ইমন সাহা
বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও গায়ক
ইমন সাহা (জন্ম: ১৬ অক্টোবর) একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীতশিল্পী। তিনি বাংলা টেকনো, লোকগীতি ও চলচ্চিত্রের গানের জন্য সমধিক পরিচিত। ২০১৩ সালে কুসুম কুসুম প্রেম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার অর্জন করেন।[১]
ইমন সাহা | |
---|---|
জন্ম | ১৬ অক্টোবর ঢাকা, বাংলাদেশ |
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | টেকনো, লোকগীতি, পপ, চলচ্চিত্রের গান |
পেশা | সঙ্গীপ শিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার |
বাদ্যযন্ত্র | কিবোর্ড, গিটার, ভোকাল্স |
কার্যকাল | ২০০০ - বর্তমান |
লেবেল | সংগীতা, একাত্তর, লেজার ভিশন, ডেটলাইন মিউজিক |
পিতা-মাতা |
|
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৫টি) |
প্রাথমিক জীবন
সম্পাদনাইমন ১৬ অক্টোবর (সাল জানা নেই) ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সত্য সাহা, যিনি একজন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী ও বাংলা চলচ্চিত্রের সংগীত পরিচালক।[২]
ইমন তার শৈশব ঢাকাতেই কাটেন। তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল অনুরাগ।[৩]
সঙ্গীত
সম্পাদনানেপথ্য গায়ক
সম্পাদনা- চন্দ্রগ্রহণ (২০০৮)
- কুসুম কুসুম প্রেম (২০১১)
- ঘেটুপুত্র কমলা (২০১২)
- পিতা (চলচ্চিত্র) (২০১২)
- অল্প অল্প প্রেমের গল্প (২০১৩)
- অন্তরঙ্গ
- মন জ্বলে[৪] (২০১৩)
- দেশা: দ্যা লিডার (২০১৪)
- অগ্নি ২ (২০১৫)
- কার্তুজ[৩] (২০১৫)
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাবছর | পুরস্কারের নাম | পুরস্কারের ধরন | চলচ্চিত্র/গান | ফলাফল |
---|---|---|---|---|
২০০৮ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | চন্দ্রগ্রহণ | বিজয়ী |
২০১১ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | কুসুম কুসুম প্রেম | বিজয়ী |
২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | ঘেটুপুত্র কমলা | বিজয়ী |
২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | পিতা | বিজয়ী |
২০১৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | মেয়েটি এখন কোথায় যাবে | বিজয়ী |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "National film award-2011 announced"। Reflection News। ২০১৩-০১-১৫। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫।
- ↑ "এ সপ্তাহের সাক্ষাতকার"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮।
- ↑ ক খ "অতঃপর ইমন সাহা"। Bangla Tribune। আগস্ট ৩১, ২০১৪। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০১৫।
- ↑ "Emon Saha wins double crown"। Dhaka Mirror। ফেব্রুয়ারি ২০, ২০১৪। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে ইমন সাহা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইমন সাহা (ইংরেজি)