কানুরি /kəˈnri/[] আফ্রিকা মহাদেশের প্রধান ভাষাগুলির একটি। এটি নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন, চাদ ইত্যাদি দেশগুলি মিলিয়ে প্রায় ৪ মিলিয়ন জনগণেরর মুখের ভাষা। লিবিয়াসুদানেরও খুব স্বল্প সংখ্যক জনগণ এই ভাষায় কথা বলে।

কানুরি
দেশোদ্ভবনাইজেরিয়া, নাইজার, চাদ, ক্যামেরুন
অঞ্চলচাদ হ্রদ
জাতিকানুরি (য়েরওয়া কানুরি ইত্যাদি), কানেম্বু
মাতৃভাষী
(১৯৮৫–২০০৬ অনুযায়ী ৪.২ মিলিয়ন)[]
নীলো-সাহারিয়
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১kr
আইএসও ৬৩৯-২kau
আইএসও ৬৩৯-৩kauসমেত কোড
পৃথক কোডসমূহ:
knc – মধ্য কানুরি
kby – মাংগা কানুরি
krt – টুমারি কানুরি
bms – বিল্মা কানুরি
kbl – কানেম্বু
গ্লোটোলগkanu1279[]
লিঙ্গুয়াস্ফেরা02-AAA-a ( Kanembu 02-AAA-b)
কানুরি ভাষার পাঁচটি উপভাষার প্রধনত ব্যাবহারিক অঞ্চলের মানচিত্র
  • BMS কানুরি, বিলমা
  • KNC কানুরি, মধ্য
  • KBY কানুরি, মাঙ্গা
  • KRT কানুরি, টোমাং
  • KBL কানেম্বু

ভৌগোলিক বিস্তার

সম্পাদনা

নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুনচাদ

লিখন পদ্ধতি

সম্পাদনা

কানুরি ভাষা আরবি লিপিআজমি লিপিতে লিখা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এথ্‌নোলগে কানুরি (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে মধ্য কানুরি (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে মাংগা কানুরি (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে টুমারি কানুরি (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে বিল্মা কানুরি (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে কানেম্বু (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Kanuri"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  3. Laurie Bauer, 2007, The Linguistics Student’s Handbook, Edinburgh