কাজাখস্তান জাতীয় ফুটবল দল

কাজাখস্তান জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কাজাখস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের

কাজাখস্তান জাতীয় ফুটবল দল (ইংরেজি: Kazakhstan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কাজাখস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কাজাখস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কাজাখ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ২০০২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১লা জুন তারিখে, কাজাখস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে কাজাখস্তান তুর্কমেনিস্তানকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

কাজাখস্তান
দলের লোগো
ডাকনামবাজপাখি
অ্যাসোসিয়েশনকাজাখ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচতালগাত বায়সুফিনভ
অধিনায়কগাফুরঝান সুয়ুম্বায়েভ
সর্বাধিক ম্যাচসামাত স্মাকভ (৭৬)
শীর্ষ গোলদাতারুসলান বালতিয়েভ (১৩)
মাঠআস্তানা এরিনা
ফিফা কোডKAZ
ওয়েবসাইটkff.kz/kk
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১০০ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৮৩ (সেপ্টেম্বর ২০১৬)
সর্বনিম্ন১৬৬ (মে ১৯৯৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৮৬ বৃদ্ধি ২০ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৭০ (অক্টোবর ১৯৯৭)
সর্বনিম্ন১৩৬ (সেপ্টেম্বর ২০০৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কাজাখস্তান ১–০ তুর্কমেনিস্তান 
(আলমাটি, কাজাখস্তান; ১ জুন ১৯৯২)
বৃহত্তম জয়
 পাকিস্তান ০–৭ কাজাখস্তান 
(লাহোর, পাকিস্তান; ১১ জুন ১৯৯৭)
বৃহত্তম পরাজয়
 কাজাখস্তান ০–৬ তুরস্ক 
(আলমাটি, কাজাখস্তান; ৮ জুন ২০০৫)
 রাশিয়া ৬–০ কাজাখস্তান 
(মস্কো, রাশিয়া; ২৩ মে ২০০৮)
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (২০০০-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০০)

৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আস্তানা এরিনায় বাজপাখি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তালগাত বায়সুফিনভ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাইরাতের রক্ষণভাগের খেলোয়াড় গাফুরঝান সুয়ুম্বায়েভ

কাজাখস্তান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও কাজাখস্তান এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

সামাত স্মাকভ, রুসলান বালতিয়েভ, নুর্বল ঝুমাস্কালিয়েভ, বাকতিয়ার জায়নুতদিনভ এবং গাফুরঝান সুয়ুম্বায়েভের মতো খেলোয়াড়গণ কাজাখস্তানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কাজাখস্তান তাদের সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৮৩তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৬৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কাজাখস্তানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৭০তম (যা তারা ১৯৯৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩৬। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৯৮     কিরগিজস্তান ১২২৪.১৪
৯৯     ফিলিস্তিন ১২১৭.৬
১০০     কাজাখস্তান ১২১৫.১৬
১০১     কসোভো ১২০২.৭৭
১০২     ভারত ১২০০.৮
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৮৪   ২৬   বসনিয়া ও হার্জেগোভিনা ১৪৮৫
৮৫   ১৪   দক্ষিণ আফ্রিকা ১৪৮২
৮৬   ২০   কাজাখস্তান ১৪৮১
৮৭   ১২   আইসল্যান্ড ১৪৭৯
৮৮     কাবু ভের্দি ১৪৭৮

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

ফিফা বিশ্বকাপ

সম্পাদনা
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০
  ১৯৯৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৯৮ উত্তীর্ণ হয়নি ১২ ২২ ২১
    ২০০২ ২০
  ২০০৬ ১২ ১১ ২৯
  ২০১০ ১০ ১১ ২৯
  ২০১৪ ১০ ২১
  ২০১৮ ১০ ২৬
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ৬০ ১২ ১১ ৩৭ ৭১ ১২৮

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা