ঋগ্বৈদিক ঋষি
প্রাচীনত্ব ও সমন্বয়বাদী হিন্দুধর্মের যাবতীয় বিষয়ধারার উৎস হিসেবে ঋগ্বেদ সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত গ্রন্থ। তাই এ গ্রন্থটির পুনর্পাঠ ও আদ্যোপান্ত বিশ্লেষণ সত্যনিষ্ঠতার প্রয়োজনে জরুরী। এ প্রচেষ্টার অংশ হিসেবে এখানে বর্ণানুক্রমিকভাবে ঋগ্বেদ রচয়িতা ঋষিদের পূর্ণাঙ্গ তালিকা দেয়া হলো। ঋষিদের রচিত সূক্ত ও ঋকাদির সাথে সংশ্লিষ্ট দেবতা তথা প্রার্থ্য বা আরাধ্য বা উপাস্যও উল্লেখিত হলো।[১] এক্ষেত্রে মনে রাখতে হবে যে সকল সূক্তে প্রার্থ্য নেই, সেক্ষেত্রে সূক্তের বিষয়কেই প্রার্থ্য ব'লে বেদ সংকলনের প্রাথমিক যুগ থেকেই উল্লেখ করা হয়েছে।বৃহদ্দেবতা Authors list-এ |প্রথমাংশ1=
এর |শেষাংশ1=
নেই (সাহায্য)
ঋগ্বৈদিক ঋষি, সূক্ত ও উপাস্য
সম্পাদনামোট ৩২৯ জন ঋষি ও ২৮ জন ঋষিকার রচনার সংকলন ঋগ্বেদ।[টিকা ১] কিছু সূক্ত ও ঋক এককরচনা নয়, সেগুলোকে প্রথম বন্ধনীতে ( ) আর বিকল্প রচনাগুলোকে (অর্থাৎ যে সূক্তের রচক হিসেবে অন্য কারও নামও বিকল্প রচক হিসেবে উল্লেখিত রয়েছে) দ্বিতীয় বন্ধনীতে { } দেখানো হয়েছে।
ক্রম | ঋষি | মন্ডল:সূক্ত:ঋক/পঙক্তি | প্রার্থ্য/আরাধ্য/উপাস্য |
---|---|---|---|
১ | অঙ্গ | ১০:১৩৮ | ইন্দ্র |
২ | অগস্ত্য | ১:১৬৫ - ১৭৮ - (১৭৯) - ১৯১ | ইন্দ্র, বায়ু, মরুতাদি, (রতি), অশ্বিদ্বি, দ্যাবাপৃথিবী, দেবাদি, পিতৃ, আপ্রী, অগ্নি, বৃহস্পতি ও জলতৃণ |
৩ | অগস্ত্যস্বষা (অগস্ত্যভগ্নী)[২] | ১০:৬০:৬ | রাজন |
৪ | অগ্নি (বৃহস্পতিপুত্র) | ৮:(১০২), ৯:(১০৬), ১০৯, ১০:(৫১), ৫২, (১২৪), ১৪০ ও ১৪১ | অগ্নি, সোম ও দেবাদি |
৫ | অগ্নি (বৈশ্বানর) | ১০:৮০ | অগ্নি |
৬ | অগ্নিষুত | ১০:১১৬ | ইন্দ্র |
৭ | অঘমর্ষণ | ১০:১৯০ | সৃষ্টি |
৮ | অজমীলহ | ৪:৪৩ ও ৪৪ | অশ্বিদ্বি |
৯ | অত্রি | ৫:(২৭), ৩৭ - ৪৩, ৮৫ - ৮৬, ৯:(৬৭), ৮৬:৪১-৪৫, (১০৭), ১০:(১৩৭), ১৪৩ | অগ্নি, ইন্দ্র, দেবাদি, বরুণ, সোম, বিষনাশকশক্তি, দেবাদি ও অশ্বিদ্বি |
১০ | অদিতি (দক্ষকন্যা) [৩] | ৮:১৮:৪, ৭ ; ১০:৭২ | অদিতি ; দেবমাতা অদিতির ৮ সন্তান জন্মদান |
১১ | অনানত | ৯:১১১ | সোম |
১২ | অনিল | ১০:১৬৮ | বায়ু |
১৩ | অন্ধিগু | ৯:(১০১) | সোম |
১৪ | অপ্রতিরথ | ১০:১০৩ | ইন্দ্র ও অপ্বা ( = পাপ-সায়ণ, ব্যাধি বা ভয়-নিরুক্ত ৬:১২) |
১৫ | অপালা (অত্রিকন্যা) [৪] | ৯:৯১ | ইন্দ্র |
১৬ | অবস্যু (অত্রিবংশীয়) | ৫:৩১ ও ৭৫ | ইন্দ্র ও অশ্বিদ্বি |
১৭ | অবৎসার (কশ্যপবংশীয়) | ৫:৪৪ ও ৯:৫৩ - ৫৯ | দেবাদি ও পবমান সোম |
১৮ | অভিতপা | ১০:৩৭ | সূর্য |
১৯ | অভীবর্ত | ১০:১৭৪ | রাজস্তুতি |
২০ | অমহীয়ু | ৯:৬১ | সোম |
২১ | অম্বরীষ (বৃষাগিপুত্র) | ১:(১০০) ও ৯:(৯৮) | ইন্দ্র ও সোম |
২২ | অযাস্য | ১০:৬৭ ও ৬৮ | বৃহস্পতি |
২৩ | অরিষ্টনেমি | ১০:১৭৮ | তার্ক্ষ্য পক্ষী |
২৪ | অরুণ | ১০:৯১ | অগ্নি |
২৫ | অর্চনানা | ৫:৬৩ - ৬৪ ও ৮:(৪২) | ইন্দ্র-বরুণ ও বরুণ-অশ্বিদ্বি |
২৬ | অর্চৎ (হিরণ্যস্তুপবংশীয়) | ১০:১৪৯ | সবিতা |
২৭ | অর্বুদ | ১০:৯৪ | সোমলতা নিষ্পীড়নের পাথরাদি |
২৮ | অশ্বসূক্তি | ৮:(১৪ ও ১৫) | ইন্দ্র |
২৯ | অষাস্য | ৯:৪৪ - ৪৬ | পবমান সোম |
২৯ | অষ্টক | ১০:১০৪ | ইন্দ্র |
৩০ | অষ্টাদ্রংষ্ট | ১০:১১১ | ইন্দ্র |
৩১ | অসঙ্গ (রাজপুত্র) | ৮:১:৩০ - ৩৩ | ইন্দ্র |
৩২ | অসিত (কশ্যপগোত্রীয়) | ৯:(৫ - ২৪) | পবমান সোম |
৩৩ | আকৃষ্ট | ৯:(৮৬) | পবমান সোম |
৩৪ | আপ্ত্যত্রিত | ৮:৪৭ | আদিত্যা দেবাদি (মিত্র, বরুণ, অদিতি=, ঊষা ) |
৩৫ | আয়ু | ৮:৫২ | ইন্দ্র |
৩৬ | ইট | ১০:১৭১ | ইন্দ্র |
৩৭ | ইতিজ | ৯:৮৬:২১-৩০ | পবমান সোম |
৩৮ | ইন্দ্র | ১০:(৮৬) | ইন্দ্র (স্ত্রী ইন্দ্রানী এবং পুত্র বৃষাকপি ও পু্ত্রবধুর সাথে কথোপকথন) |
৩৯ | ইন্দ্র, বৈকুন্ঠ | ১০:৪৮ - ৫০ | বৈকুন্ঠ ইন্দ্র |
৪০ | ইন্দ্র, মুষ্কবান | ১০:৩৮ | ইন্দ্র |
৪১ | ইন্দ্র, লবরূপী | ১০:১১৯ | লবরূপী ইন্দ্র |
৪২ | ইন্দ্রানী (ইন্দ্রপত্নী) [৫] | ১০:(৮৬) ও ১৪৫ | সপত্নীবধন |
৪৩ | ইন্দ্রমাতাগণ (ইন্দ্রমাতাদি) [৬] | ১০:১৫৩ | ইন্দ্র |
৪৪ | ইধ্মবাহু (দৃঢ়চ্যুতপুত্র) | ৯:২৬ | সোম |
৪৫ | ইরিম্বিঠ | ৮:১৬-১৭ ও ১৮ | ইন্দ্র ও অশ্বিদ্বি,অগ্নি,সূর্য,বায়ু |
৪৬ | ইষ | ৫:৭ ও ৮ | অগ্নি |
৪৭ | উচথ্য (অঙ্গিরাবংশীয়) | ৯:৫০ - ৫২ | সোম |
৪৮ | উৎকীল (কতগোত্রীয়) | ৩:১৫ ও ১৬ | অগ্নি |
৪৯ | উপস্তুত | ১০:১১৫ | অগ্নি |
৫০ | উরু | ৯:(১০৮) | সোম |
৫১ | উরুক্ষয় | ১০:১১৮ | রাক্ষসবধক অগ্নি |
৫২ | উরুচক্রি (অত্রিবংশীয়) | ৫:৬৯ ও ৭০ | মিত্র-বরুণ |
৫৩ | উল | ১০:১৮৬ | অগ্নি |
৫৪ | উশনা (কবিকন্যা) | ৮:৮৪, ৯:৮৭ - ৮৯ | অগ্নি, সোম |
৫৫ | ঊর্ধ্বগ্রাবা | ১০:১৭৫ | পাথরাদি |
৫৬ | ঊর্ধ্বসদ্মা | ৯:(১০৮) | সোম |
৫৭ | ঊর্বশী [৭] | ১০:(৯৫) | কথোপকথন (পুরুরবার সাথে) |
৫৮ | ঋজ্রশ্ব (বৃষাগিপুত্র) | ১:(১০০) | ইন্দ্র |
৫৯ | ঋজিশ্বা (ভরদ্বাজবংশীয়) | ৬:৪৯ - ৫২ ; ৯:(১০৮) | বিশ্বদেবাদি (মিত্র, বরুণ, অগ্নি, অশ্বিদ্বি, মরুতাদি, সরস্বতী, ত্বষ্টা, রুদ্র, বিষ্ণু, অহির্ব্রধ্ন, পর্বত, সবিতা) ; সোম |
৬০ | ঋজিশ্বান | ৯:(৯৮) | সোম |
৬১ | ঋণঞ্চয় | ৯:(১০৮) | সোম |
৬২ | ঋষভ (বিশ্বামিত্রবংশীয়) | ৩:১৩ - ১৪ | অগ্নি |
৬৩ | একদ্যু (নোধাপুত্র) | ৮:৮০ | ইন্দ্র |
৬৪ | এবযামরুৎ (অত্রিবংশীয়) | ৫:৮৭ | মরুতাদি |
৬৫ | কক্ষীবান (দীর্ঘতমাপুত্র) | ১:১১৬ - ১২৫ - (১২৬) ; ৯:৭৪ | অশ্বিদ্বি, ইন্দ্র, দেবাদি, উষা, রাজার দান, সোম |
৬৬ | কণ্ব (ঘোরপুত্র) | ১:৩৬ - ৪৩ ; ৮:১:১ - ২ ; ৯:৯৪ | অগ্নি, মরুতাদি, ব্রহ্মণস্পতি, বরুণ, মিত্র, অর্যমা, আদিত্যাদি, পুষা, সোম, রুদ্র, ইন্দ্র |
৬৭ | কত (বিশ্বামিত্রবংশীয়) | ৩:১৭ - ১৮ | অগ্নি |
৬৮ | কপোত | ১০:১৬৫ | দেবাদি |
৬৯ | কবষ | ১০:৩০ - ৩৪ | জল, দেবাদি, অক্ষখেলার কুফল |
৭০ | কবি (ভৃগুপুত্র) | ৯:৪৭ - ৪৯, ৭৫ - ৭৯ | সোম |
৭১ | কলি (প্রগাথকন্যা) | ৮:৬৬ | ইন্দ্র |
৭২ | কশ্যপ (মরীচিপুত্র) | ১:৯৯ ; ৮:(২৯) ; ৯:৬৪, (৬৭), ৯১ - ৯২, (১০৭), ১১৩ - ১১৪ ; ১০:(১৩৭) | অগ্নি, দেবাদি, সোম |
৭৩ | কাণ্ব (প্রগাথপুত্র) | ৮:৫০ - ৫১ ও ৬৫ | ইন্দ্র |
৭৪ | কুৎস (অঙ্গিরাপুত্র) | ১:৯৪ - ৯৮, ১০১ - ১১৫ | অগ্নি, ইন্দ্র, দেবাদি, ঋভুদি, অশ্বিদ্বি, উষা, রুদ্র, সূর্য |
৭৫ | কুমার (অগ্নিপুত্র) | ৭:(১০১) | পর্জন্য |
৭৬ | কুমার (অত্রিপুত্র) | ৫:(২) | অগ্নি |
৭৭ | কুমার (নচিকেতাপুত্র) | ১০:১৩৫ | যম |
৭৮ | কুরুসুতি | ৮:৭৬ - ৭৮ | ইন্দ্র |
৭৯ | কুলমল বর্হিষ | ১০:১২৬ | দেবাদি |
৮০ | কুশিক (ইষীরখপুত্র) | ৩:{৩১} ; ১০:১২৭ | ইন্দ্র ; রাত্রি |
৮১ | কুসীদী (কণ্বগোত্রীয়া) | ৭:৮১ - ৮৩ | ইন্দ্র, দেবাদি |
৮২ | কূর্ম (গৃৎসমদপু্ত্র) | ২:{২৭ - ২৯} | আদিত্যাদি, বরুণ, দেবাদি |
৮৩ | কৃৎনু | ৮:৭৯ | সোম |
৮৪ | কৃতযশা | ৯:(১০৮) | সোম |
৮৫ | কৃশ (কণ্ববংশীয়) | ৮:৫৫ | ইন্দ্র |
৮৬ | কৃষ্ণ | ১০:৪৪ | ইন্দ্র |
৮৭ | কৃষ্ণ (অঙ্গিরাবংশীয়) | ৮:৮৫ ও {৮৭} | অশ্বিদ্বি |
৮৮ | কৃষ্ণাখ্য | ১০:৪২ - ৪৩ | ইন্দ্র |
৮৯ | কেতু | ১০:১৫৬ | অগ্নি |
৯০ | গবিষ্ঠির (অত্রিবংশীয়) | ৫:(১) | অগ্নি |
৯১ | গয় (অত্রববংশীয়া) | ৫:৯ - ১০ ; ১০:৬৩ - ৬৪ | অগ্নি ; দেবাদি |
৯২ | গর্গ (ভরদ্বাজপুত্র) | ৬:৪৭ | ইন্দ্র, প্রস্তোকদান, রথ, দুন্দুভি, বৃহস্পতি, পৃথিবী, দেবাদি, সোমরস |
৯৩ | গাতু (অত্রিবংশীয়া) | ৫:৩২ | ইন্দ্র |
৯৪ | গাথী (কুশিককন্যা) | ৩:১৯ - ২২ | অগ্নি, দেবাদি |
৯৫ | গৃৎসমদ | ২:১ - ৩, ৮ - ২৬, {২৭ ২৯}, ৩০ - ৪৩, ৯:৮৬:৪৬-৪৮ | অগ্নি, আপ্রী, ব্রহ্মণস্পতি, {আদিত্যাদি,বরুণ,দেবাদি}, ইন্দ্র, সোম, মরুতাদি, সরস্বতী, বৃহস্পতি, দেবাদি, ১০দেবী, রুদ্র, সবিতা, অশ্বিদ্বি, পুষা, কপিঞ্জলরূপী ইন্দ্র, পবমান সোম |
৯৬ | গৃহপতি (সহপুত্র) | ৮:(১০২) | অগ্নি |
৯৭ | গোতম (রহুগণপুত্র) | ১:৭৪ - ৯৩ ; ৯:৩১ ; ১০:(১৩৭) | অগ্নি, ইন্দ্র, মরুতাদি, দেবাদি, ১৯দেবাদি, সোম, উষা, অশ্বিদ্বি, বিষনাশকশক্তি |
৯৮ | গোধা[৮] | ১০:১৩৪:৭ | দেবগণ |
৯৯ | গোপবন | ৮:৭৪ | অগ্নি, দান |
১০০ | গোপায়ন | ৫:(২৪) | অগ্নি |
১০১ | গোসূক্তি (কণ্বগোত্রীয়া) | ৮:(১৪ - ১৫) | ইন্দ্র |
১০২ | গৌতম | ৯:(৬৭ ও ১০৭) | সোম, অগ্নি |
১০৩ | গৌরিবীতি (শক্তিগোত্রীয়া) | ৫:২৯ ; ৯:(১০৮) ; ১০:৭৩ - ৭৪ | ইন্দ্র, উশনা, সোম |
১০৪ | ঘর্ম | ১০:(১৮১) | দেবাদি |
১০৫ | ঘোষা (কক্ষীবান রাজর্ষীর কন্যা)[৯] | ১০:৩৯ ও ৪০ | অশ্বিদ্বি |
১০৫ | চক্ষু | ৯:(১০৬) ও ১০:১৫৮ | সোম ও সূর্য |
১০৭ | চিত্রমহা | ১০:১২২ | সোম |
১০৮ | জমদগ্নি (ভৃগুপুত্র) | ৩:৬২:{১৬-১৮} ; ৮:১০১ ; ৯:৬২, {৬৫}, (৬৭), (১০৭) ; ১০:১১০ ও (১৩৭) | মিত্র, বরুণ, দেবাদি, সোম, আপ্রী, বিশনাশকশক্তি দেবাদি |
১০৯ | জয় | ১০:১৮০ | ইন্দ্র |
১১০ | জরৎকর্ণ | ১০:৭৬ | সোমনিষ্কাষণের পাথরাদি |
১১১ | জরিতা (৪ পক্ষী ?) | ১০:১৪২ | অগ্নি |
১১২ | জুহু (বৃহস্পতিপত্নী)[১০] | ১০:১০৯ | বৃহস্পতি, সূর্য, বরুণ, বায়ু, অগ্নি, সোম, প্রজাপতি, মিত্র, সপ্তর্ষি |
১১৩ | জূতি | ১০:১৩৬ | কেশী (অগ্নি-জল-দ্যু-ভূ-লোক ইত্যাদির ধারক জ্যোতির্ময় দৈবসত্ত্বা) |
১১৪ | জেতৃ (মধুচ্ছন্দাপুত্র) | ১:১১ | ইন্দ্র |
১১৫ | তপুমূর্ধা | ১০:১৮২ | বৃহস্পতি |
১১৬ | তাম্ব | ১০:৯৩ | দেবাদি |
১১৭ | তিরশ্চী | ৮:৯৫, {৯৬} | ইন্দ্র |
১১৮ | ত্রসদস্যু (পুরুকুৎসবংশীয়) | ৩:৪২ ৫:{২৭} ৯:(১১০) | ত্রসদস্যু,ইন্দ্র,বরুণ, অগ্নি, সোম |
১১৯ | ত্রারুণ | ৯:(১১০) | সোম |
১২০ | ত্রিত | ৯:৩৩ - ৩৪, ১০২ ; ১০:১ - ৭ | সোম, অগ্নি |
১২১ | ত্রিশিরা | ১০:৮ ও (৯) | অগ্নি, ইন্দ্র, জল |
১২২ | ত্র্যরুণ | ৫:{২৭} | অগ্নি |
১২৩ | ত্বষ্টা | ১০:১৮৪ | বিষ্ণু, ত্বষ্টা, প্রজাপতি, ধাতা, সিনীবালী, সরস্বতী, পদ্মমালাধারী অশ্বিদ্বি |
১২৪ | দক্ষিণা (প্রজাপতিগোত্রীয়া)[১১] | ১০:১৬ | অগ্নি |
১২৫ | দমন | ১০:১৬ | অগ্নি |
১২৬ | দিব্য (অঙ্গিরাবংশীয়) | ১০:১০৭ | দক্ষিণা(দান)র সুফল বর্ণনা |
১২৭ | দুবস্যু | ১০:১০০ | ইন্দ্র, সবিতা, অদিতি, বায়ু, সোম, বৃহস্পতি, অগ্নি, বসুদি, দেবাদি, সোমনিষ্পীড়নপ্রস্তর, গাভীদি |
১২৮ | দুর্মিত্র | ১০:{১০৫} | ইন্দ্র |
১২৯ | দীর্ঘতমা (উচথ্যকন্যা) | ১:১৪০ - ১৬৪ | অগ্নি, আপ্রী(অগ্নিযজ্ঞ), ইন্দ্র, মিত্রাবরুণ, বিষ্ণু, অশ্বিদ্বি, দ্যাবাপৃথিবী, ঋভুদি, অশ্ব, দেবাদি |
১৩০ | দ্যুতান | ৮:{৯৬} | ইন্দ্র |
১৩১ | দ্যুম্ন (অত্রিবংশীয়) | ৫:২৩ | অগ্নি |
১৩২ | দ্যুম্নীক (বসিষ্ঠপুত্র) | ৮:{৮৭} | ইন্দ্র |
১৩৩ | দৃঢ়চ্যুত (অগস্ত্যপুত্র) | ৯:২৫ | পবমান সোম |
১৩৪ | দেবমুনি | ১০:১৪৬ | অরণ্যানী |
১৩৫ | দেবশ্রবা | ১০:১৭ | সরণ্যু, পূষা, সরস্বতী, জল, সোম |
১৩৬ | দেবশ্রবা দেবরাত (ভরতকন্যা) | ৩:২৩ | অগ্নি |
১৩৭ | দেবাতিথি | ৮:৪ | ইন্দ্র, পূষা, কুরঙ্গ(রাজার)দান |
১৩৮ | দেবাপি (ঋষ্টিসেনপুত্র) | ১০:৯৮ | বৃহস্পতি, মিত্র/বরুণ/পূষা/আদিত্যাদি, বসুদি/ইন্দ্র, দেবাপি, অগ্নি |
১৩৯ | দেবাদি | ১০:(৫১), ৫৩ | অগ্নি ও দেবাদি (কথোপকথন), অগ্নি |
১৪০ | দ্বিত | ৯:১০৩ | সোম |
১৪১ | ধরুণ (অঙ্গিরাবংশীয়) | ৫:১৫ | অগ্নি |
১৪২ | ধ্রুব | ১০:১৭৩ | রাজস্তুতি |
১৪৩ | নদী[১২] | ৩:৩৩:৪,৬,৮,১০ | ইন্দ্র |
১৪৪ | নভঃপ্রভেদন | ১০:১১২ | ইন্দ্র |
১৪৫ | নর | ৬:৩৫ - ৩৬ | ইন্দ্র |
১৪৬ | নহুষ | ৯:(১০১) | সোম |
১৪৭ | নাভাক | ৮:৩৯ - ৪১, (৪২) | অগ্নি, ইন্দ্র, বরুণ, অশ্বিদ্বি |
