনাএই এলাকার প্রাচীনতম অধিবাসীরা ছিল পিগমি জাতি।তারা স্থানান্তরিত হওয়ার সাথে সাথে বান্টু উপজাতিরা মূলত তাদের স্থলাভিষিক্ত এবং শোষিত হয়েছিল।
পঞ্চদশ শতাব্দীতে প্রথম ইউরোপীয়রা এসেছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যে, গ্যাবনে ওরুঙ্গু নামে পরিচিত একটি মায়েনি-ভাষী রাজ্য গঠিত হয়েছিল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ক্রীতদাস ব্যবসার নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সেই সময়ের মধ্যে গ্যাবনে গড়ে ওঠা বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হয়েছিল।
১৭২২ সালের ১০ ফেব্রুয়ারি, বার্থোলোমিউ রবার্টস বা বার্টি ডুডু, ইংরেজিতে ব্ল্যাক বার্ট নামে পরিচিত একজন জলদস্যু যিনি কেপ লোপেজের কাছে সমুদ্রে মারা যান। তিনি ১৭১৯ থেকে ১৭২২ সাল পর্যন্ত আমেরিকা ও পশ্চিম আফ্রিকার জাহাজে অভিযান চালিয়েছিলেন।
ঔপনিবেশিক যুগ (১৮৮৫-১৯৬০)
সম্পাদনাফরাসি অভিযাত্রী পিয়েরে স্যাভরগান ডি ব্রাজা ১৮৭৫ সালে গ্যাবন-কঙ্গো এলাকায় তার প্রথম মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ফ্রান্সভিল শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে ঔপনিবেশিক গভর্নর ছিলেন। ১৮৮৫ সালে যখন ফ্রান্স আনুষ্ঠানিকভাবে এটি দখল করে তখন বেশ কয়েকটি বান্টু গোষ্ঠী বর্তমানের গ্যাবন অঞ্চলে বসবাস করতো।
১৯১০ সালে, গ্যাবন ফরাসি নিরক্ষীয় আফ্রিকার চারটি অঞ্চলের একটি ফেডারেশনে পরিণত হয়,[৮] যা ১৯৫৮ সাল পর্যন্ত টিকে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, মিত্ররা ভিচি ফ্রান্সের ঔপনিবেশিক প্রশাসনকে উৎখাত করার জন্য গ্যাবন আক্রমণ করেছিল।
১৯৫৮ সালের ২৮ নভেম্বর, গ্যাবন ফরাসি সম্প্রদায়ের মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হয় এবং ১৯৬০ সালের ১৭ আগস্ট এটি সম্পূর্ণ স্বাধীন হয়।[৯]
স্বাধীনতা-পরবর্তী (১৯৬০-বর্তমান)
সম্পাদনা১৯৬১ সালে গ্যাবনের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন লিওন এম'বা ও তার উপরাষ্ট্রপতি হয়েছিলেন ওমর বঙ্গো ওনডিম্বা।
এম'বা' ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সংবাদপত্রকে দমন করা হয়, রাজনৈতিক বিক্ষোভ নিষিদ্ধ করা হয়, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়, অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ধীরে ধীরে ক্ষমতা থেকে বাদ দেওয়া হয়, এবং রাষ্ট্রপতি পদে ক্ষমতা ন্যস্ত করার জন্য ফরাসি লাইন ধরে সংবিধান পরিবর্তন করে নিজের জন্য একক পদ অধিকৃত করেন। যাইহোক, ১৯৬৪ সালের জানুয়ারিতে যখন এম'বা একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় পরিষদ ভেঙে দেন, তখন একটি সেনা অভ্যুত্থান তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে চেয়েছিল। ফরাসি প্যারাট্রুপাররা ২৪ ঘন্টার মধ্যে এম'বাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে উড়ে এসেছিল।
কয়েকদিনের লড়াইয়ের পর, অভ্যুত্থান শেষ হয় এবং ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা সত্ত্বেও বিরোধীদের কারারুদ্ধ করা হয়। ফরাসি সৈন্যরা আজও গ্যাবনের রাজধানী উপকণ্ঠে ক্যাম্প দে গল-এ অবস্থান করছে। ১৯৬৭ সালে এম'বা মারা গেলে বঙ্গো তার স্থলাভিষিক্ত হন।
১৯৬৮ সালের মার্চে, বঙ্গো বিডিজি ভেঙে দিয়ে এবং একটি নতুন দল - পার্টি ডেমোক্রেটিক গ্যাবোনাইজ (পিডিজি) প্রতিষ্ঠার মাধ্যমে গ্যাবনকে একদলীয় রাষ্ট্র ঘোষণা করেন। তিনি পূর্ববর্তী রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব গ্যাবোনীয়দেরকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। বঙ্গো সরকারের উন্নয়ন নীতির সমর্থনে একটি একক জাতীয় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন, পিডিজিকে আঞ্চলিক ও উপজাতীয় প্রতিদ্বন্দ্বিতাকে পরিপ্লুত করার জন্য একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন যা অতীতে গ্যাবোনীয় রাজনীতিকে বিভক্ত করেছিল। বঙ্গো ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন; ১৯৭৫ সালের এপ্রিলে উপরাষ্ট্রপতির পদটি বিলুপ্ত করা হয়েছিল এবং প্রধানমন্ত্রীর পদটি স্থলাভিষিক্ত করা হয়, যার স্বয়ংক্রিয় উত্তরাধিকারের অধিকার ছিল না। বঙ্গো ১৯৭৯ সালের ডিসেম্বর এবং ১৯৮৬ সালের নভেম্বরে ৭ বছরের মেয়াদে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।[১০]
১৯৯০ সালের প্রথম দিকে অর্থনৈতিক অসন্তোষ এবং রাজনৈতিক উদারীকরণের অভিপ্রায় ছাত্র ও শ্রমিকদের সহিংস বিক্ষোভ ও ধর্মঘটে উস্কে দিয়েছিল।
শ্রমিকদের অভিযোগের জবাবে, বঙ্গো তাদের সাথে সেক্টর-বাই-সেক্টর ভিত্তিতে আলোচনা করে উল্লেখযোগ্য মজুরি ছাড় দিয়েছিলেন। উপরন্তু, তিনি পিডিজি উন্মুক্ত করার এবং গ্যাবনের ভবিষ্যত রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য ১৯৯০ সালের মার্চ-এপ্রিলে একটি জাতীয় রাজনৈতিক সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্মেলনে পিডিজি এবং ৭৪টি রাজনৈতিক সংগঠন অংশ নিয়েছিল। অংশগ্রহণকারীরা মূলত দুটি অনির্দিষ্ট জোটে বিভক্ত, ক্ষমতাসীন পিডিজি এবং এর মিত্ররা, ইউনাইটেড ফ্রন্ট বিরোধী জোট ও দল যা বিচ্ছিন্নতাকামী মোরেনা ফান্ডামেন্টাল এবং গ্যাবোনিজ প্রোগ্রেস পার্টি নিয়ে গঠিত।[১০]
১৯৯০ সালের সম্মেলনে একটি জাতীয় সিনেট গঠন, বাজেট প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ, সমাবেশ ও সংবাদপত্রের স্বাধীনতা, এবং বহির্গমন ভিসার প্রয়োজনীয়তা বাতিলসহ ব্যাপক রাজনৈতিক সংস্কারের অনুমোদন দেওয়া হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রে রাজনৈতিক ব্যবস্থার রূপান্তরকে গাইড করার প্রচেষ্টায় বঙ্গো পিডিজি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং নতুন প্রধানমন্ত্রী ক্যাসিমির ওয়ে-এমবা-এর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। গ্যাবোনিজ সোশ্যাল ডেমোক্রেটিক গ্রুপিং (আরএসডিজি) এর ফলে সরকারকে বলা হয়েছিল, এটি পূর্ববর্তী সরকারের চেয়ে ছোট ছিল এবং এর মন্ত্রিসভায় বেশ কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছিল। আরএসডিজি ১৯৯০ সালের মে মাসে একটি অস্থায়ী সংবিধানের খসড়া তৈরি করেছিল যা মৌলিক অধিকার এবং একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রদান করে তবে রাষ্ট্রপতির জন্য শক্তিশালী নির্বাহী ক্ষমতা বজায় রেখেছিল। একটি সাংবিধানিক কমিটি এবং জাতীয় পরিষদে অধিকতর পর্যালোচনার পর, এই দলিলটি ১৯৯১ সালের মার্চে কার্যকর হয়।[১০]
১৯৯০ সালের এপ্রিলের সম্মেলনের পরেও পিডিজির বিরোধিতা অব্যাহত ছিল এবং ১৯৯০ সালের সেপ্টেম্বরে, দুটি অভ্যুত্থান প্রচেষ্টা উন্মোচিত এবং ব্যর্থ করা হয়েছিল। বিরোধীদলীয় নেতার অকাল মৃত্যুর পর সরকার-বিরোধী বিক্ষোভ সত্ত্বেও প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম বহুদলীয় জাতীয় সংসদ নির্বাচন ১৯৯০ সালের সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল এবং পিডিজি বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।[১০]
১৯৯৩ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি ওমর বঙ্গো ৫১% ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হওয়ার পরে, বিরোধী প্রার্থীরা নির্বাচনের ফলাফলকে বৈধতা দিতে অস্বীকার করেছিল। গুরুতর নাগরিক অশান্তি এবং সহিংস দমন-পীড়নের ফলে সরকার এবং বিরোধী দলগুলির মধ্যে একটি রাজনৈতিক সমাধানের দিকে কাজ করার জন্য একটি চুক্তি হয়েছিল। এই আলোচনার ফলে ১৯৯৪ সালের নভেম্বরে প্যারিস চুক্তি হয়, যার অধীনে বেশ কয়েকজন বিরোধী ব্যক্তিত্বকে জাতীয় ঐক্যের সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ব্যবস্থা শীঘ্রই ভেঙ্গে যায়, তবে, এবং ১৯৯৬ ও ১৯৯৭ সালের আইনসভা ও পৌরসভা নির্বাচনগুলি নতুন করে দলীয় রাজনীতির পটভূমি প্রদান করেছিল। পিডিজি আইনসভা নির্বাচনে ব্যাপক জয় লাভ করেছিল, কিন্তু লিব্রেভিল সহ বেশ কয়েকটি বড় শহরে ১৯৯৭ সালের স্থানীয় নির্বাচনে বিরোধী মেয়ররা নির্বাচিত হয়েছিল।[১০]
বিভক্ত বিরোধিতার মুখোমুখি হয়ে, রাষ্ট্রপতি ওমর বঙ্গো ১৯৯৮ সালের ডিসেম্বরে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটের সাথে সহজে পুনঃনির্বাচনে বিজয়ী হন। যদিও বঙ্গোর প্রধান বিরোধীরা এই ফলাফলকে প্রতারণামূলক হিসাবে প্রত্যাখ্যান করেছিল, কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক অনেক অনুভূত অনিয়ম সত্ত্বেও ফলাফলগুলিকে প্রতিনিধিত্বকারী হিসাবে চিহ্নিত করেছিলেন এবং ১৯৯৩ সালের নির্বাচনের পরে কোনও নাগরিক অশান্তি ছিল না। ২০০১-২০০২ সালে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ আইনসভা নির্বাচন শান্তিপূর্ণ হলেও যা অনেক ছোট বিরোধী দল বয়কট করেছিল এবং তাদের প্রশাসনিক দুর্বলতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল এবং পিডিজি ও সহযোগী স্বতন্ত্রদের আধিপত্যে একটি জাতীয় পরিষদ তৈরি হয়েছিল।
২০০৫ সালের নভেম্বরে রাষ্ট্রপতি ওমর বঙ্গো তার ষষ্ঠ মেয়াদে নির্বাচিত হন। তিনি সহজেই পুনঃনির্বাচনে জয়লাভ করেছিলেন, তবে বিরোধীরা দাবি করেছিলেন যে ব্যালটিং প্রক্রিয়া অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার জয়ের ঘোষণার পর সহিংসতার কিছু ঘটনা ঘটেছিল তবে সামগ্রিকভাবে গ্যাবন সাধারণত শান্তিপূর্ণ ছিল।[১০]
২০০৬ সালের ডিসেম্বরে আবার জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের অনিয়মের কারণে প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কয়েকটি আসন সাংবিধানিক আদালত বাতিল করেছিল, কিন্তু ২০০৭ সালের প্রথম দিকে পরবর্তী রান-অফ নির্বাচনে আবারও পিডিজি নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ গঠিত হয়েছিল। [১০]
২০০৯ সালের ৮ জুন, রাষ্ট্রপতি ওমর বংগো বার্সেলোনার একটি স্পেনীয় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং গ্যাবোনীয় রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা হয়। সংশোধিত সংবিধান অনুযায়ী, সিনেটের সভাপতি রোজ ফ্রান্সিন রোগোমবে ২০০৯ সালের ১০ জুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হন। গ্যাবনের ইতিহাসে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যেটিতে ওমর বঙ্গোকে একজন প্রার্থী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি, ২০০৯ সালের ৩০ আগস্ট, রাষ্ট্রপতি পদে ১৮ জন প্রার্থী নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কিছু বিচ্ছিন্ন প্রতিবাদ দেখা গিয়েছিল, তবে কোনো উল্লেখযোগ্য বিশৃঙ্খলা ঘটেনি। ওমর বঙ্গোর ছেলে ক্ষমতাসীন দলের নেতা আলী বঙ্গো ওনডিম্বাকে সাংবিধানিক আদালতের ৩ সপ্তাহের পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়; ২০০৯ সালের ১৬ অক্টোবরে তার অভিষেক হয়েছিল।[১০]
অনেক বিরোধী প্রার্থীর জালিয়াতির দাবির কারণে আদালতের পর্যালোচনাটি প্ররোচিত হয়েছিল, নির্বাচনের ফলাফলের প্রাথমিক ঘোষণার সাথে সাথে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পিডিজি শাসনের বিরোধিতার দীর্ঘকালীন দুর্গ পোর্ট-জেন্টিলে অভূতপূর্ব সহিংস বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। পোর্ট-জেন্টিলের নাগরিকরা রাস্তায় নেমে আসে এবং ফরাসি দূতাবাস ও একটি স্থানীয় কারাগার সহ অসংখ্য দোকান ও বাসস্থান পুড়িয়ে দেওয়া হয়েছিল। সরকারিভাবে, দাঙ্গার সময় মাত্র চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে বিরোধী দল এবং স্থানীয় নেতারা আরও অনেক হয়েছেন বলে দাবি করেছিলেন। অবরুদ্ধ পুলিশকে সমর্থন করার জন্য গেন্ডারমেস এবং সামরিক বাহিনীকে পোর্ট-জেন্টিলে মোতায়েন করা হয়েছিল এবং তিন মাসেরও বেশি সময় ধরে কারফিউ কার্যকর ছিল।[১০]
২০১০ সালের জুন মাসে একটি আংশিক আইনসভা উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দলগুলির একটি নবগঠিত জোট ইউনিয়ন ন্যাশনাল (ইউএন) প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল। ইউএন মূলত পিডিজি দলত্যাগীদের নিয়ে গঠিত, যারা ওমর বঙ্গোর মৃত্যুর পরে দল ছেড়ে চলে যায়। পাঁচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের মধ্যে, পিডিজি তিনটি এবং ইউএন দুটি জিতেছিল; উভয় পক্ষই জয় দাবি করেছিল।[১০]
২০১৯ সালের জানুয়ারিতে, রাষ্ট্রপতি আলী বঙ্গোর বিরুদ্ধে সৈন্যদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল; অভ্যুত্থান শেষ পর্যন্ত ব্যর্থ হয়।[১১]
সরকার এবং রাজনীতি
সম্পাদনাগ্যাবন হল একটি প্রজাতন্ত্র যার ১৯৬১ সালের সংবিধানের অধীনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রয়েছে (১৯৭৫ সালে সংশোধিত, ১৯৯১ সালে পুনর্লিখিত এবং ২০০৩ সালে সংশোধিত)। রাষ্ট্রপতি সাত বছরের মেয়াদের জন্য সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন; ২০০৩ সালের একটি সাংবিধানিক সংশোধনী রাষ্ট্রপতির মেয়াদের সীমা অপসারণ করে এবং আজীবন রাষ্ট্রপতি পদের সুবিধা দেয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং স্বাধীন সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। রাষ্ট্রপতির অন্যান্য শক্তিশালী ক্ষমতাও রয়েছে, যেমন জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ক্ষমতা, জরুরি অবস্থা ঘোষণা, আইন প্রণয়নে বিলম্ব এবং গণভোট পরিচালনা করা।[১০]
গ্যাবনের একটি জাতীয় পরিষদ এবং সিনেট সহ একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। জাতীয় পরিষদে ১২০ জন ডেপুটি রয়েছেন যারা ৫ বছরের মেয়াদে জনপ্রিয়ভাবে নির্বাচিত হন। সিনেট ১০২ জন সদস্য নিয়ে গঠিত যারা পৌর পরিষদ ও আঞ্চলিক পরিষদ দ্বারা নির্বাচিত হয় এবং ৬ বছরের জন্য কাজ করে। ১৯৯০-১৯৯১ সালের সাংবিধানিক সংশোধনে সিনেট তৈরি করা হয়েছিল, যদিও ১৯৯৭ সালের স্থানীয় নির্বাচনের আগ পর্যন্ত এটি কার্যকর করা হয়নি। সিনেটের সভাপতি রাষ্ট্রপতির পরবর্তী অবস্থানে রয়েছেন।[১০]
গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও, ফ্রিডম ইন ওয়ার্ল্ডের প্রতিবেদনে গ্যাবনকে "মুক্ত নয়" হিসাবে তালিকাভুক্ত করেছে এবং ২০১৬ সালের নির্বাচন বিতর্কিত হয়েছে।
রাজনৈতিক সংস্কৃতি
সম্পাদনা১৯৯০ সালে, সরকার গ্যাবনের রাজনৈতিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। ১৯৯০ সালের মে মাসে মার্চ-এপ্রিলের জাতীয় রাজনৈতিক সম্মেলনের বহিঃপ্রকাশ হিসাবে একটি অন্তর্বর্তীকালীন সংবিধানের খসড়া তৈরি করা হয়েছিল এবং পরে একটি সাংবিধানিক কমিটি দ্বারা সংশোধন করা হয়েছিল। এর বিধানগুলির মধ্যে ছিল একটি পাশ্চাত্য-শৈলীর অধিকারের বিল, সেই অধিকারগুলির নিশ্চয়তা তত্ত্বাবধানের জন্য একটি জাতীয় গণতন্ত্র কাউন্সিল গঠন, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে একটি সরকারি উপদেষ্টা বোর্ড এবং একটি স্বাধীন বিচার বিভাগ গঠিত করা হয়।[১০]
জাতীয় পরিষদ, পিডিজি কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর, ১৯৯১ সালের মার্চ মাসে পরিষদের সর্বসম্মতিক্রমে সংবিধান গৃহীত হয়েছিল। বিরোধী দলগুলিকে আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করা না হওয়া সত্ত্বেও ১৯৯০-৯১ সালে বহুদলীয় আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তা সত্ত্বেও, নির্বাচনে প্রথম প্রতিনিধিত্বমূলক বহুদলীয় জাতীয় পরিষদ তৈরি হয়েছিল। ১৯৯১ সালের জানুয়ারিতে, পরিষদ সর্বসম্মত ভোটে বিরোধী দলগুলির বৈধকরণকে নিয়ন্ত্রণ করে একটি আইন পাস করেছিল।[১০]
১৯৯৩ সালে রাষ্ট্রপতি ওমর বঙ্গো পুনঃনির্বাচিত হওয়ার পর, একটি বিতর্কিত নির্বাচনে যেখানে মাত্র ৫১% ভোট পড়েছিল, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে ১৯৯৪ সালের প্যারিস সম্মেলন এবং চুক্তি হয়েছিল। এগুলো পরবর্তী নির্বাচনের জন্য একটি কাঠামো প্রদান করেছিল। স্থানীয় ও আইনসভা নির্বাচন ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত বিলম্বিত হয়েছিল। ১৯৯৭ সালে, সিনেট এবং উপরাষ্ট্রপতির পদ তৈরি করার পাশাপাশি রাষ্ট্রপতির মেয়াদ সাত বছর পর্যন্ত বাড়ানোর জন্য কয়েক বছর আগে পেশ করা সাংবিধানিক সংশোধনী গৃহীত হয়েছিল।[১০]
২০০৯ সালের অক্টোবরে, নবনির্বাচিত রাষ্ট্রপতি আলী বঙ্গো ওনডিম্বা সরকারকে সুশৃঙ্খল করার প্রচেষ্টা শুরু করেন। দুর্নীতি ও সরকারের স্ফীতি কমানোর প্রচেষ্টায় তিনি ১৭টি মন্ত্রী পর্যায়ের পদ বাতিল করেন, উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করেন এবং অসংখ্য মন্ত্রণালয়, ব্যুরো ও অধিদপ্তরের দফতর পুনর্গঠন করেন। ২০০৯ সালের নভেম্বরে, রাষ্ট্রপতি বোঙ্গো ওনডিম্বা গ্যাবনের আধুনিকীকরণের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি ঘোষণা করেন, যার নাম "গ্যাবন উত্থানশীল"। এই কর্মসূচিতে তিনটি স্তম্ভ রয়েছে: সবুজ গ্যাবন, পরিষেবা গ্যাবন এবং শিল্প গ্যাবন। গ্যাবন উত্থানশীলের লক্ষ্য হল অর্থনীতিতে বৈচিত্র্য আনা যাতে গ্যাবন পেট্রোলিয়ামের উপর কম নির্ভরশীল হয়, দুর্নীতি দূর করা যায় এবং কর্মশক্তিকে আধুনিক করা যায়। এই কর্মসূচির অধীনে কাঁচা কাঠের রপ্তানি নিষিদ্ধ, একটি সরকার-ব্যাপী আদমশুমারি অনুষ্ঠিত, একটি দীর্ঘ মধ্যাহ্ন বিরতি দূর করতে কাজের দিন পরিবর্তন এবং একটি জাতীয় তেল কোম্পানি তৈরি করা হয়েছিল।[১০]
অস্থায়ী ফলাফলে, ক্ষমতাসীন গ্যাবোনিজ ডেমোক্রেটিক পার্টি (পিডিজি) ১২০টি সংসদীয় আসনের মধ্যে ৮৪টিতে জয়ী হয়েছিল।
২০১১ সালের ২৫ জানুয়ারি, বিরোধী দলীয় নেতা আন্দ্রে ইম্বা ওবামে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার দাবি করে বলেছিলেন, যে দেশটি এমন একজনের দ্বারা পরিচালিত হওয়া উচিত যা জনগণ সত্যিই চেয়েছিল। তিনি তার সরকারের জন্য ১৯ জন মন্ত্রীকে বেছেও নিয়েছিলেন এবং পুরো দলটি আরও কয়েকশ জনের সাথে জাতিসংঘের সদর দফতরে রাত কাটিয়েছিল। ২৬শে জানুয়ারি, সরকার এমবা ওবামের দল ভেঙে দেয়। এউ চেয়ারম্যান জিন পিং বলেছেন যে, এমবা ওবামের পদক্ষেপ "বিধিসম্মত প্রতিষ্ঠানের অখণ্ডতাকে আঘাত করে এবং গ্যাবনের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকেও বিপন্ন করে।"[১২] স্বরাষ্ট্রমন্ত্রী জিন-ফ্রাঁসোয়া এনডংউ এমবা ওবামে এবং তার সমর্থকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিলেন।[১২] জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছিলেন যে তিনি ওনডিম্বাকে একমাত্র সরকারি গ্যাবোনীয় রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন।]
২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন খুব ঘনিষ্ঠ সরকারি ফলাফল নিয়ে বিতর্কিত ছিল। রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একটি নৃশংস দমন-পীড়নের মুখোমুখি হয় যা রাষ্ট্রপতির প্রহরী দ্বারা বিরোধী দলের সদর দফতরে কথিত বোমা হামলার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ থেকে ১০০ জন নাগরিক নিহত এবং ১,০০০ জনকে গ্রেফতার করা হয়েছিল।[১৩] আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কিছু জেলায় অস্বাভাবিকভাবে উচ্চ ভোটদানের খবর সহ অনিয়মের সমালোচনা করেছেন। দেশের সর্বোচ্চ আদালত কিছু সন্দেহভাজন এলাকাকে নিষ্কাশিত করেছিল কিন্তু ব্যালট নষ্ট হয়ে যাওয়ায় পূর্ণ গণনা সম্ভব হয়নি। ক্ষমতাসীন ওনডিম্বার পক্ষে নির্বাচন ঘোষণা করা হয়েছিল। ইউরোপীয় সংসদ নির্বাচনের অস্পষ্ট ফলাফলের নিন্দা জানিয়ে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে ২টি প্রস্তাব জারি করেছিল।[১৪]
বৈদেশিক সম্পর্ক
সম্পাদনাস্বাধীনতার পর থেকে, গ্যাবন একটি অ-সংহত নীতি অনুসরণ করেছে, আন্তর্জাতিক বিষয়ে সংলাপের পক্ষে এবং বিভক্ত দেশগুলির প্রতিটি পক্ষকে স্বীকৃতি দিয়েছে। আন্তঃ-আফ্রিকান বিষয়গুলিতে, গ্যাবন বিপ্লবের পরিবর্তে বিবর্তনের মাধ্যমে উন্নয়নকে সমর্থন করে এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীতের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময় ব্যবস্থা হিসাবে নিয়ন্ত্রিত ব্যক্তিগত উদ্যোগকে সমর্থন করে। গ্যাবন চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) এবং বুরুন্ডিতে মধ্যস্থতা প্রচেষ্টায় জড়িত থাকার মাধ্যমে মধ্য আফ্রিকার স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেছিল।
১৯৯৯ সালের ডিসেম্বরে, রাষ্ট্রপতি বঙ্গোর মধ্যস্থতার প্রচেষ্টার মাধ্যমে, কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) সরকার এবং সশস্ত্র বিদ্রোহের বেশিরভাগ নেতাদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রাষ্ট্রপতি বঙ্গো অব্যাহত ডি.আর.সি শান্তি প্রক্রিয়ার সাথেও জড়িত ছিলেন এবং আইভরি কোস্টের সংকটের মধ্যস্থতায় ভূমিকা রেখেছিলেন। গ্যাবোনীয় সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্রে সেন্ট্রাল আফ্রিকান ইকোনমিক অ্যান্ড মানিটারি কমিউনিটি (সিইএমসি) মিশনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল।
গ্যাবন জাতিসংঘ (ইউএন) এবং এর কিছু বিশেষায়িত এবং সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি বিশ্বব্যাংক; আইএমএফ; আফ্রিকান ইউনিয়ন (এইউ); সেন্ট্রাল আফ্রিকান কাস্টমস ইউনিয়ন/সেন্ট্রাল আফ্রিকান ইকোনমিক অ্যান্ড মনিটারি কমিউনিটি (ইউডিএসি/সিইএমসি); লোমে কনভেনশনের অধীনে ইইউ/এসিপি অ্যাসোসিয়েশন; কমিনাউতে ফিনান্সিয়েরে আফিকাইনে (সিএফএ); ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি); জোট নিরপেক্ষ আন্দোলন; এবং সেন্ট্রাল আফ্রিকান স্টেটসের অর্থনৈতিক সম্প্রদায় (ইসিসিএএস/সিইইএসি)-এর সদস্য। ১৯৯৫ সালে, গ্যাবন পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (ওপেক) থেকে নিজেকে প্রত্যাহার করেছিল, আবার ২০১৬ সালে পুনরায় যোগদান করে। গ্যাবন ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি অস্থায়ী আসনে নির্বাচিত হয়েছিল এবং ২০১০ সালের মার্চে আবর্তিত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিল।[১০]
সামরিক
সম্পাদনাগ্যাবনে প্রায় ৫,০০০ জন সদস্যের একটি ছোট, পেশাদার সামরিক বাহিনী রয়েছে, যা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, জেন্ডারমেরি এবং পুলিশ বাহিনীতে বিভক্ত। ১,৮০০ সদস্যের একটি রক্ষীবাহিনী রাষ্ট্রপতিকে নিরাপত্তা প্রদান করে।[১০]
প্রশাসনিক বিভাগ
সম্পাদনাগ্যাবন নয়টি প্রদেশে বিভক্ত, যা আরও ৫০টি বিভাগে বিভক্ত। রাষ্ট্রপতি প্রাদেশিক গভর্নর, বৈনয়িক এবং উপবৈনয়িকদের নিয়োগ করেন।[১০]
প্রদেশগুলি হল (বন্ধনীতে রাজধানী):
- এস্টুয়ায়ার (লিব্রেভিল)
- হাউট-ওগুই (ফ্রান্সভিল)
- মোয়েন-ওগুই (ল্যাম্বারেনে)
- এনগোউনিয়ে (মৌইলা)
- নায়াঙ্গা (চিবাঙ্গা)
- ওগুই-ইভিন্দো (মাকোকু)
- ওগুই-লোলো (কৌলামৌতু)
- ওগুই-মেরিটাইম (পোর্ট-জেন্টিল)
- ওলেউ-নটেম (ওয়েম)
ভূগোল
সম্পাদনাগ্যাবন মধ্য আফ্রিকার আটলান্টিক উপকূলে বিষুবরেখায় ৩°উত্তর এবং ৪°দক্ষিণ অক্ষাংশ এবং ৮° এবং ১৫°পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। গ্যাবনের ঘনবর্ষণ বনাঞ্চল নিয়ে সাধারণত একটি নিরক্ষীয় জলবায়ু রয়েছে, যার ৮৯.৩% ভূমি বনে পরিণত।[১৫]
তিনটি স্বতন্ত্র অঞ্চল রয়েছে: উপকূলীয় সমভূমি (২০ এবং ৩০০ কিমি [১০ এবং ১৯০ মা] এর মধ্যে সমুদ্রের তীর থেকে), পর্বত (লিব্রেভিলের উত্তর-পূর্বে ক্রিস্টাল পর্বতমালা, কেন্দ্রে চাইলু ম্যাসিফ) এবং পূর্বে সাভানা। উপকূলীয় সমভূমিগুলি বিশ্ব বন্যপ্রাণী তহবিলের আটলান্টিক নিরক্ষীয় উপকূলীয় বন ইকোরিজিয়নের একটি বৃহৎ অংশ গঠন করে এবং এতে মধ্য আফ্রিকার ম্যানগ্রোভের প্যাচ রয়েছে বিশেষ করে নিরক্ষীয় গিনির সীমান্তে মুনি নদীর মোহনায়।[১৬]
ভূতাত্ত্বিকভাবে, গ্যাবন প্রাথমিকভাবে প্রাচীন আর্কিয়ান এবং প্যালিওপ্রোটেরোজোইক আগ্নেয় এবং রূপান্তরিত বেসমেন্ট শিলা, কঙ্গো ক্র্যাটনের স্থিতিশীল মহাদেশীয় ভূত্বকের অন্তর্গত, যা অত্যন্ত পুরানো মহাদেশীয় ভূত্বকের একটি অবশিষ্টাংশ। কিছু গঠন দুই বিলিয়ন বছরেরও বেশি পুরানো। প্রাচীন শিলা এককগুলি সামুদ্রিক কার্বনেট, ল্যাকস্ট্রাইন ও মহাদেশীয় পাললিক শিলা এবং সেইসাথে অসংহত পলল ও মৃত্তিকা দ্বারা আবৃত রয়েছে যা কোয়াটারনারির শেষ ২.৫ মিলিয়ন বছরে গঠিত হয়েছিল। অতিমহাদেশ প্যানজিয়ার বিচ্ছিন্ন হওয়ার ফলে ফাটল অববাহিকা তৈরি হয়েছিল যা পলিতে ভরা এবং হাইড্রোকার্বন গঠন করেছে যা বর্তমানে গ্যাবোনিজ অর্থনীতির মূল পাথর।[১৭] গ্যাবন ওকলো চুল্লি অঞ্চলের জন্য উল্লেখযোগ্য, পৃথিবীর একমাত্র পরিচিত প্রাকৃতিক পারমাণবিক বিদারণ চুল্লি যা দুই বিলিয়ন বছর আগে সক্রিয় ছিল। ফরাসি পারমাণবিক শক্তি শিল্পে সরবরাহ করার জন্য ১৯৭০-এর দশকে ইউরেনিয়াম খনিতে কাজের সময় স্থানটি আবিষ্কৃত হয়েছিল।
গ্যাবনের বৃহত্তম নদী হল ওগুই যা ১,২০০ কিলোমিটার (৭৫০ মা) দীর্ঘ। গ্যাবনের তিনটি কার্স্ট এলাকা রয়েছে যেখানে ডলোমাইট এবং চুনাপাথরের শিলাগুলির মধ্যে শত শত গুহা রয়েছে। কিছু গুহার মধ্যে রয়েছে গ্রোটে ডু লাস্টোরসভিল, গ্রোটে ডু লেবাম্বা, গ্রোটে ডু বোঙ্গোলো এবং গ্রোটে ডু কেসিপুগু। অনেক গুহা এখনো অনুসন্ধান করা হয়নি। ২০০৮ সালের গ্রীষ্মে একটি ন্যাশনাল জিওগ্রাফিক অভিযানে সেগুলোক নথিভুক্ত করার জন্য গুহাগুলি পরিদর্শন করেছিল।[১৮]
গ্যাবন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টার জন্যও বিখ্যাত। ২০০২ সালে, রাষ্ট্রপতি ওমর বঙ্গো ওনডিম্বা দেশের ভূখণ্ডের প্রায় ১০%-কে এর জাতীয় উদ্যান ব্যবস্থার অংশ হিসাবে মনোনীত করেছিলেন (মোট ১৩টি পার্ক সহ), যা বিশ্বের প্রকৃতি পার্কল্যান্ডের বৃহত্তম অনুপাতগুলির মধ্যে অন্যতম। ন্যাশনাল এজেন্সি ফর ন্যাশনাল পার্ক গ্যাবনের জাতীয় উদ্যান ব্যবস্থা পরিচালনা করে। ২০১৮ সালে বনের প্রাকৃতিক ভূদৃশ্য অখণ্ডতা সূচকে গ্যাবনের গড় স্কোর ছিল ৯.০৭/১০, এটি ১৭২টি দেশের মধ্যে বিশ্বব্যাপী ৯ম স্থানে রয়েছে।[১৯]
প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, সোনা, ইউরেনিয়াম এবং বন।
অর্থনীতি
সম্পাদনাগ্যাবনের অর্থনীতিতে তেলের আধিপত্য রয়েছে। তেল রাজস্ব সরকারের বাজেটের প্রায় ৪৬%, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৩% এবং রপ্তানির ৮১%।
১৯৯৭ সালে প্রতিদিন ৩৭০,০০০ ব্যারেলের উচ্চ বিন্দু থেকে তেল উৎপাদন বর্তমানে দ্রুত হ্রাস পাচ্ছে। কিছু অনুমান ইঙ্গিত দেয় যে, গ্যাবোনীয় তেল ২০২৫ সালের মধ্যে ব্যয় করা হবে। তেলের আয় কমে যাওয়া সত্ত্বেও, তেল-পরবর্তী পরিস্থিতির জন্য পরিকল্পনা বর্তমানে শুরু হচ্ছে।[১০] গ্রোন্ডিন অয়েল ফিল্ড ১৯৭১ সালে ৪০ কিমি (২৫ মা) উপকূলে ৫০ মি (১৬০ ফু) পানির গভীরতায় আবিষ্কৃত হয় এবং মাস্ট্রিচিয়ান যুগের বাটাঙ্গা বেলেপাথর থেকে উৎপন্ন হয়ে একটি অ্যান্টিলাইন লবণ কাঠামোগত ফাঁদ তৈরি করে যা প্রায় ২ কিমি (১.২ মা) গভীর।[২০]
উল্লেখযোগ্য তেল রাজস্বের বছর থেকে গ্যাবোনীয় সরকারি খরচ দক্ষতার সাথে ব্যয় করা হয়নি। ট্রান্স-গ্যাবন রেলওয়েতে অতিরিক্ত ব্যয়, ১৯৯৪ সালের সিএফএ ফ্রাঙ্কের অবমূল্যায়ন, এবং তেলের কম দামের সময়কালের কারণে গুরুতর ঋণ সমস্যা তৈরি হয়েছিল যেগুলোতে এখনও দেশটি জর্জরিত।[১০]
গ্যাবন প্যারিস ক্লাব ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণ এবং রাজস্ব ব্যবস্থাপনার জন্য সামান্য খ্যাতি অর্জন করেছে। আইএমএফ মিশন অফ-বাজেট আইটেমগুলিতে (ভাল এবং খারাপ বছরগুলিতে) অতিরিক্ত ব্যয় করা, কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া ও বেসরকারীকরণ এবং প্রশাসনিক সংস্কারের সময়সূচীতে স্খলনের জন্য ক্রমাগত সরকারের সমালোচনা করেছে। যাইহোক, ২০০৫ সালের সেপ্টেম্বরে গ্যাবন সফলভাবে আইএমএফ এর সাথে ১৫ মাসের স্ট্যান্ড-বাই ব্যবস্থা সম্পন্ন করেছিল। ২০০৭ সালের মে মাসে আইএমএফ-এর সাথে আরেকটি ৩ বছরের স্ট্যান্ড-বাই ব্যবস্থা অনুমোদিত হয়েছিল। রাষ্ট্রপতি ওমর বঙ্গোর মৃত্যু ও নির্বাচনকে ঘিরে আর্থিক সংকট এবং সামাজিক উন্নয়নের কারণে গ্যাবন ২০০৯ সালে স্ট্যান্ড-বাই ব্যবস্থার অধীনে এর অর্থনৈতিক লক্ষ্যগুলি পূরণ করতে পারেনি। আইএমএফের সঙ্গে আলোচনা চলমান ছিল।[১০]
গ্যাবনের তেল রাজস্ব এই অঞ্চলের জন্য এটিকে অস্বাভাবিকভাবে বেশি ৮,৬০০ মার্কিন ডলারের মাথাপিছু জিডিপি দিয়েছে।
তবে, একটি তির্যক আয় বণ্টন এবং দুর্বল সামাজিক সূচকগুলি স্পষ্ট।[২১] জনসংখ্যার সবচেয়ে ধনী ২০% লোক আয়ের ৯০% এর বেশি উপার্জন করে যদিও গ্যাবোনীয় জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ দারিদ্র্যের মধ্যে বসবাস করে।[১০]
অর্থনীতি নিষ্কাশনের উপর অত্যন্ত নির্ভরশীল, তবে প্রাথমিক উপকরণ প্রচুর রয়েছে। তেল আবিষ্কারের আগে লগিং গ্যাবোনীয় অর্থনীতির স্তম্ভ ছিল। বর্তমানে লগিং এবং ম্যাঙ্গানিজ খনন পরবর্তী-সবচেয়ে গুরুত্বপূর্ণ আয় উৎপাদকে রূপ নিয়েছে। সাম্প্রতিক অনুসন্ধানগুলি বিশ্বের বৃহত্তম অপ্রয়োগিত লৌহ আকরিক স্তরের উপস্থিতির পরামর্শ দেয়। নিষ্কাশন শিল্পে কর্মসংস্থানের সুযোগ ছাড়াই গ্রামীণ এলাকায় বসবাসকারী অনেকের জন্য শহুরে এলাকার পরিবারের সদস্যদের কাছ থেকে পাঠানো রেমিট্যান্স বা জীবিকা নির্বাহের কার্যক্রমে আয়ের জোগান দেয়।[১০]
বিদেশী এবং স্থানীয় পর্যবেক্ষকরা গ্যাবোনীয় অর্থনীতিতে বৈচিত্র্যের অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিভিন্ন কারণ এখন পর্যন্ত নতুন শিল্পের বিকাশকে সীমিত করেছে:
- বাজার ছোট, প্রায় এক মিলিয়ন
- ফ্রান্স থেকে আমদানির উপর নির্ভরশীল
- আঞ্চলিক বাজারে পুঁজি করতে অক্ষম
- গ্যাবোনীয়দের মধ্যে উদ্যোক্তা উদ্দীপনা সবসময় থাকে না
- তেলের "ভাড়া" একটি মোটামুটি নিয়মিত প্রবাহ, এমনকি যদি এটি হ্রাস পায়
কৃষি বা পর্যটন খাতে আরও বিনিয়োগ দুর্বল অবকাঠামোর কারণে জটিল হয়ে পড়েছে। ক্ষুদ্র প্রক্রিয়াজাতকরণ এবং পরিষেবা খাত যেগুলি বিদ্যমান রয়েছে সেগুলি মূলত কয়েকজন বিশিষ্ট স্থানীয় বিনিয়োগকারীর দ্বারা প্রভাবিত।[১০]
বিশ্বব্যাংক এবং আইএমএফের অনুরোধে, সরকার ১৯৯০-এর দশকে এর রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলির বেসরকারীকরণ ও সরকারি খাতের কর্মসংস্থান এবং বেতন বৃদ্ধি সহ প্রশাসনিক সংস্কারের একটি কর্মসূচি শুরু করেছিল, কিন্তু অগ্রগতি ধীর ছিল। নতুন সরকার দেশের একটি অর্থনৈতিক রূপান্তরের দিকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।[১০]
জনসংখ্যা
সম্পাদনাবছর | মিলিয়ন |
---|---|
১৯৫০ | ০.৫ |
২০০০ | ১.২ |
২০১৮ | 2.1 |
গ্যাবনের জনসংখ্যা প্রায় ২.১ মিলিয়ন।[২][৩] [২২] ঐতিহাসিক এবং পরিবেশগত কারণে ১৯০০ ও ১৯৪০ সালের মধ্যে গ্যাবনের জনসংখ্যা হ্রাস পেয়েছিল। গ্যাবনে আফ্রিকার যেকোনো দেশের চেয়ে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম,[১০] এবং সাব-সাহারান আফ্রিকার মানব উন্নয়ন সূচকে চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে।[২৩]
জাতিগোষ্ঠী
সম্পাদনাপ্রায় সব গ্যাবোনীয় বান্টু বংশোদ্ভূত। গ্যাবনে বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি নিয়ে অন্তত চল্লিশটি জাতিগত গোষ্ঠী রয়েছে।[১০] যাদের মধ্যে রয়েছে ফ্যাং, মাইনে, পুনু-ইচিরা, এনজেবি - আদুমা, টেকে-মবেতে, মেম্বে, কোটা, আকেল।[২৪] এছাড়াও বিভিন্ন আদিবাসী পিগমি জাতি রয়েছে: বঙ্গো এবং বাকা।[১০] পরেরটি গ্যাবনে একমাত্র অ-বান্টু ভাষায় কথা বলে। প্রায় ২,০০০ জন দ্বৈত নাগরিক সহ ১০,০০০ জনেরও বেশি স্থানীয় ফরাসিরা গ্যাবনে বসবাস করে।[১০]
আফ্রিকার অন্য জায়গার তুলনায় গ্যাবনে জাতিগত সীমানা কম তীব্রভাবে টানা হয়েছে। বেশিরভাগ জাতিসত্তা গ্যাবন জুড়ে ছড়িয়ে রয়েছে, যার ফলে গোষ্ঠীগুলির মধ্যে ক্রমাগত যোগাযোগ ও মিথস্ক্রিয়া হয় এবং কোনও জাতিগত উত্তেজনা নেই। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হল আন্তঃবিবাহ অত্যন্ত সাধারণ এবং প্রত্যেক গ্যাবোনীয় ব্যক্তি রক্তের মাধ্যমে বিভিন্ন উপজাতির সাথে যুক্ত রয়েছে। প্রকৃতপক্ষে, আন্তঃবিবাহের প্রায়ই প্রয়োজন হয় কারণ অনেক উপজাতির মধ্যে একই গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল কারণ এটি অজাচার হিসাবে বিবেচিত হয়। এর কারণ হল এই উপজাতিগুলি একটি নির্দিষ্ট পূর্বপুরুষের বংশধরদের নিয়ে গঠিত, এবং সেইজন্য উপজাতির সব সদস্য একে অপরের নিকটাত্মীয় হিসাবে বিবেচিত হয়। ফরাসি ভাষা এর প্রাক্তন ঔপনিবেশিক শাসকের একটি ঐক্যবদ্ধ শক্তি। গ্যাবন ডেমোক্র্যাটিক পার্টি (পিডিজি) এর ঐতিহাসিক আধিপত্য বিভিন্ন জাতিসত্তা এবং স্থানীয় স্বার্থকে একটি বৃহত্তর সমগ্রের মধ্যে একত্রিত করার জন্য কাজ করেছে।
জনসংখ্যা কেন্দ্র
সম্পাদনাক্রম | শহর | জনসংখ্যা | প্রদেশ | |
---|---|---|---|---|
২০০৩ সালের আদমশুমারি[২৫] | ২০১৩ সালের আদমশুমারি[২৫] | |||
১. | লিব্রেভিল | ৫৩৮,১৯৫ | ৭০৩,৯৪০ | এস্টুয়ায়ার |
২. | পোর্ট-জেন্টিল | ১০৫,৭১২ | ১৩৬,৪৬২ | ওগুই-মেরিটাইম |
৩. | ফ্রান্সভিল | ১০৩,৮৪০ | ১১০,৫৬৮ | হাউত-ওগুই |
৪. | ওভেন্ডো | ৫১,৬৬১ | ৭৯,৩০০ | এস্টুয়ায়ার |
৫. | ওয়েম | ৩৫,২৪১ | ৬০,৬৮৫ | ওউলেউ-এনতেম |
৬. | মোয়ান্ডা | ৪২,৭০৩ | ৫৯,১৫৪ | হাউত-ওগুই |
৭. | এনতাউম | ১২,৭১১ | ৫১,৯৫৪ | এস্টুয়ায়ার |
৮. | ল্যাম্বারেনে | ২৪,৮৮৩ | ৩৮,৭৭৫ | ময়েন-ওগুই |
৯. | মৌইলা | ২১,৭০৪ | ৩৬,০৬১ | এনগোউনি |
১০. | আকন্দ | - | ৩৪,৫৪৮ | আকন্দ |
ভাষা
সম্পাদনাফরাসি দেশটির একমাত্র সরকারি ভাষা। এটি ধারণা করা হয়েছে যে, গ্যাবনের জনসংখ্যার ৮০% ফরাসি বলতে পারে, এবং লিব্রেভিলের বাসিন্দাদের ৩০% এই ভাষার স্থানীয় ভাষাভাষী। জাতীয়ভাবে, গ্যাবনের লোকেরা তাদের জাতিগত গোষ্ঠী অনুসারে তাদের বিভিন্ন মাতৃভাষায় কথা বলে।
২০১৩ সালের আদমশুমারিতে দেখা গেছে যে গ্যাবনের জনসংখ্যার মাত্র ৬৩.৭% একটি গ্যাবোনীয় ভাষায় কথা বলতে পারে, গ্রামীণ এলাকায় ৮৬.৩% এবং শহরাঞ্চলে ৬০.৫% অন্তত একটি জাতীয় ভাষায় কথা বলে।[২৬]
২০১২ সালের অক্টোবরে, অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল দে লা ফ্রাঙ্কোফোনির ১৪তম শীর্ষ সম্মেলনের ঠিক আগে, দেশটি আফ্রিকান দেশে দুর্নীতির বিষয়ে ফ্রান্সের তদন্তের প্রতিক্রিয়ায় ইংরেজিকে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছিল,[২৭] যদিও একজন সরকারি মুখপাত্র জোর দিয়েছিলেন যে, এটি কেবল ব্যবহারিক কারণে ছিল।[২৮] পরে এটি স্পষ্ট করা হয়েছিল যে দেশটি বিদ্যালয়গুলোতে প্রথম বিদেশী ভাষা হিসাবে ইংরেজি চালু করতে চেয়েছিল, যখন ফরাসি ভাষাকে শিক্ষার সাধারণ মাধ্যম এবং একমাত্র সরকারি ভাষা হিসাবে রাখা হয়েছিল।
ধর্ম
সম্পাদনাগ্যাবনে প্রচলিত প্রধান ধর্মের মধ্যে রয়েছে খ্রিস্টান ধর্ম (রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টবাদ), বিউইটি, ইসলাম এবং আদিবাসী অ্যানিমিস্টিক ধর্ম।[২৯] অনেক ব্যক্তি খ্রিস্টধর্ম এবং ঐতিহ্যগত আদিবাসী ধর্মীয় বিশ্বাস উভয়ের উপাদানের অনুশীলন করে।[২৯] প্রায় ৭৩ শতাংশ বাসিন্দা খ্রিস্টধর্মের কমপক্ষে কিছু উপাদান অনুশীলন করে, যার মধ্যে সমন্বয়বাদী বিউইটি অন্তর্ভুক্ত রয়েছে; ১২ শতাংশ ইসলাম ধর্ম পালন করে; ১০ শতাংশ শুধু ঐতিহ্যগত আদিবাসী ধর্মীয় বিশ্বাস অনুশীলন করে; আর ৫ শতাংশ ধর্ম পালন করে না বা নাস্তিক।[২৯] ট্যাবু এবং জাদুর একটি প্রাণবন্ত বর্ণনা শোয়েটজার দ্বারা প্রদান করা হয়েছে।[৩০]
স্বাস্থ্য
সম্পাদনাগ্যাবনের বেশিরভাগ স্বাস্থ্যসেবা সরকারি, তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে সর্বাধিক পরিচিত হল ১৯১৩ সালে অ্যালবার্ট শোয়েটজার দ্বারা ল্যাম্বারেনেতে প্রতিষ্ঠিত হাসপাতাল। গ্যাবনের চিকিৎসা পরিকাঠামোকে পশ্চিম আফ্রিকার অন্যতম সেরা[কার মতে?] হিসাবে বিবেচনা করা হয়।] ১৯৮৫ সালের মধ্যে ২৮টি হাসপাতাল, ৮৭টি চিকিৎসা কেন্দ্র এবং ৩১২টি ইনফার্মারি ও ঔষধালয় ছিল।২০০৪-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], প্রতি ১০০,০০০ জন লোকের মধ্যে প্রায় ২৯ জন চিকিৎসক ছিলেন এবং জনসংখ্যার প্রায় ৯০% স্বাস্থ্যসেবা পরিষেবায় প্রবেশ করেছিল।
২০০০ সালে, জনসংখ্যার ৭০% নিরাপদ পানি এবং ২১% পর্যাপ্ত স্যানিটেশন ছিল। একটি ব্যাপক সরকারি স্বাস্থ্য কর্মসূচি কুষ্ঠ, ঘুমের অসুস্থতা, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, অন্ত্রের কৃমি এবং যক্ষ্মার মতো রোগের চিকিৎসা করে। এক বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার হার ছিল যক্ষ্মা রোগের জন্য ৯৭% এবং পোলিওর জন্য ৬৫%। ডিপিটি এবং হামের জন্য টিকা দেওয়ার হার ছিল যথাক্রমে ৩৭% এবং ৫৬%। গ্যাবনে লিব্রেভিলের একটি কারখানা থেকে ওষুধের অভ্যন্তরীণ সরবরাহ রয়েছে।
মোট উর্বরতার হার ১৯৬০ সালে ৫.৮ থেকে ২০০০ সালে সন্তানপ্রসবের সময় মা প্রতি ৪.২ জন শিশুতে হ্রাস পেয়েছে। জন্মের ১০ শতাংশই ছিল কম ওজনের। ১৯৯৮ সালের হিসাবে প্রতি ১০০,০০০ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ছিল ৫২০। ২০০৫ সালে, শিশু মৃত্যুর হার প্রতি ১,০০০ জন জীবিত জন্মে ৫৫.৩৫ এবং আয়ু ছিল ৫৫.০২ বছর। ২০০২ সালের হিসাবে, সামগ্রিক মৃত্যুর হার প্রতি ১,০০০ জন বাসিন্দার মধ্যে ১৭.৬ জন ছিল বলে ধারণা করা হয়েছিল।
ধারণা করা হয় এইচআইভি/এইডসের প্রাদুর্ভাব প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫.২% (১৫-৪৯ বছর বয়সী)।[৩১] ২০০৯-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], প্রায় ৪৬,০০০ মানুষ এইচআইভি/এইডস নিয়ে বসবাস করছিল।[৩২] ২০০৯ সালে এইডসে প্রায় ২,৪০০ জনের মৃত্যু হয়েছিল - যা ২০০৩ সালে ৩,০০০ মৃত্যুর চেয়ে কম ছিল।[৩৩]
শিক্ষা
সম্পাদনাগ্যাবনের শিক্ষা ব্যবস্থা দুটি মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়: শিক্ষা মন্ত্রণালয়, সর্বশেষ বিদ্যালয় শ্রেণির মাধ্যমে প্রাক-কিন্ডারগার্টেনের দায়িত্ব এবং উচ্চ শিক্ষা ও উদ্ভাবনী প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষা এবং পেশাদার বিদ্যালয়ের দায়িত্ব।
শিক্ষা আইনের অধীনে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। গ্যাবনের বেশিরভাগ শিশু নার্সারি বা "ক্রেচে" অংশ নিয়ে তাদের বিদ্যালয় জীবন শুরু করে, তারপর কিন্ডারগার্টেন যা "জার্ডিন ডি'এনফ্যান্টস" নামে পরিচিত। ছয় বছর বয়সে, তারা প্রাথমিক বিদ্যালয় "ইকোলে প্রাইমারি"-তে ভর্তি হয় যা ছয়টি শ্রেণি নিয়ে গঠিত। পরবর্তী স্তরটি হল "ইকোলে সেকেন্ডারি", যা সাতটি শ্রেণি নিয়ে গঠিত। পরিকল্পিত স্নাতক বয়স ১৯ বছর। যারা স্নাতক শেষ করে তারা প্রকৌশল বিদ্যালয় বা ব্যবসায় বিদ্যালয় সহ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারে। ২০১২ সালের হিসাবে গ্যাবনে, ১৫ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার সাক্ষরতার হার ছিল ৮২%।[৩৪]
সরকার বিদ্যালয় নির্মাণ, শিক্ষকদের বেতন প্রদান এবং গ্রামীণ এলাকায় সহ শিক্ষার প্রচারের জন্য তেলের রাজস্ব ব্যবহার করেছে। তবে বিদ্যালয়ের কাঠামোর রক্ষণাবেক্ষণের পাশাপাশি শিক্ষকদের বেতনও কমেছে। ২০০২ সালে স্থূল প্রাথমিক তালিকাভুক্তির হার ছিল ১৩২ শতাংশ এবং ২০০০ সালে নিট প্রাথমিক তালিকাভুক্তির হার ছিল ৭৮ শতাংশ। স্থূল এবং নেট তালিকাভুক্তির অনুপাত প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত শিক্ষার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে এবং তাই প্রকৃত বিদ্যালয়ে উপস্থিতি প্রতিফলিত করে না। ২০০১ সালের হিসাবে, প্রাথমিক বিদ্যালয় শুরু করা ৬৯ শতাংশ শিশু পঞ্চম শ্রেণিতে পৌঁছানোর সম্ভাবনা ছিল। শিক্ষাব্যবস্থার সমস্যাগুলির মধ্যে রয়েছে দুর্বল ব্যবস্থাপনা ও পরিকল্পনা, তদারকির অভাব, দুর্বল যোগ্যতাসম্পন্ন শিক্ষক এবং জনাকীর্ণ শ্রেণীকক্ষ।[৩৫]
সংস্কৃতি
সম্পাদনাএকবিংশ শতাব্দীতে সাক্ষরতার বিস্তার না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে মৌখিক ঐতিহ্যের সাথে একটি দেশ গ্যাবন লোককাহিনী এবং পৌরাণিক কাহিনীতে সমৃদ্ধ। "রাকোনটিয়ারা" বর্তমানে ঐতিহ্যগুলিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে যেমন ফ্যাংদের মধ্যে মভেট এবং এনজেবিদের মধ্যে ইংওয়ালা।
গ্যাবনে আন্তর্জাতিকভাবে সুপ্রসিদ্ধ মুখোশও রয়েছে, যেমন এন'গোলটাং (ফ্যাং) এবং কোটা -এর স্মৃতিচিহ্নের আধারের পরিসংখ্যান। প্রতিটি গ্রুপের নিজস্ব মাস্ক রয়েছে যা বিভিন্ন কারণে ব্যবহৃত হয়।এগুলি বেশিরভাগ ঐতিহ্যবাহী অনুষ্ঠান যেমন বিবাহ, জন্ম এবং অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যবহৃত হয়।ঐতিহ্যবাদীরা প্রধানত বিরল স্থানীয় কাঠ এবং অন্যান্য মূল্যবান উপকরণ নিয়ে কাজ করে।
