কিয়ামত
ইসলামে পরকালীন বিশ্বাস
কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো। এটি আরবি শব্দ কিয়াম থেকে আগত যার অর্থ উঠা, দাঁড়ানো ইত্যাদি (ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে)। ইসলামী আকিদা অনুসারে, ইসরাফিল (আ.) শিঙ্গায় ফুৎকার দিলে কিয়ামত হবে, অর্থাৎ বিশ্বজগৎ ধ্বংস হবে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সথেই আকাশ ফেটে যাবে, তারকাসমূহ খসে পড়বে, পাহাড়-পর্বত ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তুলার মত উড়তে থাকবে। আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা ছাড়া সকল মানুষ ও জীব-জন্তু বেহুঁশ হয়ে যাবে, আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে,সমস্ত পাহাড় পর্বত ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হবে। শুধু মাত্র মুমিন মুত্তাকিরা মসজিদে অবস্থান করবেন। ইসরাফিল (আ.) শিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টজীবের আর্বিভাব হয়েছিল, তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |