২০১৮-এ বাংলাদেশ
অবয়ব
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ২০১৮-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
২০১৮-এ বাংলাদেশে সংগঠিত হওয়া ঘটনাবলীর সংক্ষিপ্ত সার এটি।
রাষ্ট্রীয় দায়িত্বে
[সম্পাদনা]- রাষ্ট্রপতি- আবদুল হামিদ
- প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
- স্পীকার- শিরীন শারমিন চৌধুরী
ঘটনাবলী
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ১৭ জানুয়ারি - বাংলাদেশ আর মিয়ানমারের সরকার রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবাসনের জন্য একটি চুক্তি করে।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ১ ফেব্রুয়ারি - এসএসসি ও সমমান পরিক্ষা শুরু।
- ৮ ফেব্রুয়ারি - জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।[১] একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।[২]
মার্চ
[সম্পাদনা]- ১২ মার্চ - ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট ২১১ নেপালে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে থাকা মোট ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হয়।
এপ্রিল
[সম্পাদনা]- ২০১৮-র কোটা সংস্কার আন্দোলন জানুয়ারি থেকে চললেও এপ্রিলে এসে দেশব্যাপী ব্যাপকতা লাভ করে।
মে
[সম্পাদনা]- ১২ মে - বাংলাদেশ মান সময় ভোর ২টা ১৪ তে (১১ মে ২০১৮ ইউটিসি) কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।[৩]
- ১৫ মে - মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়।
জুলাই
[সম্পাদনা]- ১৯ জুলাই - ঢাকার রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহত হলে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে। যা পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- ১৮ সেপ্টেম্বর - ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পাস হয়।
অক্টোবর
[সম্পাদনা]- ৪ অক্টোবর - বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেওয়া হয়।[৪]
- ১০ অক্টোবর - ২০০৪ ঢাকা গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দেয় ঢাকার একটি বিশেষ দ্রুত আদালত।
ডিসেম্বর
[সম্পাদনা]- ৩০ ডিসেম্বর - একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ অনুষ্ঠিত হয়।
মৃত্যু
[সম্পাদনা]- ৫ জানুয়ারি - ধীরাজ কুমার নাথ, কূটনীতিজ্ঞ (জন্ম: ১৯৪৫)
- ১৬ জানুয়ারি – শাম্মী আখতার, গায়িকা (জন্ম: ১৯৫৫)
- ২৫ জানুয়ারি - শওকত আলী, বাংলাদেশি কথাসাহিত্যিক (জন্ম: ১৯৩৬)
- ৫ মার্চ - রফিকুল ইসলাম, চিকিৎসক
- ৬ মার্চ - ফেরদৌসী প্রিয়ভাষিণী, স্বাধীনতা পুরুস্কারপ্রাপ্ত ভাস্কর (জন্ম: ১৯৪৭)
- ২১ মার্চ - কাঁকন বিবি, বীরঙ্গগনা ও গুপ্তচর (জন্ম: ১৯১৫)
- ২১ এপ্রিল - আনোয়ারা বেগম, শিক্ষাবিদ ও ফার্স্ট লেডি
- ২৪ এপ্রিল - বেলাল চৌধুরী, কবি (জন্ম: ১৯৩৮)
- ২৬ এপ্রিল - সামছুল ইসলাম, রাজনীতিবিদ (জন্ম: ১৯৩১)
- ৯ মে - মুস্তাফা নূরউল ইসলাম, শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক (জন্ম: ১৯২৭)
- ২২ মে -
- তাজিন আহমেদ, উপস্থাপিকা ও অভিনেত্রী (জন্ম: ১৯৭৫)
- হাফিজ সিদ্দিকী, শিক্ষাবিদ (জন্ম: ১৯৩১)
- ৭ জুলাই - রানী সরকার, চলচ্চিত্র অভিনেত্রী (জন্ম: ১৯৩০ এর দশকে)
- ২৫ জুলাই - কল্পরঞ্জন চাকমা, রাজনীতিবিদ
- ২৬ জুলাই - মোস্তফা সুজা, রাজনীতিবিদ (জন্ম: ১৯৫০)
- ২৭ জুলাই - রহিম উদ্দিন ভরসা, রাজনীতিবিদ, শিল্পপতি ও যুগের আলোর পত্রিকার প্রতিষ্ঠাতা।
- ১৮ অক্টোবর - আইয়ুব বাচ্চু, মঞ্চ গায়ক, কণ্ঠশিল্পী (জন্ম: ১৯৬২)
- ১৪ ডিসেম্বর - আমজাদ হোসেন, চলচ্চিত্র নির্মাতা, লেখক, গীতিকার।
- ১৮ ডিসেম্বর - সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র সম্পাদক ও নির্মাতা।
- ১৯ ডিসেম্বর- টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরী, রাজনীতিবিদ ও জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খালেদা জিয়ার পাঁচ বছরের জেল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "তারেক রহমানের ১০ বছরের কারাদণ্ড"। বাংলা ট্রিবিউন। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ কাজী, হাফিজ; সাবেদ, সাথী। "বিশ্ব কাঁপিয়ে মহাবিশ্বে"। দৈনিক কালের কণ্ঠ। ১২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।
- ↑ মোছাব্বের হোসেন (২ জুলাই ২০২০)। "বিসিএসে শেষ হলো কোটা যুগ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০।