আমতলা
আমতলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম।
আমতলা | |
---|---|
জনগণনা শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৩′ উত্তর ৮৮°১০′ পূর্ব / ২২.২২° উত্তর ৮৮.১৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগনা |
সরকার | |
• ধরন | গ্রাম(বি. ডি. ও) |
• শাসক | স্বশাসিত গ্রাম |
আয়তনআমতলা, কৃপারামপুর, রামকৃষ্ণপুর, জয়রামপুর, মামুদপুর, উদয়রামপুর, বিষ্ণুপুর, কন্যানগর, সাফখালী, চকবাগী। | |
• মোট | ১৫.৭৪ বর্গকিমি (৬.০৮ বর্গমাইল) |
উচ্চতা | ২৬ মিটার (৮৫ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৬,৯৫৮ |
• জনঘনত্ব | ২,৯৭৬/বর্গকিমি (৭,৭১০/বর্গমাইল) |
বিশেষণ | ৪৬৯৫৮ |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি ৫:৩০) |
পিন | ৭৪৩৫০৩ |
রাজ্য মন্ত্রী সভায় ইং ১৭৷০২৷১৬ তারিখ অনুমোদিত স্বশাসিত শহর। |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাগ্রামটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°১৩′ উত্তর ৮৮°১০′ পূর্ব / ২২.২২° উত্তর ৮৮.১৭° পূর্ব ।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৬ মিটার (৫২ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে আমতলা এর জনসংখ্যা হল৪৬,৯৫৮ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।
আমতলা শহরের সাক্ষরতার হার ৭৩%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০%, এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আমতলা এর সাক্ষরতার হার বেশি।
আমতলা এর জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Amtala"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০০৬।
3. রাজ্য মন্ত্রী সভায় ইং 17/02/16 অনুমোদিত স্বশাসিত শহর।