সঙ্গীত
সম্পাদনাগণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং ক্যামেরুনের মতো আঞ্চলিক অতিকায়দের তুলনায় গ্যাবোনীয় সঙ্গীত কম পরিচিত। দেশটিতে গর্ব করার মতো লোক শৈলীর বিন্যাস রয়েছে, সেইসাথে গ্যাবোনীয় গায়িকা ও বিখ্যাত সরাসরি পারফর্মার পেশেন্স দাবানি এবং অ্যানি-ফ্লোর ব্যাচিলিলিসের মতো পপ তারকারাও রয়েছেন। এছাড়াও পরিচিত গিটারবাদকদের মধ্যে রয়েছেন জর্জেস ওয়েন্ডজে, লা রোজ এমবাডু ও সিলভাইন আভারা এবং গায়ক অলিভার এন'গোমা।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে আমদানি করা রক এবং হিপ হপ গ্যাবনে জনপ্রিয়, যেমন রুম্বা, মাকোসা এবং সুকাস। গ্যাবোনোয় লোক যন্ত্রের মধ্যে রয়েছে ওবালা, এনগোম্বি, বালাফোন এবং ঐতিহ্যবাহী ড্রাম।
গণমাধ্যম
সম্পাদনারেডিও-ডিফিউশন টেলিভিশন গ্যাবোনাইস (আরটিজি), যা সরকারের মালিকানাধীন এবং পরিচালিত, ফরাসি এবং আদিবাসী ভাষায় সম্প্রচারিত হয়। প্রধান শহরগুলিতে রঙিন টেলিভিশন সম্প্রচার চালু করা হয়েছে। ১৯৮১ সালে একটি বাণিজ্যিক রেডিও স্টেশন আফ্রিকা নাম্বার ১-এর কার্যক্রম শুরু হয়েছিল। এটি মহাদেশের সবচেয়ে শক্তিশালী রেডিও স্টেশন, এতে ফরাসি ও গ্যাবোনীয় সরকার এবং বেসরকারী ইউরোপীয় গণমাধ্যমের অংশগ্রহণ রয়েছে।
২০০৪ সালে, সরকার দুটি রেডিও স্টেশন পরিচালনা করেছিল এবং অন্য সাতটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল। এছাড়াও দুটি সরকারি এবং চারটি বেসরকারি মালিকানাধীন টেলিভিশন স্টেশন ছিল। ২০০৩ সালে, প্রতি ১,০০০ জনের জন্য প্রায় ৪৮৮টি রেডিও এবং ৩০৮টি টেলিভিশন সেট ছিল। প্রতি ১,০০০ জনের মধ্যে প্রায় ১১.৫ জন ক্যাবল গ্রাহক ছিলেন। এছাড়াও ২০০৩ সালে, প্রতি ১,০০০ জনের মধ্যে ২২.৪ জনের ব্যক্তিগত কম্পিউটার ছিল এবং প্রতি ১,০০০ জনের মধ্যে ২৬ জনের ইন্টারনেটে প্রবেশ ছিল। জাতীয় মুদ্রণ পরিষেবা হল গ্যাবোনিজ প্রেস এজেন্সি যা একটি দৈনিক পত্রিকা গ্যাবন-মাতিন প্রকাশ করে (২০০২ সালের হিসাবে সংখ্যা)।
২০০২ সালে সরকার নিয়ন্ত্রিত দৈনিক সংবাদপত্র লিব্রভিলের এল'ইউনিয়ন-এর দৈনিক প্রচার সংখ্যা ছিল ৪০,০০০। সাপ্তাহিক গ্যাবন ডি'অজুর্ধুই যোগাযোগ মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত হয়। প্রায় নয়টি ব্যক্তিগত মালিকানাধীন সাময়িকী রয়েছে যা হয় স্বাধীন বা রাজনৈতিক দলগুলির সাথে যুক্ত। এগুলি অল্প সংখ্যায় প্রকাশিত হয় এবং প্রায়ই আর্থিক সীমাবদ্ধতার কারণে বিলম্বিত হয়। গ্যাবনের সংবিধান বাকস্বাধীনতা ও স্বাধীন প্রেস প্রদান করেছে এবং সরকার এই অধিকারগুলিকে সমর্থন করে। বেশ কিছু সাময়িকী সক্রিয়ভাবে সরকারের সমালোচনা করে এবং বিদেশী প্রকাশনা ব্যাপকভাবে পাওয়া যায়।
রন্ধনপ্রণালী
সম্পাদনাগ্যাবোনীয় রন্ধনপ্রণালী ফরাসি রন্ধনপ্রণালী দ্বারা প্রভাবিত, তবে প্রধান খাবারও পাওয়া যায়।[৩৬]
খেলাধুলা
সম্পাদনাগ্যাবন জাতীয় ফুটবল দল ১৯৬২ সাল থেকে দেশের প্রতিনিধিত্ব[৩৭] করে আসছে।অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ২০১১ সালের সিএএফ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশীপ জিতেছিল এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিল। গ্যাবন নিরক্ষীয় গিনির সাথে ২০১২ সালের আফ্রিকা কাপ অব নেশনস এর যৌথ আয়োজক ছিল,[৩৮] এবং প্রতিযোগিতার ২০১৭ সালের টুর্নামেন্টের একমাত্র আয়োজক ছিল।[৩৯] বার্সেলোনার স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং গ্যাবন জাতীয় দলের হয়ে খেলেন।
গ্যাবন জাতীয় বাস্কেটবল দল, যার ডাকনাম লেস প্যান্থারেস,[৪০] আফ্রোবাস্কেট ২০১৫-এ এর সর্বকালের সেরা পারফরম্যান্সে ৮ম স্থান অর্জন করেছিল।
গ্যাবন ১৯৭২ সাল থেকে বেশিরভাগ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। দেশের একমাত্র অলিম্পিক পদকজয়ী হলেন অ্যান্থনি ওবাম, যিনি লন্ডনে অনুষ্ঠিত ২০১২ অলিম্পিকে তায়কোয়ান্দোতে রৌপ্য পদক জিতেছিলেন।[৪১]
গ্যাবনে চমৎকার বিনোদনমূলক মাছ ধরার ব্যবস্থা রয়েছে এবং এটি আটলান্টিক টারপন ধরার জন্য বিশ্বের সেরা স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।[৪২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Religions in Gabon | PEW-GRF"। Globalreligiousfutures.org। ২০১৮-০১-১৯। ২০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৪।
- ↑ ক খ গ ""World Population prospects – Population division""। population.un.org। United Nations Department of Economic and Social Affairs, Population Division। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৯।
- ↑ ক খ গ ""Overall total population" – World Population Prospects: The 2019 Revision" (xslx)। population.un.org (custom data acquired via website)। United Nations Department of Economic and Social Affairs, Population Division। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৯।
- ↑ ক খ গ ঘ "Report for Selected Countries and Subjects"। IMF.org। International Monetary Fund। ১৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯।
- ↑ "GINI index (World Bank estimate)"। data.worldbank.org। World Bank। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯।
- ↑ Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (পিডিএফ)। United Nations Development Programme। ১৫ ডিসেম্বর ২০২০। পৃষ্ঠা 343–346। আইএসবিএন 978-92-1-126442-5। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "নির্বাচন বাতিল করে গ্যাবনের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী"। একাত্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩০।
- ↑ "Gabon country profile"। BBC News। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ২৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Gabon" (English ভাষায়)। Archontology। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ Background note: Gabon ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুন ২০১৯ তারিখে .
- ↑ "Soldiers in Gabon try to seize power in failed coup attempt"। Bnonews.com। ৭ জানুয়ারি ২০১৯। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ Goma, Yves Laurent (২৬ জানুয়ারি ২০১১)। "Gabon opposition leader declares himself president"। Winston-Salem Journal। Associated Press। ১৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১১।
