কিশোরগঞ্জ জেলা
কিশোরগঞ্জ জেলা আয়তনে ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের সর্বাধিক উত্তর-পূর্বে অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের 'এ' শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত।[২] কিশোরগঞ্জ জেলার পরিচিতি বাক্য হলো “উজান-ভাটির মিলিত ধারা, নদী-হাওর মাছে ভরা”।[৩] এটি ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। হাওর অঞ্চলের জন্য এই জেলা বিখ্যাত।
কিশোরগঞ্জ | |
---|---|
জেলা | |
নীতিবাক্য: উজান-ভাটির মিলিত ধারা, নদী-হাওর মাছে ভরা | |
বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৫′০.০১২″ উত্তর ৯০°৫৭′০.০০০″ পূর্ব / ২৪.৪১৬৬৭০০০° উত্তর ৯০.৯৫০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
আয়তন | |
• মোট | ২,৬৮৯ বর্গকিমি (১,০৩৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২২)[১] | |
• মোট | ৩২,৬৭,৬৩০ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৩৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
পোস্ট কোড | ২৩০০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাকিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনোও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে বত্রিশ এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন; এ গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা 'কিশোরগঞ্জ'-এর উৎপত্তি হয়। একাদশ ও দ্বাদশ শতকে পাল, বর্মণ ও সেন শাসকরা এ অঞ্চলে রাজত্ব করে। তাদের পর ছোট ছোট স্বাধীন গোত্র কোচ, হাজং, গারো এবং রাজবংশীরা এখানে বসবাস করে। ১৪৯১ সালে ময়মনসিংহের অধিকাংশ অঞ্চল ফিরোজ শাহ-এর অধীনে থাকলেও কিশোরগঞ্জ সেই মুসলিম শাসনের বাইরে রয়ে যায়। পরবর্তীতে মুঘল সম্রাট আকবরের সময়কালে বেশিরভাগ অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে থাকলেও জঙ্গলবাড়ি ও এগারসিন্দুর কোচ ও অহম শাসকদের অধীনে রয়ে যায়। ১৫৩৮ সালে এগারসিন্দুরের অহম শাসক মুঘলদের কাছে ও ১৫৮০ সালে জঙ্গলবাড়ির কোচ শাসক ঈসা খাঁর কাছে পরাজিত হয়। ১৫৮০ সালে বার ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁ এগারসিন্দুরে আকবরের সেনাপতি মান সিংহকে পরাজিত করেন। ঈসা খাঁর মৃত্যুর পর জঙ্গলবাড়ি ও এগারসিন্দুর তার পুত্র মুসা খাঁর অধীনে আসে কিন্তু ১৫৯৯ সালে তিনি মুঘলদের কাছে পরাজিত হন।
অবস্থান ও আয়তন
সম্পাদনাকিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় ২,৬৮৯ বর্গ কিলোমিটার। এই আয়তনে ১৩টি উপজেলা রয়েছে। এই জেলার উত্তরে নেত্রকোণা জেলা ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা।
প্রশাসনিক এলাকাসমূহ
সম্পাদনাকিশোরগঞ্জ জেলায় ১৩টি উপজেলা, ৮টি পৌরসভা এবং ১০৮টি ইউনিয়ন রয়েছে।
উপজেলা সমূহ | পৌরসভা সমূহ | ইউনিয়ন সমূহ |
---|---|---|
কটিয়াদী পৌরসভা | ||
করিমগঞ্জ পৌরসভা | ||
কিশোরগঞ্জ পৌরসভা | ||
কুলিয়ারচর পৌরসভা | ||
পাকুন্দিয়া পৌরসভা | ||
বাজিতপুর পৌরসভা | ||
ভৈরব পৌরসভা | ||
হোসেনপুর পৌরসভা |
অর্থনীতি
সম্পাদনাকিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভরশীল। যেমন: হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের মাছের চাহিদার অধিকাংশই পূরণ করে। তাছাড়া, কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপাদিত হয়ে থাকে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এখানে প্রচুর মৎস্য এবং পোল্ট্রি খামার রয়েছে। বেশ কিছু ছোট বড় কলকারখানা রয়েছে। এছাড়া ভৈরব এর জুতা শিল্প দেশের অন্যতম বৃহৎ শিল্পখাত।
চিত্তাকর্ষক স্থান
সম্পাদনাজঙ্গলবাড়ি দুর্গ ছিল বারো ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁর দ্বিতীয় রাজধানী। এটি কিশোরগঞ্জ শহর থেকে ৬ কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত। দুর্গের ভিতরে ঈসা খাঁ কয়েকটি স্থাপনা গড়ে তোলেন। ১৮৯৭ সালে ভুমিকম্পে দুর্গের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এগারসিন্দুর দুর্গ পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে অবস্থিত। গ্রামটি ব্রহ্মপুত্র নদীর পূর্ব তীরে অবস্থিত। ইতিহাসবেত্তা আবুল ফজল রচিত আকবরনামা গ্রন্থে এই গ্রামের নাম উল্লেখ রয়েছে। এটি ছিল অহম শাসকদের রাজধানী। ১৫৩৮ সালে মুঘলরা অহমদের পরাজিত করে এ অঞ্চল দখল করে। এখানেই ১৫৮০ সালে বার ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁ মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহকে পরাজিত করে।
কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব প্রান্তে প্রায় ৬.৬১ একর জমিতে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছর এ ময়দানে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ইয়েমেন থেকে আগত শোলাকিয়া 'সাহেব বাড়ির' পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে ১৮২৮ সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন।[৪][৫][৬] ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই। অনেকের মতে, মোনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে 'সোয়া লাখ' কথাটি ব্যবহার করেন। আরেক মতে, সেদিনের জামাতে ১ লাখ ২৫ হাজার (অর্থাৎ সোয়া লাখ) লোক জমায়েত হয়। ফলে এর নাম হয় 'সোয়া লাখি'। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি চালু হয়ে যায়।[৫] আবার কেউ কেউ বলেন, মোগল আমলে এখানে অবস্থিত পরগনার রাজস্বের পরিমাণ ছিল সোয়া লাখ টাকা। উচ্চারণের বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়ালাখিয়া, সেখান থেকে শোলাকিয়া। পরবর্তিতে ১৯৫০ সালে স্থানীয় দেওয়ান মান্নান দাদ খাঁ এই ময়দানকে অতিরিক্ত ৪.৩৫ একর জমি দান করেন।[৭]
পাগলা মসজিদ পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত।১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ্ স্টেট মসজিদটি পরিচালনা করছে। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে, ঈসা খান-র আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিল কদর পাগলা নামক একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মত হয়। জিল কদর পাগলার নামানুসারে মসজিদটি ‘পাগলা মসজিদ’ হিসেবে পরিচিতি পায়। অপর জনশ্রুতি অনুসারে, তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের ‘পাগলা বিবি’র নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়।
শহীদী মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত আধুনিক স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন “শহীদী মসজিদ”। মসজিদটির নাম ‘শহীদী মসজিদ” এ নামকরণ নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের অন্ত নেই। মূল শহরের প্রাণকেন্দ্রে মসজিদটির অবস্থান। শহীদী মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এটি অত্যন্ত আকর্ষণীয়। মসজিদটিকে আধুনিকরূপে নির্মাণের ক্ষেত্রে যিনি অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি হলেন হযরত মাওলানা আতাহার আলী (রহঃ)। মাওলানা আতাহার আলী পুরান থানার এ মসজিদে আসেন ১৯৩৮ সালে। মসজিদের নির্মাণ সমাপ্তির পর তিনি ১৩৬৪ বাংলা সনের ৮ই কার্তিক মসজিদের দক্ষিণ-পূর্ব কোণে এক অভূতপূর্ব বিশাল সুউচ্চ পাঁচতলা মিনারের ভিত্তি স্থাপন করেন। এরপরই মসজিদটি ঐতিহাসিক মসজিদে রূপান্তরিত হয় এবং নামকরণ করা হয় “শহীদী মসজিদ” নামে।
চন্দ্রাবতীর শিবমন্দির ষোড়শ শতাব্দীতে নির্মিত প্রথম বাঙালি মহিলা কবি স্মৃতিবিজরিত শিবমন্দির। এটি কিশোরগঞ্জ শহর থেকে ৬ কিলোমিটার দূরে মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে ফুলেশ্বরী নদীর তীরে অবস্থিত।
দিল্লীর আখড়া
দিল্লীর আখড়া মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে নির্মিত। এটি মিঠামইন উপজেলায় অবস্থিত।
এক গম্বুজবিশিষ্ট প্রায় ৩৫০ বছরের পুরনো ঐতিহাসিক আওরঙ্গজেব মসজিদটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের শালংকায় অবস্থিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে এটি নির্মাণ করা হয়েছে বলে এর নাম তৎকালীন সম্রাটের নামানুসারেই রাখা হয়েছে।
মানব বাবুর বাড়ি
মানব বাবুর বাড়ি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামে অবস্থিত। ১৯০৪ সালে জমিদারির পত্তন হলে ব্রিটিশ জেপি ওয়াইজের কাছ থেকে জমিদারি কিনে নেন গাঙ্গাটিয়ার ভূপতিনাথ চক্রবর্তী। সেখানেই তিনি এই বাড়িটি নির্মাণ করেন।
সড়কপথে ভৈরব ও আশুগঞ্জের মধ্যে অবাধ যোগাযোগের জন্য মেঘনা নদীর উপর নির্মিত নান্দনিক এক সেতুর নাম সৈয়দ নজরুল ইসলাম সেতু। ১৯৯৯ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০০২ সালে শেষ হয়। ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত ১.২ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৯.৬০ মিটার প্রস্থ বিশিষ্ট এই সেতুটিতে ৭টি ১১০ মিটার স্প্যান এবং ২টি ৭৯.৫ মিটার স্প্যান রয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্ব নাম ছিল বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু, যা ২০১০ সালে পরিবর্তন করা হয়। যদিও স্থানীয়দের কাছে সেতুটি ভৈরব ব্রিজ নামে অধিক পরিচিত।
সৈয়দ নজরুল ইসলাম সেতু বা ভৈরব ব্রীজের ঠিক পাশেই রয়েছে ১৯৩৭ সালে নির্মিত রাজা ৬ষ্ঠ জর্জ রেল সেতু, যার অন্য নাম হাবিলদার আব্দুল হালিম রেলসেতু। বর্তমানে জর্জ রেল সেতুর পাশে আরো একটি নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীর তীরে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমণ ঘটে। নদী তীরকে তাই নানান প্রাকৃতিক উপকরণে সাজানো হয়েছে। ফলে প্রাকৃতিক পরিবেশে মুক্ত হাওয়ায় সময় কাটানোর জন্য সৈয়দ নজরুল ইসলাম সেতু বিপুল জনপ্রিয় এক স্থানে পরিণত হয়েছে।
তালজাঙ্গা জমিদার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। তালজাঙ্গা জমিদার বাড়িটি প্রায় একশ বছর আগে জমিদার বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত হয়। জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজ চন্দ্র রায়। যিনি ছিলেন শিক্ষিত জমিদার, তখনকার সময়ের এম. এ. বি. এল. ডিগ্রিপ্রাপ্ত উকিল ছিলেন। তিনি ১৯১৪ সালে জমিদারি প্রতিষ্ঠা করার পর প্রায় ৩৩ বছর পর্যন্ত অর্থাৎ ১৯৪৭ সাল পর্যন্ত জমিদারি করেন। তার জমিদারি শেষ হয় তার মৃত্যুর মধ্য দিয়ে। তারপর এই জমিদার বাড়ির জমিদার হন তার ছেলে মহিম চন্দ্র রায়। মহিম চন্দ্র রায়ও বাবার মত ছিলেন শিক্ষিত এবং এম.এ.বি.এল ডিগ্রিপ্রাপ্ত একজন উকিল। তিনি কলকাতা থেকে ডিগ্রী নেওয়ার পর ময়মনসিংহ জজ কোর্টে আইন ব্যবসা শুরু করেন এবং সেখানকার সভাপতিও ছিলেন।
নিকলীর বেড়িবাঁধ
নিকলী হাওর কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। পানিতে দ্বীপের মত ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মত ছোট জলাবন ও খাওয়ার জন্যে হাওরের তরতাজা নানা মাছ। সম্প্রতি বাংলাদেশ সরকার এটিকে টুরিস্টস্পট হিসেবে ঘোষণা দিয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
নদ-নদী
সম্পাদনা- পুরাতন ব্রহ্মপুত্র
- মেঘনা
- কালনী
- ধনু
- নরসুন্দা
- ঘোড়াউত্রা
- বাউলাই নদী
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের সড়ক পথে দূরত্ব ৯৫ কিলোমিটার ও রেলপথে কিশোরগঞ্জের দূরত্ব ১৩৫ কিলোমিটার।[৮] সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়। স্থানীয় প্রশাসন আরএইচডি, এলজিইডি ও পৌরসভা সকল রাস্তা তদারকি করে থাকে।
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনা- আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ
- কটিয়াদী সরকারি কলেজ
- কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ
- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
- কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়
- কুলিয়ারচর সরকারি কলেজ
- গুরুদয়াল সরকারি কলেজ
- জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
- বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ
- বাজিতপুর সরকারি কলেজ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
- তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ
- পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ
- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ
- পাকুন্দিয়া সরকারি কলেজ
- হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা
- সরকারি হাজী আসমত কলেজ
- শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
- সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ
- রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ
- করিমগঞ্জ সরকারি কলেজ
গণমাধ্যম
সম্পাদনাদৈনিক
- দৈনিক আজকের দেশ
- দৈনিক আমার বাংলাদেশ
- গৃহকোণ
- ভাটির দর্পণ
- প্রাত্যহিক চিত্র
- কিশোরগঞ্জ নিউজ
- পাকুন্দিয়া প্রতিদিন
সাপ্তাহিক
সম্পাদনা- আর্যগৌরব (১৯০৪)
- কিশোরগঞ্জ বার্তাবাহ (১৯২৪)
- আখতার (উর্দু, ১৯২৬)
- কিশোরগঞ্জ বার্তা (১৯৪৬)
- প্রতিভা (১৯৫২)
- নতুন পত্র (১৯৬২)
পাক্ষিক
সম্পাদনা- নরসুন্দা (১৯৮১)
- গ্রামবাংলা (১৯৮৫)
- সৃষ্টি (১৯৮৬)
- সকাল (১৯৮৮)
- সূচনা (১৯৯০)
- কিশোরগঞ্জ পরিক্রমা (১৯৯১)
- মনিহার (১৯৯১)
- কিশোরগঞ্জ প্রবাহ (১৯৯৩)
- বিবরণী (কুলিয়ারচর, ১৯৯৩)
মাসিক
সম্পাদনা- জীবনপত্র (২০১৮)
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- সত্যজিৎ রায় - অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক।
- সুকুমার রায় - কবি, গল্প লেখক ও নাট্যকার।
- ঈসা খান - বাংলার স্বাধীন শাসক।
- সৈয়দ আশরাফুল ইসলাম - আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী
- সৈয়দ নজরুল ইসলাম - জাতীয় চার নেতার একজন এবং বঙ্গবন্ধুর অবর্তমানে দেশের প্রথম রাষ্ট্রপতি
- সিতারা বেগম, বীর প্রতীক
- শাহ আবদুল হান্নান- অধ্যাপক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, শিল্পোদ্যোক্তা এবং সমাজ সেবী।
- দেবব্রত বিশ্বাস - রবীন্দ্র সঙ্গীতশিল্পী।
- জয়নুল আবেদীন - বাঙালি চিত্রশিল্পী
- আবদুল হামিদ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
- জিল্লুর রহমান - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
- ইলিয়াস কাঞ্চন - চলচ্চিত্র অভিনেতা।
- আনন্দমোহন বসু - ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।
- এটিএম হায়দার - বিখ্যাত ক্রাক প্লাটুন তৈরির কারিগর এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার।
- অমিতাভ রেজা চৌধুরি - চলচ্চিত্র পরিচালক
- নীরদচন্দ্র চৌধুরী - বিশ্ববিখ্যাত বাঙালি স্কলার এবং নেতাজি সুভাষের ব্যক্তিগত সচিব
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী - লেখক, চিত্রশিল্পী।
- আবদুল মোনেম খান - পৃ্র্ব পাকিস্তানের গভর্নর।
- নাজমুল হাসান পাপন - রাজনীতিবিদ, সবেকবিসিবি প্রধান, ও সাবেক সংসদ সদস্য।
- শাফায়াত জামিল - সাবেক সেনা কর্মকর্তা, বীরবিক্রম।
- মির্জা আব্বাস - ঢাকার মেয়র ও বিএনপির সাবেক মন্ত্রী।
- এ এফ এম আবদুল আলীম চৌধুরী- চিকিৎসক এবং বুদ্ধিজীবী।
- ত্রৈলোক্যনাথ চক্রবর্তী - নেতাজি সুভাষ চন্দ্র বসুর সহযোদ্ধা।
- সারদারঞ্জন রায় - ভারতীয় উপমহাদেশে ক্রিকেট খেলা সূচনার অগ্রদূত।
- চুনী গোস্বামী - ভারতীয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
- মুসা খান- ঈসাখার পুত্র ও বারো ভূঁইয়ার অন্যতম
- আতিকুর রহমান মিশু - ফুটবলার।
- আনন্দকিশোর মজুমদার
- আব্দুর রউফ
- আবু বকর ছিদ্দিক: সাবেক সংসদ সদস্য।
- এম এ মতিন - বীর প্রতীক।
- মাজহারুল ইসলাম হিমেল - ফুটবলার।
- মুহিউদ্দীন খান — বাংলা সীরাত সাহিত্যের জনক।
- জাকিয়া নূর লিপি - সবেক সংসদ সদস্য, রাজনিতিবিদ।
- বিজয়া রায়
- মোহাম্মদ ইদ্রিস মিয়া - বীর প্রতীক।
- মোনায়েম খান রাজু - ফুটবলার
- সন্দীপ রায়
- সুখলতা রাও
- মোহাম্মদ সাইদুজ্জামান - সাবেক অর্থমন্ত্রী।
- পুণ্যলতা চক্রবর্তী
- নলিনী দাশ
- কফিল আহমেদ
- সিরাজুল ইসলাম
- কৃষ্ণ ধর
- আছিয়া আলম
- ইফ্ফাত আরা
- খায়রুল জাহান - বীর প্রতীক।
- হাবিবুল ইসলাম ভূঁইয়া - সাবেক আইনমন্ত্রী।
- হারুন-উর রশিদ
- মোহাম্মদ নাজিম উদ্দিন
- দেবব্রত বড়ুয়া পাল-ক্রিকেট খেলোয়াড়।
- লিলু মিয়া:বীর বিক্রম
- সৈয়দ শাফায়েতুল ইসলাম
- ফারহিনা আহমেদ - সচিব।
- মোহাম্মদ সাইদুর রহমান - প্রখ্যাত সাংবাদিক।
- মোহাম্মদ সেলিম
- মাসুম খান
- বিপুল ভট্টাচার্য - কণ্ঠশিল্পী।
- আতহার আলী - ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
- এবিএম জাহিদুল হক - সাবেক সাংসদ ও মন্ত্রী
- দ্বিজ বংশী দাস - মনসামঙ্গলের কবি।
- চন্দ্রাবতী - প্রথম বাঙালি মহিলা কবি।
- কেদারনাথ মজুমদার - বিশিষ্ট ইতিহাসবিদ।
- মোহিনীশঙ্কর রায়
- ফরীদ উদ্দীন মাসঊদ - ইসলামিক পন্ডিত।
- মোহনকিশোর নমোদাস - ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- মনির উদ্দীন ইউসুফ - বিখ্যাত ফার্সীগ্রন্থ শাহনামা অনুবাদক।
- আবদুল মুবীন - সাবেক সেনাপ্রধান জেনারেল।
- সঞ্জীবচন্দ্র রায়
- ফরহাদ আহম্মেদ কাঞ্চন - রাজনীতিবিদ।
- ইনাসুল ফতেহ - জাদুশিল্পী।
- এ কে এম খালেকুজ্জামান
- মুহিব খান - সাহিত্যিক ও ইসলামী পন্ডিত
- এ কে এম শামসুল হক - সাবেক সাংসদ, একুশে পদকপ্রাপ্ত।
- আইনুন নিশাত - শিক্ষাবিদ।
- আবু আহমদ ফজলুল করিম - সাবেক রাজনীতিবিদ ও চিকিৎসক।
- ইমদাদুল হক
- দিলারা বেগম
- মানু মজুমদার - রাজনীতিবিদ।
- খন্দকার মফিজুর রহমান
- নীহাররঞ্জন রায় - ইতিহাসবেত্তা।
- আবুল ফতেহ - কূটনৈতিক ও রাজনীতিবিদ।
- জহুরুল ইসলাম - শিল্প উদ্যোক্তা।
- আইভি রহমান - সংরক্ষিত আসনের সাংসদ।
- আবুল কাসেম ফজলুল হক - সাহিত্যিক।
- ওসমান গণি - বাংলাদেশী শিক্ষাবিদ ও বিজ্ঞানী।
- মিজানুল হক - সাবেক সাংসদ।
- হাবিবুর রহমান দয়াল
- হারুন-অর-রশিদ
- এম এ কুদ্দুস
- আনিসুজ্জামান খোকন - সাবেক সাংসদ।
- বজলুল করিম ফালু - সাবেক সাংসদ।
- ওসমান ফারুক - সাবেক শিক্ষামন্ত্রী।
- মুজিবুল হক চুন্নু - সাংসদ ও সাবেক মন্ত্রী।
- শামীম আরা নিপা
- রিজিয়া পারভীন - কণ্ঠশিল্পী।
- মোঃ মোজাম্মেল হোসেন - প্রাক্তন প্রধান বিচারপতি।
- রেবতী মোহন বর্মণ - সমাজতান্ত্রিক বিপ্লবী।
- আবু তাহের মোহাম্মদ হায়দার - বীর উত্তম।
- নূর মোহাম্মদ - সাংসদ ও সাবেক আইজিপি।
- গোলাম মুসাব্বির রাকিব - সংগীতশিল্পী।
- শাহ আব্দুল হান্নান - লেখক ও ইসলামী পন্ডিত।
- মোশাররফ হোসেন রুবেল - সাবেক ক্রিকেটার।
- শেখ রহমান - বাংলাদেশী মার্কিনী রাজনীতিবিদ।
- কৃষ্ণা দেবনাথ - বিচারক।
- এম এ মান্নান - সাবেক সাংসদ।
- মোহাম্মদ নুরুজ্জামান
- আব্দুল লতিফ ভূঁইয়া
- বিপ্লব কুমার সরকার - বাংলাদেশী পুলিশ কর্মকর্তা।
- আলমগীর হোসেন
- মনজুর আহমদ বাচ্চু -
- হামিদুজ্জামান খান
- কবির উদ্দিন আহমেদ - রাজনীতি।
- মজিবুর রহমান
- মাসুদ হিলালী - রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
- মঞ্জুর আহমেদ বাচ্চু মিয়া - রাজনীতিবিদ।
- হেমেন্দ্রনাথ মজুমদার
- লীলা মজুমদার - বিখ্যাত বাঙালি লেখিকা।
- মোহাম্মদ আরিফুল ইসলাম
- আতাউর রহমান খান - সাবেক সাংসদ।
- আতাউস সামাদ - একুশে পদক প্রাপ্ত সাংবাদিক।
- শফিকুল ইসলাম
- শাহনাজ
- খান বাহাদুর আবদুল করিম - সাবেক শিক্ষামন্ত্রী।
- আবিদ আজাদ - কবি ও লেখক।
- আবিদ আনোয়ার - সাহিত্যিক।
- রাহাত খান - লেখক ও সাংবাদিক।
- আলাউদ্দিন আহম্মদ - সাবেক সাংসদ।
- মুহাম্মদ গোলাম তাওয়াব - সাবেক বিমান বাহিনীর প্রধান।
- আসাদুজ্জামান খান - সাবেক মন্ত্রী।
- আখতারুজ্জামান মেজর অব - সাবেক সাংসদ।
- জীবন রহমান
- মোহাম্মদ নূরুজ্জামান
- আবু আহমদ ফজলুল করিম
- আবদুর রউফ খান
- সৈয়দ-উজ-জামান - সাবেক মন্ত্রী।
- এইচ বি এম ইকবাল - সাবেক সাংসদ।
- লুৎফা তাহের - সংরক্ষিত আসনের সাংসদ।
- লুৎফর রহমান বিশ্বাস
- জাকিয়া পারভীন খানম - সংরক্ষিত আসনের সাংসদ।
- রাশিদা হামিদ
- শ্যামলী নাসরিন চৌধুরী - একুশে পদকপ্রাপ্ত।
- ফজলুর রহমান - সাবেক সংসদ সদস্য।
- আফজাল হোসেন - সবেক সংসদ সদস্য।
- বদরুল আরেফীন - সিনিয়র সচিব।
- আমির উদ্দিন আহমেদ - রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
- মো. আব্দুল কাদির
- সায়মন সাদিক অভিনেতা
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কিশোরগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪।
- ↑ "জেলাগুলোর শ্রেণি হালনাগাদ করেছে সরকার"। বাংলানিউজ২৪। ১৭ আগস্ট ২০২০। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "'জীবন-জীবিকা খাইয়া ফালাইছে করোনা'"। দৈনিক প্রথম আলো। ২০২১-০৭-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০।
- ↑ দৈনিক আজকের খবর[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "সরকারি ওয়েবসাইট"। ১০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।
- ↑ "ময়মনসিংহ জেলায় ইসলাম, লেখকঃ মোঃ আবদুল করিম, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠাঃ ১২৫-১২৮"। ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।
- ↑ দৈনিক বাংলাদেশ প্রতিদিন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঢাকা-কিশোরগঞ্জে প্রথম এসি বাস চালু"। Barta24 (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪।