আলাপ:পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড়
সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ৫ বছর পূর্বে "সংশোধন প্রয়োজন" অনুচ্ছেদে
এই পাতাটি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
সংশোধন প্রয়োজন
সম্পাদনাশুভেন্দু, চমৎকার হয়েছে অত্র নিবন্ধটি! কিছু ক্ষেত্রে বেশ বেমানান হয়েছে। সংশোধনের প্রয়োজন রয়েছে। বাক্যগুলো তুলে ধরছি, প্রয়োজনীয় সংশোধন এনো।
- এই উৎস ১৮৮২ সালে প্রতিষ্ঠিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কিন্তু ১৯৪৭ সালে ভারত বিভাগের পরে প্রতিষ্ঠিত হয়, যেখানে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়। [বাক্য গঠন পুণরায় করতে হবে]
- প্রধান প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলি স্বাস্থ্যকেন্দ্র, একটি স্পোর্টস কমপ্লেক্স, ছাত্রাবাস এবং আবাসিক আবাসনের পাশে ১৪ নম্বর সেক্টরে অবস্থিত।[৭] [বাক্য গঠন পুণরায় করতে হবে]
- চণ্ডীগড়ের বর্তমান পাঞ্জাব বিশ্ববিদ্যালয়টির শিকড় [উৎপত্তি] ১৮৮৪ সালের ১৪ ই অক্টোবর লাহোরে (বর্তমানে পাঞ্জাবের পাকিস্তানে) প্রতিষ্ঠিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়টির সঙ্গে যুক্ত।
- (Punjab থেকে Panjab)। [প্রয়োজন নেই]
- ১৯৪৭ সালের পরে[৮] প্রায় এক দশক [ধরে] (বাদ যাবে) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনও ক্যাম্পাস ছিল না। প্রশাসনিক অফিস ছিল সোলানে এবং
- শিক্ষাবৃত্তি [কোথা থেকে এলো] হোশিয়ারপুর, জলন্ধর, দিল্লি এবং অমৃতসর থেকে পরিচালিত হত।
- ১৯৫6 সালে [ইংরেজি]
- সুইস-ফরাসি স্থপতি পিয়েরে জ্যানেরেট দ্বারা রচিত বিশ্ববিদ্যালয়ের চেকবোর্ড [সংশোধন করতে হবে] বিন্যাসটি ভারতে বিদ্যায়তনের নকশার পথিকৃৎ ছিল।
- ত্রি-পক্ষল [মানে কি] কাঠামোটি এর কেন্দ্র তৈরি করে; ক্রীড়া কমপ্লেক্স, স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষার্থী কেন্দ্র এবং
- শপিং সেন্টার [বিক্রয় কেন্দ্র] মাঝখানে অবস্থিত;
- দক্ষিণ-পূর্বের [র কাটা যাবে] ১৬ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এবং আবাসিক অঞ্চল, এটি সংলগ্ন সেক্টর ২৫ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি ইনস্টিটিউট এবং ডক্টর হরবংশ সিং জজ ইনস্টিটিউট
- অফ [অব হবে] ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ইউআইএএমএস, জীববিজ্ঞানের প্রতিষ্ঠান [ইনস্টিটিউট] ইত্যাদি রয়েছে।
- পোস্ট [ডাক] ও সম্পর্ক,
- উদ্ভিদ্বিদ্যাসংক্রান্ত [এখানে - উদ্ভিদ]
- (ডে-কেয়ার সেন্টার) বাদ যাবে
- ওয়ার্কিং মহিলা [কর্মজীবি]
- অনাবাসিক ক্রীড়া দলের [অতিথি ক্রীড়াদল]
- অনুষদের [এখানে শিক্ষক] জন্য শপিং সেন্টার [বিক্রয় কেন্দ্র]
- অস্থায়ী [খণ্ডকালীন] পরামর্শদাতাদের
- ডাক্তার [চিকিৎসক - প্রচলিত বাংলা শব্দ রয়েছে]
- যোগাসের [যোগ ব্যায়াম] মতো সুবিধাগুলি রয়েছে।
উল্লিখিত বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। প্রত্যেকটি বাক্য যথাযথভাবে পড়ো। ধন্যবাদ তোমায় - Suvray (আলাপ) ১৫:২০, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)