- ↑ "'Between 50 and 100 killed' in Gabon election violence, presidential challenger tells FRANCE 24 - France 24"। France 24 (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৬। ৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৮।
- ↑ "Motion for a resolution on Gabon, repression of the opposition - B8-0526/2017"। Europarl.europa.eu (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৮।
- ↑ "Global Forest Resources Assessment 2015 website"। FAO। ১০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ Dinerstein, Eric; Olson, David (২০১৭)। "An Ecoregion-Based Approach to Protecting Half the Terrestrial Realm": 534–545। আইএসএসএন 0006-3568। ডিওআই:10.1093/biosci/bix014 । পিএমআইডি 28608869। পিএমসি 5451287 ।
- ↑ Schluter, Thomas (২০০৬)। Geological Atlas of Africa। Springer। পৃষ্ঠা 110–112।
- ↑ "Expedition website"। ২০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০০৮।
- ↑ Grantham, H. S.; Duncan, A. (২০২০)। "Anthropogenic modification of forests means only 40% of remaining forests have high ecosystem integrity - Supplementary Material": 5978। আইএসএসএন 2041-1723। ডিওআই:10.1038/s41467-020-19493-3 । পিএমআইডি 33293507
|pmid=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। পিএমসি 7723057|pmc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। - ↑ Vidal, J., "Geology of Grondin Field, 1980", in Giant Oil and Gas Fields of the Decade: 1968–1978, AAPG Memoir 30, Halbouty, M.T., editor, Tulsa: American Association of Petroleum Geologists, আইএসবিএন ০৮৯১৮১৩০৬৩, pp. 577–590
- ↑ "The World Factbook"। Cia.gov। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৬।
- ↑ "Gabon"। U.S. Department of State। ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- ↑ "2018 Human Development Report"। United Nations Development Programme। ২০১৮। ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Gabon - The World Factbook"। www.cia.gov। ১৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২১।
- ↑ ক খ "Gabon: Provinces, Cities & Urban Places - Population Statistics in Maps and Charts"। Citypopulation.de। ২৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "Résultats Globaux du Recensement Général de la Population et des Logements de 2013 du Gabon (RGPL-2013)" (পিডিএফ)। Direction Générale des Statistiques du Gabon। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২০।
- ↑ Duval Smith, Alex (৯ অক্টোবর ২০১২)। "Frosty relations with Hollande see Gabon break the French connection"। The Independent। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১২।
- ↑ "Gabon to introduce English as second official language"। Xinhua। অক্টোবর ৩, ২০১২। ১৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১২।
- ↑ ক খ গ International Religious Freedom Report 2007: Gabon ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ জানুয়ারি ২০২০ তারিখে .
- ↑ Schweitzer, Albert. 1958.
- ↑ "COUNTRY COMPARISON :: HIV/AIDS – ADULT PREVALENCE RATE"। CIA World Factbook। ৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১২।
- ↑ "COUNTRY COMPARISON :: HIV/AIDS – PEOPLE LIVING WITH HIV/AIDS"। CIA World Factbook। ২১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১২।
- ↑ "COUNTRY COMPARISON :: HIV/AIDS – DEATHS"। CIA World Factbook। ২১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১২।
- ↑ "Literacy rate, adult total (% of people ages 15 and above) | Data"। data.worldbank.org। ২২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Gabon". 2005 Findings on the Worst Forms of Child Labor ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ডিসেম্বর ২০০৬ তারিখে.
- ↑ Foster, Dean (2002).
- ↑ "Gabon: Gabon Fédération Gabonaise de Football"। Fifa.com। FIFA। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "Gabon will host the 2012 Africa Cup of Nations final"। BBC Sport। BBC। ২৯ জানুয়ারি ২০১০। ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "Gabon named hosts of AFCON 201"। Cafonline.com। CAF। ৮ এপ্রিল ২০১৫। ৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- ↑ Afrobasket 2015 : Les Panthères en mise au vert en Serbie ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুন ২০১৬ তারিখে, GABON Review, 19 August 2015. Retrieved 12 August 2016. (ফরাসি ভাষায়)
- ↑ "History-making Obame rues inexperience"। ১৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Olander, Doug। "World's Best Tarpon Fishing Spots"। sportfishingmag.com। Sport Fishing Magazine। ২১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Ghazvinian, John (২০০৮)। Untapped: The Scramble for Africa's Oil। Orlando: Harcourt। আইএসবিএন 978-0-15-101138-4।
- Rich, Jeremy (২০০৭)। A Workman Is Worthy of His Meat: Food and Colonialism in the Gabon Estuary। Lincoln: University of Nebraska Press। আইএসবিএন 978-0-8032-0741-7।
- Shaxson, Nicholas (২০০৭)। Poisoned Wells: The Dirty Politics of African Oil। New York: Palgrave Macmillan। আইএসবিএন 978-1-4039-7194-4।
- Warne, Sophie (২০০৩)। Bradt Travel Guide: Gabon and São Tomé and Príncipe। Guilford, CT: Chalfont St. Peter। আইএসবিএন 1-84162-073-4।
- Yates, Douglas A. (১৯৯৬)। The Rentier State in Africa: Oil Rent Dependency and Neo-colonialism in the Republic of Gabon। Trenton, NJ: Africa World Press। আইএসবিএন 0-86543-520-0।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- গ্যাবন। ওয়ার্ল্ড ফ্যাক্টবুক. কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- কার্লিতে গ্যাবন (ইংরেজি)
- বিবিসি সংবাদ থেকে গ্যাবন
- উইকিমিডিয়া অ্যাটলাসে গ্যাবন
- ইন্টারন্যাশনাল ফিউচার থেকে গ্যাবনের জন্য মূল উন্নয়ন পূর্বাভাস
- সাধারণ পরিসংখ্যান ও অর্থনৈতিক স্টাডিজ অধিদপ্তর থেকে ২০০৯ সালের প্রতিবেদন (পিডিএফ)