ইমন সাহা

বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও গায়ক

ইমন সাহা (জন্ম: ১৬ অক্টোবর) একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীতশিল্পী। তিনি বাংলা টেকনো, লোকগীতি ও চলচ্চিত্রের গানের জন্য সমধিক পরিচিত। ২০১৩ সালে কুসুম কুসুম প্রেম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার অর্জন করেন।[]

ইমন সাহা
জন্ম১৬ অক্টোবর
ঢাকা, বাংলাদেশ
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনটেকনো, লোকগীতি, পপ, চলচ্চিত্রের গান
পেশাসঙ্গীপ শিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার
বাদ্যযন্ত্রকিবোর্ড, গিটার, ভোকাল্স
কার্যকাল২০০০ - বর্তমান
লেবেলসংগীতা, একাত্তর, লেজার ভিশন, ডেটলাইন মিউজিক
পিতা-মাতা
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (৫টি)

প্রাথমিক জীবন

সম্পাদনা

ইমন ১৬ অক্টোবর (সাল জানা নেই) ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সত্য সাহা, যিনি একজন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী ও বাংলা চলচ্চিত্রের সংগীত পরিচালক।[]

ইমন তার শৈশব ঢাকাতেই কাটেন। তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল অনুরাগ।[]

সঙ্গীত

সম্পাদনা

নেপথ্য গায়ক

সম্পাদনা

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
বছর পুরস্কারের নাম পুরস্কারের ধরন চলচ্চিত্র/গান ফলাফল
২০০৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার চন্দ্রগ্রহণ বিজয়ী
২০১১ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক কুসুম কুসুম প্রেম বিজয়ী
২০১২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ঘেটুপুত্র কমলা বিজয়ী
২০১২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার পিতা বিজয়ী
২০১৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মেয়েটি এখন কোথায় যাবে বিজয়ী

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "National film award-2011 announced"। Reflection News। ২০১৩-০১-১৫। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫ 
  2. "এ সপ্তাহের সাক্ষাতকার"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮ 
  3. "অতঃপর ইমন সাহা"Bangla Tribune। আগস্ট ৩১, ২০১৪। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০১৫ 
  4. "Emon Saha wins double crown"Dhaka Mirror। ফেব্রুয়ারি ২০, ২০১৪। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা