অঙ্কুশ হাজরা

ভারতীয় অভিনেতা

অঙ্কুশ হাজরা একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, নৃত্যশিল্পী এবং বাংলা চলচ্চিত্র শিল্পের টেলিভিশন ব্যক্তিত্ব ।[] তিনি ২০১০ সালে কেল্লাফতে চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন ।[] তিনি খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, ভিলেন, বিবাহ অভিযান, ম্যাজিক চলচ্চিত্রে উপস্থিত ছিলেন। তিনি ২০২২ সালের ১৫ আগস্ট অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স নামক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করেছেন।[]

অঙ্কুশ হাজরা
জন্ম (1989-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১০-বর্তমান

শৈশব ও আত্মজীবনী

সম্পাদনা

অঙ্কুশ হাজরা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় ১৪ই ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি হলি রক স্কুল এবং ইস্ট-ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন। এ দুটি স্কুলই বর্ধমান জেলার শহরতলিতে অবস্থিত। তিনি দুর্গাপুরে তড়িৎ প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেলেও তার আসল ইচ্ছে ছিল অভিনেতা হওয়া। তাই তিনি কলকাতাতে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করে। বর্তমানে অভিনয় ছাড়াও তিনি কলকাতায় অবস্থিত দ্য হেরিটেজ একাডেমিতে বিবিএ পড়েছেন। তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের নিকট নাচ শিখেছেন।

অভিনয় জীবন

সম্পাদনা

অঙ্কুশ রোমান্টিক-কমেডি চলচ্চিত্র কেল্লাফতে (২০১০) এ অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেট পি৪-এর ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তিপাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে। নব অভিনেত্রী রুপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয়। ফলে ইন্ড্রাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায়। এই চলচ্চিত্রের গানগুলি জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে, অঙ্কুশ একজন ভাল নর্তক। ২০১২ সালে তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে, রাজিব বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে মুক্তি পায় ইডিয়ট। ছবিটি ব্লকবাস্টার না হলেও এর তোকে হেব্বি লাগছে এবং পাগলি তোকে রাখব বড়ো আদরে গানদ্বয় জনপ্রিয় হয়।

২০১৩ সালে পুনরায় শ্রাবন্তীর বিপরীতে এবং এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায় কানামাছি। এই চলচ্চিত্র পরিচালনা করেন রাজ চক্রবর্তী। একই বছর ১১ই অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলাড়ি। আবারো এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অঙ্কুশের বিপরীতে ছিলেন নুসরাত জাহানঅশোক পাতি এই ছবিটির পরিচালক। এই ছবিটি অপর দুই প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মসের মুক্তি দেয়া দুইটি চলচ্চিত্রের সাথে মুক্তি পায়। এই দুটি চলচ্চিত্র হল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ আরো অনেক অভিনীত কাকাবাবু সিরিজের জনপ্রিয় কাহিনীর ওপর নির্মিত মিশর রহস্য; এবং সুরিন্দার ফিল্মস প্রযোজিত ও রাজা চন্দ পরিচালিত সুপারস্টার দেবকোয়েল মল্লিক অভিনীত রংবাজ

অভিনীত চলচ্চিত্র

সম্পাদনা
  চিহ্নিত চলচ্চিত্রগুলির নির্মাণ চলছে
বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য
২০১০ কেল্লাফতে শিবু পীযুষ সাহা অভিষিক্ত চলচ্চিত্র। তেলুগু চলচ্চিত্র: আতা এর পুনর্নির্মাণ।
২০১২ ইডিয়ট সম্রাট রাজিব বিশ্বাস তামিল চলচ্চিত্র: থিরুভিলায়াদাল আরামবাম
২০১৩ কানামাছি আবীর রাজ চক্রবর্তী তামিল চলচ্চিত্র: কো
২০১৩ খিলাড়ি সুলেমান অশোক পাতি মালয়ালম চলচ্চিত্র: উদয়পুরাম সুলতান
২০১৪ আমি শুধু চেয়েছি তোমায় [] অভিজিৎ অশোক পাতি, অনন্য মামুন তেলুগু চলচ্চিত্র: আর্য ২
২০১৫ রোমিও বনাম জুলিয়েট[] রোমিও অশোক পাতি পাঞ্জাবি চলচ্চিত্র: সিং বনাম কৌর
আশিকী রাহুল অশোক পাতি তেলুগু চলচ্চিত্র: ইশক
জামাই ৪২০ জয় রবি কিনাগী কমেডী চলচ্চিত্র
২০১৬ কি করে তোকে বলবো আকাশ রবি কিনাগী কন্নড় চলচ্চিত্র: মিলানা
কেলোর কীর্তি অপূর্ব রাজা চন্দ তামিল চলচ্চিত্র: চার্লি চ্যাপলিন
জুলফিকার আক্তার আহমেদ সৃজিত মুখোপাধ্যায় উপন্যাস হতে প্রাপ্ত
হরিপদ ব্যান্ডওয়ালা হরিপদ পথিকৃৎ বসু পাঞ্জাবি চলচ্চিত্র: ডিস্কো সিং
২০১৭ আমি যে কে তোমার আদিত্য রবি কিনাগী মারাঠি চলচ্চিত্র: মিঠা
বলো দুর্গা মাই কি শ্যামো রাজ চক্রবর্তী পুনঃনির্মাণ চলচ্চিত্র
২০১৮ ভিলেন জয়/রাজা বাবা যাদব
২০১৯ বিবাহ অভিযান অনুপম বিরসা দাশগুপ্ত বিবাহ অনুপ্রেরিত
২০২১ ম্যাজিক ইন্দ্রজিৎ রাজা চন্দ
এফ.আই.আর নং ৩৩৯/০৭/০৬ এসিপি অভিজিৎ দত্ত জয়দীপ মুখোপাধ্যায় []
২০২২ কিশমিশ নিজেই রাহুল মুখার্জি বিশেষ উপস্থিতি[]
সেভিংস অ্যাকাউন্ট অভিমন্যু সেন রাজা চন্দ জি৫ এ মুক্তি পেয়েছে
ওগো বিদেশিনী এবি "অনাথ বন্ধু" অংশুমান প্রত্যুষ []
উত্তরাণ রুদ্র মল্লিক ইন্দ্রদীপ দাশগুপ্ত জি৫ এ মুক্তি পেয়েছে
২০২৩ ভয় অয়ন রায় রাজা চন্দ জি৫ এ মুক্তি পেয়েছে[]
লাভ ম্যারেজ বকাই প্রেমেন্দু বিকাশ চাকী [১০]
আবার বিবাহ অভিযান অনুপম সৌমিক হালদার [১১]
কুরবান হাসান অঙ্কুশ হাজরা
মির্জা মির্জা সুমিত-সাহিল চিত্রগ্রহণ চলছে; প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ[১২]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
সাল পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১১ বিগ বাংলা নবাগত তারকা পুরস্কার বিগ বাংলা নবাগত তারকা পুরস্কার-সেরা নর্তক (পুরুষ) কেল্লাফতে বিজয়ী
২০১৫ কালাকার পুরস্কার সেরা তারকা (পুরুষ) আমি শুধু চেয়েছি তোমায় (২০১৪) বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Actor Ankush Hazra excited about his new comedy show; speculations are high who might host it"The Times of India। ২০২০-০৯-১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  2. Bangla, TV9 (২০২১-১০-৩০)। "Ankush Hazra: 'মৃগয়া' ছবি থেকে বেরিয়ে গেলেন অঙ্কুশ; বললেন, সিনেমার পেশাকে কেবল 'পয়সা তৈরির যন্ত্র' মনে করি না"TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৬ 
  3. "Kishmish: আবারও একসঙ্গে Dev-Ankush, শেষ হল ছবির প্রথম পর্বের শ্যুটিং"Zee24Ghanta.com। ২০২১-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  4. "অঙ্কুশ-শুভশ্রীর দার্জিলিং শ্যুটের অ্যালবামে চোখ বোলাল এবেলা"Ebela। ৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪ 
  5. "রোমিও ভার্সেস জুলিয়েট"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪ 
  6. "Ankush, Ritabhari shooting for Joydeep's thriller 'FIR'"The Times of India। ২০২০-১১-২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  7. "অতিথি' অঙ্কুশকে ধন্যবাদ জানালেন দেব, ব্যাপারটা কী?"Hindustantimes। ৭ অক্টোবর ২০২২। 
  8. আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২২-০৯-৩০)। "প্রেমিকা আর মায়ের দারুণ বন্ধুত্ব, কিন্তু অঙ্কুশের হবু বউ অন্য কেউ!"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  9. "Ankush Hazra-Nusraat Faria starrer 'Bhoy' set for its OTT premiere"The Times of India। ২০২৩-০১-২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  10. "Fans excited for Ankush-Oindrila's Love Marriage" (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  11. সংবাদদাতা, নিজস্ব। "শুরু হল 'আবার বিবাহ অভিযান'-এর শুটিং, চরিত্রদের ফার্স্ট লুক আনন্দবাজার অনলাইনে"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  12. SNS (২০২২-০৯-১০)। "Ankush Hazra returns with a bang in and as 'Mirza'"The Statesman (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা