আশীষ কুমার লোহ
আশীষ কুমার লোহ (১০ অক্টোবর ১৯৩৭ - ৪ নভেম্বর ১৯৯৪)[১][২] ছিলেন একজন বাংলাদেশী নাট্যকার, চিত্রনাট্যকার, লেখক, অভিনেতা ও কৌতুকাভিনেতা। ছোট গল্পকার হিসাবেও তিনি সুনাম অর্জন করেন। তিনি পরিণীতা (১৯৮৬) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৩]
আশীষ কুমার লোহ | |
---|---|
জন্ম | জয় গোল্লাপুর, ঈশ্বরগঞ্জ উপজেলা, ময়মনসিংহ, বাংলাদেশ | ১০ অক্টোবর ১৯৩৭
মৃত্যু | ৪ নভেম্বর ১৯৯৪ ঢাকা | (বয়স ৫৭)
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা | বিজ্ঞান বিভাগ, সরকারি আনন্দমোহন কলেজ |
পেশা | নাট্যকার, চিত্রনাট্যকার, লেখক, অভিনেতা ও কৌতুকাভিনেতা |
পরিচিতির কারণ | সাবলীল অভিনয় |
আদি নিবাস | ঈশ্বরগঞ্জ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনালোহ ১৯৩৭ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে তিনি ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হন। ১৯৫৩ সালে ম্যাট্রিক পাস করে তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। কলেজে ছাত্র থাকাকালীন তিনি কৌতুক ও নাটকে অভিনয়ের দিকে ঝুঁকে পরেন। কলেজের বার্ষিক নাটক ও বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় ও কৌতুক এবং স্থানীয় টাউন হল মঞ্চে নিয়মিত নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। আনন্দমোহন কলেজ থেকে ১৯৫৫ সালে আইএসসি পাস করেন। এরপর তিনি ঢাকায় চলে যান এবং ঢাকার বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় ও কৌতুক প্রদর্শন করে ঢাকায় খ্যাতি অর্জন করেন। এই সময় তিনি বেতার ও টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।
কর্মজীবন
সম্পাদনালোহ শিল্পী হিসাবে তিনি বেতার ও টেলিভিশনে বিভিন্ন নাটকে অংশগ্রহণ করা বাদেও তিনি বেতার ও টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন। কালক্রমে লোহ একজন খ্যাতনামা নাট্যকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং নাট্যভিনয়ে নিজ যোগ্যতার পরিচয় দেন। ষাট দশকে তৎকালীন পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রের ধারাবাহিক কৌতুক নাটক হীরা- চুনিপান্না-এ হীরার ভূমকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ষাট দশকে তিনি চলচ্চিত্র জগতে অভিনয় করা শুরু করেন। সারা জীবনে তিনি প্রায় চল্লিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেন।
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাঅভিনীত চলচ্চিত্র
সম্পাদনা
বছর |
চলচ্চিত্র | পরিচালক | সহশিল্পী | চরিত্র | ভাষা | মুক্তির তারিখ | নোট |
---|---|---|---|---|---|---|---|
১৯৬১ | হারানো দিন | মোস্তাফিজ | শবনম, গোলাম মুস্তাফা, রহমান, সুভাষ দত্ত | বাংলা | ৪ আগস্ট, ১৯৬১ | ||
১৯৬৪ | সুতরাং | সুভাষ দত্ত | সুভাষ দত্ত, রানী সরকার, কবরী, শওকত আকবর | বাংলা | ২৪ এপ্রিল, ১৯৬৪ | ||
১৯৬৪ | কারওয়া | এস. এম. পারভেজ | শবনম, হারুন, গোলাম মুস্তাফা, তারানা | উর্দু | ৪ ডিসেম্বর ১৯৬৪ | ||
১৯৬৫ | নদী ও নারী | সাদেক খান | ডা. রওশন আরা, গোলাম মুস্তাফা, মাসুদ আলী | বাংলা | ৩০ জুলাই ১৯৬৫ | ||
১৯৬৫ | ক্যায়সে কাহু | তাহের চৌধুরী | হারুন, গোলাম মুস্তাফা, আনোয়ারা | উর্দু | ৮ অক্টোবর ১৯৬৫ | ||
১৯৬৬ | কার বউ | নজরুল ইসলাম | খলিল, নাসিমা খান, সুভাষ দত্ত, আনোয়ারা | বাংলা | ১৮ ফেব্রুয়ারি ১৯৬৬ | ||
১৯৬৬ | ফির মিলেঙ্গে হাম দোনো | সৈয়দ শামসুল হক | হারুন, রেশমা, ফতেহ লোহানী, সুভাষ দত্ত | উর্দু | ১০ জুন ১৯৬৬ | ||
১৯৬৬ | বেগানা | এম. এ. পারভেজ | খলিল, শবনম, খান আতাউর রহমান, গোলাম মুস্তাফা | উর্দু | ৪ জুলাই ১৯৬৬ | ||
১৯৬৬ | ভাওয়াল সন্যাসী | রওনক চোধুরী | আনোয়ারা, রেশমা, কাজী খালেক | বাংলা | ২ সেপ্টেম্বর ১৯৬৬ | ||
১৯৬৬ | আপন দুলাল | নজরুল ইসলাম | আজিম, নাসিমা খান, ফতেহ লোহানী | বাংলা | ১১ নভেম্বর ১৯৬৬ | ||
১৯৬৭ | আলী বাবা | নজরুল ইসলাম | ইনাম আহমেদ, সিরাজুল ইসলাম | বাংলা | ১৩ অক্টোবর ১৯৬৭ | ||
১৯৬৭ | নয়ন তারা | কাজী জহির | আজিম, সুচন্দা, রেশমা, কাজী খালেক | বাংলা | ২৭ অক্টোবর ১৯৬৭ | ||
১৯৬৮ | ভাগ্যচক্র | এম. এ. হামিদ | শাবানা, হাসান ইমাম, সুমিতা দেবী | বাংলা | ৭ জুন ১৯৬৮ | ||
১৯৬৮ | মোমের আলো | মোস্তফা মেহমুদ | সরকার কবীর, আনসার, খলিল, নূতন, সুজাতা | বাংলা | ২২ নভেম্বর ১৯৬৮ | ||
১৯৬৮ | অপরিচিতা | সৈয়দ আউয়াল | মান্নান, কবিতা, আনিস, সুমিতা দেবী | বাংলা | ২৯ নভেম্বর ১৯৬৮ | ||
১৯৬৮ | রূপবানের রূপকথা | ই. আর. খান মামা | মান্নান, সুজাতা, রুবিনা, আনোয়ারা | বাংলা | ২২ ডিসেম্বর ১৯৬৮ | ||
১৯৬৯ | পিয়াসা | নজরুল ইসলাম | আজিম, রহমান, সুচন্দা, আনোয়ারা | উর্দু | ১৭ ফেব্রুয়ারি ১৯৬৯ | ||
১৯৬৯ | অবাঞ্চিত | কামাল আহমেদ | কাজী খালেক, আজিম, রোজি, আনোয়ার হোসেন | বাংলা | ১৩ জুন ১৯৬৯ | ||
১৯৬৯ | আলোর পিপাসা | শওকত আকবর | রোজি, রাফসানা, আলতাফ, মন্তুশ্রী | বাংলা | ২৭ জুন ১৯৬৯ | ||
১৯৬৯ | মায়ার সংসার | মোস্তফা মেহমুদ | বাংলা | ||||
১৯৬৯ | স্বর্ণ কমল | নজরুল ইসলাম | বাংলা | ||||
১৯৭০ | আদর্শ ছাপাখানা | মোস্তাফিজ | বাংলা | ||||
১৯৭০ | নতুন প্রভাত | মোস্তফা মেহমুদ | বাংলা | ||||
১৯৭১ | স্বরলিপি | নজরুল ইসলাম | বাংলা | ||||
১৯৭১ | স্মৃতিটুকু থাক | আলমগীর কুমকুম | বাংলা | ||||
১৯৭৩ | অনির্বাণ | কামাল আহমেদ | বাংলা | ||||
১৯৭৪ | দুই পর্ব | খসরু নোমান | বাংলা | ||||
১৯৭৪ | অনেক দিন আগে | এফ কবীর চৌধুরী | বাংলা | ||||
১৯৭৪ | মামা ভাগ্নে | আকবর কবীর পিন্টু | বাংলা | ||||
১৯৭৫ | আলোছায়া | মোস্তাফিজ | বাংলা | ||||
১৯৭৫ | হাসি কান্না | হাসমত | বাংলা | ||||
১৯৭৭ | লুকোচুরি | আবুল বাশার | বাংলা | ||||
১৯৭৭ | আদালত | সাইদুর রহমান সাইদ | বাংলা | ||||
১৯৭৮ | অঙ্গার | কামাল আহমেদ | বাংলা | ||||
১৯৭৮ | পাগলা রাজা | আজহারুল ইসলাম | বাংলা | ||||
