আবিদ আনোয়ার
আবিদ আনোয়ার (জন্ম: ২৪ জুন, ১৯৫০) বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন।[১][২][৩]
আবিদ আনোয়ার | |
---|---|
জন্ম | মোঃ আবদুর রহিম কটিয়াদী, কিশোরগঞ্জ, বাংলাদেশ |
পেশা | কবি, গীতিকার, সাহিত্যিক, বৈজ্ঞানিক, সম্পাদক |
জাতীয়তা | বাংলাদেশী |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১২ - কবিতা), রাষ্ট্রপতি পদক (১৯৭৯ - বৈজ্ঞানিক গবেষণা ও কারিগরি প্রকাশনা), স্বাধীনতার রজত জয়ন্তী স্মারক পুরস্কার [সৈয়দ নজরুল ইসলাম পদক] (১৯৯৭ - সাহিত্যকর্ম), যুক্তরাষ্ট্রের ‘জাতীয় সাংবাদিকতা বিশেষজ্ঞ সমিতি’র সম্মানসূচক সদস্য পদ লাভ (১৯৮৭ - সাংবাদিকতা-সংক্রান্ত গবেষণা), কমনওয়েলথ পুরস্কার (২০০৫ এবং ২০০৮ - বাংলাদেশ বেতারের ইংরেজি স্ক্রিপ্টের জন্য) |
জীবনবৃত্তান্ত
সম্পাদনাজন্মস্থান ও জন্মতারিখ : গ্রাম-চর আলগী, কটিয়াদী, কিশোরগঞ্জ, ২৪শে জুন ১৯৫০। পিতা : মোহাম্মদ আজিমউদ্দিন; মাতা : হাসিনা বেগম। শিক্ষা : মাধ্যমিক : কটিয়াদী হাই স্কুল (১৯৬৬); উচ্চ মাধ্যমিক : ঢাকা কলেজ (১৯৬৮); স্নাতক সম্মান (রসায়ন শাস্ত্র) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭১); স্নাতকোত্তর (থিসিস, রসায়ন শাস্ত্র) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭২); স্নাতকোত্তর (থিসিস, সাংবাদিকতা) : ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৮৭)। পেশা : সাংবাদিকতা ও চাকরি। সম্পাদক, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), মহাখালী, ঢাকা।
প্রকাশিত গ্রন্থ ও সাহিত্যকর্ম
সম্পাদনাকবিতা
সম্পাদনা- ধলপহরের পদাবলি, আগামী প্রকাশনী, ২০১৯
- আটকে আছি মধ্যনীলিমায়, আগামী প্রকাশনী, ২০০৯
- নির্বাচিত কবিতা, আগামী প্রকাশনী, ২০০৫
- কাব্যসংসার, বিশাকা প্রকাশনী, ২০০৩
- কাব্যসংসার, বর্ধিত সংস্করণ, আগামী প্রকাশনী, ২০০৫
- খড়বিচালির বৃক্ষজীবন, দিব্য প্রকাশ, ২০০১
- স্বৈরিণীর ঘরসংসার, বিশাকা প্রকাশনী, ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ১৯৯৮; তৃতীয় সংস্করণ, ২০০১)
- মরা জোছনায় মধুচন্দ্রিমা, অনিন্দ্য প্রকাশন, ১৯৯২
- প্রতিবিম্বের মমি, অনিন্দ্য প্রকাশন, ১৯৮৫।
প্রবন্ধ-গবেষণা
সম্পাদনা- বাংলা কবিতার আধুনিকায়ন, আগামী প্রকাশনী, ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ২০০৪, তৃতীয় সংস্করণ ২০১৮)
- চিত্রকল্প ও বিচিত্র গদ্য, আগামী প্রকাশনী, ২০০৫।
- বরেণ্য কবিদের নির্মাণকলা, আগামী প্রকাশণী, ২০১৫
- ছন্দের সহজপাঠ, আগামী প্রকাশণী,২০১৮
- আমার মুক্তিযুদ্ধ: রাজপথ থেকে রণাঙ্গন, আগামী প্রকাশণী, ২০১৫
গল্প
সম্পাদনা- তিন পাখনার প্রজাপতি, মাওলা ব্রাদ্রার্স, ২০০৬
শিশুসাহিত্য
সম্পাদনা- মশার মেয়ে পুনপুনি, আগামী প্রকাশনী, ২০১২
- সৃষ্টিছাড়া ত্রিশটি ছড়া, প্রাচ্যবিদ্যা প্রকাশনী, ১৯৯৯
- আগল-ভাঙা পাগল ছড়া, অনিন্দ্য প্রকাশন, ১৯৯২।
সম্পাদনা
সম্পাদনা- আহসান হাবীবের শ্রেষ্ঠ কবিতা (২০০০)।
- আহসান হাবীবের নির্বাচিত কবিতা, বাংলা একাডেমি, ২০১৮
শিল্পসাহিত্যবিষয়ক নিয়মিত/অনিয়মিত কলাম
সম্পাদনা- মধ্যদিনের জানালা [আহসান হাবীব-সম্পাদিত দৈনিক বাংলার সাহিত্য সাময়িকী, ১৯৮১-৮২, নিয়মিত পাক্ষিক কিস্তিতে]
- বাংলা কবিতার আধুনিকায়ন [আবুল হাসনাত-সম্পাদিত সংবাদ সাময়িকী, ১৯৯৬-৯৭, অনিয়মিত কিস্তিতে]
গীতরচনা
সম্পাদনাখোন্দকার নুরুল আলম, বশির আহমদ, সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার, অণুপ ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দীসহ পঞ্চাশ দশকোত্তর বিখ্যাত শিল্পীদের কণ্ঠে শতাধিক গান প্রচারিত হচ্ছে।
পুরস্কার ও স্বীকৃতি
সম্পাদনাজাতীয়
সম্পাদনা- বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার (২০১২)[৪];
- শিশু সাহিত্যে অবদানের জন্য সুকুমার রায় সাহিত্য পুরস্কার (২০০৬)
- সাহিত্যকর্মের জন্য স্বাধীনতার রজত জয়ন্তী স্মারক পুরস্কার [সৈয়দ নজরুল ইসলাম পদক] (১৯৯৭)
- বৃহত্তর ময়মনসিংহ সমিতির সংবর্ধনা (১৯৯৭)
- সাহিত্যকর্মের জন্য রাইটার্স-এর স্মারক পদক ও সংবর্ধনা (১৯৯৬)
- বৈজ্ঞানিক গবেষণা ও কারিগরি প্রকাশনার জন্য রাষ্ট্রপতি পদক (১৯৭৯);
আন্তর্জাতিক
সম্পাদনা- বাংলাদেশ বেতারের প্রোফাইলভিত্তিক ইংরেজি স্ক্রিপ্ট রচনার জন্য কমনওয়েলথ পুরস্কার, ২০০৮
- বাংলাদেশ বেতারের ডিজিটাইজেশন-সংক্রান্ত ইংরেজি স্ক্রিপ্ট রচনার জন্য কমনওয়েলথ পুরস্কার, ২০০৫
- ইউএসএআইডি’র বিশেষজ্ঞ দল কর্তৃক প্রদত্ত ‘অ্যাবলেস্ট সায়েন্স জার্নালিস্ট ইন বাংলাদেশ’ খেতাব, ১৯৯২
- যুক্তরাষ্ট্রের ‘জাতীয় সাংবাদিকতা বিশেষজ্ঞ সমিতি’র (National Journalism Scholarship Society of America - Kappa-Tau-Alpha) সম্মানসূচক সদস্য পদ লাভ (১৯৮৭)।
মুক্তিযুদ্ধে অবদান
সম্পাদনাআবিদ আনোয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিহারে অবস্থিত চাকুলিয়া ক্যাম্প থেকে বিশেষ কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। কিশোরগঞ্জ এলাকায় ধূলদিয়া রেলসেতু অপারেশন এবং ভাঙা সেতুর পাড়ে পরবর্তী যুদ্ধ পরিচালনায় তিনি প্রভূত সাফল্য প্রদর্শন করেন।
কিশোরগঞ্জ মহকুমা মুক্তিযোদ্ধা ক্যাম্পের প্রথমে সহাধিনায়ক, এবং শেষে পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পান। এ কাজে তার পূর্বসূরী ছিলেন পর্যায়ক্রমে ক্যাপ্টেন মতিউর রহমান ও লেফটেন্যান্ট সাদেক।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ দৈনিক জনকণ্ঠ, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ঘোষণা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৭-৩১ তারিখে, স্টাফ রিপোর্টার, তারিখ: ১৯-০২-২০১৩
- ↑ "বরেণ্য: আবিদ আনোয়ার"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১০।
- ↑ "বহুমুখী আবিদ আনোয়ার"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১০।
- ↑ "বাংলা একাডেমী"।
- ↑ দৈনিক প্রথম আলো, মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও সংখ্যা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুলাই ২০২০ তারিখে, আবিদ আনোয়ার, তারিখ: ৩১-১২-২০০৯
বহিঃসংযোগ
সম্পাদনা- আবিদ আনোয়ার এর বই সমুহ, রকমারি.com
- লালন তোমার আরশী নগর আর কতদূর, ইউটিউব, শিল্পীঃ সালমা, অ্যালবামঃ ক্লোজ-আপ ওয়ান,লালন তোমার আরশী নগর আর কতদূর, গীতিকারঃ আবিদ আনোয়ার, সুরকারঃ অণুপ ভট্টাচার্য, ২০০৬
- বাংলা একাডেমির বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা আর্কাইভইজে আর্কাইভকৃত ১১ আগস্ট ২০১৯ তারিখে