১৪৮ | নাভানেদিষ্ট | ১০:৬১ - ৬২ | দেবাদি ( রুদ্র, অশ্বিদ্বি, ইন্দ্র, অগ্নি, সূর্য, মিত্র, বরুণ, অঙ্গিরা ঋষিদি ) |
১৪৯ | নারদ (কণ্বগোত্রীয়) | ৮:১৩ ; ৯:(১০৪ - ১০৫) | ইন্দ্র, সোম |
১৫০ | নারায়ণ | ১০:৯০ | ( সহস্র মাথা-চোখ-পা বিশিষ্ট ) পুরুষ |
১৫১ | নিধ্রুব (কশ্যপগোত্রীয়) | ৯:৬৩ | সোম |
১৫২ | নীপাতিথি (কণ্বগোত্রীয়া) | ৮:৩৪ | ইন্দ্র |
১৫৩ | নীবাবরী | ৯:৮৬:(১১ - ২০) | পবমান সোম |
১৫৪ | নৃমেধ (অঙ্গিরাপুত্র) | ৮:(৮৯ - ৯০), ৯৮ - ৯৯ ; ৯:২৭, ২৯ | ইন্দ্র ; পবমান সোম |
১৫৫ | নেম (ভৃগুগোত্রীয়) | ৮:১০০ | ইন্দ্র, বাক |
১৫৬ | নোধা (গোতমগোত্রীয়া) | ১:৫৮ - ৬৪ ; ৮:৮৮ ; ৯:৯৩ | অগ্নি, ইন্দ্র, মরুতাদি, সোম |
১৫৭ | পণিগণ | ১০:(১০৮) | পণিগণ ও সরমা |
১৫৮ | পতঙ্গ | ১০:১৭৭ | মায়া |
১৫৯ | পবিত্র (অজিরাপুত্র) | ৯:(৬৭), ৭৩, ৮৩ | সোম, অগ্নি |
১৬০ | পরাশর (শক্তিপুত্র) | ১:৬৫ - ৭৩ | অগ্নি |
১৬১ | পরুচ্ছেপ (দিবোদাসপুত্র) | ১:১৩০ - ১৩৯ | ইন্দ্র, বায়ু, মিত্রাবরুণ, পূষা, দেবাদি |
১৬২ | পর্বত (কণ্বগোত্রীয়) | ৮:১২ ; ৯:(১০৪ - ১০৫) | ইন্দ্র, সোম |
১৬৩ | পাযু | ১০:৮৭ | অগ্নি |
১৬৪ | পায়ু (ভরদ্বাজপুত্র) | ৬:৭৫ | বর্ম, ধেণু, জ্যা, আর্তমী, ইষুধি, সারথি, রশ্মি, অশ্ব, রথ, রথগোপাদি, স্তোতা, পিতা, সোম্য, দ্যাবাপৃথিবী, পূষা, ইষু, প্রত্যেদ, হস্তর, যুদ্ধভূমি, ব্রহ্মণস্পতি, অদিতি, কবচ, সোম, বরুণ, দেবাদি, ব্রহ্মদেবতা |
১৬৫ | পুরু (অত্রিবংশীয়) | ৫:১৬ - ১৭ | অগ্নি |
১৬৬ | পুরুমীলহ | ৪:(৪৩ - ৪৪) | অশ্বিদি |
১৬৭ | পুরুমীড় | ৮:(৭১) | অগ্নি |
১৬৮ | পুরুমেধ | ৮:(৮৯ - ৯০) | ইন্দ্র |
১৬৯ | পুরুরবা | ১০:(৯৫) | পুরুরবা ও ঊর্বশী |
১৭০ | পুরুহম্মা | ৮:৭০ | ইন্দ্র |
১৭১ | পূতদক্ষ | ৮:(৯৪) | মরুতাদি |
১৭২ | পূরণ | ১০:১৬০ | ইন্দ্র |
১৭৩ | পৃথু | ১০:১৪৮ | ইন্দ্র |
১৭৪ | পৃশ্নি[১৩] | ৯:৮৬:(৩১ - ৪০) | পবমান সোম |
১৭৫ | পৃষধ্র (কণ্বগোত্রীয়) | ৮:৫৬ | অগ্নি ও সূর্য |
১৭৬ | পৌর (অত্রিপুত্র) | ৫:৭৩ - ৭৪ | অশ্বিদ্বি |
১৭৭ | প্রগাথ (কণ্বপুত্র) | ৮:১:৩ - ২৯, ১০, ৪৮, ৬২ - ৬৪ | ইন্দ্র, অশ্বিদ্বি |
১৭৮ | প্রচেতা | ১০:১৬৪ | দুঃস্বপ্ননাশক শক্তি |
১৭৯ | প্রজাপতি (বিশ্বামিত্রপুত্র বা বাচপুত্র) | ৩:{৩৮}, ৫৪ - ৫৬ ; ৯:৮৪ ; ১০:১২৯ ও ১৩০ | ইন্দ্র, বরুণ, দ্যাবাপৃথিবী, সবিতা, ত্বষ্টা, ঋভুদি, মরুতাদি, সরস্বতী, নাসত্যদ্বি, অশ্বিদ্বি, অর্যমা, অদিতি, জল, অন্তরীক্ষ, পর্বতাদি, আদিত্যাদি, অগ্নি, সম্বৎসর, নদীদি, ভগ, ধিষণা ; পবমান সোম ; পরমাত্মা (সৃষ্টিকল্পনা) ও যজ্ঞ |
১৮০ | প্রজাবান | ১০:১৮৩ | যজমান ও স্বপত্নীর প্রতি আশীর্বচন এবং হোতা হিসেবে আত্মপ্রশংসা |
১৮১ | প্রতর্দন | ৯:৯৬ ; ১০:(১৭৯) | সোম ; ইন্দ্র |
১৮২ | প্রতিক্ষত্র (অত্রিপুত্র) | ৫:৪৬ | অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র, মরুতাদি, বিষ্ণু, নাসত্যদ্বি, রুদ্র, দেবাদিপত্নীদি, পূষা, ভগ, সরস্বতী, অদিতি, সূর্য, পৃথিবী, স্বর্গ, মেঘাদি, জলাদি, ব্রহ্মণস্পতি, সবিতা, বায়ু, সোম, ঋভুদি, অশ্বিদ্বি, ত্বষ্টা, বিভ্বা, বৃহস্পতি, অর্যমা, পর্বতাদি, নদীদি, ইন্দ্রাণী, অগ্নায়ী, অশ্বিনী, রোদসী, বরুণানী |
১৮৩ | প্রতিপ্রভ (অত্রিপুত্র) | ৫:৪৯ | সবিতা, ভগ, অশ্বিদ্বি, পূষা, অদিতি, ইন্দ্র, বিষ্ণু, বরুণ, মিত্র, অগ্নি, নদীসকল, বসুগণ |
১৮৪ | প্রতিবথ (অত্রিপুত্র) | ৫:৪৭ | উষা, সূর্য, রশ্মি, মিত্র, বরুণ, অগ্নি |
১৮৫ | প্রতিভানু (অত্রিপুত্র) | ৫:৪৮ | উষা |
১৮৬ | প্রথ (বসিষ্ঠপিতা) | ১০:১৮১:১ | সবিতা ও বিষ্ণু |
১৮৭ | প্রভুবসু (অঙ্গিরাপুত্র) | ৫:৩৫ ও ৩৬ ; ৯:৩৫ ও ৩৬ | ইন্দ্র, সোম |
১৮৮ | প্রভেদন | ১০:১১৩ | ইন্দ্র |
১৮৯ | প্রযস্বস্বৎগণ (অত্রিবংশীয়) | ৫:২০ | অগ্নি |
১৯০ | প্রয়োগ (ভৃগুগোত্রীয়) | ৮:(১০২) | অগ্নি |
১৯১ | প্রস্কণ্ব (কণ্বপুত্র) | ১:৪৪ - ৫০ ; ৮:৪৯ ; ৯:৯৫ | অগ্নি, অশ্বিদ্বি, উষা, সূর্য ; ইন্দ্র ; সোম |
১৯২ | প্রিয়মেধ | ৯:২৮ | সোম |
১৯৩ | প্রিয়মেধ (অঙ্গিরাগোত্রীয়) | ৮:(২), ৬৮ ও ৬৯ | ইন্দ্র, ঋক্ষ, দান, বরুণ, উষা |
১৯৪ | প্রিয়মেধ (কণ্বগোত্রীয়) | ৮:৩৩ | ইন্দ্র |
১৯৫ | প্রিয়মেধা (অঙ্গিরাগোত্রীয়া) | ৮:(৮৭) | অশ্বিদ্বি |
১৯৬ | বক্র | ৫:৩০ | ইন্দ্র, ঋণঞ্চয়, বাত্যা |
১৯৭ | বক্ষোহা | ১০:১৬২ | গর্ভরক্ষণশক্তি |
১৯৮ | বৎস (কণ্বগোত্রীয়) | ৮:৬ - ৭, ১১ ; ৯:৬৮ ; ১০:১৮৭ | ইন্দ্র ও রাজপুত্র তিরন্দির দান, মরুতাদি, অগ্নি ; সোম ; অগ্নি |
১৯৯ | বৎসপ্রি | ১০:৪৫ - ৪৬ | অগ্নি |
২০০ | বন্ধু (১ম/৪ গোপায়ন ও লৌপায়ন) | ৫:(২৪) ; ১০:(৫৭ - ৬০) | অগ্নি ; ইন্দ্র, অগ্নি, নরাশংস সোম, পিতৃলোকাদি, মৃতবন্ধুর মন, দেবলোকাদি, নির্ঋতি, অসুনীতি, অনুমতি, পৃথিবী, দ্যুলোকদেবী, অন্তরিক্ষ, সোম, পূষা, দ্যাবপৃথিবী, স্বর্গ ও পৃথিবীস্থ ঔষধ, ইন্দ্র, অসমাতি রাজা |
২০১ | বব্রি (অত্রিগোত্রীয়া) | ৫:১৯ | অগ্নি |
২০২ | বম্র (বৈখানস) | ১০:৯৯ | ইন্দ্র |
২০৩ | বরূ | ১০:৯৬ | ইন্দ্রের ঘোড়াদ্বি |
২০৪ | বশ | ৮:৪৬ | দান, বায়ু, ইন্দ্র |
২০৫ | বসিষ্ঠ | ৭:১ - (৩৩) - (১০১) - ১০৪ ; ৯:(৬৭), ৯০, ৯৭, (১০৭) ; ১০:(১৩৭) | অগ্নি, আপ্রী, বৈশ্বানর অগ্নি, ইন্দ্র, সুদাস রাজার দান, বসিষ্ঠ-বসিষ্ঠপুত্রাদি, দেবাদি, সবিতা, দধিক্রা, রুদ্র, অপ(জল), ঋভু, মিত্র, বরুণ, নদী, আদিত্য, দ্যাবাপৃথিবী, বাস্তোষ্পতি, মরুৎ, সূর্য, অশ্বিদ্বি, উষা, সরস্বতী, ব্রহ্মণস্পতি, বৃহস্পতি, বায়ু, বিষ্ণু, পর্জন্য, মন্ডুক, সোম, গ্রাবা, পৃথিবী, অন্তরিক্ষ |
২০৬ | বসিষ্ঠপুত্রাদি | ৭:(৩৩) | বসিষ্ঠ ও বসিষ্ঠপুত্ররাই প্রার্থ্য |
২০৭ | বসুকর্ণ (বশিষ্ঠবংশীয়) | ১০:৬৫ ও ৬৬ | অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র, অর্যমা, বায়ু, পূষা, সরস্বতী, আদিত্যাদি, বিষ্ণু, মরুতাদি, বৃহৎস্বর্গ, সোম, রুদ্র, অদিতি, ব্রহ্মণস্পতি, দ্যাবাপৃথিবী, ঋভুদি, ত্বষ্টা, অশ্বিদ্বি, ধারক, জল |
২০৮ | বসুকৃৎ | ১০:(২০ - ২১) | অগ্নি |
২০৯ | বসুক্র | ১০:২৭ - ২৯ | ইন্দ্র |
২১০ | বসুক্রপত্নী (ইন্দ্রের পুত্রবধু)[১৪] | ১০:২৮:১ | ইন্দ্র |
২১১ | বসুনামা | ৯:৮০ - ৮২ | পবমান সোম |
২১২ | বসুমনা | ১০:(১৭৯) | ইন্দ্র |
২১৩ | বসুশ্রুত (অত্রিবংশীয়) | ৫:৩ - ৬ | অগ্নি, আপ্রী |
২১৪ | বসুষুদল (অত্রিবংশীয়) | ৫:২৫ ও ২৬ | অগ্নি |
২১৫ | বাক/বাগম্ভৃণী (অম্ভৃণকন্যা)[১৫] | ১০:১২৫ (দেবীসূক্ত)[১৬] | আমি (বাক পরমাত্মা) |
২১৬ | বামদেব | ৪:১ - ৪১, ৪৫ - ৫৮ | অগ্নি, বরুণ, রাক্ষসবিনাশকশক্তি, বৈশ্বানর, সবিতা (সূর্য), সোমকরাজা, অশ্বিদ্বি, ইন্দ্র, অদিতি, শ্যেন, সোম, ঋভুদি, দ্যাবাপৃথিবী, দধিক্রা, বায়ু, বৃহস্পতি, উষা |
২১৭ | বাহুবৃক্ত | ৫:৭১ ও ৭২ | মিত্র, বরুণ |
২১৮ | বিন্দু (অঙ্গিরগোত্রীয়া) | ৮:(৯৪) ; ৯:৩০ | মরুতাদি ; সোম |
২১৯ | বিপ্রবন্ধু (৪র্থ/৪ গোপায়ন ও লৌপায়ন) | ৫:(২৪) ; ১০:৫৭ - ৬০ | অগ্নি ; ইন্দ্র, অগ্নি, নরাশংস সোম, পিতৃলোকাদি, মৃতবন্ধুর মন, দেবলোকাদি, নির্ঋতি, অসুনীতি, অনুমতি, পৃথিবী, দ্যুলোকদেবী, অন্তরিক্ষ, সোম, পূষা, দ্যাবপৃথিবী, স্বর্গ ও পৃথিবীস্থ ঔষধ, ইন্দ্র, অসমাতি রাজা |
২২০ | বিবস্বত | ১০:১৩ | হবির্ধান |
২২১ | বিবৃহা | ১০:১৬৩ | যক্ষ্মানাশকশক্তি |
২২২ | বিভাবরী[১৭] | ৯:৮৬:(১১ - ২০) | সোমরস |
২২৩ | বিভ্রাট | ১০:১৭০ | সূর্য |
২২৪ | বিমদ | ১০:(২০ - ২১) - ২২ - ২৬ | অগ্নি, ইন্দ্র, অশ্বিদ্বি, সোম, পূষা |
২২৫ | বিরূপ (অঙ্গিরাপুত্র) | ৮:৪৩ - ৪৪, ৭৫ | অগ্নি, ইন্দ্র |
২২৬ | বিশ্বকর্মা | ১০:৮১ ও ৮২ | বিশ্বকর্মা |
২২৭ | বিশ্বকায় (কৃষ্ণপুত্র) | ৮:৮৬ | অশ্বিদ্বি |
২২৮ | বিশ্ববারা (অত্রিগোত্রজাতা)[১৮] | ৫:২৮ | অগ্নি |
২২৯ | বিশ্বমনা (ব্যশ্ববংশীয়া) | ৮:২৩ ও (২৬) | অগ্নি ও (অশ্বিদ্বি, বায়ু) |
২৩০ | বিশ্বসামা (অত্রিবংশীয়া) | ৫:২২ | অগ্নি |
২৩১ | বিশ্বাবসু | ১০:১৩৯ | বিশ্বাবসু ও সবিতা |
২৩২ | বিশ্বামিত্র | ৩:১ - ১২, ২৪ - (৩১) - (৩৮) - ৫৩, ৫৭ - (৬২) ; ৯:(৬৭), (১০৭) ; ১০:(১৩৭), ১৬৭ | অগ্নি, আপ্রী, যূপ, ইন্দ্র, মরুতাদি, ব্রহ্ম, বিশ্বামিত্র উপাধ্যায়, ঋতু, বরুণ, পর্বত, পূষা, বিশ্বদেবাদি, অশ্বিদ্বি, মিত্র, উষা, বৃহস্পতি, সবিতা, ভগ, সোম |
২৩৩ | বিহব্য | ১০:১২৮ | আকাশ, দেবসকল ও দেবীসকল |
২৩৪ | বীতহব্য (অঙ্গিরাপুত্র) | ৬:(১৫) | অগ্নি |
২৩৫ | বুধ | ৫:(১) ; ১০:১০১ | অগ্নি ; (সখাদের প্রতি আহ্বান) দধিক্রা, উষা, ইন্দ্র ও দেবসকল |
২৩৬ | বৃষ (জারপুত্র) | ৫:(২) | অগ্নি |
২৩৭ | বৃহৎমতি (অঙ্গিরাগোত্রীয়া) | ৯:৩৯ ও ৪০ | সোম |
২৩৮ | বৃহদুক্থ | ১০:৫৪ - ৫৬ | ইন্দ্র, দেবাদি |
২৩৯ | বৃহদ্দিব | ১০:১২০ | ইন্দ্র |
২৪০ | বৃহস্পতি | ১০:৭১ ও ৭২ | ভাষাজ্ঞান, বাগ্দেবী, স্তোতা ও পুরোহিত |
২৪১ | বেন | ৯:৮৫ ; ১০:১২৩ | সোম, বেন |
২৪২ | বৈখানস, শতসংখ্যক | ৯:৬৬ | অগ্নি, সোম |
২৪৩ | বৈয়শ্ব (ব্যশ্ববংশীয়) | ৮:২৪ - (২৬) | ইন্দ্র দান দেবাদি মিত্র বরুণ অশ্বিদ্বি বায়ু |
২৪৪ | ব্রহ্মাতিথি (কণ্বগোত্রীয়া) | ৮:৫ | দান ও অশ্বিদ্বি |
২৪৫ | ভগ (প্রগাথপুত্র) | ৮:৬০ ও ৬১ | অগ্নি ও ইন্দ্র |
২৪৬ | ভয়মান | ১:১০০ | অগ্নি |
২৪৭ | ভরদ্বাজ | ৬:১ - (১৫) - ৩০, ৩৪, ৩৭ - ৪৩, ৪৬, ৫৩ - ৭৪ ; ৯:(৬৭), (১০৭) ; ১০:(১৩৭) | অগ্নি, ইন্দ্র, পূষা, সরস্বতী, অশ্বিদ্বি, উষা, মরুতাদি, মিত্র-বরুণ, ইন্দ্র-বরুণ, ইন্দ্র-বিষ্ণু, দ্যাবাপৃথিবী, সবিতা, ইন্দ্র-সোম, বৃহস্পতি, সোম-রুদ্র ; (সোম-অগ্নি) ; (সোম) ; (দেবাদি, বায়ু, মরুতাদি, চরাচরাদি, জল) |
২৪৮ | ভার্গব | ৯:৭৫ - ৭৯ | সোমরস |
২৪৯ | ভিক্ষু | ১০:১১৭ | দান ও দাতার প্রশংসা |
২৫০ | ভিষক | ১০:৯৭ | ওষধিদি |
২৫১ | ভুবন | ১০:১৫৭ | ইন্দ্র, দেবসকল, আদিত্যাদি, মরুতাদি |
২৫২ | ভূতাংশ | ১০:১০৬ | অশ্বিদ্বি |
২৫৩ | ভৃগু (বরুণপুত্র) | ৯:{৬৫} ; ১০:{১৯} | সোম |
২৫৪ | মৎস্য (সমদপুত্র) | ৮:{৬৭} | অাদিত্যাদি |
২৫৫ | মথিত | ১০:{১৯} | গাভী, অগ্নি, সোম, ইন্দ্র, গোপা (রাখাল), দেবাদি, নিবর্তন (গোচারক) |
২৫৬ | মধুচ্ছন্দা (বিশ্বামিত্রপুত্র) | ১:১ - ১০ | অগ্নি, বায়ু-ইন্দ্র, মিত্র-বরুণ, ইন্দ্র-বরুণ, অশ্বিদ্বি, ইন্দ্র, বিশ্বদেবাদি, সরস্বতী |
২৫৭ | মনু (বিবস্বানপুত্র) | ৮:২৭ - {২৯} - ৩১ ; ৯:(১০১), (১০৬) | ৭ মরুতাদি, ব্রহ্মণস্পতি, বিশ্বদেবাদি, আদিত্যাদি, বরুণ, অদিতি, মিত্র, ইন্দ্র, বিষ্ণু, অশ্বিদ্বি, পূষা, অর্যমা, অসুরাদি, ৩৩ দেবাদি, সোম, ত্বষ্টা, শুচি, উগ্র, পর্বত, নদী, (সোমরস) |
২৫৮ | মন্যু | ১০:৮৩ ও ৮৪ | মন্যু দেব |
২৫৯ | মাতরিশ্বা (কণ্বগোত্রীয়া) | ৮:৫৪ | ইন্দ্র, দেবসকল, বসুগণ, রুদ্রগণ, মরুৎগণ, পূষা, বিষ্ণু, সরস্বতী, সপ্তসিন্ধু, জল, বায়ু, পর্বত, বনস্পতি, পৃথিবী |
২৬০ | মান্য (মিত্র ও বরুণের পুত্র) | ৮:{৬৭} | অাদিত্যগণ |
২৬১ | মান্ধাতা | ১০:১৩৪:১ - ৫ | ইন্দ্র |
২৬২ | মাষ | ৯:৮৬:(১ - ১০) | সোমরস |
২৬৩ | মুক্তবাহ দ্বিত (অত্রিপুত্র) | ৫:১৮ | অগ্নি |
২৬৪ | মুদ্গল | ১০:১০২ | ইন্দ্র |
২৬৫ | মুড়ীক | ১০:১৫০ | অগ্নি |
২৬৬ | মূর্ধণ্বান | ১০:৮৮ | অগ্নি ও সূর্য |
২৬৭ | মেধা (কণ্বগোত্রীয়) | ৮:৫৩ | ইন্দ্র |
২৬৮ | মেধাতিথি (কণ্বপুত্র) | ১:১২ - ২৩ ; ৮:(১?), ২ ও ৩২ ; ৯:২, ৪২ ও ৪৩ | অগ্নি, ঋতু, মরুৎগণ, দ্রবিণোদা, অশ্বিদ্বয়, নেষ্টা, ইন্দ্র, মিত্র-বরুণ, দক্ষিণা, সদস্পতি, সোম, ব্রহ্মস্পতি, ঋভুগণ, ইন্দ্রাণী, বরুণানি, অগ্নায়ি, দ্যৌ, পৃথিবী, বিষ্ণু, ধিষণা, সবিতা, পূষা, জল ; ইন্দ্র ; পবমান সোম |
২৬৯ | মেধ্য (কণ্বগোত্রীয়)) | ৮:৫৭ ও ৫৮ | অশ্বিদ্বয় ও অগ্নি, সূর্য, ঊষা |
২৭০ | মেধ্যাতিথি (কণ্বগোত্রীয়) | ৮:(১?), ৩ ; ৯:৪১ | ইন্দ্র, পাকস্থানরাজার দান ; সোম |
২৭১ | যক্ষ্মানাশন | ১০:১৬১ | ইন্দ্র ও অগ্নি |
২৭২ | মথিত (অত্রিপুত্র) | ৫:৬৭ ও ৬৮ | মিত্র-বরুণ |
২৭৩ | যবিষ্ঠ | ৮:{(১০২)} | অগ্নি |
২৭৪ | যম (বিবস্বানপুত্র) | ১০:১০:২, ৪, ৬, ৮, ১০, ১২ ও ১৪ ; ১০:১৪ | কথোপকথন ; পরলোক সম্পর্কিত বর্ণনা |
২৭৫ | যমী (বিবস্বানকন্যা)[১৯] | ১০:১০:১, ৩, ৫, ৭, ৯, ১১ ও ১৩ ; ১০:১৫৪ | কথোপকথন ; পরলোকগত ব্যক্তি সম্পর্কিত বর্ণনা |
২৭৬ | যযাতি | ৯:(১০১) | পবমান সোম |
২৭৭ | রশ্মি (স্যূম্) | ১০:৭৭ - ৭৮ | মরুৎগণ |
২৭৮ | রহুগণ | ৯:৩৭ - ৩৮ | সোম |
২৭৯ | রাতহব্য (অত্রিপুত্র) | ৫:৬৫ - ৬৬ | মিত্র-বরুণ |
২৮০ | রাত্রি (ভরদ্বাজগোত্রীয়া) | ১০:১২৭[২০] | রাত্রি |
২৮১ | রেণু | ৯:৭০ ; ১০:৮৯ | সোম, ইন্দ্র |
২৮২ | রেভ | ৮:৯৭ ; ৯:(৯৯ - ১০০) | ইন্দ্র, সোম |
২৮৩ | রোমাশা (বৃহস্পতিকন্যা, রাজা স্বনয় ভাবয়ব্যপত্নী)[২১] | ১:১২৬:৭ | পবমান সোম |
২৮৪ | লুশ | ১০:৩৫ - ৩৬ | দ্যুলোক, ভূলোক, নদীগণ, সূর্য, পর্বতগণ, ইন্দ্র, বৃহস্পতি, ভগ উষা, রাত্রি, দ্যাবাপৃথিবী, বরুণ, অর্যমা, মরুৎগণ, জলগণ, আদিত্যগণ, স্বর্গ, নির্ঋতি-প্রতিরোধ, মিত্র, অদিতি, সোমনিষ্পীড়নপ্রস্তর, অশ্বিদ্বয়, অগ্নি, সোম, সূর্য |
২৮৫ | লোপামুদ্রা[২২] (অগস্ত্যপত্নী) | ১০:১৭৯:১ ও ২ | পবমান |
২৮৬ | লৌপায়ন | ৫:(২৪) | পবমান সোম |
২৮৭ | শংযু (বৃহস্পতিপুত্র) | ৬:৪৪ - ৪৫, ৪৮ | ইন্দ্র, বৃহস্পতি, অগ্নি, পৃশ্নি, মরুৎগণ, স্বর্গ, পূষা, পৃথিবী |
২৮৮ | শক্তি | ৯:১০৮ | সোম |
২৮৯ | শকপূত | ১০:১৩২ | মিত্র-বরুণ |
২৯০ | শঙ্খ | ১০:১৫ | পিতৃলোক |
২৯১ | শচী (দৈত্যগুরু পুলমাকন্যা) [২৩] | ১০:১৫৯ | দেবগণ, সপত্নীবিজয়, স্বামী-পুত্র-কন্যা ও আত্ম প্রশংসা |
২৯২ | শতসংখ্যক বৈখানস | ৯:৬৬ | অগ্নি, সোম |
২৯৩ | শবর | ১০:১৬৯ | রুদ্র, পর্জন্য, ইন্দ্র, সোম, প্রজাপতি, সর্বদেব, পিতৃলোক |
২৯৪ | শশকর্ণ | ৮:৯ | অশ্বিদ্বয় |
২৯৫ | শাস | ১০:১৫২ | ইন্দ্র |
২৯৬ | শার্ষত | ১০:৯২ | অগ্নিস্তুতি |
২৯৭ | শিকতা (কশ্যপগোত্রীয়া) [২৪] | ৯:৮৬:(১১ - ২০) | সোমরস |
২৯৮ | শিখন্ডিণী (কশ্যপগোত্রীয়া) [২৫] | ৯:১০৪ | সোমরস |
২৯৯ | শিবি | ১০:(১৭৯) | ইন্দ্র |
৩০০ | শিরিম্বিত | ১০:১৫৫ | অলক্ষ্মীবিতাড়ন, ব্রহ্মণস্পতি ও দেবগণ |
৩০১ | শিশু | ৯:১১২ | সোম |
৩০২ | শুনঃশেপ (আজীগর্ত্তপুত্র) | ১:২৪ - ৩০ | অগ্নি |
৩০৩ | শুনঃশেফ | ৯:৩ | সোমরস |
৩০৪ | শুনহোত্র | ৬:৩৩ | ইন্দ্র |
৩০৫ | শ্যেন | ১০:১৮৮ | অগ্নি |
৩০৬ | শ্যাবাশ্ব (অত্রিগোত্রীয়) | ৫:৫২ - ৬১, ৮১ ও ৮২ ; ৮:৩৫ - ৩৮ ; ৯:৩২ | মরুৎগণ, অগ্নি, দেবগণ, সবিতা |
৩০৭ | শ্রদ্ধা (কামায়ণী) [২৬] | ১০:১৫১ শ্রদ্ধাসূক্ত | শ্রদ্ধা |
৩০৮ | শ্রুতবন্ধু (৩/৪ গোপায়ন ও লৌপায়ন) | ৫:(২৪) ; ১০:(৫৭ - ৬০) | অগ্নি ; দেবগণ, বন্ধুর মন-প্রাণ, রাজা অসামতিস্তুতি |
৩০৯ | শ্রুতবিদ (অত্রিপুত্র) | ৫:৬২ | মিত্র-বরুণ |
৩১০ | শ্বশ্বতী (অঙ্গিরাকন্যা, অসঙ্গপত্নী)[২৭] | ৮:১:৩৪ ; ৯:(১০১) | পবমান সোম |
৩১১ | সংকুসুক | ১০:১৮ | মৃত্যু, ধাতা, ত্বষ্টা, অগ্নিসংস্কার |
৩১২ | সংবর্ত | ১০:১৭২ | ঊষা |
৩১৩ | সংবহন | ১০:১৯১ | অগ্নি ও ঐকমত্য |
৩১৪ | সত্যধৃতি | ১০:১৮৫ | আদিত্য |
৩১৫ | সত্যশ্রবা (অত্রিবংশীয়) | ৫:৭৯ ও ৮০ | ঊষা |
৩১৬ | সদাপৃণ (অত্রিবংশীয়) | ৫:৪৫ | বিশ্বদেবগণ |
৩১৭ | সধ্বংসাখ্য (কণ্বগোত্রীয়) | ৮:৮ | অশ্বিদ্বয় |
৩১৮ | সধ্রি | ১০:১১৪ | দেবগণ |
৩১৯ | সপ্তগু | ১০:৪৭ | বৈকুন্ঠ ইন্দ্র |
৩২০ | সপ্তবধ্রি (অত্রিপুত্র) | ৫:৭৮ ও ৮:৭৩ | অশ্বিদ্বয় |
৩২১ | সপ্তর্ষি | ৯:৬৭ ; ১০:১০৭ ও ১৩৭ | সোম ও অগ্নি |
৩২২ | সপ্তি | ১০:৭৯ | অগ্নি |
৩২৩ | সপ্রথ | ১০:(১৮১) | দেবগণ |
৩২৪ | সব্য | ১:৫১ - ৫৭ | বৈকুন্ঠ |
৩২৫ | সম্বরণ (প্রজাপতিপুত্র) | ৫:৩৩ - ৩৪ | ইন্দ্র |
৩২৬ | সরমা (ইন্দ্রদূতী)[২৮] | ১০:১০৮:২, ৪, ৬, ৮, ১০ ও ১১ | ইন্দ্র, জল:২, বৃহস্পতি:৬, অযাস্য:৮, অাঙ্গিরসগণ:৮, নবগুগণ:৮, ধর্ম:১১ সোম:১১, সোমপ্রস্তুতকারী প্রস্তরগণ:১১ ঋষিগণ:১১, মেধাবীগণ:১১ |
৩২৭ | সস (অত্রিপুত্র) | ৫:২১ | অগ্নি |
৩২৮ | সহদেব | ১:(১০০) | ইন্দ্র |
৩২৯ | সার্পরাজ্ঞী[২৯] | ১০:১৮৯ | ত্রিশস্থানী সূর্য |
৩৩০ | সিকতা | ৯:৮৬:(১১ - ২০) | সোমরস |
৩৩১ | সিন্ধুক্ষিৎ | ১০:৭৫ | নদী |
৩৩২ | সিন্ধুদ্বীপ | ১০:(৯) | জল |
৩৩৩ | সুকক্ষ | ৮:(৯২) ও ৯৩ | ইন্দ্র |
৩৩৪ | সুকৃতি | ১০:১৩১ | অশ্বিদ্বয় ও ইন্দ্র |
৩৩৫ | সুতম্ভর (অত্রিপুত্র) | ৫:১১ - ১৪ | অগ্নি |
৩৩৬ | সুদাস | ১০:১৩৩ | ইন্দ্র |
৩৩৭ | সুদিতি | ৮:(৭১) | অগ্নি |
৩৩৮ | সুনু | ১০:১৭৬ | ঋভু ও অগ্নি |
৩৩৯ | সুপর্ণ | ১০:১৪৪ | ইন্দ্র |
৩৪০ | সুপর্ণ (কণ্বগোত্রীয়) | ৮:৫৯ | ইন্দ্র-বরুণ |
৩৪১ | সুবন্ধু (২/৪ গোপায়ন ও লৌপায়ন) | ৫:(২৪) | অগ্নি |
৩৪২ | সুবেদা | ১০:১৪৭ | ইন্দ্র |
৩৪৩ | সুমিত্র | ১০:৬৯ - ৭০, {১০৫} | অগ্নি, আপ্রী, {ইন্দ্র} |
৩৪৪ | সুরাধা | ১:(১০০) | ইন্দ্র |
৩৪৫ | সুহস্ত | ১০:৪১ | অশ্বিদ্বয় |
৩৪৬ | সুহোত্র | ৬:৩১ - ৩২ | ইন্দ্র |
৩৪৭ | সূনু | ৯:৯৯ - ১০০ | সোম |
৩৪৮ | সূর্যা (সূর্যকন্যা)[৩০] | ১০:৮৫ বিয়ের মন্ত্র | দেবগণ |
৩৪৯ | স্যূম | ১০:৭৭ -৭৮ | মরুৎগণ |
৩৫০ | সোভরি (কণ্বপুত্র) | ৮:১৯ - ২২, ১০৩ | দান, আদিত্য, অগ্নি, মরুৎগণ, ইন্দ্র, অশ্বিদ্বয় |
৩৫১ | সোমাহুতি (ভৃগুপুত্র) | ২:৪ - ৭ | অগ্নি |
৩৫২ | স্বস্তি (অত্রিপুত্র) | ৫:৫০ - ৫১ | বিশ্বদেব |
৩৫৩ | হবির্ধান | ১০:১১ - ১২ | অগ্নি |
৩৫৪ | হর্যত (প্রগাথপুত্র) | ৮:৭২ | অগ্নি |
৩৫৫ | হরিমন্ত | ৯:৭২ | সোম |
৩৫৬ | হিরণ্যগর্ভ | ১০:১২১ | প্রজাপতি |
৩৫৭ | হিরণ্যস্তুপ (অঙ্গিরাপুত্র) | ১:৩১ - ৩৫ ; ৯:৪, ৬৯ | অগ্নি, ইন্দ্র, অশ্বিদ্বয়, সবিতা |
ঋগ্বেদীয় ঋষি-পরম্পরা
সম্পাদনাপ্রা অঙ্গিরা ভৃগু
বৃহস্পতি হিরণ্যস্তুপ সব্য ভরদ্বাজ
বিশ্বামিত্র কুৎস বসিষ্ঠ অগস্ত্য শক্তি মধুচ্ছন্দা পরাশর শূনঃশেপ
আরও দেখুন
সম্পাদনাটিকা
সম্পাদনা- ↑ শৌণক তার বৃহদ্দেবতা নামক গ্রন্থে ঋগ্বেদের পঙক্তি ধ'রে ধ'রে ঋষি ও ঋষিকাদের দেবোপাসক , ঋষি-দেববাচী (ঋষি বা দেবদেবীর সাথে কথোপকথক) ও আত্মস্তুতিকারী - এ ৩ বিন্যাসে উপস্থাপন করেছেন ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ঋগ্বেদ সংহিতা , বাংলানুবাদ:রমেশচন্দ্র দত্ত (সায়ন , ম্যাক্স মুলারসহ অন্যান্যের ভাষ্যাদিকে টীকাকারে উল্লেখকৃত) , হরফ প্রকাশনী এ-১২৬ কলেজ স্ট্রীট মার্কেট কলকাতা ৭ , ১৯৭৬ । দত্ত, রমেশচন্দ্র (১৯৭২), ঋগ্বেদ সংহিতা, পৃষ্ঠা ১৩
- ↑ দেবোপাসক ১.১
- ↑ দেবোপাসক ১.২
- ↑ দেবোপাসক ১.৩
- ↑ ঋষি-দেববাচী ২.১
- ↑ ঋষি-দেববাচী ২.২
- ↑ ঋষি-দেববাচী ২.৫
- ↑ দেবোপাসক ১.৪
- ↑ দেবোপাসক ১.৫
- ↑ দেবোপাসক ১.৬
- ↑ আত্মস্তুতিকারী ৩.৪
- ↑ ঋষি-দেববাচী ২.৭
- ↑ দেবোপাসক ১.১২
- ↑ দেবোপাসক ১.৮
- ↑ আত্মস্তুতিকারী ৩.২
- ↑ মূর্তোপাসকদের সংস্কৃতিতে
- ↑ দেবোপাসক ১.১১
- ↑ দেবোপসনা ১.৭
- ↑ ঋষি-দেববাচী ২.৮
- ↑ আত্মস্তুতিকারী ৩.৫
- ↑ ঋষি-দেববাচী ২.৪
- ↑ ঋষি-দেববাচী ২.৬
- ↑ আত্মস্তুতিকারী ৩.৭
- ↑ দেবোপাসক ১.১০
- ↑ দেবোপাসক ১.৯
- ↑ আত্মস্তুতিকারী ৩.৩
- ↑ ঋষি-দেববাচী ২.৯
- ↑ ঋষি-দেববাচী ২.৩
- ↑ আত্মস্তুতিকারী ৩.১
- ↑ আত্মস্তুতিকারী ৩.৬