১৯৭৮ | অচেনা অতিথি | ইউসুফ জহির | বাংলা | ||||
১৯৭৮ | কাপুরুষ | আলমগীর কুমকুম | বাংলা | ||||
১৯৭৮ | অশান্ত ঢেউ | আবদুস সাত্তার | বাংলা | ||||
১৯৭৮ | মেহেরবান | স্বপন সাহা | বাংলা | ||||
১৯৭৯ | রূপালী সৈকতে | আলমগীর কবির | বাংলা | ||||
১৯৮০ | সখি তুমি কার | আবদুল্লাহ আল মামুন | বাংলা | ||||
১৯৮০ | জোকার | আজহারুল ইসলাম খান | বাংলা | ||||
১৯৮০ | আমির ফকির | প্রদীপ কুমার দে | বাংলা | ||||
১৯৮০ | অভিযোগ | আবু মুসা দেবু | বাংলা | ||||
১৯৮১ | বাদল | অশোক ঘোষ | বাংলা | ||||
১৯৮১ | রাজার রাজা | আলমগীর কুমকুম | বাংলা | ||||
১৯৮১ | মৌ চোর | রাজ্জাক | বাংলা | ||||
১৯৮১ | ঝুমকা | আলমগীর কুমকুম | বাংলা | ||||
১৯৮১ | ভাঙ্গাগড়া | কামাল আহমেদ | বাংলা | ||||
১৯৮২ | সোহাগ মিলন | সুভাষ দত্ত | বাংলা | ||||
১৯৮২ | দুই পয়সার আলতা | আমজাদ হোসেন | বাংলা | ||||
১৯৮২ | মধু মালতি | নাজমুল হুদা মিন্টু | বাংলা | ||||
১৯৮২ | জন্ম থেকে জ্বলছি | আমজাদ হোসেন | বাংলা | ||||
১৯৮২ | রজনীগান্ধা | কামাল আহমেদ | বাংলা | ||||
১৯৮২ | খোকন সোনা | কাজী হায়াত | বাংলা | ||||
১৯৮২ | নাত বৌ | ছটকু আহমেদ | বাংলা | ||||
১৯৮৪ | শান্তি | গাজী মাজহারুল ইসলাম | বাংলা | ||||
১৯৮৪ | ভাগ্যলিপি | ফখরুল হাসান বৈরাগী | বাংলা | ||||
১৯৮৪ | মনা পাগলা | কাজী হায়াত | বাংলা | ||||
১৯৮৪ | ঘরে বাইরে | নাজমুল হুদা মিন্টু | বাংলা | ||||
১৯৮৫ | ফয়সালা | আবদুস সাত্তার | বাংলা | ||||
১৯৮৫ | কাবিন | আলমগীর কুমকুম | বাংলা | ||||
১৯৮৫ | গুনাই বিবি | হারুন রশিদ | বাংলা | ||||
১৯৮৬ | সাধনা | এম. এ. কাশেম | বাংলা | ||||
১৯৮৬ | বিচারপতি | গাজী মাজহারুল ইসলাম | বাংলা | ||||
১৯৮৬ | পরিণীতা | আলমগীর কবির | গুরুচরণ | বাংলা | |||
১৯৮৭ | সতী কমলা | শামসুদ্দিন টগর | বাংলা | ||||
১৯৮৭ | সন্ধান | মোহাম্মদ সাহাবদ্দিন | বাংলা | ||||
১৯৮৭ | দায়ী কে | আফতাব খান টুলু | বাংলা | ||||
১৯৮৮ | যাদু মহল | স্বপন সাহা | বাংলা | ||||
১৯৮৮ | অগ্নিকন্যা | কামাল আহমেদ | বাংলা | ||||
১৯৮৮ | স্বাক্ষর | গাজী মাজহারুল আনোয়ার | বাংলা | ||||
১৯৮৮ | আলী বাবা ৪০ চোর | আজিজুর রহমান | বাংলা | ||||
১৯৯২ | দাঙ্গা | কাজী হায়াত | বাংলা | ||||
১৯৯৫ | ক্ষুধা | গাজী মাজহারুল আনোয়ার | বাংলা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সাইফুল, রাহাত (৭ নভেম্বর ২০১৬)। "রুপালি ভুবন নভেম্বরে হারিয়েছে যাদের"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ https://www.jugantor.com/todays-paper/everyday/107544/আজ-৩-নভেম্বর
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" [List of the winners of National Film Awards (1975-2012)]। Government of Bangladesh। Bangladesh Film Development Corporation। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে আশীষ কুমার লোহ